নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
কেউ অপেক্ষা করে না
সময় চলে যায়, দক্ষিণের হাওয়া উড়ে যায়
উত্তরের দেশে, হিমাচলে;
যার জন্য অপেক্ষায় ছিলে, সকাল থেকে দুপুর
দুপুর থেকে সন্ধ্যা, তোমার একটু দেরি হলে
সে আর একমুহূর্ত দাঁড়ায় নি, লেশহীন, ভ্রূক্ষেপহীন চলে গেছে,
একবারও মনে হয় নি তার, তার জন্য সারাটা দিনই
কাটিয়ে দিয়েছ তুমি।
কেউ অপেক্ষা করে না সুহৃদ, তোমাকে ফেলে
সবাই চলে যাবে, যার যার কাজে
করলা জানে না - সে কত তিতা,
বিষধর জানে না - তার ছোবলে জীবন ঢলে পড়ে
আবার, বাতাস জানে না, অম্লজানে সে
জীবন বাঁচিয়ে রাখে। হরিণ জানে না, বাঘও জানে না
ওদের নাম হরিণ বা বাঘ - নামগুলো আমরাই দিয়েছি।
মানুষ জানে না, কী এক মহান গ্রন্থ সে নিজে – যাকে
পাঠ করে জীবনের সবচাইতে বড়ো শিক্ষা লাভ করে থাকি।
মানুষেরই শুধু অহঙ্কার থাকে - পশুদের নয়, পাখিদের নয়
মানুষই শুধু ভাবে, আমিই সেরা, অন্যের চেয়ে
অন্যকে পায়ে দলে, মানুষই শুধু উপরে ওঠে
নিজের সুখই আরাধ্য যাদের,
তারা আর কেউ নয় – মানুষই তারা
মানুষ এমন – কে তাকে কতখানি দিয়েছে, সে-হিসাব
রাখবে কদাচিৎ, হয়ত-বা ভুলেই যাবে, অথচ কাকে সে
ক’রত্তি করেছে দান,
পাই পাই লিখে রাখবে প্রতিটা হিসাব।
যার জন্য দিনের পর দিন দীর্ঘসময় অপেক্ষায় থেকেছ
লাভ-ক্ষতি, পূর্বাপর কিছুই না ভেবে,
একদিন তোমার সামান্য দেরি হলে
বিরক্তিতে জ্বলে উঠবে সে – ‘ধ্যাত্তোরি,
এভাবে কি বসে থাকা যায়?’
যাকে তুমি অঢেল সাঙ্গ দিয়েছ, নির্মোহ প্রেমে, ব্রজ-বিহারে,
একদিন তোমাকে এক-দণ্ড দিয়েই বলবে –
লিখে রাখো, আজ আমার পুরোটা দিনই
মাটি হলো তোমার পেছনে।
জীবনকে শিখতে হলে মানুষকে পড়তে শেখো। পড়তে শেখো
নিজেকেও। নিজকে চিনলেই চিনবে পরকে। মানবগ্রন্থই
পৃথিবীর সেরা গ্রন্থ; এবং অতি অবশ্যই জটিলতম।
তোমার জন্য কেউ দাঁড়াবে না পথিক, আপন আপন পথে
সকলেই চলে যাবে অভীষ্টের সন্ধানে
যাদের জন্য অপেক্ষায় থাকো, তাদের তুমি চেনো নি কখনো
তারা মানুষ, নিরেট মানুষ, যারা শুধু স্বার্থটাই বোঝে,
‘মানুষ’ বোঝে না তারা।
২৯ সেপ্টেম্বর ২০২১
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, মানুষ স্বভাবতই একা। চলতে চলতে কেউ কেউ জুটে যায়। কেউ পথের শেষ অব্দি থাকে, কেউ কেটে পড়ে।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: মানুষকে পড়তে পড়তে ক্লান্ত হয়ে অবশেষে আমি মানুষের পাঠ খান্ত দিতে চাই। যাওয়ার সময় মনে হয় হয়ে এলো।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মানুষকে পড়া কখনো শেষ হবে না প্রিয় সনেট কবি ফরিদ ভাই, চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত আপনাকে মানবগ্রন্থ পাঠ করতে হবে। জীবনের অনেক তিক্ত ও নিষ্ঠুর অভিজ্ঞতা হয়েছে আমার বাবার মৃত্যুর সময়ে। মানুষকে পড়া খুব জরুরি, তবে অধীত জ্ঞান কাজে লাগবে কী লাগবে না তা নির্ভর করে আপনি জীবনের কোন সময়ে কোন অবস্থায় আছেন।
ভালো থাকবেন প্রিয় চিন্তাবিদ কবি।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:০৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সহজ সরল সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ রাজীব নুর ভাই।
৪| ০১ লা মার্চ, ২০২৩ ভোর ৪:১৭
কালো যাদুকর বলেছেন: মানুষ জীবন থেকেই বেশ শেখে । +
০১ লা মার্চ, ২০২৩ সকাল ৯:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ। জীবন থেকে শেখাটাই আমার কাছে বাস্তব শিক্ষা মনে হয়।
৫| ০১ লা মার্চ, ২০২৩ সকাল ৭:৪৪
এম ডি মুসা বলেছেন: বাহ ! বেশ
০১ লা মার্চ, ২০২৩ সকাল ৯:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ এম ডি মুসা ভাই।
৬| ০১ লা মার্চ, ২০২৩ সকাল ৮:৩৩
রানার ব্লগ বলেছেন: আমাকে একজন জিজ্ঞাসা করেছে এতো কিছু করে কি হবে মৃত্যু যেখানে সমাপ্তি রেখা টানে।
০১ লা মার্চ, ২০২৩ সকাল ৯:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জ্ঞানীলোকের জ্ঞানী প্রশ্ন। জ্ঞানী ও পণ্ডিত ব্যক্তিই এর উত্তর দিতে পারেন।
তবে আমি মনে করি, মৃত্যু সবকিছুর সমাপ্তিরেখা টানে না। বরং মৃত্যুর পরই একজন মানুষের জীবনের চুলচেরা বিশ্লেষণ শুরু হয় এবং সম্ভব। 'কীর্তিমানের মৃত্যু নাই।' মানবজন্ম শুধু নিজের জন্যই না, অপর মানুষ ও প্রাণিকুলের জন্যও, তাই পৃথিবী ও সভ্যতা উন্নতির দিকে এগিয়ে যায়।
কবিতা পাঠের জন্য ধন্যবাদ রানা ভাই।
৭| ০১ লা মার্চ, ২০২৩ সকাল ১১:৩৬
অপু তানভীর বলেছেন: নাহ । কেউ এমনও থাকে যে অপেক্ষা করে । এমন কি জানেও যার জন্য অপেক্ষা সে কখনই আসবে তবুও অপেক্ষা করে । এই অপেক্ষার কারাগার থেকে সে নিজেকে কোন ভাবেই মুক্ত করতে পারে না জীবনভর !
০১ লা মার্চ, ২০২৩ সকাল ১১:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, এমনও কেউ থাকবেই, জীবনভরই অপেক্ষায় থাকবে, আশায়, একদিন, হয়ত একদিন সে আসবেই। হয়ত-বা আসবে না জেনেও অপেক্ষায় থাকে, যদিইবা ভুল করে এসে পড়ে। এখানে অপেক্ষা একটা মধুরতা, একটা মোহময় প্রেম।
তবে, এ কবিতাটা একটু ভিন্ন প্রেক্ষাপটে লেখা। সেখানে কেউ অপেক্ষা করে না। ফেলে চলে যায়।
আপনি কার জন্য অপেক্ষায় আছেন?
৮| ০১ লা মার্চ, ২০২৩ সকাল ১১:৫০
জিনাত নাজিয়া বলেছেন: একাকিত্বর মাঝেও একটা আলাদা মজা আছে।লেখাটা খুব ভালো লেগেছে। অনেক শুভকামনা রইলো।
০১ লা মার্চ, ২০২৩ দুপুর ১২:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, একাকিত্বেরও একটা আকর্ষণ ও মোহময়তা আছে। অনেক কবি একাকিত্ব ও নির্জনতায় কবিতার মাহাত্ম্য খুঁজে পান বা পেয়েছেন। তবে, প্রাণচাঞ্চল্য, মুখরতাই মানুষ বেশি পছন্দ করে।
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জিনাত নাজিয়া। শুভেচ্ছা নিন।
৯| ০১ লা মার্চ, ২০২৩ দুপুর ১২:১১
নেওয়াজ আলি বলেছেন: পৃথিবীটা মানুষের একা আসা যাওয়ার চারণভূমি । এখানে স্বার্থপরতাই বড়।
০১ লা মার্চ, ২০২৩ দুপুর ১:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এখানে স্বার্থপরতাই বড়। নিষ্ঠুর সত্য এটাই।
১০| ০১ লা মার্চ, ২০২৩ বিকাল ৪:৩৯
সেজুতি_শিপু বলেছেন: যে নিজেকে পড়তে শিখতে পারে -সে অন্যকেও পড়তে পারে। খুব ভালো লেগেছে কবিতা। ভালো থাকবেন।
০১ লা মার্চ, ২০২৩ বিকাল ৫:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যে নিজেকে পড়তে শিখতে পারে -সে অন্যকেও পড়তে পারে। ঠিক বলেছেন। এজন্যই সক্রেটিস বলেছিলেন - Know thyself
কবিতা আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত। ধন্যবাদ পড়ার জন্য। শুভেচ্ছা।
১১| ০২ রা মার্চ, ২০২৩ রাত ২:১৮
কামাল১৮ বলেছেন: পড়ে মুগ্ধ হলাম।
০২ রা মার্চ, ২০২৩ রাত ১১:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ কামাল ভাই। শুভেচ্ছা নিন।
১২| ০৩ রা মার্চ, ২০২৩ রাত ২:৪৮
মিরোরডডল বলেছেন:
জীবনকে শিখতে হলে মানুষকে পড়তে শেখো। পড়তে শেখো
নিজেকেও। নিজকে চিনলেই চিনবে পরকে। মানবগ্রন্থই
পৃথিবীর সেরা গ্রন্থ; এবং অতি অবশ্যই জটিলতম।
এক কথায় চমৎকার!!!
আমি মানুষ দেখি
মানুষের মাঝেই জীবন খুঁজি
জীবনের আয়নায় নিজেকে দেখি
নিজের মাঝেই জীবনকে বুঝি
০৩ রা মার্চ, ২০২৩ দুপুর ২:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কবিতা পাঠ ও কমেন্টের জন্য।
১৩| ০৪ ঠা মার্চ, ২০২৩ সকাল ৭:০৪
সোহানী বলেছেন: সত্য বচন।
কি দিলো তার হিসেব রাখবে পাই পাই। কিন্তু কি নিলো তা ভুলে যাবে বেমালুম।
কবিতায় ভালোলাগা।
০৯ ই মার্চ, ২০২৩ রাত ৯:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আপু। শুভেচ্ছা নিন।
দেরিতে উত্তর দেয়ায় লজ্জিত ও বিব্রত।
©somewhere in net ltd.
১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২৯
শায়মা বলেছেন: মানুষ তো একা। একা একা পথ চলে, একা একাই থামে।