নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

জটিল ভাইয়ের জন্য এ সুরটি সৃষ্টি করা হয়েছে

০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:২৩

জটিল ভাই সম্প্রতি তার এই পোস্টেবলেছেন, তিনি একটা গান লিখতে চান, যদি আমি গাইতে রাজি হই :) আমি যে গায়ক না সেটা আমার গৃহবান্ধবী জানেন :) দিনরাত এত চেঁচামেচি করি (ধরুন গলা সাধি), বিরক্তির আর শেষ নাই, পারেন তো ঘরে তালা দিয়া আমারে আটকাইয়া রাখেন :) গলা ভালো হইলে অবশ্য এত ভয় পাইতেন না তিনি :)

আমি আসলে শিল্পী না, আমি কবি, আমি গীতিকার, সুরকার, আর সর্বোপরি আমি প্রেমিক :) জটিল ভাইয়ের জন্য এই সুরের অফার। এই সুরে তিনি একটা গান লিখুন। সুর আর লিরিক ফাইনাল হয়ে গেলে এটা যে-কেউ গাইতে পারবেন।

এটা একটা দেশের গান হিসাবে লিরিক লিখতে হবে। তবে, শর্ত থাকে যে, লিরিক চূড়ান্ত হলে গানের কপিরাইট থাকবে আমার। অর্থাৎ, গানের মালিক আমি (তার মানে এই না যে, গীতিকার হিসাবে আমার নাম লেখা থাকবে, গীতিকার হিসাবে রিয়াদ ভাইয়ের নামই থাকবে :) )। আপাতত ছোটো বিষয় মনে হলেও জিনিসটা আগেই ক্লিয়ার করে নেয়া ভালো।

তো, জটিল ভাই, সুরের লিংক নীচে দিলাম। ক্রেডিট নিয়া নিই, এই সুরটা তৈরি করতে ৫ মিনিটের মতো সময় লেগেছে। কিছু কিছু সুর নিজের অজান্তেই কণ্ঠে বা শিসে বেজে ওঠে, হঠাৎ খেয়াল করি, আরে, এটা তো নতুন সুর :)

গানের কথা খুব সহজ ও সহজবোধ্য হতে হবে।

ছন্দ - আমার এই গানের ছন্দেএই গানটার লিরিকের ছন্দে লিখতে হবে।

জটিল ভাইয়ের জন্য সুর - ও আমার বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ



উৎসর্গ : যে মনে করে আমার গান তার উদ্দেশে লেখা

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৯

জটিল ভাই বলেছেন:
প্রিয় সোনা ভাই, আমার মতো অধমের জন্য এমন আয়োজনে সত্যি আমি হতবাক আর বাকরুদ্ধ। সেইসাথে ভয়ও পাচ্ছি। এমনভাবে ভালবাসা পেয়েছি যেনো তার মান লিখার মাধ্যমে রাখতে পারি সেই দোয়া চাই গুরু। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ্। তবে একটা কথা, কথায় যদি আধ্যাত্মিকতার ছোঁয়া থাকে সেইক্ষেত্রে কি কোনো বাঁধা আছে প্রিয় সোনা ভাই?

০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লিরিক আগে লিখুন। সুরের প্রয়োজনে অ্যাডজাস্ট করা যাবে। আধ্যাত্মিক গানের সুর অবশ্য একটু ভিন্ন ধাঁচের হবে দেশের গানের চাইতে।

শুভেচ্ছা রইল জটিল ভাই।

২| ০৮ ই জানুয়ারি, ২০২২ ভোর ৪:০৬

জটিল ভাই বলেছেন:
জটিলবাদ প্রিয় ভাই। পরসমাচার এই যে, আলহাম্দুলিল্লাহ্ লিরিক ড্রাফ্ট হয়ে গেছে। এবার আপনার পরামর্শের জন্য উপস্থাপন করতে সবিনয় নিবেদন জানাচ্ছি যেন আপনার সুমর্জি হয় :)

১২ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জটিল ভাই।

৩| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:১২

বিটপি বলেছেন: গানের ইতিহাসে সম্ভবত এই প্রথম লিরিকের আগেই টুইন রচিত হল - তাও আবার সম্পূর্ণ হালাল তরিকায় কোন বাদ্যযন্ত্রের সহায়তা ব্যতিরেকেই।

১২ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: না, এটা অনেক পুরোনো এবং গতানুগতিক স্টাইলই বটে :) এ আর রহমান অনেক সুরই তৈরি করে রেখে দেন। ওরে নীল দরিয়া গানের সুর তৈরি করা হয়েছিল ১৯৬৯ সালে, এটা সারেং বউ ছবিতে ১৯৭৩ সালে ব্যবহার করেন (সন একটু এদিক-সেদিক হতে পারে, তবে, সুর আগে তৈরি করা)।

আমার পরিচিত কারো খবর জানি, তারও আগেই সুর তৈরি হয়ে যায়।

আমার অল্প কয়েকটা গান ছাড়া বাকিগুলোতে আগে সুর তৈরি হয়েছে।

কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৪| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪৬

জটিল ভাই বলেছেন:
প্রিয় সোনা ভাই,
অনিবার্য কারণবশত এই পোস্টে স্বরলিপিটি প্রদানপূর্বক আপনার পরবর্তী নির্দেশের অপেক্ষায় রইলাম।
জটিলবাদ।

১২ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জটিল ভাই।

৫| ০৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি শিষ দিয়ে গান তাইতে পারেন, মানে সুর সাধক!

(কোনো এককালে আমি মিউজিক কম্পুজ করতাম।)

১২ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি ভাই, অবসর সময়ে শিস্‌ আমার ঠোঁটে অনর্গল বাজতে থাকে :)

আপনি আবার কম্পোজ করা শুরু করুন।

ধন্যবাদ কমেন্টের জন্য।

৬| ০৯ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:১০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুর পছন্দ হইছে, কথার অপেক্ষায় রইলাম।

১২ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো জেনে যে সুরটা আপনার পছন্দ হয়েছে। সুরটা ধরে রাখার জন্যই আমি গানটা গাইব, যদিও গান গাওয়ার মতো গলা আমার না।

ধন্যবাদ বোকা মানুষ ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.