নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

অম্লবচন-৩

১০ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৫৭

আগের বচনগুলোর লিংক :

১। অম্লবচন-১

২। অম্লবচন-২

বেয়াদব আর অসভ্যদের কখনো আলোচনায় তুলতে নেই
Discuss never ever an idiot; for God’s sake, nor you praise
his ill deeds, even by a mistake
এতে তাদের প্রচারণা বাড়ে এবং সেই প্রচারণায় মহৎ
লোকদের কীর্তিকথা চাপা পড়ে যায় এবং এই ফাঁকে
কথিত বেয়াদব নিজেকে ‘মহান’ সাব্যস্ত করে আত্মপ্রচারের
সুবর্ণ সুযোগ লাভ করে

এক গ্রামে এক নির্বোধ ছিল। চুপচাপ ঘুরে বেড়াতো।
রাস্তায় মেয়েদের দেখলে বলদের মতো ড্যাবড্যাব করে তাকিয়ে থাকতো
একদিন এক মেয়ে তার নাম জিজ্ঞাসা করলে
সে খুশিতে ডগমগ হয়ে জানায় – তার নাম কদমালি।
‘বাহ, ভালো নাম তো!’ বলতেই কদমালি চাঙ্গা হয়ে ওঠে।
তারপর মেয়েদের সাথে কদমালির খুব ভাব হয়ে গেল।
ওদের দেখলেই গা ঘেঁষে ‘রসের কথা’ বলতো;
মেয়েরা কলকলিয়ে হাসতো, হাসতে হাসতে গড়াগড়ি খেত।
মজার বলদটার নাম সারা গাঁয়ে ছড়িয়ে পড়লো।
পাগলে দ্বিগুণ উৎসাহিত হয়ে একদিন এক মেয়ের উড়না ধরে টান দিল।
মোরাল অব দ্য স্টোরি কী? নির্বোধকে লাই দিয়ে
মাথায় তুলতে নেই; নির্বোধরা কখনো-সখনো
কিংবদন্তির ‘সেফাতুল্লাহ’ হয়ে ওঠে। তাদের একদঙ্গল
নির্বোধ অনুসারীও জোটে, যারা তাকে পূজার আসনে বসিয়ে
প্রসাদে গদগদ হয়।

আমরা দুষ্টুলোকদের অসভ্য কীর্তির প্রতিবাদ করি না
বরঞ্চ, মজা পেয়ে তালি বাজাই, হাসতে হাসতে গলে পড়ে বলি,
দেখরে বুবু, আমারে সে কত্ত পছন্দ করে!
আর অসভ্যরা লাই পেয়ে আমাদের ঘাড়ে চড়ে লাফায়
আর ভাবে, আমরা তাকে প্রতুল সম্মানে মাথায় ঠাঁই দিয়েছি
মনে রাখবেন, এরাই একদিন আচানক মাথা থেকে
আপনাকে নামিয়ে মাটিতে জোরসে আছাড় মারবে
আর মুহূর্তে ‘কী ঘটে গেল’ বুঝতে না পেরে নিজের
মুখটা ‘হা’ হয়ে যাবে, অর্থাৎ, আপনি তখন একটা ‘নির্বোধ’

বেয়াদব বিদ্বান হলেও সর্বদা এবং সর্বত্র বর্জনীয়

আসুন, কাজের কাজ করি, নিজের জন্য কিছুটা সময় রাখি
আপনি হয়ত জানেন না, আপনার সময় কতটুকু আছে বাকি।

১০ এপ্রিল ২০২১

মন্তব্য ৩২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩০

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: এখনকার দিনে ট্রল, মুখোশ উন্মোচন, হাস্যরসের অনুসন্ধানের মোড়কে নির্বোধ সহ তার নেগেটিভ বিষয়গুলো প্রচারণা পেয়ে যায়। যার ফলে সেই নির্বুদ্ধিতায় অনুপ্রাণিত হয় বহু বুদ্ধিহীন মানুষ। এসবকে পরিহার না করে দূর থেকে এসবের মজা নিলে একসময় এরা নিজেদের ঘাড়েই চেপে বসে। আর সমগোত্রীয় ব্যক্তির মতোই আচরণ করে।

১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমরা না বুঝেই এই নির্বোধগুলোকে লাইম লাইটে নিয়ে আসছি। তারপর ওরা লাইমলাইটে এসে ধরাকে সরা জ্ঞান করা শুরু করে।

পাগলের নির্মল পাগলামিতে কোনো দোষ নাই, যতক্ষণ না সেটা অহঙ্কারে পরিণত হয়, এবং টেক্কা দিয়ে প্রজ্ঞাবানদের অবজ্ঞা করা শুরু করে।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ তমাল ভাই।

২| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৪১

স্প্যানকড বলেছেন: ভালো লাগলো পড়ে। আসলে কেউ জানি না সময় কত আছে হাতে । ভালো থাকবেন। শুভকামনা রইল।

১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পড়ে ভালো লাগলো জেনে খুশি হলাম।

আপনি ভালো লেখেন। কিন্তু, আপনার পোস্টে কমেন্টের জবাব দিতে আপনি ততটা উৎসাহী বা মনোযোগী নন মনে হয়। কেন? আপনার কোনো এক কবিতায় কমেন্ট করেছিলাম, রেসপন্স পাই নি :)

যাই হোক, শুভ কামনা আপনার জন্য। আর কমেন্টের জন্য ধন্যবাদ।

৩| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৫২

রাজীব নুর বলেছেন: কখন হুট করে মরে যাবো- এই চিন্তা আমাকে আজকাল বেশ ভোগাচ্ছে।
আমার জন্য দোয়া করবেন।

১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যে-কোনো সময় আমরা মারা যেতে পারি, এ জন্য প্রস্তুত থাকতে হবে। এ প্রস্তুতিটা আমাদের সারাজীবনের সঞ্চয়।

শুভেচ্ছা রাজীব নুর ভাই।

৪| ১১ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০০

ঢুকিচেপা বলেছেন: অম্লবচন অম্ল হলেও কথা ১০০% সঠিক।

১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঢুকিচেপা আবার ব্লগে অ্যাক্টিভ, এটা খুব ভালো লাগছে। আপনি সেই ব্লগারদের একজন, যারা ব্লগে আনন্দধারা বইয়ে দিতে সক্ষম।

ভালো থাকবেন 'আপু' :)

৫| ১১ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২৭

নেওয়াজ আলি বলেছেন: বর্তমানে বিদ্বান বেয়াদব হলে চুরি ডাকাতি বেশী করে বড় লোক হয় মানুষের সমর্থন বেশী পায়

১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কিন্তু সেই বেয়াদব বিদ্বানদের আমাদের বর্জন করতে হবে। নইলে সত্যিকার প্রজ্ঞাবান, সৎ ও ভদ্র মানুষের উন্মেষ ঘটবে না, যারা সভ্যতা ও মানবতার পক্ষে লড়বেন।

৬| ১১ ই এপ্রিল, ২০২১ রাত ১:৫১

মা.হাসান বলেছেন: লেবুর যা দাম, একটা কাগজে এই বচন প্রিন্ট করে রোজার মাসে লেবুর শরবৎ বানাবো, সাথে কিছু মিষ্টি বচন ভি দেয়ার অনুরোধ থাকলো।

দুই রকমের বলদ আছে। এক রকমের বলদ এট বলদ যে সত্যিই কোনো কাজেই বুদ্ধির ছাপ নেই। একটু জড় বুদ্ধির । এদের নিয়েও মানুষ রসিকতা করে। পাগল দেখে ঢিল ছোড়ে। এটা অসুস্থ বিনোদন।

আরেক বলদ আছে সেয়ানা বলদ। স্বার্থের বেলা ছাড় দেবে না। মানুষ যখন টের পায় লাই পেয়ে কি অবস্থা হয়েছে তখন আর সময় থাকে না।

১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লেবুর যা দাম, একটা কাগজে এই বচন প্রিন্ট করে রোজার মাসে লেবুর শরবৎ বানাবো, সাথে কিছু মিষ্টি বচন ভি দেয়ার অনুরোধ থাকলো। হাহাহাহাহা। কিছু মিষ্টিবচন তো যোগ করবোই, তবে, লেবুর দাম নিয়ন্ত্রণে রাখার জন্য অম্লবচন আরো বেশি করে ভি বানাইতে হবে :)

বলদের যে ব্যাখ্যা দিলেন, তা শতপভাগই আমার মনের মতো।

আমি খুব সাধাসিধা একজন মানুষকে দেখেছিলাম। তিনি ব্লগ পড়তেন, কমেন্টে শালিনতা, ভদ্রতা, নম্রতার ছাপ যেমন ছিল, তেমনি ছিলেন বিনয়ী। আমি তাকে খুব সম্মান করতাম। একজন অন্য এক ব্লগার তার সাথে কটূ কথা বলায় আমি সেই ব্লগারকে অপছন্দ করলাম। সেই সাধাসিধা ব্লগার হঠাৎ হয়ে উঠলেন সেফাতুল্লাহ, এমনকি তার চাইতেও বেশি। কারণ হলো, তিনি আমাদের অনেকেরই অযাচিত প্রশংসা পেয়েছেন, আমরাই তার কথাগুলো প্রোমোট করেছি। ব্যস, তিনি ভাবলেন, তিনি সত্যই ওই মাপের একজন। তার দাম্ভিকতা আকাশ ছুঁলো।

আমাদের প্রশংসা যেন যোগ্য লোক তার উপযুক্ত কাজের জন্য পান, সেটা খেয়াল রাখতে হবে।

৭| ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১৭

নীল আকাশ বলেছেন: ভালো বলছেন ।এই বিষয়ে হযরত আলীর (রাদিয়াল্লাহু আনহু'র) একতা উপদেশ আছে, নিশ্চয় জানেন সেটা?

১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হযরত আলীর (রা:)-এর উপদেশটা আমার জানা নেই যুনাইদ ভাই। সম্ভব হলে নীচে কোট করুন। ধন্যবাদ।

৮| ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: নির্বোধকে লাই দিয়ে মাথায় তুলতে নেই; নির্বোধরা কখনো-সখনো কিংবদন্তির ‘সেফাতুল্লাহ’ হয়ে ওঠে।
সহী কথা বলছেন।

১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কথাটা যে সহী, আপনার কাছ থেকে কনফার্মেশন পেয়ে ভালো লাগলো। অনেক ধন্যবাদ প্রিয় জলদস্যু।

৯| ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: অনেকদিন গান নিয়ে নতুন পোষ্ট দিচ্ছেন না।

১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গান নিয়ে তো কয়েকদিন আগেও পোস্ট দিলাম, অবশ্য সেগুলো আমার গুরুর গান :)

গানের পোস্ট আসবে অতি শীঘ্রই। ভিডিও মেকিং নিয়ে ব্যস্ততা বেশি, তাই পোস্টের জন্য তেমন সময় বা আগ্রহ পাচ্ছি না।

১০| ১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৩

করুণাধারা বলেছেন: নির্বোধকে লাই দিয়ে মাথায় তুললে, আমি বলতে চাচ্ছি তার প্রতিটি বচনকে অমৃত বচন মনে করে ফ্রেমে বাঁধিয়ে রাখলে তো সে সেফাতুল্লা হবেই!

ভালো লাগলো।

১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা। পোস্টের মূল পয়েন্টই এটা। আমাদের চাটুকারিতার মাত্রা মাঝে মাঝে এমন পর্যায়ে চলে যায় যে, সেফাতুল্লাহর মুখ দিয়ে কী বেরোচ্ছে তা যাচাই করার বা বোঝার ফুরসত আমাদের থাকে না।

কমেন্টের জন্য ধন্যবাদ আপু।

১১| ১১ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৮

ঢাবিয়ান বলেছেন: বেয়াদপদের এড়িয়ে চলাই সর্বোত্তোম।তবে সবসময় সেটাও সম্ভবপর হয় না, যেহেতু এরা গায়ে পড়ে ঝগড়া করতে চায়।

১১ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বেয়াদপদের এড়িয়ে চলাই সর্বোত্তোম। এটা একটা অপশন। তবে, গায়ে পড়ে বা পায়ে পাড়া দিয়ে কেউ ঝগড়া বাঁধাইতে আসলে তার জন্য উপযুক্ত জবাব বা ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। কিন্তু কোনোমতেই তাকে প্রশ্রয় দিয়ে মাথায় তোলা যাবে না।

কমেন্টের জন্য ধন্যবাদ ঢাবিয়ান ভাই।

১২| ১১ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৭

মিরোরডডল বলেছেন:



ধুলোর ঢুকিচেপা আপু যে ছুপা রুস্তম সেটা এই লিংকে দেখবে প্লীজ ।


নিজের লেখা, সুরে নিজের কণ্ঠে গান আর সাথে আছে বিশ্বর জনপ্রিয় একটি গান ঢুকির কণ্ঠে ।


১১ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও, শায়মা আপুর ঢুকিচেপা আপুর গান শুনে তো আমি মোর দ্যান মুগ্ধ।

তবে, গানের উপর তার ইন-ডেপ্‌থ নলেজ আছে, গানের উপর তার একটা পোস্ট দেখেই বুঝেছিলুম।

১৩| ১১ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

মিরোরডডল বলেছেন:

মাহার সাথে একমত । অতিরিক্ত অম্ল সেবন হয়েছে ধুলো ।
এবার ব্যাল্যান্স করা দরকার । পাটিসাপটা, পায়েস, রসমালাই চাই :)

১১ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মাহার সাথে একমত । অতিরিক্ত অম্ল সেবন হয়েছে ধুলো। নাহ্‌ মাহা ভাইও বলেন নি, আর আমার মনে হয় না অম্লের পরিমাণ অতিরিক্ত হয়েছে। মাহা ভাই বলেছেন সাথে কিছু মিষ্টি বচন যোগ করার জন্য

১৪| ১১ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

মিরোরডডল বলেছেন:



আমিতো কোট করিনি ।
মাহার সাথে একমত বলতে আমিও মিষ্টি বচন চাই ।
সেই প্রেক্ষিতে বাকিটুকু আমার কথা, ওটাতো মাহার না ।

তিনটা পোষ্টতো অম্ল হয়েছে,
মিষ্টি কি হবে, নাকি হবে না :(


১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, অম্লের সাথে, অম্লকে বাইরে রেখে মিষ্টি যোগ অবশ্যই হবে। চোখ রাখুন সোনালি পর্দায়

১৫| ১১ ই এপ্রিল, ২০২১ রাত ৮:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: মনে পড়ে আমি তখন ক্লাস সিক্সে পড়ি।একটু ছোট খাটো হওয়ায় তখনো কল কাটলে সাইকেল চালাতাম। একদিন পথে যেতে যেতে আমার ঠিক এক লাখ উপরে পড়া বন্ধু আমাকে বলেছিল অমিতাভ বচ্চনকে দেখেছি কিনা... সত্যি কথা বলতে আমি তখন পর্যন্ত বচ্চনের নাম কখনো শুনিনি। তাই বন্ধুর প্রশ্ন সরল মনে উল্টে জিজ্ঞেস করেছিলাম,
-বচ্চন কে?
পাশ থেকে বাজখাই স্বরে একলোক দূর্মুস করতে করতে ছুটে আসে আমার দিকে। মুখে বলতে থাকে,
-বচ্চন তোর বাপরে! শুয়োরের বাচ্চা!!
প্রচন্ড ভয় পেয়েছিলাম।তার পর থেকে বহুদিন আর ঐ পথে যায়নি।যখন মাধ্যমিক পরীক্ষা দিই তখন দেখতাম লোকটা আর মাথা তুলতে পারতো না। কিন্তু বচ্চন ধ্বনি শুনলেই জায়গায় বসে ঘাড় নিচু করে গোঙাতে গোঙাতে বাচ্চাদের বাপ-মা তুলে শাপ শাপান্ত করত। আমি অসহায় ভাবে লোকটার দিকে তাকিয়ে থাকতাম। আমার যন্ত্রণা ছিল একদিকে যেমন ও যদি এভাবে খ্যাপাটে না হয় স্বাভাবিক থাকতো তাহলে সব বয়সের মানুষের কাছে এতটা বিনোদনের পাত্র হতো না। অপরদিকে যারা ওর পিছনে লাগে তাদেরকেও নিবৃত্ত করতে না পারার অসহায়ত্ব। নিজের ক্ষুদ্র সামর্থ্যে মাঝে মাঝে খাবার দিয়েছি। কিন্তু প্রথম দিনের ঘটনা আমাকে অবাক করে দেয়। খাবার হাতে নিয়ে বচ্চন কাকু জিজ্ঞেস করে,
-আমাকে খাবার দিয়ে বচ্চন বলবি না তো?
আমি মৃদু হেসে নিশ্চয়তা দিই। তারপর থেকে যাতায়াতের মাঝে দেখা হতো কিন্তু দেখতাম কেউনাকেউ ওকে উত্তেজিত করছে। অবশেষে এগারো ক্লাসে পড়াকালীন স্কুলে যাওয়ার পথে একদিন দীঘির মোড়ে প্রচুর মানুষ দেখে বুঝতে পারি বচ্চন কাকু মরে গেছে।সারাগায়ে নোংরা মাখা দুর্গন্ধযুক্ত একটা মানুষ মরে আছে।পরে পৌরসভা থেকে লোক এসে ওকে পরিষ্কার করে। স্থানীয় লোকজন বচ্চনের সৎকারের ব্যবস্থা করা। ঘটনাটা কিন্তু একেবারেই জল মেশানো নয়।

আপনার অমূল্য বচন থুরি অমূল্য বচন ভালো হয়েছে।

শুভেচ্ছা প্রিয় ভাইকে।



১৩ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্যাপারটা আমি প্রথমে ধরতে পারি নি। আমি ভেবেছিলাম, ছেলেটা আপনাকে নায়ক অমিতাভ বচ্চনের কথা জিজ্ঞাসা করেছিল। হয়ত তাই হবে, বচ্চন কাকুকেই সে নায়ক অমিতভা বচ্চন ইংগিত করে তার নাম উচ্চারণ করে তাকে ক্ষেপিয়েছিল।

বচ্চন কাকুর ওরকম প্রতিক্রিয়ার কারণেই সে মানুষের হাসির পাত্রে পরিণত হতে থাকে।

তবে, তার ঘটনাটা খুব মর্মান্তিক ও কষ্টদায়ক। মন খারাপ হয়ে গেছে বচ্চন কাকুর মৃত্যুর ঘটনায় ও যেভাবে মারা গেছেন ও তার সৎকার হয়েছে, সেই ঘটনায়।

যেখানেই থাকুন, বচ্চন কাকু যেন শানিতে থাকেন।

অমূল্য বচন যে 'অমিতাভ বচ্চন' ধ্বনির কাছাকাছি চলে এসেছে আপনার কমেন্ট পড়ে সেটা বোঝা গেল :)

পোস্ট পড়ে সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ চৌধুরী ভাই।

১৬| ১১ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৪৯

সোহানী বলেছেন: এ বিষয় নিয়ে লিখার জন্য হাত নিশপিশ করছে কিন্তু একটু বিজি আছি তাই সময় করতে পারছি না। তবে অবশ্যই বিস্তারিত লিখবো। B:-/

১৩ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি লিখুন আপু। তা সত্যিকারেই খুব মূল্যবান বচন হবে, আমি নিশ্চিত।

শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.