নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
ছবিতে : ভাগিনা (এডিটেড)
তালগাছে এক ষাঁড় উঠেছে
চিকন একটা মই বেয়ে
পাগলা খাঁসি খাচ্ছে খাবি
বিন্নি ধানের খই খেয়ে
বেজির সাথে লড়াই করে
বাঘটা ভীষণ হাঁপাচ্ছে
কানের ভেতর ডেঙ্গু মশা
সিংহটা তাই লাফাচ্ছে
মাকড়সাকে খামচি দিয়ে
পালাচ্ছিল টিকটিকি
আঁঠার জালে আটকে গেল
টিকটিকিটা ঠিকঠিকি
নদীর মাঝে একটা জাহাজ
আটকে গেছে রাত্রে ফের
রাজহাঁসেরা করছে ফেরি
আটকে পড়া যাত্রীদের
থমকে পথে নায়ক রাজীব
রোজীর ছবি তুলছিল
দেখলো শেষে- সে নয় রোজী
দেখাতে তার ভুল ছিল
গাছের ডালে একটা বানর
খাচ্ছে বসে মিষ্টি পান
গাধার রসি টানছে যে লোক
হয়ত সে খুব বুদ্ধিমান
এই ছড়াটির মুণ্ডু বা ঠ্যাং
কিচ্ছু যদি পাও খুঁজে
বুঝবো তুমি বুদ্ধিমতী
খোঁপায় রাখো পান গুঁজে
১২ সেপ্টেম্বর ২০১৮
১৫ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা, ভালো প্রশ্ন করেছেন নেওয়াজ আলি ভাই
২| ১৫ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩৮
রানার ব্লগ বলেছেন: আমার বুদ্ধি হাটুর নিচে
১৫ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা। না, আপনার বুদ্ধি জায়গামতোই আছে
৩| ১৫ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৫০
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: যথাযথ জায়গায় যথাযথ জিনিস না থাকলে ঠ্যাঙের মুণ্ডুই (অরাজকতা) হবে। উপভোগ্য ছড়া।
১৫ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্যাখ্যা ভালো ছিল তমাল ভাই। যে-কোনো কাজের জন্য উপযুক্ত ব্যক্তি বা টুলসও তেমনি প্রয়োজন।
কমেন্টের জন্য ধন্যবাদ তমাল ভাই।
৪| ১৫ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২৯
শায়মা বলেছেন: ভাবছি আমি ঠ্যাঙ্গের মুন্ডু মুন্ডুরই কি ঠ্যাঙ্গ?
পড়লে হাতি খাঁদের ভেতর ব্যাঙ্গও মারে ল্যাঙ্গ।
১৫ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
তার ছিল না ঘাড়ের উপর মাথা
পেট দিয়ে সে বকতো বাজে, যা-তা
খাওয়ার জন্য মুখ ছিল না, ছিল অন্য কিছু
অকারণে লাগতো সবার পিছু
৫| ১৫ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩০
কবীর হুমায়ূন বলেছেন: ছড়ার মুণ্ডু বুদ্ধি ভরা
ঠ্যাংগুলো তার লম্বাটে,
তিমির মতো আস্ত মানুষ
ঘুমায় যে তিন ফুট খাটে।
আকাশ তখন ভাইঙ্গা পড়ে
যখন হারায় চরিত্র,
সত্যলোকের ভান করে যায়
মিচকে শয়তান বিচিত্র।
ছড়ার মজা যেনো খাজা
সোনাধুলোবালিছাই,
এমন মজার কাব্যকথা
নিত্যদিনই খালি চাই।
১৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহা। চমৎকার লিখেছেন হুমায়ূন ভাই। শুভেচ্ছা রইল।
৬| ১৬ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২৩
রাজীব নুর বলেছেন: ছবি এবং কবিতা দুটাই সুন্দর।
ছবিটা এডিট ভালো করেছেন।
১৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ধন্যবাদ রাজীব নুর ভাই।
৭| ১৬ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৪১
কালো যাদুকর বলেছেন: ব্যাখ্যা করা থেকে বিরত থাকলাম। মজার কবিতা।
ছবিটি ক্লাসিক।
১৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আচ্ছা ঠিক আছে, আরেকদিন ব্যাখ্যা কইরেন ছড়া পাঠের জন্য ধন্যবাদ
৮| ১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৪৭
জুল ভার্ন বলেছেন: মজার কবিতার জন্য ধন্যবাদ।
১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ প্রিয় জুল ভার্ন ভাই। শুভেচ্ছা।
৯| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১০:২৩
শোভন শামস বলেছেন: মজার কবিতার জন্য ধন্যবাদ।
১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় শোভন শামস ভাই। শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ১৫ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩০
নেওয়াজ আলি বলেছেন: ছড়া বুদ্ধিমতী শুধু বুঝে না বুদ্ধিমানও বুঝে