নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
প্রমীলার সাথে কোনোদিন দেখা হলে, আজ কিংবা কাল
এক যুগ পরে কিংবা মৃত্যুর আগের মুহূর্তে -
খুলে দিয়ে বুকের দুয়ার
আমি তাকে দেখাবো - সেখানে সমৃদ্ধ প্রেমাক্ষরে নাম লেখা কার।
প্রমীলাকে দেখাবো, সমস্ত অন্তর জুড়ে
শুধু অঙ্গার, তার নিষ্ঠুর প্রেমাগুনে হৃৎপিণ্ড পুড়ে ছারখার, ছারখার।
২০০৬
২৭ শে মে, ২০২১ বিকাল ৪:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পৃথিবীতে কোনোকিছু, কোনো অবস্থাই স্থায়ী নয়। আশা করি বুঝে ফেলেছেন ব্যাপারটা
পড়ার জন্য অনেক ধন্যবাদ ঠাকুরমাহমুদ ভাই।
২| ২৭ শে মে, ২০২১ রাত ১২:২৩
রাজীব নুর বলেছেন: প্রমীলা নামটা সুন্দর।
২৭ শে মে, ২০২১ বিকাল ৪:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক।
৩| ২৭ শে মে, ২০২১ রাত ১২:৩৬
কামাল১৮ বলেছেন: প্রমিলা কি ভারতে চলে গেছে?
২৭ শে মে, ২০২১ বিকাল ৪:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: না।
৪| ২৭ শে মে, ২০২১ রাত ৩:৩৯
নান্দনিক নন্দিনী বলেছেন: অনুভূতির তীব্রতায় কবিতা সংক্ষিপ্ত হলো নাকি সময়ের দূরত্ব প্রকাশানুভুতিকে সংকুচিত করেছে?
২৭ শে মে, ২০২১ বিকাল ৪:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইন্টেলিজেন্ট কমেন্ট!! কবিতা লেখার সময় এসব কিছুই ভাবি নি, বা মনেও আসে নি। একটা অনুভূতি খুব তীব্র হয়েছিল, তা প্রকাশের জন্য যতখানি ভাষার প্রয়োজন ছিল, এখানে ততখানি/টুকুই আছে। এর চেয়ে বাড়ানোর চেষ্টা করি নি, তা মনেও আসে নি।
ধন্যবাদ আপু।
৫| ২৭ শে মে, ২০২১ দুপুর ১২:০৪
পদ্মপুকুর বলেছেন: এতদিনেও যদি না দেখিয়ে থাকেন, তো আর দেখানোর দরকার নেই। শুধু শুধু উপদ্রব বাড়িয়ে কি লাভ...
২৭ শে মে, ২০২১ বিকাল ৪:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। খুবই মজার এবং বিরহ-বিক্ষত প্রেমিকের জন্য উপশমযোগ্য কমেন্ট
৬| ২৭ শে মে, ২০২১ দুপুর ১:৪০
জটিল ভাই বলেছেন:
আপনি কি সোনাবীজ নাকি নজরুল বলছেন?
ভালো লাগলো। সুন্দর......
২৭ শে মে, ২০২১ বিকাল ৪:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইয়ে, কী যে বলবো বুঝতে পারছি না। একসময় নিজেরে নজরুল, সুকান্ত ভাবতাম তা অবশ্য ঠিক। তবে, শেষের দিকে সুনীলই আমার উপর আসর করলো। এলা ভেবে নিন- আমি নজরুল, নাকি অন্য কেউ
৭| ২৮ শে মে, ২০২১ সকাল ১১:৩৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রমীলা শব্দের অর্থ আগে জানতাম না। বেশ অনেক বছর আগে পত্রিকায় দেখলাম যে প্রমীলা ক্রীড়াবিদ। তখন বুঝলাম যে এটা দিয়ে নারী ক্রীড়াবিদ বোঝাচ্ছে।
প্রমীলার সাথে আপনার আশু মোলাকাত কামনা করছি। সে যেন তার প্রেমের আগুনের আঁচ একটু কমিয়ে দিয়ে যায়।
২৯ শে মে, ২০২১ দুপুর ১২:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নারী বা মেয়েদের প্রতিশব্দ হলো প্রমীলা। প্রমীলা নামে আমাদের স্কুলে এক ক্লাসমেট ছিল। তবে, কবিতার 'প্রমীলা' আর ক্লাসমেট প্রমীলা এক নয় ক্লাসমেট 'প্রমীলা' নামটা খুব সুন্দর মনে হওয়ায় ওটাকে আত্মীকরণ করা হয়েছে কবিতায় আর, 'প্রমীলা' অর্থ যে মেয়ে, তা কিন্তু স্কুলজীবনে জানতাম বলে মনে পড়ে না
প্রমীলার সাথে আপনার আশু মোলাকাত কামনা করছি। শুভকামনার জন্য ধন্যবাদ। কিন্তু এটা কখনোই সম্ভব না
কবিতাটা পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সাড়ে চুয়াত্তর ভাই।
৮| ২৮ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৫০
খায়রুল আহসান বলেছেন: এতে কিই বা হবে লাভক্ষতি, তোমার কিংবা প্রমীলার,
তার চেয়ে এই ভাল, ব্যস্ত আছো নিয়ে জগত সংসার!
২৯ শে মে, ২০২১ দুপুর ১২:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
এতে কিই বা হবে লাভক্ষতি, তোমার কিংবা প্রমীলার,
তার চেয়ে এই ভাল, ব্যস্ত আছো নিয়ে জগত সংসার!
বাহ! উপদেশ দিতে গিয়ে দারুণ দুটি পঙ্ক্তি লিখে ফেলেছেন স্যার। অনেক ভালো লাগলো।
কবিতাটা পড়ার জন্য ধন্যবাদ স্যার।
৯| ৩০ শে মে, ২০২১ সকাল ৯:৫৫
সোহানী বলেছেন: কি শুরু করলেন, একবার প্রমীলা আবার অহনা । এইভাবে প্রাক্তনদেরকে খুঁজলেতো মুশকিল
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০২১ রাত ১২:১৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
কষ্টটা বুঝতে চেষ্টা করছি। ২০০৬ থেকে ২০২১ দীর্ঘ সময়!