নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

প্রব্রজিতার মন

২১ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:১৪

সারিদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় মনে হতো,
সারি, আর ওর বোনেরা, সাথে একদঙ্গল মেয়েরা মিলে
গলাগলি ধরে জানালা মৃদু ফাঁক করে আমাকে দেখছে
আর চুপিচুপি কত কী বলাবলি করছে, কখনোবা হাসতে হাসতে
গলে পড়ছে একে অপরের গায়ে।
কী স্বাভাবিক ভাবেই না হেঁটে আসতাম সবখানি পথ
অথচ ওদের পথের সীমানায় ঢুকতেই মনে হতো, ওই তো,
জানালাটা খুব ধীরে ধীরে ফাঁক হচ্ছে, আর ওপাশেই ওরা
কলাবরিষ্ঠা, লাস্যময়ী লীলাবতীগণ
লজ্জায় ওদিকে তাকাতে পারতাম না, মাথা নীচু হতে হতে
মাটি ছুঁয়ে যাবে, এমনটা মনে হতো
আর তখন থেকেই বুঝেছিলাম – লজ্জা পুরুষের উত্তম ভূষণ,
বিশেষ করে অন্তর্মুখী উঠতি যুবকগণের

সারিকে আমি দেখি নি, না তার মুখ, না শুনেছি তার কণ্ঠ কোনোদিন

আজও, এতযুগ পর যখন সারিদের বাড়ির পাশ হেঁটে দিয়ে যাই,
আলগোছে নেমে আসে মাথা, মাটির কাছাকাছি যেন,
যেন খুব নিবিড় ফিসফাস শব্দমঞ্জরী
বাতাসে ভেসে আসে ওখানে ঐ জানালার ফাঁক গলে

অথচ কী নিদারুণ গল্প রচনা করে সারিরা এ বাড়ি ছেড়ে গেছে
আরও তিনযুগ আগে, কোনোরূপ ঠিকানা না রেখেই

দৈবাৎ আপনি কখনো ওপথে গেলে হয়তবা দেখবেন
জঙ্গলে ছাওয়া একখানি পোড়ো বাড়ি, হয়তবা কোনো চিহ্নই
দেখতে পাবেন না কোথাও

আমি জানি না, কী ছিল সারিকার মনে, আমার জন্য প্রেম
নাকি অহেতুক গুচ্ছ গুচ্ছ কৌতূহল। কিন্তু আমি সুনিশ্চিত জানি,
যদি কোনোদিন পথে যেতে যেতে হঠাৎ ডেকে উঠতো সারিকা,
মুখচোরা এক প্রেমিক সেদিন হঠাৎ সবেগে দৌড়ে যেয়ে
জানালার পাশে, ক্ষিপ্র সাবলীল স্বরে বলে উঠতো,
‘তুমি কি কবিতা ভালোবাসো, সারিকা?
তাহলে এই নাও, এই দেখো, তোমার নামে কত্ত কবিতা!
যবে থেকে আমায় দেখতে এ জানালা থেকে, তারপর
একটাও বিপ্লবের কবিতা লিখি নি, একটাও দ্রোহের কবিতা লিখি নি,
নিরন্তর আমি প্রেমের কবিতা লিখেছি থরে থরে পাতায় পাতায়।
আমি এক প্রব্রজিত কবি, প্রেম চাই তোমার সকাশে।
আমাকে প্রেম দাও, সারিকা।’

২১ এপ্রিল ২০২৩

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:২২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: একজন প্রব্রজ্যা হিসেবে । প্রব্রজিতার মনে চিহ্ন রেখে গেলাম !!

২১ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

প্রথম লাইক ও প্রথম চিহ্ন রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ কবি। শুভ নববর্ষ-১৪৩০ এবং ইদ মোবারক-১৪৪৫।

২| ২১ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৪৪

আমি সাজিদ বলেছেন: প্রব্রজিত কবি মানে কি? সন্নাসী কবি?

২১ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শাব্দিক অর্থ ঠিক আছে। কিন্তু, কবিতাটা যেভাবে ডেভেলপ করেছে, একজন প্রেমিক-কবি ও-অবস্থায় গেলে তার যে বেশভূষা বা বৈশিষ্ট্য হবে, তা হলো উদ্‌ভ্রান্ত, সন্ন্যাসী, উদাস, উন্মাদ, এসব কিছুর সমাহার।

তবে, প্রব্রজিতার অর্থ আবার ভিন্ন হবে। আক্ষরিক অর্থ হলো নির্বাসিত হওয়া, কিন্তু কবিতা থেকে বোঝা যায় যে, মেয়েটা কোথাও চলে গেছে বা হারিয়ে গেছে। এমনকি নির্বাসিতাও হতে পারে। কিন্তু সে সন্ন্যাসিনী হতেও পারে, নাও হতে পারে।

পড়ার জন্য ধন্যবাদ সাজিদ ভাই।

৩| ২২ শে এপ্রিল, ২০২৩ সকাল ৭:১৯

এম ডি মুসা বলেছেন: ইদ মোবারক প্রিয়.......

২২ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইদ মোবারক মুসা ভাই।

৪| ২২ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩১

শেরজা তপন বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল ভাই- ভাল থাকুন নিরন্তর!

২২ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইদ মোবারক শেরজা তপন ভাই। আপনিও ভালো থাকুন।

৫| ২২ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:১২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
ভাষা সহজ ও শ্রতিমধুর।

৬| ২৩ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৫২

বিজন রয় বলেছেন: অন্তর্মুখী উঠতি যুবকগণ এভাবে দ্রোহ-বিদ্রোহ ছেড়ে সরল কবি হয়ে উঠলে সারিকা'দের খুব পাওনা হয়ে যাবে!
কবি, কবিতা আর প্রেম সব এক সাথে।

সকাল সকাল একটি ভাললাগার কবিতা পড়লাম।
সুলতানা শিরিন সাজি'র কথা মনে পড়ে গেল।

আমি ভাল আছি।

শুভকামনা।

২৩ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সকাল সকাল আপনার কমেন্টটা পড়ে আমারও মন ভরে উঠলো।

সাজি আপু অনেক কাল পরে বছর খানেক আগে হুট করে একবার ব্লগে এসে একটা-দুটো পোস্ট দিলেন, তারপর আবার হাওয়া। আপু যেখানেই থাকুন, ভালো থাকুন, এই কামনা করি।

অনুপ্রেরণাময় এ কমেন্টের জন্য অনেক ধন্যবাদ, প্রিয় বিজন রয়।

৭| ২৩ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:৫৬

অপ্‌সরা বলেছেন: ভাইয়া তুমি যে লাজুক লতা!
ছাই দৌড়ে যেতে।

আমি নিশ্চিৎ সারি তোমাকে ডাকলে তুমি দৌড়ে পালাতে।


জীবনেও আর তার নামে কবিতা লিখতে না। :P

২৩ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহা



কেউ তো সত্যিকারে ডাকে নি, তাই আপনার কথাটাও ফেলে দেয়া যায় না, দৌড়ে পালাতে গিয়ে হয়ত বার বার হোঁচট খেয়ে পড়ে যেয়ে পা ভেঙেও ফেলতে পারতাম :)

৮| ২৩ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৪১

সেলিম আনোয়ার বলেছেন: সারিকা উপেক্ষা করে থাকতে পারবে না এমন উদাত্ত প্রেমের আহ্বানে।

২৩ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)


ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.