নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

অম্লবচন মধুরবচন - আমাদের মন ও মানবতা

১৮ ই জুন, ২০২১ রাত ৯:৩৮

আগের বচনগুলোর লিংক :

১। অম্লতিক্ত অপ্রিয় সত্যাবলি

২। অম্লবচন-১

৩। অম্লবচন-২

৪। অম্লবচন-৩

৫। রম্যমধুর অম্লবচন


এক সেঞ্চুরিয়ান ধর্ষকের পক্ষে এক নারী গদ গদ ভাষায় আদালতে সাক্ষ্য দিচ্ছেন, 'মাননীয় আদালত, আসামী একজন অতিমানবিক, নিরপরাধ ব্যক্তি।'
'কিন্তু তিনি তো নিজে স্বীকার করছেন, তিনি ১০০টা মেয়েকে ধর্ষণ করেছেন,' আদালত তাকে জানান।
‘তবুও তিনি মানবিক’, সাক্ষী বলতে থাকেন, ‘কারণ, তিনি তো আমাকে ধর্ষণ করেন নি, বরং তার সঙ্গম আমাকে স্মরণীয় অরগাজ্‌ম দিয়েছে।’


যখন দেখবেন, একজন নির্যাতকের মুক্তির জন্য সকল মানুষ কাঁদছে, আপনাকে তখন বুঝতে হবে, আপনি সত্যিই এক অরাজক রাজ্যে ঢুকে পড়েছেন, যেখানে সবাই নির্যাতক। সে-দেশে নির্যাতকের নাম হয়ে যায় মহামানব। আপনার উচিত, তৎক্ষণাৎ সে-দেশ ছেড়ে পালানো, নইলে অচিরেই আপনিও নির্যাতনকারী বনে যাবেন।


আপনি কি এমন কোনো দেশ বা স্থানের কথা জানেন, যেখানে একজন নিকৃষ্ট ও কুৎসিতমনা মানুষকেও 'মহামানব' আখ্যায়িত করা হয়?


আমরা এমন একটা দেশের দিকে ধাবিত হচ্ছি, যে-দেশে আইনের টাইটেলে লেখা থাকবে : ক্ষমতাবানরা এ আইনের আওতামুক্ত।


আইন সবার জন্য সমান নয় - এ কথাটা মনে রাখলেই আপনার মনে আর কোনো অশান্তি থাকবে না। আরো মনে রাখবেন - Rules for the fools.


যে চলে যায়, সে আসলে সবখানিই রেখে যায়। তার দেয়া সুখটাও দুঃখ হয়ে ঝরে।


আজকের প্রতিটি কাজই আগামীকালের স্মৃতি।


খিদের সময় যে-খাবারটি খাই, সেটিই সবচাইতে স্বাদের খাবার।


আজ সারাদিনে কতটি মিথ্যা কথা বলেছেন? কাউকে বলতে হবে না এ সংখ্যাটি। শুধু অনুরোধ করবো – মিথ্যা বলা ভালো না; মিথ্যা বলার অভ্যাস আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করে, সাহসকেও কমিয়ে দেয়, আপনার নৈতিক অবক্ষয় ঘটতে থাকে মিথ্যা বলা থেকেই।

১০
তুমি যত অমানবিকই হউ না কেন, প্রার্থনা করি – বেঁচে থাকো, যেন মানবতার বোধোদয় নিয়ে একদিন মানুষের সারিতে দাঁড়াতে পারো।

১৮ জুন ২০২১

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০২১ রাত ৯:৪৩

আমি সাজিদ বলেছেন: প্রথম ঘটনা কি আসলেই সত্য নাকি?

পোস্টে প্লাস।

১৮ ই জুন, ২০২১ রাত ৯:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথম প্লাস ও প্রথম কমেন্টের জন্য ধন্যবাদ সাজিদ ভাই। গল্পটা রূপক।

শুভেচ্ছা রইল।

২| ১৮ ই জুন, ২০২১ রাত ৯:৫২

জটিল ভাই বলেছেন:
সোনা ভাই, বচনতো অম্লসোনা :)
তবে, ২ নং অনুযায়ী নিরাপদ একটা দেশের নাম বলুন =p~

১৮ ই জুন, ২০২১ রাত ১১:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ২ নাম্বারটাও রূপক। চিন্তা করুন, দূরে না গিয়ে কাছের কিছু ভাবুন :)

৩| ১৮ ই জুন, ২০২১ রাত ১১:১৫

শেরজা তপন বলেছেন: ১ নম্বরটা বাদে সবগুলার জন্য প্লাস!
৬ থেকে ১০ বেশী ভাল

১৮ ই জুন, ২০২১ রাত ১১:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ১, ২, ৩ ও ১০ পরস্পর সম্পর্কযুক্ত। দুর্বোধ্য রূপকের সাহায্য একটা বিষয় এখানে তুলে ধরা হয়েছে। আমার বিশ্বাস, ব্লগের অন্তত ১জন মানুষ এ রূপকের অর্থ বুঝবেন।

৬-১০ বেশি ভালো লেগেছে দারুণ খুশি আমি।

পড়ার জন্য অনেক ধন্যবাদ প্রিয় শেরজা তপন ভাই।

৪| ১৯ শে জুন, ২০২১ রাত ১:০২

ঢুকিচেপা বলেছেন: অম্ল হলেও কথা সত্যি।

১৯ শে জুন, ২০২১ রাত ১:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ঢুকিচেপা।

৫| ১৯ শে জুন, ২০২১ রাত ১:২৩

স্প্যানকড বলেছেন: রুপক নয় সত্যি, সেঞ্চুরিয়ান মানিক ! এই কুত্তার নাম শোনেন নাই ! তাজ্জব !

১৯ শে জুন, ২০২১ রাত ১:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'সেঞ্চুরিয়ান ধর্ষক' কথাটা ওখান থেকেই নেয়া। সাক্ষী, আদালত- এগুলো রূপক।

ধন্যবাদ আপনাকে।

৬| ১৯ শে জুন, ২০২১ ভোর ৬:৩৩

হাবিব বলেছেন: সবই কি রুপক?

১৯ শে জুন, ২০২১ সকাল ১১:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবই রূপক না হাবিব ভাই।

৭| ১৯ শে জুন, ২০২১ রাত ৯:২৯

আমি তুমি আমরা বলেছেন: ২-এর সাথে পুরোপুরি একমত। এমন অরাজক রাজ্যে নিজেকে কলুষমুক্ত রাখাটাই দায়।

১৯ শে জুন, ২০২১ রাত ১০:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ২-এর সাথে একমত হওয়ায় বেশ স্বস্তি পেলাম ও খুশিও হলাম। অনেক ধন্যবাদ আমি তুমি আমরা ভাই। শুভেচ্ছা।

৮| ১৯ শে জুন, ২০২১ রাত ১০:০৮

আরইউ বলেছেন:



আসলেই ১, ২, ৩, ১০ একের সাথে আরেকটা জড়িত। ভালো বলেছেন।

১৯ শে জুন, ২০২১ রাত ১০:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার ছবিব্লগের ধাঁধার উত্তর খুঁজছিলাম। ধাঁধা আমার সময় নষ্ট করে এবং ঘুম হারাম করে। মনে হচ্ছে জায়গাটা চিনি। বাংলাদেশের প্রায় সব জায়গায়ই যাওয়া হয়েছে, কিন্তু আমি জায়গা চিনে রাখতে পারি না। কখনো মনে হচ্ছে পতেঙ্গা, আবার মনে হচ্ছে মংলা, দিগরাজ, নীল ডুমুর। খুব সম্ভবত মংলা পোর্টের উলটা দিকে মংলা নদীর দক্ষিণ পাড়ের শহর এটা। এর বেশি এখন আর ভাবতে চাই না :)

পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৯| ২০ শে জুন, ২০২১ সকাল ১১:১৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালো লেগেছে ++

২০ শে জুন, ২০২১ দুপুর ১২:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সামিউল ইসলাম বাবু।

১০| ২২ শে জুন, ২০২১ রাত ৮:০৮

ভুয়া মফিজ বলেছেন: আমার তো মনে হলো......১, ২, ৩, ৫, ৯, ১০........সব কয়টাই একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত খলিল ভাই। আমার বোঝার ভুল হতে পারে বা আপনার চিন্তার আঙ্গিক ভিন্ন হতে পারে, তবে আমার এমনটাই মনে হচ্ছে। :)

২৪ শে জুন, ২০২১ সকাল ১০:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমেন্টের পর নিজের লেখাই আবার নিজে নিজে বিশ্লেষণ করলাম। আপনার কথাই ঠিক। আমি একটা অবজেকটিভ মাথায় রেখে লিখেছিলাম, যেখানে আমি ১, ২, ৩ ও ১০ একটা বিষয়কে কেন্দ্র করে লিখেছি। তবে, এখন দেখতে পাচ্ছি, ইউনিভার্সালি ১, ২, ৩, ৫, ৯, ১০... এগুলোও পরস্পর সম্পর্কযুক্ত হয়।

এত গভীরভাবে চিন্তা করেছেন দেখে সত্যিই অনেক ভালো লাগলো ভুইয়া মফিজ ভাই। শুভেচ্ছা রইল।

১১| ২৬ শে জুন, ২০২১ দুপুর ১:২০

ভুয়া মফিজ বলেছেন: এত গভীরভাবে চিন্তা করেছেন দেখে সত্যিই অনেক ভালো লাগলো ভুইয়া মফিজ ভাই। আমি সকল সময় গভীরভাবেই চিন্তা করি। ব্লগের একমাত্র ভুয়া দার্শনিক হিসাবে এটা আমার কর্তব্যের মধ্যেই পড়ে। ;)

২৬ শে জুন, ২০২১ দুপুর ১:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :) :) :)

ভুয়া দর্শন থেকে যদি ভালো কিছু হয়, তাইলে তো ভুয়া দর্শনই ভালো দেখতে পাচ্ছি :) আশা করি আপনি নিরলসভাবে আপনার দায়িত্ব ও কর্তব্য পালন করে দেশ ও দশের সেবা করে আমাদের ধন্য করবেন

১২| ২৬ শে জুন, ২০২১ দুপুর ১:৩২

ভুয়া মফিজ বলেছেন: আশা করি আপনি নিরলসভাবে আপনার দায়িত্ব ও কর্তব্য পালন করে দেশ ও দশের সেবা করে আমাদের ধন্য করবেন আর ধন্য কইরা লাভ কি? এতো কষ্টে কইরা প্রতিযোগিতায় নাম লেখাইলাম, আপনে তো একবার পদধুলিও দিলেন না। খালি দেখি, এদিক-সেদিক আপনার লাইক-কমেন্ট!! ভুয়া বইলা এতো অবহেলা করা মনে হয় ঠিক না! :((

২৮ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এমন কত কমেন্ট যে আন-আনসার্ড রয়ে গেছে, আল্লাহই মালুম। এতদিন পরে হলেও চোখে পড়লো দেখে নিজেকে ধম্য মনে করছি ভুইয়া সাহেব।

এক ব্যক্তি প্রচণ্ড গালিবাজ, কথায় কথায় অন্যকে গালি দেন, অপমান করেন, ব্যক্তি-আক্রমণ করেন, কিন্তু তিনি এটাকে ব্যক্তি-আক্রমণ না বলে 'সমালোচনা' বলেন। আদতে সমালোচনা ও ব্যক্তি-আক্রমণের মধ্যে পার্থক্যটা যে তিনি বোঝেন না, এটা এখন সবাই বুঝে গেছেন। যাই হোক, একবার এক জনপ্রিয় ব্লগার তার কোনো পোস্টে গিয়ে ভাবে গদগদ হয়ে বলছেন, ‘উনি সবাইরে গালি দিলেও আমারে কোনোদিন গালি দেন নাই’। এভাবেই তিনি নিয়মিত তার পোস্টে চুটিয়ে আড্ডা দিতেন। কিন্তু হায়, একবার তিনি নিজেই সেই গালিবাজের তীব্র গালির শিকার হলেন। তার মতো কয়েকজনকেই আমি চোখের সামনে ঐ গালিবাজের কাছে চরম গালি খেয়ে বিপর্যস্ত ও বিধ্বস্ত হতে দেখেছি। পরে লোকদেখানো প্রতিবাদ করতেও দেখেছি, যার মূল্য আমার কাছে দু-পয়সার চাইতেও অনেক কম।

প্রত্যেক আহ্লাদচাঁদকে একদিন গালিবাজের গালির স্বাদ খেতে হবে। এটা প্রকৃতির নিয়ম, আমার নিয়ন্ত্রণের বাইরে।


এবার এ বক্তব্যের সাথে মূল পোস্টের সিকোয়েলগুলো রিলেট করে দেখতে পারেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.