নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
পুরুষ
পৃথিবীর একা ও নিঃসঙ্গ গাছ
১১ জুন ২০২১
মেঘ ও আলো
মেঘলা দিন, মেঘলা আকাশ
চারদিকে অন্ধকার – আমার কাছে এসব মানেই
বিষাদের উপমা।
এমনকিও বৃষ্টিও আমাকে কোনোদিন রোমাঞ্চিত করে নি
আমি বেড়ে উঠেছি কাদা ও বৃষ্টির পানিতে শরীর ঘা করে
জীবনের জন্য যুদ্ধ করতে করতে
যদিও বৃষ্টি আমাকে অন্ন দিয়েছে ফসলের মাটিকে প্লাবিত করে
ঘরভর্তি আলো, জানালোগুলো খোলা
পরিচ্ছন্ন, ঝকঝকে আকাশ-
আমাকে চাঙ্গা করে। নৃত্য করে পৃথিবীর মন।
আলো চাই, মেঘলা আকাশ কিংবা অন্ধকার নয়।
১১ জুন ২০২১
মানুষের মন
সম্ভবত নদীর স্রোতই এর সার্থক সেরা উপমা।
যেদিকে ঢালু,কিংবা শূন্যতা- পানি সেদিকে গড়ায়।
১১ জুন ২০২১
পূর্ববতিনী
আমি সেই পুরোনো তোমাকেই খুঁজি
তোমার সমস্তটা জুড়ে
আর অনেক অবাক হয়ে দেখি, সেই তুমি
কখন যে চলে গেছ অনেক অনেক দূরে
১৫ এপ্রিল ২০২১
১১ ই জুন, ২০২১ রাত ৯:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুরুতেই প্রথম কমেন্ট ও প্রথম লাইকের জন্য ধন্যবাদ জানাচ্ছি শেরজা তপন ভাই। 'মার মার কাট কাট' শব্দে খুব চাঙ্গা হয়েছি কিন্তু
কবিতার ক্ষেত্রে মনে হয় একটু মোলায়েম ভাষা ব্যাবহার করতে হয়। এ ব্যাপারে আমি বিশেষজ্ঞ নই। তবে, যেহেতু কবিতা লেখারও চেষ্টা করি, এবং কিছু পড়িও, তাতে মনে হয়, ভাষা বা শব্দটা কীরূপ হবে তা নির্ভর করে কী ধরনের কবিতা লিখছি তার উপর- প্রেমের কবিতা, নাকি প্রতিবাদী কবিতা। কবিতার ভাষা গদ্যের ভাষা থেকে একটু আলাদা, এ ব্যাপারে সন্দেহ নেই। তবে, তেজ, ক্ষোভ, প্রতিবাদ, ইত্যাদি বিষয়গুলো খুব ধারালো ও সাবলীলভাবে কবিতায়ই বেশি প্রকাশ হতে দেখি।
কতটুকু নিজের কথা প্রকাশ করতে পারলাম জানি না, তবে সংক্ষেপে এ ব্যাপারে আমার মত এটুকুই। প্রশ্নটা কিন্তু সুন্দর।
ভালো থাকবেন প্রিয় শেরজা তপন ভাই।
২| ১১ ই জুন, ২০২১ রাত ৮:৫৫
শাহ আজিজ বলেছেন: পোস্টে আসার লিঙ্ক পাই নাই । অন্যের কমেন্ট ধইরা আসলাম , কেইসটা কি সোনা ?
১১ ই জুন, ২০২১ রাত ৯:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কেইসটা কি সোনা? হাহাহাহা। কথাটায় খুব মজা পেয়েছি এর একটা দ্বিতীয় অর্থ হয় সেটা ভেবে ভালো লাগলো শাহ আজিজ ভাই।
হ্যাঁ, ব্লগে তো ইনবক্স সিস্টেম নাই লিংক দেয়ার, হয় প্রথম পাতায় পোস্ট দেখেছেন, অথবা শেরজা তপন ভাইয়ের ব্লগে বা প্রথম পাতায়ই তার কমেন্ট দেখে এখানে এসেছেন। তবে, কমেন্ট দেখে এসেছেন জেনে আনন্দ পেলাম একটু বেশিই।
আচ্ছা, কেইস আর কী? কবিতা লেখার চেষ্টা করেছি, বা খাঁটি বাংলায় পোস্টও বলতে পারেন
ধন্যবাদ শাহ আজিজ ভাই।
৩| ১১ ই জুন, ২০২১ রাত ৯:১০
জটিল ভাই বলেছেন:
সোনাভাই
তিনি একজন কবি,
একাধারে গায়ক, লেখক সবই।
সাহিত্যের হেন শাখা নাই,
যাহাতে তাহার বিচরণ না পাই
১১ ই জুন, ২০২১ রাত ৯:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
হাহাহাহাহা
প্রশংসা কার না ভালো লাগে? আমি তো গলে গেলাম জটিল কবিতায়
অনেক অনেক ধন্যবাদ জটিল ভাই আপনার এই নিখাদ, আন্তরিক প্রশংসার জন্য।
৪| ১২ ই জুন, ২০২১ রাত ১২:৪৫
অনেক কথা বলতে চাই বলেছেন: পুরুষ নিয়ে কথাটা পছন্দ হয়েছে।
১২ ই জুন, ২০২১ রাত ১২:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৫| ১২ ই জুন, ২০২১ বিকাল ৪:৩২
রানার ব্লগ বলেছেন: পৃথীবির একা ও নিঃসঙ্গ গাছ
আসলেই তাই
১২ ই জুন, ২০২১ বিকাল ৪:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রানার ব্লগ।
৬| ১২ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:১৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: সবগুলি কবিতাই ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।
১২ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ সাড়ে চুয়াত্তর ভাই। আপনার ভালো লাগায় আমি আনন্দিত।
©somewhere in net ltd.
১| ১১ ই জুন, ২০২১ রাত ৮:৫০
শেরজা তপন বলেছেন: তিনটাই মার মার কাট কাট ( কবিতার ক্ষেত্রে মনে হয় একটু মোলায়েম ভাষা ব্যাবহার করতে হয়- নাকি সোনাবীজ ভাই?)
শেষেরটা গেঁথে গেল মনে