নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
প্রিন্সেস ডায়ানার চোখ
আজও আমি কবিতাকে খুঁজি -
সেই কবিতাকে
অতলান্ত বুক ভরে যে আমাকে
থরে থরে সুখ দেবে
যেমন ঘুমিয়ে আছি অদেখা অচেনা কোনো সারণির বাঁকে
অনাবিল অজস্র কাল ধরে।
সব শেষে পর্দা ছিঁড়ে অলীক অম্বরে
আপনায় ফিরে আসি
আমি সেই ভাগ্যবান, আমি তো দেখেছি এক
ভুবন-সম্মোহনী, নিরুপম হাসি
তুমি কি পেয়েছ কবিতাকে? মহৎ সুন্দর? খুঁজে দেখো
ভূ-মর্ত্য-অমর্ত্যলোক
সবচাইতে রোমান্টিক কবিতাটির নাম
প্রিন্সেস ডায়ানার চোখ।
১৪ সেপ্টেম্বর ২০২২
ভালো কবিরা চলে গেছেন
ভালোরা চলে গেছেন
এখন কোনো কবি নেই আমাদের তল্লাটে
পুরোনো কাসুন্দি বাঁটা এখনো মাখছেন যারা,
তারা আসলে ১২টা বাজাচ্ছেন কবিতার –
সামনে না টেনে গুণ টেনে যাচ্ছেন আঁধারে।
দেখেন নি গুচ্ছ গুচ্ছ পুচ্ছধর কবির সারণি?
প্রকাণ্ড শাখা-বৃক্ষ দেখলেই ভয়ে দেন দৌড়
ভূরি ভূরি কবিতা লিখছেন
যদিও একচুল এগোতে পারেন নি
যেখানে শুরু ছিল, ক্রমাগত যাচ্ছেন পেছনে
আর ঝাঁকে ঝাঁকে বায়সেরা তীব্র নিনাদে উন্মাতাল –
কোথাও খাই নি এমন সুমিষ্ট পুরীষ!
নীরব দর্শনে আমি শুধু অস্ফুটে বলি – ছিহ!
এ জগতে কবির কোনো বন্ধু হয় না
শিল্পীর কোনো সখ্য হয় না শিল্পীর সাথে
যেটুকু দেখেন, তা শুধু দেখার ভুল;
জ্বলে-পুড়ে ছারখার অসূয়াহৃদয়; আপনার
বিশুদ্ধ বাগানে পদচিহ্ন ছিল না তাদের, হবে না কখনো।
লালাফেলা, মৌ-লোভীরা সেকালে ছিলেন, এখনো
ভিড় করেন মধুবতী প্রমীলাকুঞ্জে, সতত কাল।
চারপাশ দলিয়ে-মাড়িয়ে, দাবিয়ে-পিষিয়ে
নিজেরা সুমহান প্রাজ্ঞ পুরুষ।
আমিও পড়েছি কবিতা অতি ঢের। প্রয়োজন নেই
অন্তর-প্রবেশের। একদানা অন্নের মতো
প্রথমা পঙ্ক্তিতেই সার, প্রথম পৃষ্ঠায়। অতঃপর,
সাগ্রহে খুঁড়ে যাই হেম-হীরাখনি, রত্ন-ভাণ্ডার।
আমি আজও হন্যে হয়ে কবিতাকে খুঁজি -
সেই কবিতাকে
যেখানে আমাকে পাব, আর পাব সদাশয়, সুনিপুণ,
সর্বাধুনিক ‘কবি’ আপনাকে।
১৫ সেপ্টেম্বর ২০২২
১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথম কমেন্টের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা আপু।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোনা বীজ ভাই,।সেই কবিতাতো মইরা গেছে অনেক দিন হলো;
যে গেছে তারে আর খুঁজে কী লাভ বলো ! কবিতারা এই নষ্ট
পৃথিবীতে থাকেনা বেশী দিন।
১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সেই কবিতাতো মইরা গেছে অনেক দিন হলো
কবিতা আসলে মরে না নূরু ভাই, তবে, আমাদের চোখে জ্যোরতি কমে যায়, ফলে আমরা কবিতাকে চিনতে পারি না।
কবিতা পাঠ ও কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো কবিরা চলে গেছেন
পছন্দ হয়েছে।
১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো কবিরা চলে গেছেন - আপনার পছন্দ হওয়ায় আমি খুশি। পড়ার জন্য ধন্যবাদ জলদস্যু ভাই।
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৭
মোহামমদ কামরুজজামান বলেছেন: যদিও আসিফ আকবর গেয়েছিল - " কবিতার গল্প তুমি "
এখন আর কবিতাদের নিয়ে গল্প লেখা হয়না আর অন্তর্জালের সহজলভ্যতা ও মোবাইল দৌরাত্মে কষ্ট করে মাথা খাটিয়ে এখন আর কেউ কবিতাও লিখতে চায়না। এখন সব ডাইরেকট একশন চলে।
আর তাই এখন কবি ও কবিতা দুটিরই বড় অভাব ।
১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মানুষের ব্যস্ততা বেড়ে গেছে, ডিজিটালাইজেশনের জন্য। আনন্দ বিনোদনে মানুষ খুব বেশি সময় দিতে পারে না, এবং এই অল্প সময়ে দ্রুত মাত্রার বিনোদনের নিজেদেরকে তৃপ্ত করতে চায়। কবিতা এমন কোনো বস্তু নয় যা থেকে দ্রুতমাত্রার আনন্দ লাভ করা যায়। তা ছাড়া, কবিতা সব শ্রেণির পাঠকের জন্যও নয়। কবিতার পাঠক শ্রেণি ভিন্ন, এবং অন্য সব পাঠকের চাইতে বিশেষ ও মার্জিত রুচিবোধ সম্পন্নই হয়ে থাকেন।
তবে, সবকিছুতেই যেমন খাদ থাকে, সাহিত্যের এই সেরা শাখাটিতেই খাদ থাকা সম্ভব। তাই নির্ভুল ও বিশুদ্ধ কবি ও কবিতাপাঠকের খুবই অভাব।
চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ কামরুজ্জামান ভাই। শুভেচ্ছা।
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩০
অপ্সরা বলেছেন: কবিতা পড়ার প্রহর আসবে কেমনে তাহলে ভাইয়া!
১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা পড়ার প্রহর তো মনে হয় হারিয়ে গেছে
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৫
অপ্সরা বলেছেন: হায় হায় তাহলে কেমনে হবে!!!!!!!!
১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কবিতা পড়ার প্রহর
এসেছিল কোনো এক চন্দ্রগলা রাতে
মৃদুল হাওয়াতে কুহকী আবেশ ছিল
আমার হৃদয় তখন দুলছিল তার হাতে
৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৯
অপ্সরা বলেছেন: আমার হৃদয় তোমার আপন হাতের দোলে......
দোলাও দোলাও দোলাও.......
তাই বুঝি লিখেছিলেন রবিঠাকুর তাইনা ভাইয়ু!!!!!!!!
১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রবিকাকা? ওটা তো আমার লেখা বলেই ঝানতাম
৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১০
অপ্সরা বলেছেন: ওহ তুমি তো রবিঠাকুরের প্রেতাত্মা!!! হা হা
মনে আছে শায়মান্দ্রনাথ হা হা হা হা ....
১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
হ্যাঁ হ্যাঁ, কখনো সে শায়মানন্দ্র নাথ, কখনো বা শায়লানন্দ দাশ , তিনি আমার প্রিয় কবি
৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩৪
আরইউ বলেছেন:
কবিতা, গল্প, গান সাধারণত এড়িয়ে চলি—কঠিন মনে হয়। তবে, ২য় কবিতাটি বেশ লাগলো।
১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তবে ২য় কবিতাটি পড়েছেন, এবং আপনার ভালো লেগেছে জেনে আমি খুব আনন্দিত। অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।
১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৯
শূন্য সারমর্ম বলেছেন:
কবি জাত বিলুপ্ত হয়ে যাবে ক্রমান্বয়ে।
১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
অন্তত আমি যদ্দিন বেঁচে আছি, তদ্দিন কবিজাতের রক্ষে
সাহত্যের শুরু কবিতা দিয়ে। একদিন কবিতার অবয়ব চেঞ্জ হয়ে গদ্যের মতো হয়ে যাবে, সেটা প্রায় নিশ্চিত।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০২
শেরজা তপন বলেছেন: অসাধারণ!
তবে এই অংশটুকু নিয়ে আমি একটু দ্বিধান্বিত;
এ জগতে কবির কোনো বন্ধু হয় না
শিল্পীর কোনো সখ্য হয় না
শিল্পীর সাথে যেটুকু দেখেন, তা শুধু দেখার ভুল;
জ্বলে-পুড়ে ছারখার অসূয়াহৃদয়; আপনার
বিশুদ্ধ বাগানে পদচিহ্ন ছিল না তাদের, হবে না কখনো। -কেন হয়না??
১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও, দারুণ একটা উদ্ধৃতি দিয়েছেন শেরজা তপন ভাই। আপনি সাহিত্যের এত গভীরে ঢোকেন, ঠিকই ধরে ফেলেন তার নির্যাস, তো আপনার সাহিত্য এত রিচ হবে না, কার হবে? উদ্ধৃত অংশের সারমর্ম যে আমার একেবারে মৌলিক ভাবনা, তা না। আলাউদ্দিন আল-আজাদের তেইশ নম্বর তৈলচিত্র-এর একটা উক্তি থেকে এটা সম্প্রসারণ করা হয়েছে।
সবাই খ্যাতি চায়। আমিও চাই, আপনিও চান। কিন্তু, একটা লিমিটের পর খ্যাতির বিড়ম্বনাও আছে অনেক। হুমায়ূন আহমেদ যদি 'নন্দিত নরকে' বা 'শঙ্খনীল কারাগার'- এরকম গোটা তিন-চারটা বই লিখে বসে থাকতেন, তাহলে তাকে 'সস্তা লেখক', বাজারী লেখক, চটুল ও হিংসুকদের এরকম কমেন্টে জর্জরিত হতে হতো না; তিনি ঐ কটা বইতেই সাহিত্যে পাকা জায়গা পেয়ে যেতেন। এখন একটা গোষ্ঠি তাকে সেখান থেকে উৎখাতের জন্য নানান অপপ্রচারে মত্ত।
একজন কবি বা লেখক অন্যের লেখার প্রশংসা করেন ঠিকই, সত্যটা হয়ত কিছুটা হলেও তাকে প্রকাশ করতে হয়, কিন্তু তার অন্তরে থাকে প্রচুর জ্বলুনি। সবাই একে অপরকে টেক্কা দিয়ে উপরে থাকতে চায়। এক লেখক আরেক লেখককে ভালো লেখক, বড়ো লেখক বলেন তখনই, যদ্দিন পর্যন্ত তিনি নিজেই জানেন যে তিনি অন্য লেখকের সম পর্যায়ে এখনো যান নি, বা কখনোই যেতে পারবেন না। কিন্তু, কোনো এক সময়ে তার মধ্যেও একটা চাপা অহঙ্কার দানা বাঁধতে থাকে - আমি কম কীসে? তখনই টাসেল শুরু হয়।
ফেইসবুক হওয়ার সুবাদে আজকাল এসব টাসেল, একে অন্যকে ডোবানো, আবার আরেক সিন্ডিকেটকে উপরে উঠানো তো খুব সহজ ব্যাপার হয়ে গেছে।
হিংসুক বা পরশ্রীকাতররা কোনোদিন আপনার প্রশংসা করবেন না; এমনকি আপনার পোস্টেও যাবেন না
শুভেচ্ছা নিন শেরজা তপন ভাই। পোস্ট পড়ার জন্য বিরাট ধন্যবাদ।
১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৩৫
অঙ্গনা বলেছেন: কবিতা ?
পড়ত শিখবো নে।
১৬ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ও ইয়া ইয়া ইয়া! এ হয় কবিতা। দিস ইজ মাই পোয়েম। পড়ে নিয়েন এক সময়, না পড়লেও হবে নে নে
শুভেচ্ছা।
১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৩:০২
কামাল৮০ বলেছেন: ভাষা আন্দোলনের পর এক ঝাঁক শিল্প সহিত্যিকের আবির্ভাব হয় আমাদের সাহিত্যের অঙ্গনে।স্বাধীনতার পর কোথায় যেনো একটা ভুল হয়ে যায়।সেই যে বন্ধ্যাত্ব শুরু হলো,তার থেকে আজও মুক্তি মিললো না।আরেকটা গন আন্দোলনই পারে এই সমস্যা থেকে মুক্তি দিতে।
১৬ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্বাধীনতার পর কোথায় যেনো একটা ভুল হয়ে যায়। বিশ্লেষণের জন্য যতটা স্টাডি ও অভিজ্ঞতার প্রয়োজন এ ব্যাপারে, আমার তা মোটেও নাই। তবে আপনার সেই জ্ঞান আছে বলেই মনে হচ্ছে। এরকম একটা আক্ষেপ আমাদের শিল্প-সাহিত্যাঙ্গনে আছে যে- স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশে সাহিত্য যেভাবে উৎসারিত ও উৎকর্ষ লাভ করার কথা ছিল, তা হয় নি। আমাদের মুক্তিযুদ্ধ যেভাবে আমাদের সাহিত্য ও ফিল্মে আসা উচিত ছিল, তাও আসে নি। হয়ত কোথাও কোনো ভুলের কারণেই এমনটা হয়েছিল।
তাৎপর্যপূর্ণ কমেন্টটির জন্য অনেক ধন্যবাদ কামাল ভাই। শুভেচ্ছা।
১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:২৫
জুল ভার্ন বলেছেন: চমৎকার লিখেছেন! +
১৬ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ জুল ভার্ন ভাই। শুভেচ্ছা।
১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫৬
Bondi বলেছেন: দ্বিতীয় টা ভালো ছিল।
১৬ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় Bondi। শুভেচ্ছা।
১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪৭
সোনালি কাবিন বলেছেন: দ্বিতীয়টি বেশ।
২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সোনালি কাবিন। শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে