নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

এপিটাফ

১১ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:০৮

আমার বাবাকে যেভাবে কবরে শোয়াবো
আমাকেও ঠিক ওভাবে ভূ-গর্ভে ঢেকে দেবে
আমার সন্তান কিংবা স্বজনেরা
এর আগে বেশ ক’বার আমাকে মৃত্যুর
মুখোমুখি হতে হয়েছিল। সেবার আমি যদি
মরে যেতাম, আমি জানি সেই ঘাতের কষ্ট
আমার বাবা সইতে না পেরে তিনিও
আমার সাথেই সহযাত্রী হতেন।

আমার আগেই আমার বাবার মৃত্যু হলে
আমি অতটা কষ্ট পাব না, যতটা বাবার আগে
আমার মৃত্যু হলে বাবা পাবেন। কেননা, আমার বাবা
আমাকে যতটা গভীর ভালোবাসতে পেরেছেন, আমি তাকে
তার এককণাও ভালোবাসতে শিখি নি, না পেরেছি
বাবার মতো আমার সন্ততিদের ভালোবাসতে।

আমার শৈশবে কী সুমধুর কণ্ঠে আমার বাবা গান গাইতেন-
‘দয়াল আর কান্দাইবা কতকাল
আজ আমার দুঃখেরই কপাল…’
বাবার পাশে নিঝুম বৃষ্টি ও তীব্র দহনে
অনর্গল লাঙল টেনেছি, ধান কেটেছি, ইটামুগুরে
ইটা ভেঙেছি, ক্ষেত নিড়িয়েছি
বাবার কণ্ঠে দুঃখ ঝরে পড়তো ধীর-লয় গানের সুরে সুরে-
‘ওওও রে দুঃখ কানলে যায় না…’
কোমরগঞ্জ আর শিবরামপুর হাটে, আগলা আর গোবিন্দপুরের
পথে পথে, যশোর-ফরিদপুর-চরভদ্রাসনে
আড়িয়াল বিল, গাংকুলা আর বোয়ালির চকে মাটির পাষাণে
আমাদের জন্য সুখ খুঁজতে খুঁজতে, ভবিষ্যতের সোনাবীজ
বুনতে বুনতে আমার বাবা শরীরের হাড় আর মাংস
অঙ্গার করে এখন তিনি নিবুনিবু চোখে নক্ষত্রের আলো গোনেন

আমি জানি না, আমার বাবা আর ক’দিন
পৃথিবীর বায়ুতে শ্বাস ফেলতে পারবেন
কিন্তু আমি হলফ করে বলতে পারি-
সুখের উপর দিব্যি পা দুলিয়ে, উন্মুক্ত
আসমানে আনন্দে দাপাদাপি করে
নির্জলা বৈভবের সবটকু নির্যাস শুষে খেয়েও
আমার বাবার ‘দুঃখের কপাল’ অদ্যাবধি
আমি ঘোচাতে পারি নি।

আমার বাবা মর্মে মর্মে আজও সেই হৃদয়ক্ষয়ী
গানের মূর্ছনা তোলেন। সেই বক্ষভেদি সুর
আমার সমগ্র উচ্ছলতাকে ছাপিয়ে যায়।
আমিও কুরে কুরে ক্ষয় হতে থাকি।

সব কথা সবাইকে কি বলা যায়? কিছু অভিমান
মনে মনেই মরে যায়, কেউ কোনোদিন
জানতে পারে না। এমনকি প্রিয়তমা স্ত্রীর কাছেও
অব্যক্ত থেকে যায় কতশত অনুযোগ, পুঞ্জীভূত
অভিমান। সুদীর্ঘদিন একই আধারে নিশ্বাস ছুঁয়েও
হয়ত-বা অজানা থেকে যায় হৃৎপিণ্ডের ঘ্রাণ।
কিছু কথা, অভিমান, কিছু রক্তাক্ত বেদনা
বুকে নিয়েই একদিন শেষবারের মতো
ঘুমিয়ে পড়বো। আমি যদি
আমার বাবার আগেই মরে যাই, প্রিয় বন্ধুরা, আমার
বাবাকে অন্তত তোমরা একটু সুখ দিও, যা আমি পারি নি।

২৭ মে ২০১৮


মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মৃত্যু অনেক খারাপ একটি ব্যাপার।
মুত্যু চাই না।

১১ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই

২| ১১ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১২

ইফতেখার ভূইয়া বলেছেন: বাবা-মা'র প্রতি আমাদের এই ঋণ কোনদিনও শোধ হবার নয়। কবিতার অভিব্যক্তি সুন্দর হয়েছে।

১১ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক বলেছেন ইফতেখার ভূইয়া। ধন্যবাদ আপনাকে।

৩| ১১ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৮

মনিরা সুলতানা বলেছেন: সন্তানের নাফুরানো আকাঙ্ক্ষা ! সত্যি ই পিতা-মাতার জন্য সবটুকু দিয়ে করলে ও কিছু করা মনে হয় বাকি।
চমৎকার লেখা।

১১ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাবার ঋণ কখনো শোধ হবার নয়। ধন্যবাদ আপু কমেন্টের জন্য।

৪| ১১ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৪৫

আখেনাটেন বলেছেন: লেখাটি পড়ে বেদনা ভর করল। বাবাকে হারিয়েছি অনেক আগেই।

১১ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার মাকে হারিয়েছি ১৯৮০ সালে। বাবা এখন বৃদ্ধ, দিন গুনছেন। আমাদেরও সময় কমে আসছে।

আপনার বাবার জন্য অনেক অনেক দোয়া থাকলো- আল্লাহ তাঁকে বেহেশত নসিব করুন।

৫| ১১ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: দূর্দান্ত হয়েছে।

১১ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

৬| ১২ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৮

করুণাধারা বলেছেন: আপনার এবং আপনার বাবার জন্য দোয়া রইল।

১২ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ করুণাধারা। শুভেচ্ছা রইল।

৭| ১২ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: এ এক ব্যতিক্রমী এপিটাফ! সোনাবীজ এর উৎপত্তির জীবন বেদ পড়ে মুগ্ধ হলাম। বাবার জন্য সন্তানের এমন আকুতিই যে উত্তম পাওয়া। পিতা-পুত্রের এমন মেলবন্ধন বয়ে চলুক জীবনভর।
আপনার বাবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

অফুরান শুভেচ্ছা রইল।

১২ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আন্তরিক কমেন্টে বুক ভরে গেলো পদাতিক চৌধুরি ভাই। আমার বুকের ভেতর জন্মদাগ জ্বলজ্বল করে জ্বলে, তাকে ভোলা যায় না।

অনেক অনেক ধন্যবাদ প্রিয় পদাতিক চৌধুরি ভাই। জীবন আনন্দে ভরে উঠুক।

৮| ১২ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার দেওয়া লিংক থেকে এইমাত্র ঘুরে এলাম। ওখানে একটি কমেন্ট রেখে এসেছি । জানিনা না পুরনো পোস্ট; আপনার notification-এ দেখাবে কিনা।

২৪ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঐ কমেন্টটা আমি ঐদিনই পড়েছি পদাতিক ভাই। কিন্তু কমেন্টের রিপ্লাই করা হয় নি। ওটার রিপ্লাই ওখানেই দিব।

মাঝে মাঝে কিছুই ভালো লাগে না :( অকারণেই এই 'ভালো না লাগা'। যাই হোক, বেশ কিছুদিন পর আবার অ্যাক্টিভ হবার কথা ভাবছি :)

ভালো থাকবেন।

৯| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:৪৭

ডার্ক ম্যান বলেছেন: এই মাসেই তো মনে হয় আপনার মা এর মৃত্যুবার্ষিকী । আপনার একটা করি তা পড়েছিলাম আপনার বোনকে নিয়ে লিখা। আপনার মা যখন মারা যান তখন আপনার ছোটবোনের বয়স ছিল মাত্র দুই বছর ।

২৪ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার মায়ের মৃত্যুদিবস হলো ১৬ এপ্রিল ১৯৮০। ব্যাপারটা মনে রাখার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। হ্যাঁ, এটা নিয়ে আমার একটা কবিতা আছে।

১০| ০৩ রা মে, ২০১৯ সকাল ৯:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: :(

০৩ রা মে, ২০১৯ রাত ১১:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ।

১১| ০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩১

মিরোরডডল বলেছেন:



বেশ কয়েকবার মৃত্যুর মুখোমুখি হতে হয়েছিলো মানে কি ?
একটা সেদিন শুনেছি, আবার কি হয়েছিলো ? বলা যাবে?

না পেড়েছি সন্ততিদের ভালবাসতে
এটা ভুল কথা ।
ধুলো তার বাচ্চাদের অবশ্যই অনেক ভালোবাসে , বাবাকেও ।

বাবা ছেলের একসাথে কাটানো সময়গুলোর কথা শুনলে কেমন যেনো লাগে ধুলো ।
আহা বাবার জন্য আমার খুব খারাপ লাগছে ।

শেষের কথাগুলো খুবই কষ্টদায়ক ।
আমি সিওর ধুলো তার মাক্সিমামটুকু দিয়ে চেষ্টা করছে বাবাকে যতটুকু করা যায় । কোনও ত্রুটি রাখেনি ।

আচ্ছা ধুলো কি ডার্ক ম্যানের কোনও খবর জানে । অনেকদিন ব্লগে দেখিনা ।
সে কিন্তু ধুলোর সব খবর আপডেট থাকে । ধুলো কি একটু তার খবর নেবে ।



১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা সেদিন শুনেছি, আবার কি হয়েছিলো ? বলা যাবে? ৩বার বাস অ্যাক্সিডেন্টে পড়েছিলাম। একবার মাথায় ব্লাড ক্লট হয়েছিল। মাথায় বারহোল হেমাটোমা সার্জারি করা হয়। ৩দিনের মেমোরি আমার সিমকার্ড (ব্রেইন) থেকে লস্ট :) সার্জারির পর বুঝতে পারি, আমি গত ৩দিন ধরে স্মৃতিহীন ছিলাম। সেদিনেরটা তো বললামই। আরেকবার আটলান্টিকের উপর দিয়ে হেলিকপ্টারে যাওয়ার সময় হঠাৎ হেলিকপ্টার ল্যান্ড করার জন্য ডিসেন্ডিং শুরু করলো। অবশ্য নিরাপদেই আটলান্টিকের পাড়ে ল্যান্ড করেছিল। ইঞ্জিনে ম্যালফাংশন হয়। পরে অন্য হেলিতে ইভাকুয়েট করা হয়।

১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাকি কথাগুলোর জন্য অনেক অনেক ধন্যবাদ।

১২| ০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩৩

মিরোরডডল বলেছেন:

***চেষ্টা করেছে*** হবে

১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কে চেষ্টা করেছে?

১৩| ১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৭

মিরোরডডল বলেছেন:

৩রা অক্টোবর ধুলোকে বলেছিলাম ডার্ক ম্যানের খবর নিতে । ৭ অক্টোবর হি ইজ ব্যাক ।
ধুলো কি কন্টাক্ট করেছিলো নাকি টেলিপ্যাথি ? :)


১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তাহার সাথে ফেইসবুকে এবং সেলফোনে যোগাযোগ করেছিলাম। তিনি নতুন জীবনে প্রবেশ করিয়াছেন। তাহাকে শুভেচ্ছা জানান ও অভিনন্দিত করুন।

১৪| ১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৬

মিরোরডডল বলেছেন:



ওহ মাই গড ! এগুলো কি বলে ধুলো ।
সিরিয়াসলি ! আচ্ছা যা হবার হয়ে গেছে ।
এখন থেকে খুব সাবধানে চলতে হবে । আফটার অল সার্জারি হয়েছে যেহেতু ।

গতকাল অফলাইনে ব্লগের নিউজ দেখে প্যানিক এট্যাক হবার অবস্থা ।
দুদিন আগে যাকে অনলাইনে দেখলাম তাকে নিয়ে এই নিউজ ।
তাই মনে হচ্ছিলো জীবন আসলেই খুবই তুচ্ছ । কখন হুট করে চলে যেতে হয় ।
ধুলো সাবধানে থাকবে, ওকে ?


১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মনে প্রাণে খুব কামনা করছি, রাবেয়া রাহীম আপুর মৃত্যুর খবরটা মিথ্যা হোক। ভুল হোক নাম বা অ্যাকাউন্ট। তিনি এসে বলুন, আমাদের বকাবকি করুন- 'আপনাদের কোনো কাণ্ডজ্ঞান নাই। ভালো করে না জেনে এমন খবর কেউ লেখে?'

১৫| ১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

মিরোরডডল বলেছেন:



লেখক বলেছেন: কে চেষ্টা করেছে?


১১ নং কমেন্টে টাইপো ছিলো ।
ওটাই কারেকশন করেছি সেকেন্ড কমেন্টে ।
ও কিছু না ।


১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওওও

১৬| ১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪২

মিরোরডডল বলেছেন:



ধুলো এখনই ভৃগুর এই পোষ্ট পড়বে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.