নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

এক যে এক পাখিরাজ্য ছিল

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৫৮

এক যে এক পাখিরাজ্য ছিল, কোনো এক সত্যযুগে -
খুব দয়াবান আর প্রজাবৎসল ছিল পাখিরাজ্যের রাজা
আর তার সমগ্র পারিষদ।
তাদের মনে একবিন্দু নিষ্ঠুরতা ছিল না,
এতটুকু প্রতিহিংসা বা জিঘাংসা ছিল না,
একফোঁটা নৈরাজ্য ছিল না পাখিরাজ্যের কোথাও,
তারা খুব ন্যায়পরায়ণ শাসক ছিল।
প্রজাপাখিদের সুখের জন্য চিন্তার অন্ত ছিল না,
চেষ্টার ছিল না কোনো ত্রুটি;
নিজেরা না খেয়ে, সব তারা বিলিয়ে দিত প্রজাদের।
তাদের বাণী আর বচন ছিল গানের চেয়েও অতিশয় মধুর,
যা শুনে প্রাণ জুড়িয়ে যেত; প্রজাকূল সুখমগ্ন হতো।

প্রজাদের কখনো কামড়ায় নি, ঠোকরায়ে শরীর ঘা করে
মেরে ফেলে নি রাজা বা তার কোনো পারিষদ,
গাছের বুকে গোপন গর্ত খুঁড়ে
কোনো পাখিকে লুকিয়ে ফেলে নি চিরদিনের জন্য,
এমনকি কাউকে ঝাঁটিয়ে পরদেশেও পাঠায় নি,
তাই, প্রজাদের কোনো ভয় বা আতঙ্কের চিহ্নমাত্র ছিল না;
তারা পরম সুখে বারোমাস নিঃশঙ্ক বিলাসী জীবন কাটাতো।

গুণমুগ্ধ সুখী প্রজারা প্রাণের চাইতেও
বেশি ভালোবাসতো রাজ-রাজড়াদের।
কোনো পাখিরাজা বা জনৈক পারিষদ দৈবাৎ অসুস্থ হলে,
কিংবা মারা গেলে কখনোই কোনো প্রজাপাখি
কাউকে নিয়ে হাসিঠাট্টা করে নি,
কোনো ধরনের আনন্দ-উল্লাসও করে নি,
বরঞ্চ সারা রাজ্য শোকে মোহ্যমান হতো।
দুঃখাকুল আপামর পাখিরা দলবেঁধে গলাগলি ধরে
অনেক অনেকদিন কাঁদতো।
কাঁদতে কাঁদতে চোখ ক্ষয় করে ফেলতো।
আহা, আকাশ-বাতাস-মেঘ গলে গলে পড়তো তাদের কান্নায়,
কান্নার আবহে মৃতদের আত্মা আনন্দ ও তৃপ্তিতে বিভোর হতো।

সেই যে এক স্বপ্নরাজ্য ছিল, রূপকথার সত্যযুগে,
যার জন্য পাখিরা এখনো ব্যাকুল হয়ে কাঁদে।

১৩ জুন ২০২০

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:৫২

নূর আলম হিরণ বলেছেন: এটা কি কবিতা, নাকি গল্প?

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হিরণ ভাই, কবিতা, নাকি গল্প, সেই ক্লাসিফিকেশন করে কী লাভ? আপনি এটাকে যা মনে করবেন, এটা তাই :)

পোস্টটি দেখার জন্য অনেক ধন্যবাদ।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:২৭

জুল ভার্ন বলেছেন: ভিন্ন রকম লেখায় মুগ্ধতা ছড়িয়ে দিয়েছেন।

ধন্যবাদ ছাই ভাই :(

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভিন্ন রকম লেখায় মুগ্ধতা ছড়িয়ে দিয়েছি জানতে পেরে আমি আনন্দিত প্রিয় জুল ভার্ন ভাই। কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: রূপকথা কবিতা!!

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ জলদস্যু ভাই। শুভেচ্ছা নিয়েন।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব নুর ভাই। শুভেচ্ছা নিয়েন।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫৩

ইন্দ্রনীলা বলেছেন: পাখিদের সেই স্বপ্নরাজ্যে মানুষেরা পাখি ছিলো।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পাখিদের সেই স্বপ্নরাজ্যে মানুষেরা পাখি ছিলো। আপনার এ কথায় আমি মুগ্ধ ও বিস্মিত হয়েছি।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৬

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: এমন পাখিরাজ্যের ক্ষেত্রে শুধু ছিলো শব্দটাই ব্যবহারের যোগ্য। আছে বা হবে কখনো শুনিনি। সুন্দর কবিতা।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এমন পাখিরাজ্যের মতো যদি একটা মনুষ্যরাজ্য হতো, কতই না ভালো হতো।

কমেন্টের জন্য ধন্যবাদ তমাল ভাই।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:২০

শায়মা বলেছেন: ভাইয়া
তোমার কবিতা কেমন হয়েছে এই কথা বলার কোনো অপেক্ষাই রাখে না।
আমি কিছু কিছু ব্যপারে অন্ধ। কিছু কিছু ভালোবাসাও আমার অন্ধ।
আর তোমার ব্যপারে আমি শুধু অন্ধই না কৃতজ্ঞও বটে।
তুমি আর কিছু মানুষেরা না থাকলে আমি আজকে যা লিখছি তা আমার শেখাই হত না।
এই কথা বলতে কোনোই লজ্জা নেই আমার।

আর আমার ক্ষেত্রেও একই । কিছু মানুষের অন্ধ ভালোবাসায় অন্ধ আমি।

এই কবিতার পাখিগুলো যে মানুষেরই কথা তা বলে দিতে হয় না।
মুক্ত বিহঙ্গের মত বাঁচতে শেখা মানুষেরা সেই স্বপ্ন ও রুপকথা অতীতের রাজ্যের জন্য কাঁদে।
অনেকটা আগে কি সুন্দর দিন কাটাইতাম গানের মত।
কিন্তু অতীত যতই সুন্দর হোক স্বপ্ন তার থেকেও সুন্দর।
কারণ স্বপ্নের কোনো অস্তিত্ব আসলে জীবন ও জগতে থাকে না।
তাই স্বপ্ন স্বপ্নই থাকে।
বাস্তব এবং বাস্তবের রুঢ় পরিবর্তনও তাই কষ্টের ।
আমাদের পাখি মন তাই কাঁদে।

তাই তো আমরা গাই-
মানুষ আমি তবু কেনো পাখির মত মন ....

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই কবিতার পাখিগুলো যে মানুষেরই কথা তা বলে দিতে হয় না। ইন্দ্রনীলার মতোই, আপনার কথাটায়ও আমি চমৎকৃত হয়েছি।

রূপকথার পাখিরাজ্যের মতো একটা মনুষ্যরাজ্য যদি হতো, তাহলে কতই না শান্তিময় হতো এই পৃথিবী।

প্রশংসার কথাগুলো ভালো লাগে, বাট, আর বলার দরকার নেই, অনেক বলেছেন। আপনি নিজেই প্রতিভাময়ী। নিজের যোগ্যতায়ই অফলাইন ও অনলাইন উভয় জগতেই প্রিয়দের প্রিয় তালিকায় উঠে এসেছেন। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা থাকলো।

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০১

মহাজাগতিক চিন্তা বলেছেন: গল্পের কাব্যিক রূপায়ন
ছন্দের স্রোতে ভেসে ভেসেচলে
কাহিনীর অনিন্দ সুন্দর ফুলগুলো
মুগ্ধতায় দেখি আনমনে
কল্পনার কোন নদীতীরে বসে
মৃদুমন্দ বায়ুর দোলায় কবিতার ছন্দ
মনে হয় যেন কিশোরীর এলো চুল
অবিরাম দুলে চলে তখন
শান্তির আবেশে অতুল্য অনুভূতি জাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.