নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
তারুণ্যে আড়বাঁশি বাজানো শেখার অনেক চেষ্টা করেও শিখতে পারি নি, তবে শিস্ বাজাতাম বেশ ভালো। পথ চলতে চলতে হয় শিস্ বাজতো, অথবা গান, 'দেবদাস' সময়ে কবিতাও। বহুদিন শিস্ বাজানো হয় নি তেমন করে। খেয়ালের বশে একদিন শিস্ দিতে দিতে একটা সুর তৈরি হয়ে গেল, সেটাকে আটকেও ফেলি সাথে সাথেই। এরপর আরো বেশ কিছুদিন শিস দিয়ে বাড়িঘর মাথায় তুলে নিয়েছিলাম। তাতে গৃহবান্ধবী যারপরনাই বিরক্ত ও ক্ষুব্ধ হয়েছেন। শিস্ দিয়ে ইশারার উলটো ফল হয়ে গেছিল আর কী। কারণটা হলো, আগের দিনে শিসে যতটা মিষ্টতা ছিল, ও নিখুঁত বাঁশির সুরের মতো ছিল, এখন সেরকম নেই। মাঝে মাঝেই সুর ফেটে গেছে, ফ্যাসফেসে শব্দ হয়েছে।
এ পর্বে রেকর্ডবন্দি আরো কিছু শিস্ শেয়ার করলাম ফটোমিক্স ভিডিওতে। শুধু সুরটাকে ধরে রাখার জন্যই এই ব্যবস্থা। ভবিষ্যতে স্টুডিয়ো রেকর্ডিঙে প্রফেশনালদের দিয়ে গাওয়ানোর পরিকল্পনা আছে। এগুলো আবোল-তাবোল খামখেয়ালিপনাও বলতে পারেন। আগেই ওয়ার্নিং দিচ্ছি, কারো কারো কানে শিসের ঝাঁঝ লাগতে পারে, তারা সাবধান হয়ে যাবেন প্লিজ। আর এগুলো যে উপাদেয় খাদ্য, তার নিশ্চয়তা আমার দাদা ও গুরু কেউ আপনাকে দিচ্ছেন না।
১।
তোমার আমার দিন ছুটে চলে
তোমার আমার দিন ছুটে চলে ব্যস্ত ঘড়ির কাঁটায়
তোমার আমার মন ছুটে চলে নদীর ঢেউয়ের মতো
তোমার আমার রাতগুলো কাটে দারুণ অস্থিরতায়
তোমার আমার চোখে নেই সুখ, স্বপ্নরা পরাহত
কাল যদি দেখো ঝাঁকে ঝাঁকে পাখি মেঘে রঙ মেখে হাসে
অভিসারে তুমি চলে এসো প্রিয় সন্ধ্যার অবকাশে
অলখিতে কত শুকিয়েছে নদী, ম্লান হয়ে গেছে জোছনা
বাসনায় কত গাঢ় হয় রাত, ক্ষয় হয়ে যায় কামনা
কাল যদি দেখো শুকনো ঘাসেরা জেগেছে সজীব নিশ্বাসে
অভিসারে তুমি চলে এসো প্রিয় সন্ধ্যার অবকাশে
একদিন ভোরে শিশিরের গায়ে মনটাকে নেব ভিজিয়ে
বাতাসের সুরে সুর তুলে তুলে বাতাসেই দেব ভাসিয়ে
পাখা মেলে দিয়ে উড়ে যেতে যেতে মিশে যাব ধু-ধু আকাশে
অভিসারে তুমি চলে এসো প্রিয় সন্ধ্যার অবকাশে
২৬ মার্চ ২০২১/২২ সেপ্টেম্বর ২০২২
সুর সৃষ্টির তারিখ : ২৬ মার্চ ২০২১
২৬ মার্চ ২০২১
২৩ সেপ্টেম্বর ২০২২ তারিখে সম্পূর্ণ গানটি ইউটিউবে আপলোড করা হয়। ওট শুনতে চাইলে প্লিজ এখান ক্লিক করুন - তোমার আমার দিন ছুটে চলে ব্যস্ত ঘড়ির কাঁটায়
অথবা নীচের লিংকে ক্লিক করুন :
---
এটা একটা এক্সপেরিমেন্টাল এফোর্ট। অডিও মিক্সিংটা খেয়াল করুন। প্রথমে শুধু শিস্, এরপর শিসের সাথে অর্থহীন লালালা শব্দ মিক্স করা হয়েছে, শেষের দিকে শুধু অন্তরা পর্যন্ত গান গাওয়া হয়েছে। লিরিক্স অসমপূর্ণ। কেউ এই মাত্রার লিরিক্স লিখে দিলে বেসুরো গলায় গাওয়ার চেষ্টা করবো নে।
এখানে ক্লিক করে ইউটিউব লিংকে যেতে পারেন
২
তোমার কথা
তোমার কথা মনে পড়লে
নিদ্রা আমার আসে না
তোমার কথা মনে হলে
নিদ্রা আমার চলে যায়
তুমি এখন কেমন আছো
আছো বা কোথায়
তোমার কথা মনে পড়লে
মন যে আমার মানে না
উথাল পাথাল নদীর মতো
ঢেউয়ে ঢেউয়ে ভাঙে বুক
তোমার কথা মনে পড়লে
বেঁচে থাকার ফুরায় সাধ
সেই জীবনের দাম কী বলো
তুমি যদি নাই থাকো
২৯ নভেম্বর ২০২০
২৩ সেপ্টেম্বর ২০২২ তারিখে আপডেট :
১৩ জুলাই ২০২২ তারিখে গানটি নতুন করে কম্পোজ করা হয়। কেউ শুনতে চাইল প্লিজ এখানে ক্লিক করুন - তোমার কথা মনে পড়লে।
অথবা নীচের লিংকে ক্লিক করুন :
---
স্যাডলি, এটা কোনো শিস্ না, পুরো গান। এটার সুর তুলে আমি তৃপ্তি পেয়েছি। রাগপ্রধান গানের প্রতি আমার আসক্তি বেশি। এটাতে রাগের প্রাধান্য আছে। যারা রাগপ্রধান গান পছন্দ করেন, তারা এটা শুনে দেখতে পারেন।
ইউটিউব লিংক
ইউটিউব লিংক
৩
শুধু শিস্ দিয়ে যাই
এটার কোনো লিরিক্স নেই। কেউ এই সুরের ছন্দে লিরিক্স লিখে আমাকে দিতে পারেন, মুই নিজেই চেষ্টা করুম
ইউটিউব লিংক
৪
এবার একটা বিশেষ গান - সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য জ্ঞানে
উৎসর্গ : যাকে আমি চিনি না, আমাকেও যিনি চিনেন না, কিন্তু তিনি গান খুব ভালোবাসেন
৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৪:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: থাকা অসম্ভব না।
২| ৩১ শে মার্চ, ২০২১ সকাল ১০:০৪
জুল ভার্ন বলেছেন: হাসির মতো গানই হলো পৃথিবীর সার্বজনীন ভাষা!
৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৪:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর বলেছেন জুল ভার্ন ভাই।
৩| ০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:১১
মিরোরডডল বলেছেন:
কি যে বেসুরো কণ্ঠ ধুলোর, তাও যে চেষ্টা করেছে এটাই অনেক
ধুলো বেটার গান না করে শিস বাজাবে, সেই ভালো
আমারও শিস বাজাতে অনেক ভালো লাগে কিন্তু সুর তুলতে পারি না
০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধুলোর কণ্ঠ আসলে সুরেলাই। এটা শোনার জন্য যে কর্ণকুহরের প্রয়োজন, ডুলুর সেটা নেই। পরিবেশও একটা বিরাট ফ্যাক্টর। বিরাট একটা মাঠ। থই থই করছে মানুষ। মাথার উপর চাঁদিফাটা রোদ। ঘামে কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। হাতে মোবাইল, ব্লু-টুথ হেডফোনে এই গান শুনতে হবে। তখনই এ গানের প্রকৃত স্বাদ উপলব্ধি করা যায়।
৪| ০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:২৬
মিরোরডডল বলেছেন:
হা হা হা হা......... ঠিক বলেছে ধুলো, সেরকম একটা পরিবেশেই ট্রাই করতে হবে
তোমার কথা’ এই গানটা ধুলোর চ্যানেলে আমি আগেই শুনেছি , ওটাই কি আবার নতুন করে করেছে ধুলো ?
এ গানটা ভালোই হয়েছে তবে একটা কিন্তু আছে ।
যত ভালোই হোক, মাটির দেহ আর ঘরের মানুষ ওই দুটা ধুলোর বেস্ট ।
ওরকম গান আর করবে নাহ ধুলো ? নিজের সাথে নিজের একটা চ্যালেঞ্জ হয়ে যাক ।
তার চাইতেও বেটার কিছু করে দেখাবে ।
০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কথাটা বলার জায়গা পাচ্ছিলাম না। এখন ডুলুকে সামনে পেয়ে বলে ফেলি - শুলু এবং ডুলু যে কত ট্যালেন্টেড ডিটেক্টিভ, সাম্প্রতিক ঘটনায় তার প্রমাণ পেয়েছি। শুলু অবশ্য আমাকে অনেক আগেই জানিয়েছিল, কিন্তু বিশ্বাসটা তত গাঢ় হচ্ছিল না, পরে ডুলুও আবার সেই একই কথা বলেছিল
শুলু আর ডুলুকে অভিনন্দন
৫| ০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৪৮
আখেনাটেন বলেছেন: শিস দিয়ে দারুন টিউন। এর লিরিক দিয়ে গান বানালে বেশ হবে। নাকি এর গান রয়েছে কোথাও। সুরটা ধরতে পারছি না।
০৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: টিউনটা শুধু শিস্ দিয়েই তৈরি করা হয়েছে। এর কোনো লিরিক এখনো হয় নি। কেউ লিরিক বানাইয়া দিলে আমি নিজেই দুই-চারটা বেসুরো গান গাইয়া ফালাইতাম।
অনেক ধন্যবাদ আখেনাটেন ভাই।
অট: আমার আর কিছু বলার নাই
৬| ০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৫১
মিরোরডডল বলেছেন:
শুধু অভিনন্দনে হবে না ।
ধুলো আমাকে কি দেবে ?
আমার একটা ফাটাফাটি সুন্দর গান চাই
০৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ফাটাফাটি বেসুরো গান অবশ্যই ডুলুকে দেয়া হবে নে
৭| ০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৯
মিরোরডডল বলেছেন:
এই যে আনা, আমাদের সামুর শার্লক হোমস চলে আসছে
১০ ই এপ্রিল, ২০২১ রাত ২:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটার রিপ্লাই আগে দিয়েছিলাম। ওটা মুছে অন্য একটা রিপ্লাই দিয়েছিলাম। ডিলিটেড রিপ্লাই ফিরিয়ে আনা যেত আগে, কিন্তু গতরাত থেকে ট্রাই করছি, অপশনই দেখচি না।
৮| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১৯
শায়মা বলেছেন: ওহ এই সেই শুলু!!!!!!!
আমি আমি আমি !!!!!!!
চিনে গেছি আমাকে .......
আর ডুলু সে তো সবাই চেনে..........
সাবধান সাবধান লরুভাইয়াজান না এসে গেলেই হলো!!!!!!!
ভাইয়া যাইহোক ভালোই শিষ হয়েছে...... কিন্তু তুমি কেমন গান গাও সে তো আমি কত আগেই জানি .....
লাবিব বেবীটা কিন্তু বেশি ভালো গায় তাই না???
১০ ই এপ্রিল, ২০২১ রাত ২:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লরুজন আপুভাইয়া তো গতরাতের পোস্টে সবকিছু প্রমাণ করে দিলেন। পোস্ট এখন ডিলিটেড বা ড্রাফটেড। সেইভ করার আগেই গায়েব।
মানুষ পায়ে পাড়া দিয়া এভাবে ঝগড়া করে কীভাবে? তিলকে বানায় তিমি, আর নো-ইস্যুকে বিরাট ইস্যু বানাইয়া অ্যাটেনশন ড্র করার জন্য পাগল হইয়া যায়। আবার কেউ কেউ খাতির জমাইতে যায়, যাতে নিজের পক্ষে সহানুভূতি, সহযোগিতা বা শক্তিবৃদ্ধি ঘটে। অবিবেচক মানুষ।
হ্যাঁ, লাবিব ভালো গায়। পড়ালেখা চুলায় উঠাইয়া টেবিলে গিটার, মোবাইল ইত্যাদি বসাইয়া নিছে।
তবে, লাবিব আমাদের ছোট্ট একটা খেলার পুতুলের মতো। ওরে সবসময় হাতের কাছে রাখতে ইচ্ছে করে, যদিও এখন সে বড়ো হইয়া গেছে, নিজের আলাদা ঘর আর আলাদা ভুবনেই বেশি সময় কাটায়।
৯| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ২:২০
মিরোরডডল বলেছেন:
ধুলো ৭নং প্রতিমন্তব্যে ডিলিট করেছে কেনো
১০ ই এপ্রিল, ২০২১ রাত ২:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ৮ নং মন্তব্যের উত্তরে যা বলেছি, ৭ নং-এ তাই বলতে চেয়েছিলাম। ক্লিয়ার?
১০| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ২:৫১
মিরোরডডল বলেছেন:
জি বস , ক্লিয়ার ।
ঐশী কি এখন অন্য কোথাও থাকে ?
কিছুদিন আগে মনে হয় ধুলোর কোনও কমেন্টে দেখেছিলাম মেয়ে দূরে থাকার কষ্টের কথা ।
যদি ভুল না দেখে থাকি ।
১০ ই এপ্রিল, ২০২১ রাত ২:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, ঐশী দূরে থাকে। ফাইনাল চলছে। এর চেয়ে বেশি বলছি না, কেমন?
১১| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ৩:০৩
মিরোরডডল বলেছেন:
হুম, okie dokie ।
মেয়ের বিয়ে হয়ে গেলে তখন বাবার কষ্ট কম হবে কারন এখন থেকেই ধুলোর প্র্যাকটিস হচ্ছে ।
১০ ই এপ্রিল, ২০২১ রাত ৩:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাবা বা মায়ের কষ্ট বা টেনশন কোনোদিন কমে বলে মনে হয় না।
©somewhere in net ltd.
১| ৩০ শে মার্চ, ২০২১ রাত ৩:১২
রাজীব নুর বলেছেন: গান ভালোবাসে না এমন মানুষ দুনিয়াতে আছে নাকি??