নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
হয়ত তুমি জানো, কিংবা
ঘূণাক্ষরেও জানো না
তোমার ভেতর সঙ্গোপনে
কাঁদছে বসে একজনা
অনেকদূরের স্বপ্নালোকে
জলের দেশে পরীর দেশে
অমরাবতীর সোনার মেয়ে
তারার আলোয় বেড়ায় ভেসে
সেই মেয়েটি বর্ষা শরৎ
হেমন্ত বা শীত বসন্ত যেন
সেই মেয়েটির নেই উপমা
তার উপমা অরূপরতন হেম
যখন তুমি ঘুমের ভেতর
কিংবা গভীর ধ্যানের ভেতর কাঁদো
বুকের ভেতর আগলে রেখে
দগদগে এক ক্ষত,
সেই মেয়েটি তোমার ভেতর
বীজ বুনে যায় বৃষ্টিদানার মতো।
খুব সহজে সেই মেয়েটির
সামনে দাঁড়াও তুমি
আগুনজ্বালা উপশমের
সে এক চারণভূমি।
এমন একটি গোপন নারী
যে কারোরই থাকতে পারে
সারাদিনের শ্রান্তি শেষে
যার সমীপে আসবে তুমি ফিরে।
সেই মেয়েটি অতিগোপন
সঞ্জীবনী সুধা
অন্ধকারে ঘোর সমুদ্রে
আলোকের বর্তিকা।
আলোর পথে যাচ্ছ উড়ে
হে অদৃশ্য পাখি
বুকের ভেতর ঝুলছে তোমার
প্রেমচন্দন রাখি
বুকের পাশে শুয়ে তুমি
বুকেই তোমার বাস
তোমায় তবু যায় না ছোঁয়া
যায় না রাখা হাত
হাত বাড়ালে যাও ফুরিয়ে
বাতাসে যাও মিশে
হাওয়ায় তোমার গন্ধ ভাসে
নিমিষে নিমিষে।
২৫ নভেম্বর ২০১৬
০২ রা মে, ২০২১ সন্ধ্যা ৬:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ যেন সেই গান - "যে ছিলো আমার স্বপনচারিণী........." ঠিক তাইতো!!!
হাত বাড়ালেই যা ফুরিয়ে যায় নিমিষে নিমিষে তেমন এক গোপন নারীর গন্ধ ভেসে আসা কবিতা। অমন একটা গোপনচারিণী প্রেরণাদায়িনী যেকারোরই থাকতে পারে, যে হয়ত কেবল স্বপনচারিণী হয়ে থাকতেই ভালোবাসে।
মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় আহমেদ জী এস ভাই।
২| ০১ লা মে, ২০২১ রাত ১১:০৬
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: যে এসেছিল আলোক বর্তিকা জ্বেলে,
কেন রাখেননি ধরে উষ্ণ আলিঙ্গনে…
দারুণ ছন্দময় লেখনি। কবিতায় প্রথম লাইক ও ভাল লাগা +++
০২ রা মে, ২০২১ সন্ধ্যা ৬:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
যে এসেছিল আলোক বর্তিকা জ্বেলে,
কেন রাখেননি ধরে উষ্ণ আলিঙ্গনে…
যে শুধু স্বপ্নে আসে স্বপ্নে যায়, তাকে বেঁধে রাখা যায় কি কখনো?
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ সাখাওয়াত।
৩| ০২ রা মে, ২০২১ রাত ১২:০৫
নেওয়াজ আলি বলেছেন: এত সুন্দর অথচ হাত রাখা যায় না । ইস
০২ রা মে, ২০২১ সন্ধ্যা ৬:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
এত সুন্দর অথচ হাত রাখা যায় না। আপনিও একটা দারুণ কথা বললেন তো!
হাত বাড়ালে যাও ফুরিয়ে
বাতাসে যাও মিশে
হাওয়ায় হাওয়ায় গন্ধ ভাসে
নিমিষে নিমিষে
৪| ০২ রা মে, ২০২১ রাত ২:৫৮
জটিল ভাই বলেছেন:
সোনাবীজ অথবা ধূলিবালিছাই,
লেখনীতে, জুরি নাই! জুরি নাই!
০২ রা মে, ২০২১ সন্ধ্যা ৬:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ধন্যবাদ জটিল ভাই
আমার ব্লগে আপনাকে স্বাগত জানাই
৫| ০২ রা মে, ২০২১ সকাল ৯:৪৪
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতায় মুগ্ধ ।
ভালবাসা কভু যাবেনা ছেড়ে
যেদিকেই তাকাবে সেদিকেই
পাওয়া যাবে তাকে ।
পেলেও সুখ না পেলেও সুখ ,
না পাওয়ার বেদনা আরো মধুর
বুঝাব তা কেমন করে !
শুভেচ্ছা রইল
০২ রা মে, ২০২১ সন্ধ্যা ৭:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
পেলেও সুখ না পেলেও সুখ,
না পাওয়ার বেদনা আরো মধুর
দারুণ বলেছে ডঃ এম এ আলী ভাই। না-পাওয়াদের জন্য অবশ্য এটাই একটা বড়ো সান্ত্বনা
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ
৬| ০২ রা মে, ২০২১ সন্ধ্যা ৭:২৯
ডঃ এম এ আলী বলেছেন:
সুন্দর প্রতি মন্তব্যের জন্য ধন্যবাদ ।
০২ রা মে, ২০২১ সন্ধ্যা ৭:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আবার এসে ধন্যবাদ জানানোর জন্য ধন্যবাদ প্রিয় আলী ভাই।
৭| ০৩ রা মে, ২০২১ রাত ৯:৩৯
মিরোরডডল বলেছেন:
স্বপ্নে আসে আবার স্বপ্নে চলে যায়
ধরা যায়না বলেই স্বপ্নচারিণীর জন্য এই আকাঙ্খা……
৮| ০৪ ঠা মে, ২০২১ রাত ১০:২৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ০১ লা মে, ২০২১ রাত ৯:৩৪
আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই,
হাত বাড়ালেই যা ফুরিয়ে যায় নিমিষে নিমিষে তেমন এক গোপন নারীর গন্ধ ভেসে আসা কবিতা।
এ যেন সেই গান - "যে ছিলো আমার স্বপনচারিণী........."