নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
এই পোস্টটা প্রিয় ব্লগার রাজীব নুর ভাইকে উৎসর্গ করা হলো। তিনি একজন অল-রাউন্ডার, ট্যালেন্টেড ব্লগার, যার সক্রিয় বিচরণক্ষেত্র শুধু এই ব্লগ বা ফেইসবুকই না, তিনি ইউটিউবেও নিয়মিত ভিজিট করে থাকেন, আমার বিভিন্ন মিউজিক ভিডিওতে তার কমেন্টই তা প্রমাণ করে।
এবার আজকের পোস্ট সম্পর্কে কিছু বলে নিই। এই পোস্টটা একটা গান নিয়ে। সাথে একটা বোনাস গানও আছে। যারা ফোক ও স্লো মোশনের গান পছন্দ করেন না, তারা আর ভেতরে না ঢুকলেও পারেন।
গত বছরের সেপ্টেম্বর মাসের এক সন্ধ্যায় এই গানটার প্রথম অংশ (স্থায়ী) গুন গুন করে গেয়ে উঠি। এরপর নানান সময়ে ঐ একই স্থায়ী বার বার গাইতাম। নিজের সুর করা গান, তবু অন্য প্রিয় গানের মতোই গুন গুন করে গাইতাম, এবং গাইতে গাইতে তন্ময় হয়ে যাইতাম।
কিন্তু, আসল কথা হলো, প্রথম দুই লাইনের বেশি আর চিন্তাও করি নাই, লেখাও হয় নাই।
এই কোয়ারেন্টাইন সময়ে পুরোনো গানের সুরগুলো চূড়ান্ত করা হচ্ছে আমার প্রধান কাজ। গত দুইদিন ধরে এই গানটা ফাইনাল করছিলাম। গতকালই অন্তরা এবং আভোগ (২য় অন্তরা) লেখা শেষ করি, কিন্তু মোবাইলে রেকর্ড করি শুধু অন্তরা (দুইবার)। সেটা স্ত্রীকে শুনাইবার লোভও সংবরণ করতে পারলাম না। সে বেশ মুগ্ধ হয়েই শুনলো।
আজ সকালে পুরো গানটাই রেকর্ড করে ফেললাম। গাওয়ার সময় গান-পাগল ছোটো ছেলে বেবি লাবিব পাশে বসা ছিল। আমি অবাক হয়ে দেখলাম, সে মুগ্ধ হয়ে শুনছে। ফোক গান তার পছন্দ হবার কথা না, কিন্তু তার অবয়বে বিস্ময় ও মুগ্ধতা। আমি জিজ্ঞাসা করলাম, তোমার কেমন লাগলো? সে উলটো মুগ্ধ স্বরে প্রশ্ন করলো- এটা আপনার লেখা?
এ গানটার সুর সৃষ্টি করতে পেরে আমি অনেক তৃপ্তি পেয়েছি।
এটা সুর করার সময় ভাবছিলাম, এই লম্বা টেনে গাওয়ার গানটি গাওয়ার জন্য আমার এলাকার চঞ্চল মাহমুদ দোহারী ভাইয়ের কণ্ঠই হলো উত্তম (যাকে এই ব্লগের কেউ কেউ চিনে থাকতে পারেন। তিনি আগেও আমার দু-একটা গান গেয়েছেন)।
গানের কথা
আমি তোমার মনের মতোন হইতাম যদি গো
তবে কেন ছাইড়া গেলা গো
কেন বন্ধু ছাইড়া গেলা গো
জোড়ায় জোড়ায় পক্ষী ওড়ে
বৃক্ষে বান্ধে ঘর
বৃক্ষে বান্ধে ঘর
রে বন্ধু
বৃক্ষে বান্ধে ঘর
তুমি বন্ধু উইড়া গেলা গো চিরিয়া অন্তরও গো
আমি তোমার মনের মতোন হইতাম যদি গো
আমি তো বেশ ভালোই ছিলাম
লইয়া ঘরের সুখ
লইয়া ঘরের সুখ
রে বন্ধু
লইয়া ঘরের সুখ
আমার সাদা বুকে কাঁচি দিয়া রে
ওরে বন্ধু ঘাও করিলা বুক রে
আমি তোমার মনের মতোন হইতাম যদি গো
১২ সেপ্টেম্বর ২০১৯-২৩ এপ্রিল ২০২০
গানের লিংক
আমি তোমার মনের মতোন হইতাম যদি গো - কথা ও সুর : খলিল মাহ্মুদ
বোনাস
পরজনমে যদি আসি এ ধরায়
ঘরে থাকুন, নিজেকে নিরাপদ রাখুন, পৃথিবীকে রক্ষা করুন
আর, ঐ যে যারা ক্ষুধায় কিছু না পেয়ে খাবারের জন্য হন্যে হয়ে খুঁজছে, সামর্থ্য থাকলে তাদের কিছু দিন
২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার সব সৃষ্টিই আপনার নিজের থেকে। যাই হোক, বিনয় মানুষকে বড়ো করে। বিনয়ী কমেন্টের জন্য অনেক ধন্যবাদ রাজীব নুর ভাই।
আপনি অনেক ব্যস্ত, তা আপনার লেখালেখি থেকে জানা যায়। ব্যস্ততাই জীবন। এই দুঃসময়ে কেউ যদি অন্যের ক্ষতি না করে থাকে, তাহলেই সে দেশ ও দশের জন্য অনেক কিছু করে যাচ্ছে। নীরবে আপনি সেভাবে দেশসেবা করে যাচ্ছেন। পরিবারও চলছে আপনার উপরেই। কাজেই, মনকে শান্ত রাখুন। আপনি কর্মঠ ও কীর্তিমান। ইনশা'ল্লাহ, আপনার সাফল্য অনিবার্য।
২| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর পোস্ট।
২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ সাজ্জাদ ভাই। আশা করি, সুস্থ ও নিরাপদ আছেন। শুভেচ্ছা রইল।
৩| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঝাক্কাস !! যেমন গানের কথা, তেমনি সুর
গায়কী কণ্ঠ আরো সুমধুর!!
বোনাস খানসাবের ছবি
যেন সোনায় সোহাগা
যে কোন ছবির নায়ক
হয়ে গান খানিতে
ঠোট মিলানোর
অপেক্ষায় যেন।
২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আরেব্বাপসসসসস। কী সাংঘাতিক প্রশংসা-সমৃদ্ধ কমেন্ট! প্রশংসার বন্যায় আমি আসলে ভেসে যাচ্ছি না, ডুবে যচ্ছি। আমারে টাইন্যা তোলেন এইবার
অনেক অনেক ধন্যবাদ নুরু ভাই দুটো গানই শোনার জন্য। গান গাওয়া না, আসলে সুরটাকে ধরে রাখাই উদ্দেশ্য।
শুভেচ্ছা রইল।
৪| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২০
ডার্ক ম্যান বলেছেন: আপনি এগিয়ে যান , আপনার মত করে। আপনার গান আর ফটো ভিডিও আনন্দ দেয়।
২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সৈকত ভাই। কমেন্টে ভালো লাগা। শুভেচ্ছা রইল।
৫| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৪৩
ডার্ক ম্যান বলেছেন: https://www.youtube.com/watch?v=gEmahl1XMB0
২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি অনুপম রায়ের ফ্যান। তার গলা ডিস্টিঙ্ক্টলি অন্যদের চাইতে আলাদা।
তার কোক স্টুডিয়ো'র এই গানটা বিখ্যাত। না শুনে থাকলে শোনেন।
লিংকের জন্য ধন্যবাদ সৈকত ভাই।
৬| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১০:২৭
আহা রুবন বলেছেন: সন্ধ্যা থেকে প্রচণ্ড মাথা ব্যথা করছে। আপনার দুটো গান শুনে ভাল লাগছে। এইটুকু জানানোর জন্যই লগইন করলাম। শুভ কামনা জানবেন।
২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আহ!! এত প্রাপ্তি তো ভাই আশা করি নাই। বলতে পারেন, কোনো প্রত্যাশাই ছিল না। খুবই আপ্লুত হলাম।
অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল।
৭| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৩৭
প্রেক্ষা বলেছেন: আপনি তো দেখি মাল্টিট্যালেন্টেড।
মন থেকে বলতেছি গানটা আসলেই অনেক সুন্দর হইছে।
আপনি খালি ছোট্ট ভাইয়াকে গান শুনায়ে জিজ্ঞেস করছেন তা আমার অন্য আপু-ভাইয়ারা কি দোষ করলো??
২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি তো দেখি মাল্টিট্যালেন্টেড। মুখ লুকাইবার জায়গা পাচ্ছি নারে ভাই (লজ্জার ইমু হবে)
বেবি লাবিব মূলত আমার সাথেই বেশি সময় কাটায়। সেও এখন বড়ো হয়ে যাচ্ছে, দূরত্ব বেড়ে যাচ্ছে। বড়ো দুজনের আলাদা ভুবন, আলাদা রুম, তারা নিজ নিজ জগতে ব্যস্ত মেয়েকে আমার এই গানটা দিয়েছি ট্রাই করার জন্য। চেষ্টা করছে। পারবে বলে মনে হয় না, সুরটা মনে হয় একটু কঠিন।
বড়ো ছেলেকে ডাকি গিটার মিউজিক দরকার হলে।
আচ্ছা, অনেক ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য।
৮| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৫৭
রাজীব নুর বলেছেন:
ছবিটা আপনাকে দিলাম।
২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
৯| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১৫
নেওয়াজ আলি বলেছেন:
২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পুষ্পমঞ্জরির জন্য ধন্যবাদ নিন নেওয়াজ আলি সাহেব।
১০| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ২:০৬
মা.হাসান বলেছেন: প্রথম গানটার কথা আর সুর অসাধারণ, গায়কি অসাধারণ না, তবে খুব খুব ভালো। তবে আরো ১৭ সেকেন্ড আগে শেষ হলেও পারতো।
পরেরটা ভালো, তবে প্রথমটার মতো না।
আপনার গানের ভিডিওতে এত নায়িকার ছবি কেন থাকে?
আরেকটা কথা- প্রথম গানটা আসলেই ভাবি অ্যাপ্রুভ করেছেন? এটা তো ঈশ্বর প্রেমের গান না। মানুষ প্রেমিকার বিরহের গান। স্বামীর অন্য নারীর জন্য বিরহের গান স্ত্রী অ্যাপ্রুভ করলেন! ভাবির চরণে প্রনাম।
২৪ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার গঠনমূলক কমেন্টের জন্য ধন্যবাদ মা.হাসান ভাই।
আসলে, এ এফোর্টগুলো হচ্ছে শুধু সুরটাকে ধরে রাখা। যাদের গাওয়ার কথা তারা সময়মতো গেয়ে নিবে। সব সুরকার আর গীতিকাররা যদি গায়ক হইত, তাইলে গায়ক পাওয়া যাইত না অথবা গীতিকার-সুরকারদের খুঁজে পাওয়া যাইত না, তারা নিজেরাই ওসব করতো
গানের ভিডিওতে থিম অনুযায়ী স্টিল পিকশচার অ্যাড করা হলো আমার স্টাইল। স্টিল পিকশচারে যদিও থিমটাকে ফুটিয়ে তোলা যায় না পুরোপুরি, তবে আমি একটা নতুন মাত্রা দেয়ার চেষ্টা করছি। আর জানেন তো, আমাদের বেশিরভাগ রাইটার হলেন পুরুষ, হেরা তো নায়িকাদের নিয়াই লেখেন, তাই ছবিতে নায়িকাদের উপস্থিতি দেখতে পান তবে, নায়ক দিয়াও ভিডিও বানাইছি- এইডা দেখেন- এই যে নায়ক এইখানে
তবে নায়ক-নায়িকা ছাড়াও ভিডিও হতে পারে। আবার অন্য কিছু দিয়াও হইতে পারে কিন্তু, এই হাবিজাবি ছবিঅলা ভিডিও কয়জনে দেখবে?
লাস্ট প্যারায় কুপোকাত হইতে হইতে দাঁড়াইয়া গেছি। ঘুড়ি যত উপরেই উঠুক, সে জানে আকাশ ছুঁইতে পারবে না, নাটাই একজনের হাতে বন্দি। কতখানি কনফিডেন্ট হইলে এই গান অ্যাপ্রুভ করতে পারে, চিন্তা করার বিষয় কিন্তু
১১| ২৪ শে এপ্রিল, ২০২০ ভোর ৫:৪৬
সোহানী বলেছেন: অসাধারন........
নায়করাজ রাজিবের জন্য শুভকামনা সবসময়।
২৪ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যা কিছু ছাই-ছুঁতো লিখি বা গাই, আপনার অনুপ্রেরণায় তা সোনা হইয়া যায়।
আমি নায়করাজ রাজীবের লেখার ভক্ত সেই হদ্যিকাল থেকে। তার লেখার মেইডিন কমেন্টদাতা ছিলাম আমি। সে উত্তরও দিত না অনেক বকাবকি করে তাকে কমেন্ট দেয়ায় নিয়ে আসছি আমি (এর ক্রেডিট আমারই বেশি)। এখন সে টের পাচ্ছে তার জনপ্রিয়তার মাপকাঠি। সে খুব ট্যালেন্টেড ব্লগার। লেখালেখির জন্য জাতীয় পর্যায়ে পাওয়া তার একটা অ্যাওয়ার্ডও আছে।
আপনার জন্যও অনেক অনেক শুভকামনা থাকলো সোহানী আপু।
১২| ২৪ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৩৪
ইসিয়াক বলেছেন: খুব ভালো লাগলো।
শুভকামনা।
২৪ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ ইসিয়াক ভাই। আপনার জন্যও অনেক অনেক শুভকামনা।
১৩| ২৪ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩৪
মিরোরডডল বলেছেন: ধুলো, উচ্চারণ এবং দম দুটোই আগের চেয়ে অনেক ইম্প্রভ হয়েছে । গানের কথা সুরে মায়া আছে ।
মিউজিক নেই বলেই বেশী ভালো লাগলো ।
সামান্য ক্রিটিসিজম, এই গানের যে ভাব আর অনুভুতি তাঁর সাথে এই ভিডিও ফটোগুলো যায়নি ।
আই মিন মৌলিক গানটার কথা বলছি ।
সেকেন্ড গানটাও মিউজিক নেই বলেই ভালো লাগলো ।
২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা।
১৪| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০৬
আবদুর রব শরীফ বলেছেন: একদিন বৃষ্টির দিন দেখলাম কোথাও কেউ নেই কেবলি একমাত্র রাজীব দা সামু ব্লগে বসে বসে পাহারা দিচ্ছিলো নাহলে সেদিন সামু চুরি হয়ে যেতো!
২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওহে আবদুর রব শরীফ, আপনাকে অনেকদিন পর আমার ব্লগে পেলাম। একটু কষ্ট করতে হয়েছে। লাস্ট আপনাকে আমার লেখায় পেয়েছিলাম ৭ এপ্রিল ২০১৫-তে। তার আগে ০১ এপ্রিল ২০১৫-তে। এর পেছনে আর যাই নি। এই তথ্য দিলাম এই কারণে যে, আপনিও কিন্তু একজন ট্যালেন্টেড ব্লগার। আপনার লেখার মান ভালো, নিজস্বতা আছে। কিন্তু---- কিন্তু কথা হলো, আপনি জনাব নায়করাজ রাজীবের মতোই খালি লিখে যান, আর লিখে যান, মানুষের কমেন্টের উত্তর পর্যন্ত দেন না। জানেন তো, ব্লগীয় মিথস্ক্রিয়া কত প্রয়োজনীয় ব্লগে প্রসার লাভের জন্য (হয়ত আপনি সেটা নিজেই চান না)। আরেক জনপ্রিয় ও ট্যালেন্টেড ব্লগার হলেন নূর মোহাম্মদ নূরু ভাই। তিনিও যে এখন টপলিস্টেড ব্লগারদের একজন, তার পেছনেও আমার খোঁচাখুঁচি দায়ী, যদিও আমি নিজেই এখন নিষ্ক্রিয়
আপনার রসবোধ প্রচণ্ড। আপনার লেখা সেই রসে ভরপুর। আমি অন্যদের পোস্টে ইদানীং খুব কম যাই, কিন্তু যাদের লেখা মিস করি না আপনি তাদের একজন।
যদি শুধু পত্রিকায়ই থাকতে চান, তাইলে যেভাবে আছেন সেভাবেই থাকেন। কিন্তু ব্লগে আপনার মতো ট্যালেন্টেড ব্লগারদের অ্যাক্টিভ থাকা খুব প্রয়োজন। শুরু করুন নিজের পোস্টে অন্যদের কমেন্টের উত্তর দেয়ার মধ্য দিয়ে। তারপর অন্যদের পোস্টেও যাওয়া শুরু করুন। ব্লগের সোনালি দিন ফিরে আসছে। ব্লগ এখন জমজমাট। দু-একজন ব্লগারের অড ও ইডিয়টিক কমেন্ট মাঝে মাঝে ব্লগ অশান্ত করে তা সত্য, সেটা ইগনোর করে যাওয়াও উত্তম পন্থা।
কত বড়ো কমেন্ট লিখলাম, দেখলেন তো! নায়করাজ সাহেবদের জন্যও এত বড়ো কমেন্ট লিখতাম। সবার জন্য কিন্তু এত বড়ো কমেন্ট হয় না
শুভেচ্ছা
১৫| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৪৬
ডার্ক ম্যান বলেছেন: Click This Link
০৬ ই জুলাই, ২০২০ দুপুর ২:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ লিংকের জন্য। গান তখনই শুনেছিলাম। লকডাউনের গান।
১৬| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৪৮
ডার্ক ম্যান বলেছেন: https://www.youtube.com/watch?v=VppF9AoRmgo
০৬ ই জুলাই, ২০২০ দুপুর ২:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনুপম আমার প্রিয় শিল্পীদের একজন।
©somewhere in net ltd.
১| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০৫
রাজীব নুর বলেছেন: ব্লগে লেগে থাকা এবং ভালো লিখতে চেষ্টা করা আমি আপনার কাছ থেকেই শিখেছি। কম ধমক ধামক দেন নি আপনি!
তাই চেষ্টা করি ভালো কিছু করতে। চেষ্টা পর্যন্তই। কাজের কাজ আর হয় না।
তবে আমি একজন ব্যস মানূষ। দেশ বা সমাজের জন্য কিছুই করতে পারি নি।
এমন কি নিজের পরিবার কারো জন্যই কিছুই করতে পারি নি।
ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন।