নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

তুমি চলে যেতে যেতে

১৬ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪

তুমি চলে যেতে যেতে হাত নেড়ে নেড়ে ইশারায় বলছিলে
আমি অযথাই মুগ্ধ দু চোখে তোমাকেই দেখছিলাম
তুমি চলে যাবে তবে কেন অকারণে মিছেমিছি এসেছিলে

আজও এই হাতে মেহেদির রং উজ্জ্বল ফুটে আছে
সেই সুখস্মৃতি বেদনা জাগায় ঘুমহীন চাঁদরাতে
তুমি চলে গেছ সেই পুরোনো দিনের পুরোনো সে চেনা পথে
সে আলোয় থেকে ফিরবে না জানি, ফিরবে না কোনোদিনই
তুমি চলে যাবে তবে কেন অকারণে মিছেমিছি এসেছিলে

আজও নিজ্‌ঝুম বৃষ্টির রাতে কবিতার ফুল ফোটে
নিভৃতে আজও তোমাকেই আঁকি প্রিয় প্রচ্ছদপটে
তুমি ঘুম ভেঙে গেলে ভোরের আলোতে মিশে যাও হেসে হেসে
পথে যেতে যেতে রেখে যাও তুমি কাঁকনের রিনিঝিনি
তুমি চলে যাবে তবে কেন অকারণে মিছেমিছি এসেছিলে

১২ ডিসেম্বর ২০১৪ / ১১ মার্চ ২০২২ (দ্বিতীয় অন্তরা)

কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব

গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - তুমি চলে যেতে যেতে

অথবা নীচের লিংকে ক্লিক করুন।


মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠে এবং গান শুনে মুগ্ধ! + +

১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ স্যার। শুভেচ্ছা নিবেন।

২| ১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:১০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: গানটার বেজ অর্গান ইফেক্টটা বেশ ভালো লেগেছে । তবে বাজনার টেম্পোটার সাথে গানের টেম্পো মিলছে না , একটু যদি ধীরে গাওয়া হত তবে একেবারে অনন্য হত । সমস্যাটার কারণ হলো মনে হয় আপনার আগেই ভয়েস রেকর্ডের জন্য !!

তবে ভালো হয়েছে বেশ । " আমি অযথাই মুগ্ধ দুচোখে তোমাকেই দেখছিলাম ! " এই অংশে আপনার সুরটা বেশ ভালো লাগছিল !!

১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গান আর বাজনার বিটে কিছুটা তারতম্য আছে। আপনি একেবারে সমস্যার মূলে হাত দিয়েছেন। আমি সবসময়ই আগে ভয়েস রেকর্ড করি। তারপর এর বিট বের করি। এ বিটের সাথে মিউজিকের বিট ম্যাচ করি। ম্যাচ করার সময় অনেক বেগ পেতে হয়। যেহেতু আলাদা ভাবে ভয়েস রেকর্ড ও বিট অ্যাডজাস্ট করা হয়, এজন্য শতভাগ সিংক্রোনাইজ করা প্রায় অসম্ভব। মিউজিক আগে কম্পোজ করে তার সাথে গাওয়া আমার দ্বারা সম্ভব হবে না :)

যাই হোক, আপনার টেকনিক্যাল কমেন্ট আমার ভালো লাগে।

গানের ভালো অংশের প্রশংসা আমার জন্য অনুপ্রেরণা।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা।

৩| ১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:২৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: মিউজিক আগে কম্পোজ করে তার সাথে গাওয়া আমার দ্বারা সম্ভব হবে না :)


কে বলেছে হবে না হবে । আপনি আগে গান গেয়ে সেই অনুযায়ী মিউজিক তৈরী করে সেই মিউজিকের সাথে আবার মিলিয়ে গাইলেই হলো !!

আপনাকেও ধন্যবাদ সুরকে এভাবে ভালোবাসবার জন্য !!! সুরের প্রতি ভালোবাসা এক অনন্য বিষয় !

১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আপনি আগে গান গেয়ে সেই অনুযায়ী মিউজিক তৈরী করে সেই মিউজিকের সাথে আবার মিলিয়ে গাইলেই হলো !!

:)

কয়েকবার চেষ্টা করেছি। মিলাইতে পারি না :(

কিছু কিছু প্রচলিত গান অবশ্য কারাওকের সাথে পরীক্ষামূলক ভাবে করেছি। সাউন্ড ভালো হয় না। কিন্তু আমার রেকর্ডিং অ্যারেঞ্জমেন্ট দরিদ্রসীমার নীচে অবস্থান করায় এবং আমার বেসিক কিছু হ্যাবিট আছে যা পালটিয়ে প্রপার রেকর্ডিং করা সম্ভব না। ছেলেদের কাছে অবশ্য ভালো সিস্টেম আছে। কিন্তু অত হাঙ্গামা করার সময় নাই :)

যাই হোক, আপনিও গান পাগল এবং সাহিত্যপিপাসু মানুষ। আপনার কমেন্ট ভালো লাগছে।

আবারও শুভেচ্ছা।

৪| ১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৪৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আসলে একটা গান ভালোভাবে রেকর্ডিং করতে যে কত কষ্ট তা যদি শ্রোতারা জানত কোন সমালোচনা করত না তারা । সময়ের যে পরিমাণ ব্যয় হয় আর সময়ের সাথে গলার ও মেজাজের যে অবস্থা হয় তা বলার মত না । তবে যাইহোক , আমি হার মানছি না , আমার বিশ্বাস আপনাকে দিয়ে হবেই হবে !

তবে যতটুকু লেগে আছেন তাও কম না !!

১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

সুন্দর একটা কথা বলছেন। আমার বন্ধুদের সাথে এ কথাটা অনেকই শেয়ার করেছি - একটা গান ফাইনাল প্রডাক্ট হিসাবে তৈরি করতে জান তেজপাতা হয়ে যায়, যদিও শ্রোতারা তার কিছুই জানতে পারেন না।

যাই হোক, স্টুডিয়ো রেকর্ডিঙের জন্য ট্রাই করেছিলাম, নিজের কণ্ঠে না, কোনো প্রতিষ্ঠিত শিল্পীকে দিয়ে। কিন্তু বিনা পয়সায় ভালো শিল্পী আমি কই পাব?

আর টাকা দিয়ে শিল্পো জোগাড় করা সম্ভব না :(

৫| ১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: যাই হোক, স্টুডিয়ো রেকর্ডিঙের জন্য ট্রাই করেছিলাম, নিজের কণ্ঠে না, কোনো প্রতিষ্ঠিত শিল্পীকে দিয়ে। কিন্তু বিনা পয়সায় ভালো শিল্পী আমি কই পাব?

বিনে পয়সায় তো দূরে থাক পয়সা দিলেও পাবেন না । দেখবেন যত যাই করেন আপনার তৈরী করা সুরের বারোটা বাজাবে , ঐটার কষ্ট নারকীয় ।

আর টাকা দিয়ে শিল্পো জোগাড় করা সম্ভব না :(

সে আর বলতে , আমার এটা মানতে কষ্ট হয় আজকাল শিল্পের সাথে অর্থ সরাসরি জড়িত । এই যেমন ধরুন প্রতিদিন আমার কত সুর মাথায় আসে কিন্তু রেকডিং করতে পারি বর্তমান অবস্থার কারণে । মাঝে মাঝে ভাবি কাগুজে কিছু বিনিময় মাধ্যমের জন্য সুর গুলো এভাবে হারিয়ে যাচ্ছে , এগুলোর কী আবার জন্ম হবে ?

১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মাঝে মাঝে ভাবি কাগুজে কিছু বিনিময় মাধ্যমের জন্য সুর গুলো এভাবে হারিয়ে যাচ্ছে , এগুলোর কী আবার জন্ম হবে ?

মূল পয়েন্ট এটা এবং আমার মূল টার্গেট হলো সুরগুলোকে কোনোমতে ধরে রাখা। চিন্তা করুন, আজকাল টেকনোলজি কত সহজ করে দিয়েছে কাজ। সুরটা চলে আসামাত্র মোবাইলে রেকর্ড করতে পারছি। চিন্তা করুন রবীন্দ্র-নজরুলের কথা, ফর দ্যট ম্যাটার, লালন, আবদুল করিমসহ পুরোনো ট্যালেন্টগণ- তারা একটা সুরকে ধরে রাখাসহ রিফাইন করার জন্য কত না কষ্ট করতেন।

সুর সবসময় আসবে না। তাই এখন সুর আসামাত্র ওটাকে এনি হাউ আমি রেকর্ড করে রাখছি। সুর প্রিজার্ভ করার সিস্টেমও তো আজকাল খুবই সহজ। এ যাবত, যত ফেলনা বা ক্যাজুয়াল সুরই আমি করেছি না কেন, সবকটাই রেখে দিয়েছি পিসিতে। কোনো একদিন সেগুলোও ম্যাচিউর করা হবে।

অন্য শিল্পীরা গাইলে সুর হয়ত কিছুটা চেঞ্জ হবে, যা কোনো শিল্পীর ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু আমি শঙ্কিত থাকে, তার গাওয়া যদি আমার মনমতো না হয়, তখন তো বিব্রত হতে হবে :)

গানগুলো ইউটিউবে থাকবে। কারো কারো কাছে হয়ত কিছু গান ভালো লেগেও যেতে পারে। সেটাই আমার প্রাপ্তি হবে।

৬| ১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:২৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সেটাই কেউ হয়তো আরও ২০ বছর পর আপনার গান শুনে আপনাকে স্মরণ করবে এওবা কম কী !!

আপনার এই সুর সংরক্ষণ যাত্রা সফল হোক !

১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার চমৎকার কমেন্টগুলোর জন্য অনেক ধন্যবাদ। আপনার নামের অর্থ ধ্বংসের আওয়াজ, আমার মনে আছে, আপনি বলেছিলেন :)

৭| ১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই। শুভেচ্ছা।

৮| ১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:৫৬

চারাগাছ বলেছেন:
উপভোগ্য। বেশ উপভোগ্য।

১৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ চারাগাছ।

৯| ২০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১:৫৪

সেলিনা শিরীন শিকদার বলেছেন: বাহ!

০৫ ই আগস্ট, ২০২৩ রাত ১২:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি কি এখন চাঁদে বাস করেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.