নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

অন্ত, ন-অন্ত

১৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৪৯


এক ঝাঁক গ্যালাক্সি
বৃক্ষবীথি ধরে ধরে ধাবমান দ্রুত। অদ্ভুত অন্বেষায়
রাত ছুটে চলে সমুদ্র মন্থনে।
তুমি? একফালি ব্যবচ্ছেদ মহাশূন্যতায়।


অমিত্রাক্ষর ছন্দে হেঁটে যাও তুমি
পেছনে ক্ষয়িষ্ণু ছায়ার সজল পটভূমি।

তারপর দূরে, বহু বহু দূরে ধু-ধু ছায়াপথ...
আমার সবটুকু জুড়ে তাৎক্ষণিক, অতীত ও ভবিষ্যত।


পুংসক পুকুরেই নৈঃশব্দ্য জমে
নক্ষত্র নিশ্চিহ্ন হয় বিস্ফোরণ শেষে।


একটি দিনের ভেতর সমগ্র জীবন বেঁধে
বোতলবন্দি আয়ুষ্কাল কাঁদে।


ক্ষুদ্র শস্যবীজ একদিন অঙ্কুরিত হবে
একদা নক্ষত্রঝরা রাত্রিতে তুমি ফিরবেই।

১৩ জুলাই ২০০৮

মন্তব্য ১৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৫৬

শায়মা বলেছেন: দুই লাইনের কবিতাগুলোতে অনেক ভালোলাগা ভাইয়া। :)

১৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
:)

অনেক ধন্যবাদ প্রথম কমেন্ট, প্রথম লাইকের জন্য।

একটা কিন্তু ৪ লাইনের :)

২| ১৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:০৭

শায়মা বলেছেন: ওহ আমি সবই দুই লাইন ভাবছিলাম।:)

১৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি দুই লাইনের কবিতার কথা বললেও আমি ৪ লাইনের কবিতাটাসহই বুঝেছিনু :)

৩| ১৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন:



- শব্দগুলি ভারী, অর্থ আর বেশী ভারী!!

১৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঘুমুতে যাবার আগে আপনার সাথে সুখ-দর্শন। অনেক ধন্যবাদ কবিতাগুলো পড়ার জন্য, দস্যুভাই। শুভ ঘুমাহ্ন।

৪| ১৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:



- আপনি ঘুমান। আমি একটি পোস্ট রেডি করছি। দেখি সাহেরীর আগে আগে পোস্ট করতে পারি কিনা। একেবারে সাহেরী শেষ করে ঘুমাবো। যদিও সকাল সকাল কাজ আছে মেলা।

১৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি ঘুমাইলাম, ব্লগ জুড়াইল, ঘুম থেকে উঠিলাম, আপনার বাড়িও ঘুরিয়া আসিলাম, কই, আপনার পোস্টখানা তো দেখিলাম না :(

৫| ১৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১:২০

কালো যাদুকর বলেছেন: বেশ হয়েছে, কাব্য গুচ্ছ।

১৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কালো যাদুকর। শুভ নববর্ষ-১৪৩০।

৬| ১৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:১১

আলমগীর সরকার লিটন বলেছেন: বৃষ্টি চাই
এসো স্লোগান ধরি
বৃষ্টি চাই- বৃষ্টি দাও
তা না হলে ধ্বংস কর
এ দেহ কণ্ঠ সব-----------

১৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আজ হোক, কাল হোক, একদিন না একদিন বৃষ্টি আসবেই - দেখবেন, আমার কথা ফলবেই, নো ওয়ারি :)

৭| ১৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: কবিতা মূলত আবেগের খেলা।

৮| ২০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৫৬

খায়রুল আহসান বলেছেন: অসাধারণ কাব্য। মনে রেখাপাত করে, কানে অনুরণন রেখে যায়, মননে তার ঢেউ এসে লাগে, পাঠককেও কিছু সৃষ্টি করার প্রেরণা দিয়ে যায়।

২০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ, স্যার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.