নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

ছড়া

০৮ ই নভেম্বর, ২০২২ রাত ২:৩০

যেদিকে তাকাই শব্দরা ওড়ে
ছড়ার কণারা ঝাঁকে ঝাঁকে
পাহাড়ের খাঁজে আকাশে ভূ-তলে
মেঘ ও নদীর বাঁকে বাঁকে

আমাদের গাঁয়ে তোমার শহরে
বাগানে, বাড়ির ছাদটাতে
ছড়ারা বিষম কুসুম ফোটায়
চাঁদ ঝলমল রাতটাতে

ফসলের মাঠে ঢেউয়ের বাতাসে
পাখিদের গানে গাছে গাছে
লাঙল জোয়ালে কৃষকের মুখে
ছড়াদের ফুল ফুটে আছে

ছড়া হয় রোজ ছাত্র মজুর
ঘাতক যানের সংঘাতে
কাঁটাতারে কত ছড়া ঝুলে থাকে
মাখিয়ে লোহিত রঙ তাতে

ঘাটে বন্দরে রাস্তার ধারে
ইস্টিশানের বস্তিতে
কত না করুণ ছড়ার ধ্বনিরা
ঘুমায় কপট স্বস্তিতে

কঙ্কালসার মাঝির দু হাতে
ছড়া জেগে ওঠে কেঁপে কেঁপে
রিকশাঅলাও রোজ ছড়া বোনে
প্যাডেলেতে পা চেপে চেপে

আরো কত ছড়া ছোটাছুটি করে
লাখো শ্রমিকের ঘাম বেয়ে
বাবার ওষ্ঠে ছড়া হেসে ওঠে
মৃত কন্যার দাম পেয়ে

বিধবা মায়ের কাফনে ছড়ারা
গুমরে গুমরে শ্বাস ফেলে
জঠরে যাদের ধরেছিল, তারা
গিয়েছে মায়ের লাশ ফেলে

আমার ছড়ার মানে নেই কোনো
কেন মানে খোঁজো সবখানে?
তাদের জন্য আমি ছড়া লিখি
যারা খুঁজে নেবে এর মানে।

তারা খুঁজে নেবে ছত্রে ছত্রে
গাঁথা ইতিহাস-কথকতা
তারা বিপ্লবী, তারাই এ ধরায়
গড়বে মহান মানবতা।

১৪ সেপ্টেম্বর ২০১৮

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:১৯

শেরজা তপন বলেছেন: এটা তো গান হবে ভাই না কি?

০৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: না শেরজা তপন ভাই, এটা পিওর ছড়া হিসাবেই লেখা হয়েছে।

ধন্যবাদ পড়ার জন্য। শুভেচ্ছা।

২| ০৮ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
-জীবনমুখী ছড়া

০৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ ছড়াটায় কয়েকটা করুণ ও মর্মান্তিক ঘটনার কথা লুকানো আছে।

পড়ার জন্য অনেক ধন্যবাদ জলদস্যু ভাই। শুভেচ্ছা।

৩| ০৮ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:০৫

ইমরুল বিন রফিক বলেছেন: দারুণ লিখেছেন।

০৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ ইমরুল বিন রফিক। শুভেচ্ছা।

৪| ০৮ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:৩০

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার

০৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আলমগীর সরকার লিটন ভাই। শুভেচ্ছা।

৫| ০৮ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: সুন্দর ছড়া।

নুরু সাহেব ভালো ছড়া লিখতেন।

০৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'সুন্দর ছড়া'র জন্য অনেক ধন্যবাদ। আশা করি নুরু ভাই সুস্থ ও সবল আছেন। নুরু ভাই ও আপনার জন্য শুভেচ্ছা।

৬| ০৮ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এটা গান হলে ভালো হয় সুরটা যদি বহেমিয়ান হয় তো দারুণ হয়ে যাবে । সঙ্গে হারমোনিকা আর এক্যুস্টিকের ঝংকার আহা কী দারুণ হবে !!

১০ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গান করার ইচ্ছে মোটেও ছিল না। তবে আপনি যেহেতু বলছেন, ভবিষ্যতে অবসর পেলে এটাতে সুর বসানোর অ্যাটেম্পট নিব। মোডিফাই করতে হবে প্রচুর।

ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা।

৭| ০৯ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩৯

খায়রুল আহসান বলেছেন: চমৎকার ছড়া হয়েছে! বিশেষ করে শেষ দুটো স্তবকের জন্য আন্তরিক ধন্যবাদ, কারণ পুরো ছড়াটা চমৎকার হলেও, তার মধ্যে এই শেষের দুটো স্তবক মনে গভীর রেখাপাত করে গেছে।

ছড়াটা এক 'ফ্লো'তে লিখে গেছেন বলে মনে হচ্ছে। আনন্দে আনন্দে লেখা এ বিষাদ-গীতিতে প্লাস রেখে গেলাম। + +

১১ ই নভেম্বর, ২০২২ রাত ১২:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ ছড়াটায় অনেকগুলো সমসাময়িক করুণ ঘটনা লুকিয়ে আছে। কোনো এক কলেজের শিক্ষার্থী বাসের চাকায় মারা গিয়েছিল। কোর্টের আদেশে শিক্ষার্থীর বাবাকে ক্ষতিপূরণ দেয়া হয়েছে। কন্যা হারানোর এত শোকের মধ্যেও টাকাটা হাতে পেয়ে বাবার চোখে কেমন একটা শান্তির স্মিতহাসি ফুটে ওঠে।

মৃত মাকে কাফনে মুড়িয়ে রাস্তায় ফেলে গিয়েছিল তার সন্তানেরা।

কাঁটাতারে ফেলানির ঝুলন্ত লাশের কথা কি বাংলাদেশ কখনো ভুলতে পারবে? আজও কাঁটাতারে কত লাশ আটকে থাকে!

বাকি এলিমেন্টগুলো অবশ্য সরাসরিই বলা হয়েছে।

যখন কবিতা লিখি, একটানা কয়েকদিন কবিতাই চলতে থাকে। এ ছড়াটা লিখেছিলাম অমন একটা সময়ে, যখন একনাগাড়ে ছড়াই লিখছিলাম।

স্যার, আমি কবিতা, ছড়া, গল্প এক বসাতেও লিখে ফেলি। প্লট যেহেতু আগেই মাথায় চলে আসে, ওটা শেষ না করে আর উঠতে পারি না। গল্প বড়ো হলে অবশ্য এক বসায় লেখা যায় না। কাজের জন্য, ব্লগ বা গানের জন্য ব্যাঘাত ঘটে।

এ ছড়াটার বিশ্লেষণমূলক কমেন্টের জন্য অনেক ধন্যবাদ স্যার। শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.