নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

গ্রাস (গল্পকণিকা)

০২ রা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪০

ইনডিয়া সরকার আইন করে স্টার জলসা, স্টার প্লাসসহ সে দেশের বেশকিছু টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিল।

ফলাফল।
ভারতে এর কোনো ক্রিয়া-প্রতিক্রিয়া হলো না। কিন্তু বাংলাদেশের বিভিন্ন শহরে ঐসব চ্যানেল পুনঃপ্রচারের দাবিতে মিছিল, মানববন্ধন হলো।

আর,

আর ‘পাখি’র শোকে বাংলাদেশের অজপাড়াগাঁয়ের এক গৃহবধূ শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিল।

৯ আগস্ট ২০১৪

*কালের চিহ্ন, একুশে বইমেলা ২০১৬

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩২

পবিত্র হোসাইন বলেছেন: B-)) B-)) B-))

০২ রা এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: B-)

২| ০২ রা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

বলেছেন: হুম

০২ রা এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ;)

৩| ০২ রা এপ্রিল, ২০১৯ রাত ৯:০৭

হাবিব বলেছেন: আহারে পাখি???

০২ রা এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :(

৪| ০২ রা এপ্রিল, ২০১৯ রাত ৯:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আত্নহত্যা করাটা এখন মনে হয় না কঠিন কাজ।
যে কোন সময় মানুষ আগুণে পুড়ে বা বাসের চাপায় মরে যেতে পারে।
তাই আত্নহত্যা না করে জীবনকে উপভোগ করা উচিত।

০৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি বাংলায় 'বোঝে না সে বোঝে না' নামে একটা সিরিয়াল চলছিল। সেখানে নায়িকা যে-পোশাকটা পড়তো ওটার নাম পাখি পোশাক, অথবা নায়িকার নাম ছিল পাখি আর তার পোশাকের মতো বাজারে একটা পোশাক ছাড়া হয় যার নাম দেয়া হয় 'পাখি পোশাক'। কোনো এক অজপাড়াগাঁয়ের গরীব ঘরের মেয়ে বাবার কাছে পাখি পোশাক চায়, কিন্তু বাবার সামর্থ্য না থাকায় পাখি পোশাক দিতে পারেন না। মেয়ে পাখি পোশাক না পেয়ে দুঃখে ক্ষোভে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে। এই হলো ইতিহাস।

আপনি ঠিকই বলেছেন সাজ্জাদ ভাই, আত্মহত্যা যেন একটা খেলার মতো বিষয় হয়ে দাঁড়িয়ে গেছে। তাও, খুব তুচ্ছ বিষয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটছে অহরহ।

ধন্যবাদ সাজ্জাদ ভাই কমেন্টের জন্য।

৫| ০২ রা এপ্রিল, ২০১৯ রাত ১১:১৮

হাসান কালবৈশাখী বলেছেন:
ভারতীয় ফালতু সি‌রিয়ালগু‌লো বি‌শেষ ক‌রে যেগু‌লো পা‌রিবা‌রিক শা‌ন্তি ভ‌ঙ্গে প্রভাব বিস্তার ক‌রে সেগু‌লো অবশ্যই সবার বর্জন করা উ‌চিৎ।

০৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ সিরিয়ালগুলো আবার একটা নির্দিষ্ট বয়স ও লিঙ্গের মানুষের কাছে অধিক প্রিয় হয়ে থাকে। তারা চলে নিজেদের বুদ্ধিতে। ভালোমন্দ আলাদা করার ক্ষমতাই তাদের নেই।

ধন্যবাদ হাসান কালবৈশাখী ভাই।

৬| ০৩ রা এপ্রিল, ২০১৯ ভোর ৬:৫৭

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে নির্বোধ লোকের সংখ্যা বেশী।

০৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কথা কিন্তু ভুল না :(

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৯ সকাল ৭:৩৯

সোহানী বলেছেন: আমি আগেও শেয়ার করেছিলাম তারপরও আবার বলি। আমার দু'জন কলিগ কলকাতাবাসী। ওদেরকে এইসব চ্যানেলের কথা বলতেই ওরা খুব এক চোট হাসলো। বললো, ভারতে এইসব চ্যানেল দেখানো হয় না। এগুলো পে চ্যানেল, বাংলাদেশের জন্যই শুধু তৈরী করা হয়। আর ওইসব কুটনামী, পরকীয়া, নোংড়ামী চ্যানেল কোনভাবেই এখানে দেখানো হয় না।............. এবার বুঝেন ঠ্যালা, লে হালুয়া।

০৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভারতে এইসব চ্যানেল দেখানো হয় না। আমি ২০১৭-তে প্রায় ৪ মাসের মতো ছিলাম। এই চ্যানেলগুলো কলকাতায়ও দেখানো হয়। নিজের দেশের চ্যানেল নিজ দেশে তো অবশ্যই দেখানো হয়, তবে বাংলাদেশও একটা বড়ো খদ্দের তাতে সন্দেহ নাই। চ্যানেলগুলোর কন্টেন্টের ব্যাপারে যা বলেছেন তা সর্বাংশে সত্য।

ধন্যবাদ সোহানী আপু কমেন্টের জন্য।

আমার এখনো জ্ঞান ফিরে নাই কিন্তু :(

৮| ০৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪৭

জাহিদ অনিক বলেছেন: লংকায় রাবণ মরলো আর বেহুলা কেঁদেকেটে বিধবা হলো।

০৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহা। খাসা বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.