নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
১
এক ঝাঁক গ্যালাক্সি
বৃক্ষবীথি ধরে ধরে ধাবমান দ্রুত। অদ্ভুত অন্বেষায়
রাত ছুটে চলে সমুদ্র মন্থনে।
তুমি? একফালি ব্যবচ্ছেদ মহাশূন্যতায়।
২
অমিত্রাক্ষর ছন্দে হেঁটে যাও তুমি
পেছনে ক্ষয়িষ্ণু ছায়ার সজল পটভূমি।
তারপর দূরে, বহু বহু দূরে ধু-ধু ছায়াপথ...
আমার সবটুকু জুড়ে তাৎক্ষণিক, অতীত ও ভবিষ্যত।
৩
পুংসক পুকুরেই নৈঃশব্দ্য জমে
নক্ষত্র নিশ্চিহ্ন হয় বিস্ফোরণ শেষে।
৪
একটি দিনের ভেতর সমগ্র জীবন বেঁধে
বোতলবন্দি আয়ুষ্কাল কাঁদে।
৫
ক্ষুদ্র শস্যবীজ একদিন অঙ্কুরিত হবে
একদা নক্ষত্রঝরা রাত্রিতে তুমি ফিরবেই।
১৩ জুলাই ২০০৮
১৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
অনেক ধন্যবাদ প্রথম কমেন্ট, প্রথম লাইকের জন্য।
একটা কিন্তু ৪ লাইনের
২| ১৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:০৭
শায়মা বলেছেন: ওহ আমি সবই দুই লাইন ভাবছিলাম।
১৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি দুই লাইনের কবিতার কথা বললেও আমি ৪ লাইনের কবিতাটাসহই বুঝেছিনু
৩| ১৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৪৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- শব্দগুলি ভারী, অর্থ আর বেশী ভারী!!
১৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঘুমুতে যাবার আগে আপনার সাথে সুখ-দর্শন। অনেক ধন্যবাদ কবিতাগুলো পড়ার জন্য, দস্যুভাই। শুভ ঘুমাহ্ন।
৪| ১৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনি ঘুমান। আমি একটি পোস্ট রেডি করছি। দেখি সাহেরীর আগে আগে পোস্ট করতে পারি কিনা। একেবারে সাহেরী শেষ করে ঘুমাবো। যদিও সকাল সকাল কাজ আছে মেলা।
১৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি ঘুমাইলাম, ব্লগ জুড়াইল, ঘুম থেকে উঠিলাম, আপনার বাড়িও ঘুরিয়া আসিলাম, কই, আপনার পোস্টখানা তো দেখিলাম না
৫| ১৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১:২০
কালো যাদুকর বলেছেন: বেশ হয়েছে, কাব্য গুচ্ছ।
১৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কালো যাদুকর। শুভ নববর্ষ-১৪৩০।
৬| ১৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:১১
আলমগীর সরকার লিটন বলেছেন: বৃষ্টি চাই
এসো স্লোগান ধরি
বৃষ্টি চাই- বৃষ্টি দাও
তা না হলে ধ্বংস কর
এ দেহ কণ্ঠ সব-----------
১৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আজ হোক, কাল হোক, একদিন না একদিন বৃষ্টি আসবেই - দেখবেন, আমার কথা ফলবেই, নো ওয়ারি
৭| ১৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:০৯
রাজীব নুর বলেছেন: কবিতা মূলত আবেগের খেলা।
৮| ২০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৫৬
খায়রুল আহসান বলেছেন: অসাধারণ কাব্য। মনে রেখাপাত করে, কানে অনুরণন রেখে যায়, মননে তার ঢেউ এসে লাগে, পাঠককেও কিছু সৃষ্টি করার প্রেরণা দিয়ে যায়।
২০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ, স্যার।
©somewhere in net ltd.
১| ১৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৫৬
শায়মা বলেছেন: দুই লাইনের কবিতাগুলোতে অনেক ভালোলাগা ভাইয়া।