নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
১
ও চাঁদ
কথা : কিংশুক চট্টোপাধ্যায়
কণ্ঠ : রূপঙ্কর বাগচী
ও চাঁদ - রূপঙ্কর
২
এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো
কথা, সুর ও সঙ্গীত পরিচালনা : কবীর সুমন
কণ্ঠ : রূপঙ্কর বাগচী
এ তুমি কেমন তুমি - রূপঙ্কর
৩
এ তুমি কেমন তুমি - সপ্তর্ষী মুখোপাধ্যায়
৪
এ তুমি কেমন তুমি - কবীর সুমন।
কবীর সুমন ২৯ জুলাই ২০১১ সালে এ গানটি খুব সাদামাটা ভাবে রেকর্ড করেন। ইউটিউবের একটি পোস্টে তাকে খুব ক্যাজুয়ালি গাইতে দেখা যায়, যেটি ২৪ আগস্ট ২০১১ সালে ইউটিউব চ্যানেলে রিলিজ করা হয়। ২০১৩ সালে 'জাতিস্বর' চলচ্চিত্রের জন্য গানটি নতুন করে রেকর্ড করা হয়, ছবির জন্য কণ্ঠ দেন রূপঙ্কর বাগচী। রূপঙ্কর এ গানের জন্য সেরা প্লে-ব্যাক সিঙ্গার হিসাবে জাতীয় পুরস্কার পান, আর কবীর পান সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার একই ছবিতে সঙ্গীত পরিচালনার জন্য।
২৯ শে মে, ২০২০ রাত ১১:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ স্বপ্নের শঙ্খচিল।
ইয়ে, আপনার কমেন্টের একটা প্যাটার্ন আছে কিন্তু সেটাই আপনার সিগ্নেচার
২| ২৯ শে মে, ২০২০ রাত ১১:৪৩
শের শায়রী বলেছেন: বাহ! আগে শোনা হয় নি। ভালো লাগল ভাই।
২৯ শে মে, ২০২০ রাত ১১:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথম গানটার লিরিক্স খুব ইন্টারেস্টিং
ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাবো
ও চাঁদ তোর জন্মদিনে ভদকা খাবো
ও চাঁদ তোর ফাদার যদি জানতে পারে
ব্রাদার সেজে বক্ষ মাঝের
ওড়না হবো, ওড়না
ধন্যবাদ শের শায়রী ভাই।
৩| ২৯ শে মে, ২০২০ রাত ১১:৫২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সরি তাড়াতাড়িতে আমার শুভেচ্ছা জানানো হয়নি,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
হা হা হা
২৯ শে মে, ২০২০ রাত ১১:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা। ব্লগে আপনি এবং আহমেদ জী এস ভাই কমেন্ট দেয়ার ক্ষেত্রে একটা প্যাটার্ন ফলো করেন, ওটা না দেখা গেলে চমকে যেতে হয়
শুভেচ্ছা রইল
৪| ২৯ শে মে, ২০২০ রাত ১১:৫৪
গুরুভাঈ বলেছেন: ঈদের পরে বাংলা ভদকা খেয়ে ১৫জন নিহিত।
২৯ শে মে, ২০২০ রাত ১১:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্যাপারটা সাংঘাতিক।
৫| ৩০ শে মে, ২০২০ রাত ১২:২৩
বিজয় নিশান ৯০ বলেছেন: রাঘব চ্যাটার্জীর চাঁদ গান শুনুন
চাঁদ কেন আসে না আমার ঘরে চাঁদ কেন
৩০ শে মে, ২০২০ রাত ১২:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানটি শুনে এলাম। ভালো গান। রাঘব চ্যাটার্জীর আর কোনো গান শুনেছি কিনা মনে পড়ে না। ধন্যবাদ লিংকের জন্য।
রূপঙ্ককরের এ গানদুটো কি শুনেছেন?
৬| ৩০ শে মে, ২০২০ রাত ১২:২৭
রামিসা রোজা বলেছেন:
ঝরেছো বৃষ্টি হয়ে আগেও তুমি আবার ঝরো....
অসম্ভব সুন্দর একটি গান রুপঙ্করের। এই গানটির মাঝে যেন তুমি'কে বারবার খুঁজে পাই ।
৩০ শে মে, ২০২০ রাত ১২:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানটা আমি শুনি নি, ইউটিউবেও পেলাম না। আপনার কাছে লিংক থাকলে প্লিজ দেবেন। ধন্যবাদ।
৭| ৩০ শে মে, ২০২০ রাত ১২:৪৭
রামিসা রোজা বলেছেন:
https://youtu.be/Sh2cB19I788
৩০ শে মে, ২০২০ রাত ১২:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
লিংকটা ভুল এসেছে। এটা দিয়েছেন 'এ তুমি কেমন তুমি'-
জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমিই এমন
সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন।
৮| ৩০ শে মে, ২০২০ রাত ১২:৫৪
শায়মা বলেছেন: সুন্দর সব গান ভাইয়া!
৩০ শে মে, ২০২০ রাত ১২:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার গাওয়া গানগুলোও সুন্দর।
৯| ৩০ শে মে, ২০২০ রাত ১:১৩
শায়মা বলেছেন: আরও গাইতে হবে ভাইয়া! কিন্তু রেকর্ডিং কি করে করবো! হোম স্টুডিও নাই!
৩০ শে মে, ২০২০ রাত ১:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কারাওকে দিয়ে গাইতে পারেন। ল্যাপটপে রেকর্ড করার বিভিন্ন অ্যাপস আছে। শুধু হেডফোন হলেই হয়। গুগল সার্চে পাইবেন
১০| ৩০ শে মে, ২০২০ রাত ২:০৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: মুভিটি দেখার ইচ্ছা ছিল সাথে সাথে গানটাও শোনেছি।গানটা প্রচলিত আর দশটা গানের থেকে আলাদা।শোনেই বুঝা যায় সুমনের গান।কন্ঠটাও যেন এই গানেরই জন্য। অনেকদিন পর গানটা শোনানোর জন্য ধন্যবাদ
৩০ শে মে, ২০২০ সকাল ১১:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ডিভিডি কিনেছিলাম মুভিটি দেখার জন্য, কিন্তু ডিভিডি ফল্টি হওয়ায় ভেঙে ভেঙে কিছু অংশ দেখা গেছে। যতটুকু দেখেছি তাতেই বুঝেছি, ওটা একটা মাস্টারপিস। ইউটিউবে পাচ্ছি না।
হ্যাঁ, গানটা ভাব, সুর ও কথায় অন্য দশটা প্রচলিত গান থেকে আলাদা। ছবিতে দেখার সময় আরো বেশি মজা পাওয়া যায়।
আপনাকেও ধন্যবাদ মতামতের জন্য।
১১| ৩০ শে মে, ২০২০ রাত ৩:৪৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৩০ শে মে, ২০২০ সকাল ১১:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।
১২| ৩০ শে মে, ২০২০ ভোর ৫:৪৪
নেওয়াজ আলি বলেছেন: অত্যন্ত মুগ্ধ হলাম।
৩০ শে মে, ২০২০ সকাল ১১:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি ভাই।
১৩| ০১ লা জুন, ২০২০ বিকাল ৫:৩৬
মিরোরডডল বলেছেন:
“ঝরেছ বৃষ্টি হয়ে আগেও তুমি
আবার ঝরো
এ কেমন কান্না
তুমি আমায় যখন আদর করো”
অপূর্ব একটি গান !
০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি খুব অবাক হয়েছি এ কারণে যে, আপনার লাইনটা (যা উপরে রামিসা রোজাও উল্লেখ করেছেন) যে এই গানেরই অংশ সেটা খেয়াল করিনি। আমার মনের মধ্যে এ ক'টি লাইন বেশিবার ঘুরপাক খেয়েছে :
জন্মের আগেও, জন্ম পরেও জন্ম তুমি এমন
সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন
---
এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী
কবেকার পুঁথির শোলক তোমার মতই অশ্রুমতি
১৪| ০১ লা জুন, ২০২০ বিকাল ৫:৫৪
মিরোরডডল বলেছেন: রূপঙ্করের কণ্ঠে আমার প্রিয়
“শরীর মনের আড়ালে
তুমি আছো শুধু তুমি
তুমি এসো আমার কাছে
এ গিটারে তুমি বাজে”
“চলে এসো আজ একবার
চল মরে যাই বার বার”
০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কণ্ঠে অনেক পাওয়ার দিতে হয়েছে। দারুণ গান, প্রথম শুনলাম। ব্যাকগ্রাউন্ডে সহশিল্পীর কণ্ঠটাও দারুণ।
১৫| ০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৮
মিরোরডডল বলেছেন: ধুলো, প্রিয়তমা গানটায় আমি একসময় এডিক্টেড ছিলাম ।
অটো রিপিট ২৪/৭ দেয়া থাকতো
আচ্ছা ধুলো কি নোটিস করেছে যে প্রিয়তমা গানে ধুলো মেনশন হয়েছে ?
০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আজ যেন ভেসে যায় ধুলো মেঘের ধার ঘেঁষে
১৬| ০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪০
মিরোরডডল বলেছেন: আচ্ছা ধুলোর কাছে সেদিন যেটা জানতে চাচ্ছিলাম , ধুলোর চোখ এশিয়ানদের মতন ।
এটার শানে নজুল কি, একটু শুনি যদি ধুলোর মর্জি হয় শেয়ার করতে
ধুলো নিশ্চয়ই রাগ করেনি আমার প্রশ্ন শুনে
০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রশ্ন কোনটা? প্রশ্ন বুঝি নাই, বা ধরতে পারি নাই
১৭| ০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৯
মিরোরডডল বলেছেন: সিরিয়াসলি ???
০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'এশিয়ান চোখ' আমার কাছে নতুন টার্ম। অল্প সময়ে গুগুল সার্চ করে জেনে এলাম এশিয়ান চোখ কাকে বলে। কিন্তু আমার চোখ আপনার দেখার সুযোগ নাই যদি প্রোফাইল পিকচারের কথা বলে থাকেন, ওটা ৪ মাসে বেবি লাবিব।
১৮| ০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৯
মিরোরডডল বলেছেন: থাক তাহলে আর বুঝতে হবে না :-(
০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'এশিয়ান চোখ' দিয়ে অন্য কিছু বুঝিয়ে থাকলে সেটাও বুঝি নাই। বলে দিন সেটা কী
১৯| ০২ রা জুন, ২০২০ দুপুর ১:৩৭
মিরোরডডল বলেছেন: প্রোফাইল পিক বাবুর, সেতো আমি জানি ।
আমি ধুলোর কথাই বলেছি । দেখার সুযোগ নেই মানে কি, আমিতো ধুলোকে চিনি ।
ওহ আচ্ছা , এশিয়ান চোখ বলতে ওদের মতো চোখ । অন্য কিছু না ।
ওরা কারা ? চাইনিজ , জাপানিজ, কোরিয়ান , ভিয়েতনামিজ, এরা এশিয়ান ।
ওদের চোখ গুলো একটু অন্যরকম নাহ ? সেইরকম
০৩ রা জুন, ২০২০ দুপুর ১২:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি এসিয়ার আদিবাসী, কাজেই আমার চোখ এশিয়ান হওয়াটাই স্বাভাবিক। অন্য কারণটা তো রোজার সময়ে একদিন বলেছিলাম।
২০| ০৩ রা জুন, ২০২০ সকাল ১০:০৪
ডি মুন বলেছেন: রূপঙ্কর অসাধারণ।
আমার খুব প্রিয় একজন শিল্পী।
০৩ রা জুন, ২০২০ দুপুর ১২:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেকদিন পর ব্লগে আপনাকে দেখে ভালো লাগলো ডি মুন ভাই। আশা করি সুস্থ ও নিরাপদ আছেন।
কমেন্টের জন্য ধন্যবাদ।
২১| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১২:৩৬
সাহাদাত উদরাজী বলেছেন: গান গুলো শুনে আনন্দ পেলাম!
০৩ রা জুন, ২০২০ দুপুর ১২:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানগুলো শোনার জন্য ধন্যবাদ সাহাদাত উদরাজী ভাই।
২২| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১:৪২
মিরোরডডল বলেছেন: ওয়াও সো গুড টু নো !
ধুলো, আই’ম এক্সট্রিমলি সরি ! প্রথমত রোজায় কি বলা হয়েছিল আমার মনে নেই । আর আমি না জেনে ধুলোর সাথে ফান করেই লাস্ট কমেন্টটা করেছি । আর বলেছিলাম আমি ধুলোকে চিনি । এটাও ফান ছিল । মার্চ এপ্রিলে আমি ধুলোর অনেকগুলো পুরনো লেখা পড়েছি । ওখানেই কোন একটা লিংক ছিল যেটা দেখে মনে হল একটু মজা করি
আই’ম সরি । এভাবে ফান করা ঠিক হয়নি
০৩ রা জুন, ২০২০ দুপুর ১:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্যরি কেন? তাও এক্সট্রিমলি স্যরি?
আমার তো ফানই বেশি ভালো লাগে
২৩| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১:৫০
মিরোরডডল বলেছেন: আচ্ছা এবার অন্য কথা বলি । সেদিন অনলাইন বইয়ে ধুলোর একটা লেখা পড়ছিলাম । বিডি গেলে হয়তো বইগুলো নিয়ে আসবো । প্রতিবারই কিছু বই নিয়ে আসি । কিন্তু এখন ইনকমপ্লিট লেখা পড়ে বাকিটা খুঁজছি । ইলিশ নিয়ে ধুলোর গল্পটা কি সামুতে আছে ? থাকলে আমাকে লিংকটা যেন দেয়া হয় ।
আর না থাকলে ইটস ওকে । আই’ল ওয়েট টিল নেক্সট ভিজিট ।
০৩ রা জুন, ২০২০ দুপুর ২:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইয়ে, বই বাজারে পাওয়া যাবে, আমি অত বড়ো লেখক নই। বই ছাপা হলে প্রায় পুরোটাই নিজের কাছে নিয়ে আসি। বন্ধুবান্ধব, পরিচিতজনকে পাঠিয়ে অত্যাচারিত করি। সর্বশেষ স্থির করেছি, আর বই ছাপাবো না। ম্যাগাজিনও বের করবো না। আমি ফতুর হইয়া গেছি। তাই সব ই-বুক করে রেখেছি
ইলিশ নিয়ে গল্পটার কথা কোথায় জানতে পারলেন, এটা আমাকে খুব কৌতূহলী করছে এবং আনন্দও দিচ্ছে
ইলিশ পোলাও। দুই বা ততোধিকবার এটা ব্লগে পোস্ট করা হয়েছে। লিংকের নীচের কমেন্টে অন্যটির লিংক পাবেন। আরেকটা কোথায় আছে, জানা নাই
২৪| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১:৫৬
মিরোরডডল বলেছেন: ইউ আর সো সুইট !
আমি ভেবেছি ধুলো রাগ করেছে ।
দেটস হোয়াই আই সেইড সরি ।
তাহলে সরি উইথড্র করে নিলাম ।
নো সরি
০৩ রা জুন, ২০২০ দুপুর ২:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কোন কথায় রাগ হওয়া প্রয়োজন, এটা একটু বলে দিয়েন। নইলে দেখা যাবে যে আমি রাগ করি নাই, অথচ আপনি চাইছিলেন আমি যাতে রেগে যাই বা রাগ করি। এতে আমার শ্রমও কম লাগবে
২৫| ০৩ রা জুন, ২০২০ দুপুর ২:১৯
সেলিম আনোয়ার বলেছেন: রীতিমত মুগ্ধ । সোনাবীজ ভাই আপনার কবিতা পড়ি না অনেক দিন।
০৩ রা জুন, ২০২০ দুপুর ২:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই। আমার কবিতার জন্য আপনার আকুতি আমাকে অনেক আপ্লুত করলো সেলিম ভাই। আমি আসলে গান ও ইউটিউবে এত বেশি সময় দিচ্ছি যে, আমার সাহিত্যিক প্রতিভা (যদি কিছু থেকে থাকে) একেবারে শূন্যের গোড়ায় নেমে যাচ্ছে। গান আমার সাহিত্যের বারোটা বাজিয়ে দিচ্ছে, কিন্তু গান ছাড়তে পারছি না
অনেক অনেক শুভ কামনা প্রিয় কবির জন্য
২৬| ০৩ রা জুন, ২০২০ দুপুর ২:৪৫
মিরোরডডল বলেছেন: থ্যাংকস ফর লিংক ধুলো ।
আমি ই-বুকে পড়েছি ।
দুইবার কার্ড হ্যাক হয়েছে বলেছে অনলাইন থেকে কিনিনা ।
ধুলোর দুটো বই দেখলাম, আমি আরও ভাবলাম বিডি গেলে নিয়ে আসবো ।
হা হা হা......
আরে নাহ, আমি চাইছিলাম না রাগ করুক ।
ভেবেছি মনে হয় রাগ করেছে ।
আমিতো চাই কখনোই যেন রাগ না হয়
০৩ রা জুন, ২০২০ দুপুর ২:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মানুষের মনই বলে দেয়, কোনটা রাগের কথা। এমন আমিও অনেক সময় কমেন্ট করে রিএকশনের জন্য অপেক্ষায় থাকি। কিন্তু অনেক মানুষ ধারণার চাইতেও অনেক বেশি ভালো।
২৭| ০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৪
মিরোরডডল বলেছেন: I knew you wouldn’t get notification as its old post
০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সত্যিই তো, ওটার নোটিফিকেশন আসে নাই
২৮| ০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৫
মিরোরডডল বলেছেন: It’s mitali time
০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মিতালীর এই গানটা আমার শোনা হয় নাই আগে। ভালো গান।
মিতালী মুখার্জীর অল্প কয়েকটা গান আছে আমার সংগ্রহে
২৯| ০৩ রা জুন, ২০২০ রাত ৯:২৭
মিরোরডডল বলেছেন: ধুলোর কালেকশনের মিতালীর গানগুলো আমি শুনেছি । ম্যাক্সিমাম আমার পছন্দের । আমি যেটা দিয়েছি ওটা কিন্তু মিতালীর অনেক পপুলার একটা গান । ওকে ধুলো । টেইক কেয়ার । গুড নাইট ।
০৬ ই জুন, ২০২০ বিকাল ৪:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ
৩০| ১৬ ই জুন, ২০২০ রাত ১১:৫৩
রাকু হাসান বলেছেন:
আপনার মন্তব্যের উত্তর প্রদান পড়ে মুগ্ধ । আগেই আসতাম ..অনেক মন্তব্য আসছে ,নিশ্চয় লিখতে হাপিয়ে উঠছেন । তাই তখনই আসিনি । এখানে .এখন পর্যন্ত ৪২ মন্তব্যের উত্তর দিয়েছেন । সবগুলোতেই আন্তরিকতার ভরা , এবং সুচিন্তিত । এছাড়াও মাহমুদ০০৭ ভাইয়ের পোস্টের দারুণ সব মন্তব্য করে যাচ্ছেন । শুনছিলাম আপনার চোখে সমস্যা ছিল,সেটা নিশ্চয় একেবাড়ে ভালো হয়ে যায় নি । আপনার ডেডিকেশন দেখে আমি মুগ্ধ । স্যালুট শ্রদ্ধেয় ।
* আপনার ধারণা অনেকাংশেই ঠিক । তাহলে আমি ঐ রকম স্নেহের দাবিদার । অবশ্য পেয়ে যাচ্ছিও । আমার প্রতি দেখেছি আপনার একটা শ্রদ্ধা আছে। বিষয়টি বিব্রত করে । চলতে আপনাদের স্নেহ ভালোবাসায়। অনেক বেশি ভালো থাকুন।
১৭ ই জুন, ২০২০ রাত ১২:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় রাকু হাসান, কাজের ফাঁকে ফাঁকে ব্লগে আসছিলাম। একটু পর ঘুমাতে হবে। এবার এসেই দেখি একটা নোটিফিকেশন। এত পুরোনো পোস্টে কীভাবে এলেন একটা প্রশ্ন জাগলো মনে। কমেন্ট পড়ে আমার ভুল ভাঙলো, অর্থাৎ, কমেন্টটা ভুল পোস্টে পড়ে গেছে মজা পেয়েছি খুব। কিছু ভুল খুব মজা লাগে।
আপনার এ কথাটাও খুব মজাদার- কমেন্টের রিপ্লাই দিতে দিতে হাঁপিয়ে উঠেছি কাজ-কাম, নাওয়া-খাওয়া-ঘুম যদি না থাকতো, আর যদি দিন হতো ৪৮ ঘন্টায়, তাহলে কতই না মজা পেতাম ব্লগিং করে
আমার চোখে সমস্যা হয়েছিল বছর খানেক আগে। এটার নাম আই-স্ট্রোক। চোখে ব্লিডিং হয়েছিল। চোখের প্রেশারও বেড়ে গিয়েছিল। তো, সাবধানে থাকতে হবে। চোখ কখনো লাল হলেই রেস্ট নিতে হবে পিসি বা অ্যান্ড্রয়েড থেকে।
'বড়শি' গল্পে আপনার এ কমেন্ট পড়ার কথা ছিল
জেনে ভালো লাগছে আপনার বয়সটা।
ভালো থাকবেন, আনন্দে এবং নিরাপদে।
শুভেচ্ছা।
৩১| ১২ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২৭
মিরোরডডল বলেছেন:
ধুলোর চোখে ব্লিডিং হয়েছিল, এতো ভয়াবহ নিউজ ! তারপরও তাহলে কেন এতো কম্পিউটারের সামনে থাকে । এটাতো চোখের জন্য ভালো না ।
১২ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, এখন রয়েসয়ে পিসিতে বসি। পিরিওডিক্যালি চশমা খুলে রেস্ট নিই।
©somewhere in net ltd.
১| ২৯ শে মে, ২০২০ রাত ১১:৩৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গানগুলি সুন্দর ।