নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

ঋজুরেখ বুদ্ধিমাত্রা

১০ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৪

তুমি আমাকে বোঝো না মূলত দুটি কারণে:
এক : সবটুকুই বুঝবে এ ভাষায় বলার ক্ষমতা আমার নেই
দুই : তোমারও একটা সীমাবদ্ধতা রয়েছে বৈকি

কাকের ভাষা স্বয়ং কাকই বোঝে না : কারণ, সে ভাষা দুর্বোধ্য
অথচ কোকিলের গানে কাকের মনও নেচে ওঠে
মিষ্টতা বা মাধুর্য একটা সর্বজনীন ভাষার নাম

সব কথার মানে খোঁজো না। কিছু কথা বলার জন্য বলি,
মুখ ফস্‌কেও কখনো-বা;
সব কথাতেই কিছু না কিছু শেখা যায় : চাই শুধু অটল অন্বেষা

প্লবঙ্গকে মাথায় তোলো না : তার প্রজ্ঞা-স্তর ঋষভতুল্য
নির্বোধকে জ্ঞানীর চেয়েও উচ্চাসনে বসায় মূর্খেরা
মূর্খেরা মূর্খতার অর্থ জানে না

প্রশংসা আর তৈলমর্দনের মধ্যে পার্থক্য বুঝতে শেখো
আর তৈলমর্দন যদি করতেই হয়, যিনি মর্দনযোগ্য তাঁকেই করো
অন্যথায় অচিরেই নিজেকে খুব হাস্যকর করে তুলবে

নির্বীজ রাসভেরও জিজীবিষা তীব্র হয়েছে
ঋতম্ভর শব্দভুকেরা বিশংসায় তূষ্ণীম্ভূত

আমি আমার মতো করে বলে দিয়েছি
তুমি তোমার মতো করেই বুঝে নাও

৩০ সেপ্টেম্বর ২০১৩

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৮

সোহানী বলেছেন: প্রশংসা আর তৈল মর্দনের মধ্যে পার্থক্য ............হাহাহাহাহাহা। একদম ঠিক কথা।

আর অতি সত্য যে, "আমি আমার মতো বলে............................."। তুমি কম বুঝলে সেটা তোমারেই দোষ ;)

১০ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার অট্টহাসিটা খুব সুন্দর আপু। আমিও চেষ্টা করি এভাবে অট্টহাসিতে আকাশ কাঁপিয়ে দিতে :)

২| ১০ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৬

শের শায়রী বলেছেন: আর না বলা কথাগুলো হৃদয় দিয়ে অনুভব করে নিও।

পাঠে মুগ্ধতা।।

১০ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আর না বলা কথাগুলো হৃদয় দিয়ে অনুভব করে নিও। তাইতো!! কিছু না বলেও, শুধু চেয়ে থেকেও অনেক কিছু বলে ফেলা যায়, যদি বুঝে নেয়ার মতো থাকে একজন হৃদয়বান কেউ

ধন্যবাদ শের শায়রী।

৩| ১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: আপনি একজন প্রতিভাবান মানুষ।
প্রতিভা কাজে লাগান।

১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নায়করাজ রাজীব ভাই। খুব খুশি হলাম এটা জেনে যে আমি একজন প্রতিভামান মানুষ। কিন্তু কনফিউশনে পড়ে গেলাম লাস্ট কথায়- আমি কি সেই প্রতিভা কাজে লাগাচ্ছি না? নাকি আরো বেশি করে কাজে লাগাতে বলছেন? নাকি কবিতার বক্তব্যে কোনো সমস্যা আছে?

:) :)

৪| ১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২০

নীল আকাশ বলেছেন: কবিতা মর্মকথা অবশ্যই দারুন।
তবে কিছু কিছু বাংলা শব্দ পড়তে যেয়ে আরেকটু হলেই দাঁত ভেঙ্গে যেত।
শুভ কামনা রইলো।

১১ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমেন্টে খুব মজা পেয়েছি :) এখানে কিছু রসজ্ঞ আলোচনা আছে

আপনার বইয়ের ব্যাপারে কি কোনো অগ্রগতি আছে?

৫| ১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫০

সোনালী ডানার চিল বলেছেন:
কখনও কখনও কবিতায় বিষয় খুজি না আমি, যেহেতু আমার ভাবনা তখন
আটকে থাকে শব্দের কুলুঙ্গীতে- প্রথমত, অনবদ্য কবিতা পড়া হলো-
মোটাদাগে মাঝখানের স্তবকের একটা লাইনে সবাই আটকে যাবে, এবং গিয়েছেও-
তবুও কবিতাটিতে যেন শব্দের একরকম ক্লাসিক বিচ্ছূরণ ছিল- আমি তাতেই বুদ হয়ে রইলাম-

১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ কবিতার কথা আমার 'মানবগ্রন্থ' কবিতায় উল্লেখ করেছিলেন বলে সেখানেও সামান্য আলোকপাত করেছি।

মানবচরিত্রের বিশেষ কিছু দিককে নির্দেশ করার পাশাপাশি আমি নিজেও নিজের সাথে এ কবিতাটি নিয়ে খেলেছি। এরকম খেলা খেলতে মন্দ লাগে না। আগের দু-এক খেলায় অবশ্য আপনিও উপস্থিত থেকে আমাকে আনন্দ দিয়েছেন।

স্বাক্ষর

অজ্ঞেয়

তো, নিছক কবিতা-উপস্থাপনার কথা যদি বলি, তাহলে বলতে পারি- প্রথম স্তবকেই আমি একটা রহস্যের ইঙ্গিত দিয়েছি- এ কবিতাটা যদি কেউ ধরতে না পারেন, সেটা মূলত আমার ব্যর্থতা, বুঝবার মতো করে বলতে পারি নি বলে। নিজের প্রকাশক্ষমতা একেবারে শূন্যে হয়ে গেছে মাঝের স্তবকে এসে, যে-কারণে হয়ত অনেকেই এটা ধরতে পারছেন না। এর উলটোটাও সত্য হতে পারে, কম ক্ষেত্রে, মাঝে মাঝে। আমাদের যে-কারো, যে-কোনো লেখার ক্ষেত্রেই হয়ত এটা প্রযোজ্য হবে।

কবিতার বিষয়বস্তু নিয়ে নতুন করে আর কিছু বলার নেই

আপনার বিদগ্ধ মন্তব্য ভালো লাগে। নিজেকে বোঝা যায়।

অনেক ধন্যবাদ কামরুল বসির ভাই।

৬| ১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫১

নীল আকাশ বলেছেন: প্রত্যেকেরই একটা সীমাবদ্ধতা থাকে, সেটা বুঝার কিংবা জানার। আমি সবজান্তা সমশের নই যে আমি সব কিছু জানবো। নিজের সীমাবদ্ধতা স্বীকার করার মধ্যে লজ্জার কিছু নেই।
এই কবিতায় বেশ কিছু শব্দের অর্থ আমি জানি না। এত কঠিন বাংলা শব্দ আমার জানা দরকারও পরে না। আর অযথাই না বুঝেই প্রসংশা করা কোন কারণ নেই। আমি মন্তব্য করার সময় সবসময় সত্য কথা বলারই চেষ্টা করে যাই। ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৮ তারিখের মন্তব্যগুলি পড়লাম এবং এবারের গুলিও পড়লাম। আমি যদি তখন থাকতাম তখনও একই কথাই বলতাম ।
বই আসছে ইনশা আল্লাহ। আপনার দুর্দান্ত উপদেশ আমার বইয়ের সাইজ অনেক কমিয়ে দিয়েছে। আমি যতদূর জানি আপনার নাম ফারিহান মাহমুদ। কৃতজ্ঞতায় আপনার এই নামই লিখেছিলাম। ভুল থাকলে এখানেই ঠিক করে দিবেন। বই প্রকাশের একদম লাস্ট স্টেজে আছি এখন। আশা করছি বই মেলায় দেখা হবে আপনার সাথে। আমার বই নিয়ে পোস্ট দিবো কিছুদিনের
মধ্যেই।
ধন্যবাদ এবং শুভ কামনা রইলো।


১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতায় আমার নাম উল্লেখ করার জন্য। এই যে ব্যাপারটা আমি এখনই যে জেনে গেলাম, এটাই আমার জন্য বিরাট এক প্রাপ্তি। তাই অনুরোধ করছি, প্লিজ, কৃতজ্ঞতায় আমার নাম উল্লেখ করার আর প্রয়োজন নেই। আপনাকে অজস্র ধন্যবাদ এজন্যই যে, আপনি আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমার অন্তরে ক্ষোদিত থাকবে।

আমার ছোটো ছেলের নাম ফারিহান মাহমুদ। শুরুতে এই নিকের নাম ছিল ফারিহান মাহমুদ। পরে চেঞ্জ করে এটা করা হয়েছে। আমার লেখক নাম খলিল মাহ্‌মুদ

আপনার সাবলীল বক্তব্য আমার ভালো লেগেছে।

আপনার প্রথম বইটা ইনশাল্লাহ আমি কিনবো। বুকিং দিয়ে রাখলাম। প্রথম বইয়ের জন্য শুভ কামনা।

৭| ১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৪

সেজুতি_শিপু বলেছেন: সকলেই নিজের মত বলে দেয় আবার সকলেই নিজের মতই বোঝে । অসাধারন কবিতা ! খুব ভালো লাগলো ।

১২ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, আপনিও একলাইনে খুব সুন্দর করেই ব্যাপারটা বলে দিয়েছেন। ভালো লাগলো। শুভেচ্ছা নিন।

৮| ১২ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪০

নীল আকাশ বলেছেন: খলিল ভাই,
সাড়ে সর্বনাশ!!! বড় ধরনের একটা ভুল থেকে বাঁচিয়ে দেয়ার জন্য খুব করে ধন্যবাদ নিবেন ভাই।
নাম তো আমি আপনার ইমেইল থেকে নিয়েছিলাম। বাঁচালেন ভাই! প্রিন্ট হয়ে গেলে মারাত্মক লজ্জা পেতাম আমি। আর মুখই দেখাতে পারতাম আপনাকে আমি!!!
আপনার জন্য শুভ কামনা রইলো।

০৬ ই জুলাই, ২০২০ দুপুর ১:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্যরি যুনাইদ ভাই, কমেন্ট সাথে সাথে পড়লেও রিপ্লাই দিতে অনেক দেরি হয়ে গেল। মাইন্ড করবেন না আশা করি। শুভেচ্ছা।

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২৫

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: কবিতা আমার বরাবরই ভালো লাগে- আপনার লেখায় কিছু নতুন শব্দ পেলাম ! অর্থও খুঁজে নিলাম! - অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা সুন্দর কবিতার জন্য। কপি করার অনুমতি চাইছি।

০৬ ই জুলাই, ২০২০ দুপুর ১:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ কাজী আবু ইউসুফ (রিফাত)। দেরিতে উত্তর দেয়ার জন্য দুঃখ প্রকাশ করছি।

কপি করার জন্য অনুমতি দেয়া হলো। দয়া করে আমার নাম খলিল মাহ্‌মুদ কিংবা ব্লগার সোনাবীজ; অথবা ধুলোবালিছাই লিখবেন। আবারও ধন্যবাদ।

১০| ০৬ ই জুলাই, ২০২০ দুপুর ২:০৫

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: জ্বী, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই নামে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। ধন্যবাদ আবারো।

০৬ ই জুলাই, ২০২০ দুপুর ২:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন।

১১| ০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

মিরোরডডল বলেছেন:



সব কথার মানে খোঁজো না, কিছু কথা বলার জন্য বলি

আমি আমার মতো বলে দিয়েছি
তুমি তোমার মতো করেই বুঝে নাও

০৬ ই জুলাই, ২০২০ রাত ৮:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নীচের দুই লাইন একসময় আমার প্রোফাইলে লেখা ছিল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.