নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

দুটি গল্পকণিকা

০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩৬

কালো মেয়ে

মেয়েটা কালো বলে লোকটা খুব আফসোস করতেন, হায়, আমার মেয়েটা সুন্দর হলো না!
আফসোস করতে করতে একদিন সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পেলেন, মেয়েটা খুব মিষ্টি ও সুন্দরী হয়ে গেছে। চঞ্চলতায় সে সারা বাড়ি আলো করে ঘুরে বেড়াচ্ছে। তার হাসিতে মুগ্ধ হয়ে আকুলভাবে 'মা, মা' ডেকে উঠলেন লোকটা। আর মেয়েটি ধীরে ধীরে তাঁর রূপবতী ‘মা’ হয়ে গেলো।
আরো একটু পর তিনি দেখতে পেলেন, 'মা'টা হয়ে গেল একটা হলুদ পাখি। তারপর করুণ ডানা নেড়ে পাখিটা আকাশে উড়ে গেল, লোকটার দিকে ফিরেও তাকালো না।

১৫ ফেব্রুয়ারি ২০১৭



একজন গৃহিণী
ও একটি চারাগাছের গল্প

একবার এক সুপ্রাচীন আম্রবৃক্ষের গোড়ায় একটা চারাগাছ জন্মালো। ওটি দেখতে অদ্ভুত সুন্দর। বাড়ির গৃহিণী রোজ সকালে চারাগাছটার গোড়ায়, গায়ে পানি ছিটিয়ে দেন। চারাগাছটি 'মা' 'মা' বলে হেসে ওঠে, আর ঝুঁকে পড়ে পাতা নাড়িয়ে গৃহিণীর গা ছুঁয়ে দেয়।
একদিন গৃহিণীর অসুখ হলো এবং এক রাতে তিনি মারা গেলেন। কেউ খেয়াল করলো না চারাগাছটিও নীরবে শুকিয়ে ঝরে গেল।

২৯ জুন ২০১৬


কৃতজ্ঞতা : ব্লগার স্বপ্নচারী গ্রানমা। তাঁর একটা স্টেটাসে কমেন্ট করতে গিয়ে এ গৃহিণী ও চারাগাছটার গল্প লেখা হয়ে গেলো। পাঠকদের উদ্দেশ্যে সবিনয়ে বলছি, কিছু গল্প থাকে যা শুধু গল্পই, যার কোনো অন্তর্নিহিত রহস্য বা ভাবার্থ নেই। এটিও সেরকম কিছু।

তবে, লেখক নিশ্চয়ই কিছু একটা উদ্দেশ্যকে সামনে রেখেই এসব লিখছে।

মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো
গৃহিনী নেই
গাছও অবহেলায় পড়লো
এবং নিরবে মারা গেল।

০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথম কমেন্ট ও প্রথম লাইকের জন্য ধন্যবাদ আপু। সুন্দর বলেছেন। তবে, এটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে, দেখি কেউ বলেন কিনা। কেউ না বললে আমিও সেটা বলবো না, উহ্যই থাক :)

২| ০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৫০

অপু তানভীর বলেছেন: হ্যা কিছু গল্প থাকে কেবল গল্পই ! কেবল পড়ার জন্যই গল্প ।

০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তবে, লেখক নিশ্চয়ই কিছু একটা উদ্দেশ্যকে সামনে রেখেই এসব লিখে থাকেন :)

পড়ার জন্য ধন্যবাদ অপু তানভীর ভাই।

৩| ০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১৯

ডার্ক ম্যান বলেছেন: পর্যাপ্ত পানির অভাবে চারাগাছটি ঝরে গেল?

০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা গাছের বেঁচে থাকার জন্য পানি দেয়া জরুরি না। আমাদের বাড়ির চারপাশে, বনেজঙ্গলের গাছগুলো তো নেচারাল ভাবেই বেড়ে ওঠে, বৃষ্টির পানিই যথেষ্ট।

৪| ০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩৬

ডার্ক ম্যান বলেছেন: বৈজ্ঞানিক ব্যাখ্যা কি??

০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিপদে ফেলে দিলেন দেখি :)

৫| ০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক দিন পর আপনি গল্প লিখলেন। প্রথমটা খুব ভালো হয়েছে।

০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পোস্ট পড়ার জন্য অনেক ধন্যবাদ জাদিদ ভাই। অনুপ্রাণিত। শুভেচ্ছা।

৬| ০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- প্রথম গল্পটা ভালো, বড্ড ভালো।

০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ জলদস্যু ভাই। শুভেচ্ছা রইল।

৭| ০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর গল্প।

০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সহজ সরল সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ রাজীব নুর ভাই। শুভেচ্ছা।

৮| ০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:১৫

সেজুতি_শিপু বলেছেন: আহা! মা টা এমন হলুদ পাখি হয়ে উড়েই যায়।
চারাগাছ পানি না পেলে কীভাবে বেঁচে থাকে। তাকে যে পানি দিত সে যে আর নেই।
ভালো লাগলো। অণুগল্প

০৬ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইল।

৯| ০৬ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৩০

কামাল১৮ বলেছেন: যারা গল্প লেখে তারা গল্পের অর্থ কি সুন্দর বুঝে যায় যেমন রাজীর নুর, অপু তানভীর।সতি বলতে আমি কিছুই বুঝি নাই।শুধু কমেন্টের একটা সংখ্যা বাড়ানোর জন্য কমেন্ট করা।

০৬ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। খুবই সুন্দর একটা কথা বলেছেন কামাল ভাই, অনেক মজা পেয়েছি - শুধু কমেন্টের একটা সংখ্যা বাড়ানোর জন্য কমেন্ট করা।

১০| ০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:২০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আবার সাইকেডেলিক গল্প !!

ঝাক্কাস হয়েছে দুটো !!

০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহাহা। এ জাতীয় বস্তু আগামীতেও আসিতে থাকিবেক :)

ঝাক্কাস হয়েছে জেনে আনন্দিত। শুভেচ্ছা রইল।

১১| ০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৫৮

মিরোরডডল বলেছেন:




প্রথম গল্পটা পড়তে ভালো লেগেছে।
জানিনা কি বোঝানো চেয়েছে, কি কি হতে পারে চেষ্টা করতে পারি।

**সকল বাবার কাছে আদরের মেয়ে বড় হলে তাকে রূপবতীই মনে হয়। কিন্তু একদিন তাকে অন্যের ঘরে চলে যেতে হয় ।

**কালো হলেও বাবার কাছে মেয়ে আপন এবং সুন্দরী। বড় হয়ে যখন প্রকৃত সুন্দর হয়, তখন আত্মঅহংকারী হয়ে উঠে।
তখন বাবা মেয়ের মাঝে দূরত্ব তৈরি হয়।

**সুন্দর হলুদ পাখি হয়ে ওপারে চলে যাবার চেয়ে কালো হোক, অসুন্দর হোক, তবু বেঁচে থাকুক।

০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার ব্যাখ্যাগুলো খুবই সুন্দর হয়েছে। লেখক কী বোঝাতে চেয়েছেন, আমার মতে, সেটা লেখকের কোনোদিনই মুখ ফস্‌কে বলে ফেলা সমীচীন না, যদিও মাঝেমাঝেই বেকায়দায় পড়ে আমিও এই আহাম্মকি কাজ করে ফেলি :) এটা কোনো পাঠ্যতালিকার আইটেম না যে, ছাত্রদের একই প্ল্যাটপফর্মে আনার জন্য মূল বক্তব্যটা একই থাকতে হবে। আমি যদি এ লেখাটার একটা অর্থ বলে দিই, তাহলে এ লেখার বক্তব্য এক বিষয়ে সীমাবদ্ধ হয়ে গেল, পাঠকের ভাবনা বিভিন্ন মাত্রায় প্রবাহিত হবার সুযোগও সংকুচিত হয়ে গেল। কিংবা এমনও হতে পারে, আমি যা বোঝাতে চেয়েছি, লেখায় তা প্রকাশ পায় নি, এবং আপনিও পাঠক হিসাবে সেটা কোনোভাবেই মেলাতে পারছেন না, তখন আপনার ক্ষীপ্ত ও বিরক্ত হওয়া খুব স্বাভাবিক ব্যাপার হবে।

আপনি চিন্তা করে দেখুন, আপনার প্রতিটা বক্তব্যই 'কালো মেয়ে' গল্পটার সাথে মিলে যায়। এটা দেখে আমিও আপ্লুত হয়েছি।

১২| ০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:০১

মিরোরডডল বলেছেন:
টাইপো ছিলো **জানিনা কি বোঝানো হয়েছে*** হবে।

০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক আছে, ভুলটা আমার চোখে ধরা পড়ে নি অবশ্য :)

১৩| ০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:২০

মিরোরডডল বলেছেন:




দ্বিতীয় গল্পে স্নেহ ভালোবাসার বন্ধনের প্রকাশ।
যে কোন সম্পর্রকে নারচার করতে হয়, ছোট চারাগাছের মতো সেটা বেড়ে উঠে, প্রানবন্ত হয়ে উঠে।
কেয়ারিং-এর অভার বা অবহেলায় সেটার মৃত্যু হয়।
আবেগজড়িত বিষয়ও আছে, অনেক সময় কাপলদের ক্ষেত্রে সেটা দেখা যায়।
কিছু সম্পর্কে এতো বেশি ইমোশনাল বন্ধন আর নির্ভরতা যে একজনের মৃত্যু হলে, আরেকজনও অল্প সময়ের ব্যবধানে চলে যায়।

০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার এ ব্যাখ্যায়ও আমি বিমোহিত।

১৪| ০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৫৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: দুটিই গল্পই ভালো লেগেছে। +++

০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। শুভেচ্ছা রইল।

১৫| ০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৩১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: গল্প দু'টি খুব চমৎকার হয়েছে। গানের ফাঁকে গল্প আড্ডা জম্পেশ....

০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

অনেক ধন্যবাদ সৈয়দ তাজুল ইসলাম ভাই। শুভেচ্ছা রইল।

১৬| ০৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ৭:০৫

হাসান জামাল গোলাপ বলেছেন: দুটোই সুন্দর, মিরোর আপার ব্যাখ্যাগুলো চমৎকার।

০৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ হাসান জামাল গোলাপ ভাই। অনেকদিন পর আপনাকে ব্লগে দেখলাম। শুভেচ্ছা রইল।

১৭| ১১ ই এপ্রিল, ২০২৩ সকাল ৮:৩৭

আমি সাজিদ বলেছেন: দুটোই চমৎকার গল্প। একজন গৃহিণী গল্পটি নিয়ে মিরর আপুর ব্যাখ্যাই যুতসই মনে হচ্ছে।

১৪ ই এপ্রিল, ২০২৩ সকাল ৭:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ সাজিদ ভাই। শুভ নববর্ষ-১৪৩০।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.