নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
কথা ও সুর : খলিল মাহ্মুদ
গানের লিংক : এখানে ক্লিক করুন - সেই তুমি চলে গেছো
প্রতিটা সুর সৃষ্টির পরই একটা অদ্ভুত ভালোলাগায় আচ্ছন্ন হয়ে পড়ি। এবং কিছু কিছু সুর আবার একটানা অনেকদিন গুনগুন করি ও গেয়েও থাকি। এই গানটার ব্যাপারেও তাই ঘটেছিল। আমার বিবেচনায়, আমার সুর করা সেরা সুরগুলোর মধ্যে এটা একটা, লিরিকের ব্যাপারেও তাই বলতে পারি। এটার সুর সৃষ্টির পর, গান তৈরির পর একটানা ৪/৫ দিন এই গানটা যখন-তখন গেয়েছি, এবং একটা ঘটনাও ঘটে গেছে এ গানটার গাওয়ার মধ্য দিয়ে - আমি খেয়াল করে দেখি, সুরের বিষণ্ণতায় আমি নিজেই অনেক বেদনাকাতর ও বিমর্ষ হয়ে পড়ছি, আমার মন হয়ে উঠছে ভারী। আবার কিছু হাস্যকর ব্যাপারও ঘটেছে। গাইতে গাইতে এক পর্যায়ে এটা অ্যাবিউজিং-এর পর্যায়ে চলে গেলো, যখন দেখলাম বাসায় এক ভাতিজা (আমার শ্যালক শফিকের ছেলে হাবিব), যে-কিনা সব সময় আমার বিছানায় পাশে বসে টিভি দেখতে ও গল্প করতে ভালোবাসে, সেও এই গানটা শোনামাত্রই দৌড়ে পালাতে শুরু করলো এবং বলা শুরু করলো, ফুপা যদি আরেকবার এই গান গায়, আমি বাসা থেকে পালাইয়া যাব
যাই হোক, আমি গান গাওয়ার উদ্দেশ্য নিয়ে নয়, শুধু সুরটাকে ধরে রাখার জন্যই গেয়ে থাকি। তাই শিল্পীর কণ্ঠ হিসাবে না, কথা ও সুরটাকে মূল্যায়ন করার জন্য বিনীত অনুরোধ করছি। কোনো একদিন হয়ত প্রতিষ্ঠিত কোনো শিল্পীর কণ্ঠে গানগুলো রিলিজ করা হবে, সেই দিনের জন্য সামনে এগিয়ে যাচ্ছি।
এ গানটা আগেই ইউটিউবে শেয়ার করা হয়েছিল, কিন্তু ব্লগে যে শেয়ার করা হয় নি, তা লক্ষ করি নি। গতকাল আবার নতুন করে গেয়েছি। আমার কণ্ঠ শিল্পীর কণ্ঠ না হলেও, আমি নিজে গেয়েও যে খুব আনন্দ পাচ্ছি, সেটাও আমার জন্য কম কিছু নয়।
সবাই ভালো থাকুন। গানেই থাকুন।
গানের কথা
সেই তুমি চলে গেছ
আবার ফিরবে কিনা
সে কথা আমায় তুমি বলে যাও নি
বলে যাও নি তুমি
সে কথা আমায় তুমি বলে যাও নি
সেই পথ ধরে হাঁটি ফুলবীথিকায়
যেদিকে তাকাই হায় স্মৃতিরা আমাকে কাঁদায়
সারা রাত জেগে থাকি
রাতের আঁধার যেন
করুণ বিষের মতো আমার হৃদয় জুড়ে
সারা রাত বেদনা ছড়ায়
কোথাও রাখি নি লিখে ঠিকানা তোমার
তুমিও যাও নি ফেলে পথের চিহ্ন কোনো
আজো পথে চেয়ে আছি
ভোরের কুয়াশা কেটে
হয়ত হঠাৎ তুমি আবছা ছায়ার মতো
ধীর পায়ে আসছো হেঁটে
০৬ ডিসেম্বর ২০২১
এই গানের আরো কয়েকটি ভার্সন
সেই তুমি চলে গেছো - অডিও ভার্সন-২
সেই তুমি চলে গেছো - অডিও ভার্সন-১, ফটোমিক্স-২
সেই তুমি চলে গেছো - অডিও ভার্সন-১, ফটোমিক্স-১
২৭ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথম কমেন্টটির জন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন আপু।
২| ২৭ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:০৫
শায়মা বলেছেন: ভাইয়া
খুব ভালো হচ্ছে কিন্তু তোমার বোনের ছেলের গল্প শুনে তো আমি
২৭ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। আমার শ্যালকের ছেলে। পিচ্চি। কিছু পিচ্চি আছে, বান্দরের মতো, পারে তো আমার কাঁধে চড়ে, মাথায় চুল টেনেছিঁড়ে আমাকে চিলাবিলা করে ফেলে। কেউ কেউ তো আবার সামনে বসে ল্যাপটপ থাপড়ানো শুরু করে, থামাইতে গেলে বলে - তুমি হাত সরাও, তুমি পারবা না
তবে, বাচ্চাদের সাথে এরকম খেলাধুলা করে আমি খুব আনন্দ পাই। আমি যেমন ওদের পছন্দ করি, ওরাও খুব পছন্দ করে। ওরা বাসায় এলে সময়টা খুব নির্মল আনন্দেই কাটে।
'খুব ভালো হচ্ছে' জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ। ভালো থাকবেন।
৩| ২৮ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৪০
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার গলা কবিতা আবৃত্তি আর গানের উপযোগী। গিটারসহ গানটা শুনেছি। ভালো লেগেছে।
খালি গলায় গাওয়া গান আংশিক শুনেছি।
তালের ব্যাপারে সতর্ক হলে আর সুরের ওঠানামা বেশী হলে আরও ভালো হত। হাতে তাল দেয়ার চেষ্টা করলে তালের ব্যাপারে উন্নতি হবে। অথবা তবলা বা ড্রামসের সাথে গাইতে পারেন। তখন তালের সমস্যা ধরতে পারবেন।
গেছ উচ্চারণটা গেস হয়ে গেছে।
২৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এমন টেকনিক্যাল ও গঠনমূলক কমেন্ট করা কেবল তার পক্ষেই সম্ভব, যার এ ব্যাপারে অগাধ জ্ঞান আছে। আপনার কমেন্টে মুগ্ধ ও অভিভূত।
তালের ব্যাপারটা সম্পর্কে আমি অবহিত আছি। কিন্তু, আপনি নিশ্চয়ই জানেন, গান গাইতে হলে দম বা শ্বাস একটা বিরাট ফ্যাক্টর, যাতে আমার অনেক কমতি আছে। আমি গাওয়ার সময় ধীরে ধীরে গাই, বিটের সাথে তাল মিলিয়ে গাওয়া সম্ভব হয় না। রেকর্ড করার পর এডিট করার সময় শুধু কান দ্বারা গাইডেড হয়ে গ্যাপগুলোর মধ্যে সমতা আনার চেষ্টা করি।
কোনো মিউজিক, তবলা বা ড্রামসের ব্যবস্থা করাও অসম্ভব। এগুলোর জন্য যে প্রিপারেশন দরকার, বা যে সময়ের দরকার, তা আমার নাই। একেবারে র' অবস্থায় একা একা এ কাজ করি শুধু সুরগুলোকে ধরে রাখছি এখন। আগের সুর ও লিরিকগুলো রিফাইন করছি, এই আর কী।
কিছু কিছু উচ্চারণে এমনিতেই সমস্যা আছে। গাওয়ার সময় একই শব্দ বিভিন্নরকমভাবে উচ্চারিত হয়ে যায়। এডিট করার সময় ঠিক করার চেষ্টা করি, কিন্তু বেসিক্যালি যেটা ফল্টি উচ্চারণ, সেটা নিয়া আর মাথা ঘামাই না কারণ, বিখ্যাত শিল্পীদের মধ্যেও এই সমস্যা আছে, তবে, মিউজিকের কারণে সেগুলো প্রকট হয় না।
অনেক ধন্যবাদ পঁচাত্তর ভাই। শুভেচ্ছা।
৪| ৩০ শে জানুয়ারি, ২০২২ রাত ১:৩৩
জটিল ভাই বলেছেন:
সিন্দুক দেখি খুলে দিলেন
৩০ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি, প্রাণ ভরে দেখে নিন, সিন্দুকে কী আছে
©somewhere in net ltd.
১| ২৭ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লিখা