নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

তোমাকে কোনোদিনই পাব না, জানি

২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:১২

আজীবন ভালোবেসে তোমাকে কোনোদিনই
পাব না জানি
তাই তো তোমার নামে কবিতা ও গান লিখে
তোমারই নেশায় আমি বেঁচে থাকি

কত পথ হেঁটে গেছি কত যে খুঁজেছি তোমায়
খুঁজেছি তোমার হৃদয়ের অলিগলি পথ
পুরোটা জীবন
তুমি তো তোমার পাষাণ হৃদয় থেকে সেই কবে
মুছে দিয়েছ আমার এ নামখানি

এইদিন চলে যাবে, একদিন বুঝবে ঠিকই
কেউ যদি তোমাকে সত্যিই ভালোবেসে থাকে
সে শুধু আমি
কীভাবে সেদিন শোধ দেবে বলো আমি যে তোমায়
ভালোবেসে হয়েছি বিলীন

আজীবন ভালোবেসে তোমাকে কোনোদিনই
পাব না জানি
তাই তো তোমার নামে কবিতা ও গান লিখে
তোমারই নেশায় আমি বেঁচে থাকি

২৩ ডিসেম্বর ২০২২

কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব

গানের লিংক : আজীবন ভালোবেসে তোমাকে কোনোদিনই পাব না, জানি

অথবা, নীচের লিংকে ক্লিক করুন।





প্রতিটি গান তৈরির পরই একটা অনুভূতি কাজ করে। কোনো কোনো গানের শেষে মনে হয়, এটাই আমার সেরা সুর, তৃপ্তিটা এরকম থাকে। এবং এতদিনে নিজেকে বুঝে গেছি, যেদিন অনুভূতিটা এরকম হয়, বুঝে ফেলি, এ সুরটা দারুণ হয়েছে।

আমার সুর সৃষ্টির কৌশলের ব্যাপারে আগেও একটু-আধটু বলেছি। সুরগুলো খুব ইন্সট্যান্টলি আসে, মনে হয় হা বা হো করলেই সুর তৈরি হয়ে যাচ্ছে। এ সুর সৃষ্টির সময়ই তাৎক্ষণিকভাবে যে কথাগুলো মুখে চলে আসে, বেশিরভাগ সময় ওটাই আমার গানের মুখরা হয়ে থাকে। সুরের সাথে সাথে আবোল তাবোল কথা যাই বলি না কেন, এ কথাগুলোই পরবর্তিতে রিফাইন করি।

পুরোনো একটা সুরের লিরিক লিখতে যেয়েই দেখি, তার নীচে লেখা আছে :

এইদিন চলে যাবে, একদিন বুঝবে ঠিকই
কেউ যদি তোমাকে সত্যিই ভালোবেসে থাকে
সে শুধু আমি


কয়েকদিন আগে এ লাইনগুলো মনে আসায় লিরিকের রাফখাতায় এটা লিখে রেখেছিলাম। এবং এ কথাগুলোতে সুর দিতে যেয়েই যে সুরটা পেয়ে গেলাম, ওটাই অন্তরার সুর। শুরুতে যে সুরটা পেয়ে গেলাম, ওটাই রয়ে গেছে। এবং অন্তরার ফিনিশিং থেকেই মুখরা তৈরি হয়ে গেল।

এ গানের সুরটা তৈরি হওয়ার পর আমার এমন অনুভূতি হলো - এটাই আমার সেরা সুর।

গানের শিল্পী না, অর্থাৎ, আমি কখনো কণ্ঠশিল্পী নই, শুধু সুরটাকে ধরে রাখার জন্য নিজের কণ্ঠে গাইছি। সুরটা কেমন হলো, লিরিকটা কেমন, কেউ জানালে, কোনো পরামর্শ থাকলে, তা বললে ভালো লাগবে।



উৎসর্গ :

কাকে তুমি কবি বলো, কাকে গদ্যকার
তা দিয়ে বিচার হয় তোমার মেধার

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: এটা ভেবে আমি খুব কষ্ট পাই যে, মানুষ কেন সময় থাকতে ভালোবাসার মানুষের মূল্য দেয় না। একটা সময় পরে কিন্তু ঠিকই আফসোস করে।

২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কারণ, সময়মতো তারা ভালোবাসার মূল্য বোঝে না।

সুন্দর কমেন্ট ও প্রথম লাইক-এর জন্য ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা।

২| ২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:১৪

গেঁয়ো ভূত বলেছেন: আসলে এমন কিছু মানুষ থাকে তারা আসলে জানেও না তারা কি চায়। এটাই হলো সমস্যা।

২৫ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

হ্যাঁ, এমন মানুষ তো প্রচুর আছে পৃথিবীতে। সব কিছুতেই আপত্তি, কোনোকিছুতেই শান্তি বা স্বস্তি নাই।

কমেন্টের জন্য ধন্যবাদ মল্লিক ভাই।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:০৭

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই,





এই গানটির কথা ও সুর ভালো লেগেছে। কারন সুরে শব্দগুলো থেমে থেমে উচ্চারিত হয়নি যা আপনার প্রায় গানেই থাকে, একটি শব্দের সুর পরের শব্দটিকে একই সাথে গেঁথেছে।
ঠিক বোঝাতে পারলুম কিনা জানিনে। তবে আমার কাছে, সুরের চলতি ধারার সাথে সব শব্দই একত্রে বাঁধা থাকলে শুনতে ভালো লাগে। তবে র‍্যাপ বা বিদেশি গান যাদের ভালো লাগে তাদের কথা আলাদা।

২৫ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার পয়েন্টটা বুঝতে না পারলেও এটা যে ভালো হয়েছে, সেটা বুঝতে সমস্যা হয় নি। আপনার ভালো লাগা মানে জিনিসটা একটা মান অর্জন করেছে, আমি সে হিসাবেই নিচ্ছি।

অনেক ধন্যবাদ প্রিয় আহমেদ জী এস ভাই। শুভেচ্ছা।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার অনেক গানের সুর একই টোনের মনে হয় আমার সাদা কানে। তবে এই গানের সুরটি বেশ আলাদা লাগলো।
তাই তো তোমার নামে কবিতা ও গান লিখে তোমারই নেশায় আমি বেঁচে থাকি
এই কথাটা খুব লিখেছেন।

২৫ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই গানের সুরটি আলাদা লাগায় আনন্দিত। উদ্ধৃতিটার জন্য আপ্লুত হচ্ছি। অনেক ধন্যবাদ জলদস্যু ভাই। শুভেচ্ছা।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৯

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময়।

২৫ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় সোনাবীজ ভাই,
আপনি ব্লগে একটা ইউনিক পরিচয় তুলে ধরেছেন। সাধুবাদ ও অভিনন্দন আপনাকে।

২২ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পদাতিক চৌধুরী ভাই, দুঃখিত যে, ঠিক এক বছর এক মাস পর আপনার কমেন্টের জবাব দিচ্ছি। আপনার কমেন্ট আগে চোখে পড়েছিল কিনা এ মুহূর্তে মনে পড়ছে না, চোখে পড়ে থাকলেও হয়ত ব্যস্ততার জন্য তখন রিপ্লাই দেয়া হয় নি। এমন অনেক বার ঘটে গেছে ব্লগ লাইফে। দুঃখ আর দুঃখ আমার :(

যাই হোক, ব্লগে যে আমার একটা ইউনিক পরিচয় তুলে ধরেছি, সেটা জানতে পেরে আপ্লুত বোধ করছি কিন্তু :) শুভেচ্ছা রাখবেন আমার জন্য, শুভেচ্ছা থাকলো আপনার জন্যও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.