নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
শিমুলের মতো সুন্দরী মেয়ে আজও দেখি না; সারাদিন কেটে গেছে ওর উড়ন্ত ওড়নার রংধনু দেখে, আমার দিকে ফিরেও চায় নি – কেটে গেছে দিনের পর দিন এভাবেই; বহু বহুদিন।
ওর বিয়ে হয়ে গেল। যুবকেরা দলে দলে সন্ন্যাসে গেল। গেলাম আমিও। চৈত্রনিদাঘে, জলসঙ্গমে খুন হয়েছি শিমুলের কথা ভেবে। শিমুল পলকে সব দিয়ে দিল ওর বরকে– কোথাকার কোন পামর পুরুষ, উড়ে এসে জুড়ে গেল আজীবন দখলে। আকৈশোর বিন্দু বিন্দু যত্নে ওর বাড়ন্ত কুসুমে জমতে দিয়েছি মধু, একদিন আমাদের সম্পদ হবে এ ভেবে – মোক্ষম গ্রাস কেড়ে নিল উপনিবেশী বর! আমার কথা একবারও ভাবে নি শিমুল; নয় কাউকে কখনো।
সায়ন্তনি; কনকচাঁপা; রঞ্জনা; ওরা খুব সুখে আছে ‘পরপুরুষের’ ঘরে। ওদের অঢেল আহ্লাদ আর স্বামীদের সাথে অবাধ উৎফুল্ল ঢলাঢলি দেখি, আর করাতের মতো কে যেন চিরায় আমাদের পাঁজরের হাড়। মেয়েরা পাষণ্ডিনী; ওরা কেবল বরকেই বোঝে, আর তীর্থের প্রেমিকদের বিমর্ষ বিলাপে ওদের ব্যাপক বিনোদন হয়।
‘কষ্ট নিস না দোস্।’ জুঁইকে আজ কবিতা শোনালে ও শুধু এটুকু সান্ত্বনাবাক্য আওড়ালো। আর বললো, ‘যাকে নিয়ে এসব মহৎ কবিতা লিখেছিস, সে খুব ভাগ্যবতী রে!’ আমার খুব সাধ হয়েছিল জুঁই বলবে, ‘তুই কি জানিস, আমিও কতরাত নির্ঘুম কাটিয়েছি তোর কথা ভেবে? তোর কথা মনে পড়তেই বুক থেকে ঠেলে নামিয়ে দিয়েছি বরকে!’ জুঁই বললো না। মেয়েরা পাষণ্ডিনী; ওরা কেবল বরকেই বোঝে।
সংবিধান সংশোধনের একচ্ছত্র ক্ষমতা যদি আমার হাতে থাকতো, মাইরি বলছি, স্বামীদের সাথে মেয়েদের এহেন রংতামাশা, ঢলাঢলি আইন করে ঘোষণা করতাম সংবিধানবিরোধী, অবৈধ। এসব মূলত ক্লাসমেট আর বিয়েপূর্ব-প্রেমিকগণের ফুর্তির বেসাতি, যাদের বিরান জীবনে অদ্যাবধি বউ জোটে নি... একদা একখানা অর্বাচীন বউ জুটে গেলেও বউমণিরা ‘ঘড়ায়-তোলা’ নিত্যব্যবহার্য জল, বান্ধবীরা সুগভীর সন্তরণদিঘি।
***
‘কেতকীর সঙ্গে আমার সম্বন্ধ ভালোবাসারই, কিন্তু সে যেন ঘড়ায়-তোলা জল–প্রতিদিন তুলব, প্রতিদিন ব্যবহার করব। আর লাবণ্যর সঙ্গে আমার যে ভালোবাসা সে রইল দিঘি, সে ঘরে আনবার নয়, আমার মন তাতে সাঁতার দেবে।’
শেষের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর
১৫ ফেব্রুয়ারি ২০১০ সকাল ৭:৫৭
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওরা এমুন কেনু?
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৩
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ওরা যদি বরকেই মনে জায়গা দেয় তো এত এত পরকিয়া হয় কী করে ? জিন ভুতের সাথে ?
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওরা প্রাক্তন ক্লাসমেটদের ভুলে যায়
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৩৩
কামাল১৮ বলেছেন: @নিনি,পরকিয়া কি মেয়েদের সাথে মেয়েদের হয়,না কি সেখানে একজন পুরুষও থাকে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৪২
কামাল১৮ বলেছেন: জীবনে প্রেম করার সুযোগ পাই নি।সাহস করে দুই একজনকে বলেছিলাম,তাদের বক্তব্য ছিলো,আপনাকে স্রদ্ধা করি তাই প্রেম করতে পারবো না।প্রেম আর করা হলো না।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বলেন কী কামাল ভাই? ভাবীর সাথে কি তাহলে প্রেম হচ্ছে না এখন?
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৪৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: @কামাল১৮ , হতে পারে । তবে নিশ্চয়ই অন্তত আমার দেশে নারী পরকিয়ার সবটুকুই সমকামী কেন্দ্রিক নয় তাই না ?
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৫১
কামাল১৮ বলেছেন: আনেক দিন ভাবতাম শেষ কবিতা বোধ হয় কোন কবিতা।’পান্থ জনের সখা ‘ পড়তে যেয়ে দেখি এটি একটি উপন্যাস।কবে কবিতার মতো উপন্যাস।এই উপন্যাসটা পড়েই রবি ঠাকুরের অন্য উপন্যাস গুলো পড়ার আগ্রহ জন্মে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ৭ম বা ৮ম শ্রেণিতে ১ম এ বইটি সম্পর্কে জানতে পারি এবং এটিকে উপন্যাস হিসাবেই জেনেছিলাম। একটা অসাধারণ উপন্যাস।
৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৫৭
কামাল১৮ বলেছেন: @নিনি,সমকামিতা থাকে ডিএনএর জিনোমে।ইচ্ছে করে কেউ সমকামী হয় না। জানতে চাইলে জানাতে পারি।তথ্য প্রমান সহ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সমকামিতা থাকে ডিএনএর জিনোমে। ইচ্ছে করে কেউ সমকামী হয় না। বিষয়টা জানা ছিল না।
৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৪৬
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: @কামাল১৮ , আপনাকে আমি একবারও বলেছি যে সমকামি কেউ ইচ্ছে করে হয় ? আমার মন্তব্য মনে হয় আপনি বোঝেননি , আমি বলেছি দেশের যতগুলো পরকিয়ার ঘটনা ঘটে তার সব কটাই নিশ্চয়ই সমকামি কেন্দ্রিক নয় ! বিষমকামিই বেশি ! আর তাই আমার প্রথম মন্তব্যটি করা !
আশা করি বুঝতে পেরেছেন !
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে এখন।
৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৫:০৯
স্মৃতিভুক বলেছেন: ইয়ে, মানে বলছিলুম কি, ঠিকই একই কথা কি আপনার কিংবা আপনার বৌয়ের জন্যও প্রযোজ্য?
আমি নিশ্চিত,আমাগো ভাবীরে দেইখাও ওনার কত বন্ধু/জুনিয়র/সিনিয়র দীর্ঘশ্বাস ফেলছে। সবাইরে ফাঁকি দিয়া আপ্নে মিয়া, ছিনায়া নিছেন ওনারে।
মাগার - এইটা আমি নিশ্চিত, ভাবীর কোনো বন্ধু যদি শুনতেও চান, ভাবি কোনোদিনও বলবেন না উনি ঠেলে নামিয়ে দিয়েছেন ওনার বরকে। হইতেই পারে না, বলতেই পারেন না উনি এইটা। এমনকি সত্যি সত্যি নামায়া দিলেও উনি বলবেন না; এইটা আমি নিশ্চিত।
পাদটীকা (১) - যার উদ্দেশ্যে এই লেখা, আশা করি তিনি পড়ার পর আপনাকে (একটু) সহৃদয় প্রশয় দিয়ে আগামী থেকে এইসব ব্যাপারগুলি শেয়ার করবেন। অগ্রিম শুভেচ্ছা থাকলো।
পাদটীকা (২) - আপনি যেমন হাস্যচ্ছলে লিখেছেন, আমিও ঠিক তেমনি লিখলাম। আশা করি সিরিয়াসলি নিয়ে ভিমরি খাবেন না।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইয়ে, মানে বলছিলুম কী, ইহা তো আমার ব্যাপারে আমি লিখিয়াছি, মম স্ত্রী যদি কখনো কবিতা লিখেন বা লিখিতেন, তিনি কী লিখিবেন বা লিখিতেন, সেই ভার তাহার উপরই ছাড়িয়া দিলুম আপনাকে শুধু সে অবধি অপেক্ষা করিতে হইবেক
১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:০৫
এম ডি মুসা বলেছেন: সুন্দর লেখা শুভ সকাল
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মুসা ভাই। শুভ দুপুর।
১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:১৭
গেঁয়ো ভূত বলেছেন: আমরা, মানুষেরা এমনই, আমাদের যা আছে তা নিয়ে আমরা তুষ্ট নই, যা নাই, যা পাইনি, যা পাবার নয়, তাই নিয়ে কেবলই হাহাকার। একেবারে গগন বিদারি কান্নার রোল।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহা। একেবারে বুলে হিট মল্লিক ভাই।
তাইতো মহাকবি সোনাবীজ গাহিয়াছেন,
আমি যাহা চাই, তাহা পাই নাই
যাহা চাহি নাই, তাহা খালি পাই
একেবারে গগনবিদারী কান্না
১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১৭
বাকপ্রবাস বলেছেন: শেষের কবিতা যেন রবিন্দ্র এর আধুনিক যুগ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শেষের কবিতায় রবিকবি আমাদের এই সময়টাকে দেখতে পেয়েছিলেন
১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৯
রানার ব্লগ বলেছেন: মেয়েদের ভুলে যেতে হয় ! কারন মেয়েরা যেখানে অবস্থান করে সেইখানকার অবহাওয়া মেনে তাকে চলতে হয় !!
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
মেয়েদের ভুলে যেতে হয়! তাহারা বড়োই নিষ্ঠুর, তাই মনের কোণে একটু-আধটু উঁকি দিলেও তাহারা তা মনে করিতে চাহেন না
১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪০
জুল ভার্ন বলেছেন: সোনা ভাই, রিমেম্বার দ্যাট- Man- মানুষ, Women- মহিলা
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাাহা। হাসতে হাসতে হাসতে আমি শ্যাষ। সত্যিই তো, Man- মানুষ, Women- মহিলা
১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২৯
রাজীব নুর বলেছেন: শেষের কবিতা একটা অসাধারন উপন্যাস।
এই বইটা আমি প্রতিবছর একবার করে পড়ি।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অন্য কোনো উপন্যাস আমি একাধিকবার (শ্রীকান্ত, কলেজপাঠ্য ছাড়া, তাও শুধু পরীক্ষার জন্য) পড়েছি কিনা মনে পড়ে না, তবে শেষের কবিতা একাধিকবার পড়েছি।
১৬| ০৩ রা মার্চ, ২০২৩ রাত ১২:১৯
আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,
"শেষের কবিতা" দিয়া শেষ করতে চাইছেন। কিন্তু এটা তো "শেষের কবিতা" হৈলোনা ; মানে কবিতার শেষ হৈলোনা! এটা তো সন্যাসে যাওয়া পোলাপাইনের ডোবায় খাবি খাওয়ার শুরু হওয়ার কতা কৈলেন!!!!!
তবে লেখাটি জবরদস্ত হয়েছে! বাউল- সন্যাসীদের একতারার বিরহী ঝংকারের মতো বেদনায় কাতর......
০৯ ই মার্চ, ২০২৩ রাত ৯:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা তো সন্যাসে যাওয়া পোলাপাইনের ডোবায় খাবি খাওয়ার শুরু হওয়ার কতা কৈলেন!!!!
হাহাহাহাহাহা। হাসতে হাসতে মইরা গেলাম আহমেদ জী এস ভাই
লাস্ট কথাটি অনেক উৎসাহিত করলো।
চমৎকার কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। দেরিতে উত্তর দেয়ায় দুঃখিত।
©somewhere in net ltd.
১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৩২
শূন্য সারমর্ম বলেছেন:
ওরা কেবল বরকেই বোঝে!