নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়াতে হবে
নিজেকে একটু সাজাতে।
কখনো হয়তবা চমকে যাবেন, সুরত এতখানি
বদলে গেছে যে, চেনাই যাচ্ছে না নিজেকে।
মাথায় একটু চিরুনি চালাবেন, প্রয়োজনে একটু তেল
কিংবা ভেজলিন মাখবেন, অগোছালো শ্মশ্রুরাজি
ছেটেছুটে, মুখের চামড়ায় যদি কিছু দুষ্টু ব্রণ গজিয়ে থাকে
ওগুলো উপড়ে ফেলবেন সাবধানে-
নিজেকে বেশ লাগবে তখন - সুদর্শন, ফিরে পাবেন
অনিচ্ছায় কিংবা অজ্ঞাতে হারিয়ে ফেলা পুরোনো জৌলুশ।
আমাদের প্রতিদিন কত ধুলোবালি, দূষিত বাতাসে
বেরোতে হয়, না চাইলেও, জীবন কিংবা জীবিকার জন্য;
জন্মপ্রাপ্ত নিখাদ চেহারায় ধুলোর আস্তর পড়ে যায়।
হয়তবা সুগন্ধি সাবান ও শ্যাম্পু যোগে
একটা বিশুদ্ধ গোসলেরও সময় জোটে না, তাই কমনীয়
চেহারাটা কবে যে বদলে যায়, বুঝতেই পারি না।
অথচ, বহুকাল আগে দেখা বন্ধুটি আপনাকে দেখেই
চোখ ছানাবড়া করে বলেন – কীরে দোস্, এতখানি বদলে গেলি
কীভাবে কখন? কেন তোর চেহারাটা হয়েছে মলিন?
মানুষ বদলে যায়, পালটে যায়
স্বার্থান্ধ মানুষেরা নিজেকে হারিয়ে ফেলে
অবাঞ্ছিত, উটকো জঞ্জালের গভীরে – কখনো বুঝে,
কখনোবা বুঝতেই পারে না কখন বদলে গেছে।
আমাদের সবাইকে নিয়ম করে নিজের সামনে দাঁড়াতে হবে,
জবাবদিহিতা করতে হবে নিজেকেই।
অন্যরা আমাকে চিনুক বা না চিনুক, অন্তত আমি নিজে
আমার আমিকে চিনতে পারছি কিনা, প্রাণপণে হলেও
সে-চেষ্টা করতে হবে।
নিজেকে খোঁজা, নিজেকে চেনা এবং নিজের মধ্যে থাকাই হলো
অকৃত্রিম মানবিকতা।
২২ এপ্রিল ২০২৩
২৩ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সবাই বেড়ে উঠুক, তের থেকে তিরিশে,
উনিশ থেকে উন-আশি
আমি রয়ে যাব এই দুরন্ত চৌদ্দতে।
চৌদ্দ'র দমফাটা ছটফটানিই আমি ভালোবাসি
এ পোস্টটা পাবলিশ করে একটি বিব্রত বোধও করছি। আগের পোস্টটা গত পরশু রাতে পাবলিশ করা। ওটা এখনো প্রথম পাতায়ই আছে। মনে মনে এত কামনা করলাম, ওটা যেন দ্রুত প্রথম পাতা থেকে সরে যায়, কিন্তু গেলই না
সবাই ইদের ছুটিতে আছেন, বোঝা যাচ্ছে, তাই পোস্টের সংখ্যাও খুব কম
যাই হোক, প্রথম লাইক ও প্রথম কমেন্টের জন্য অনেক ধন্যবাদ আপু।
২| ২৩ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:৫১
অপ্সরা বলেছেন: বিব্রতের কিছু নেই ভাইয়া। কেউ পোস্ট না দিলে কি যারা দেয় তারা দেবে না??
২৪ ঘন্টায় কেউ পোস্ট না দিলে আগের পোস্টের লেখক যদি আরেকটা পোস্ট দেয় তাতে তার কি দোষ?????
মোটেও দোষ দেওয়া যাবে না!!!!!!!!
কেউ দোষ দিলে তার ঘাড় মটকায় দেবো।
২৩ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি অবশ্য আপনার মতোই ভেবেছি। শেষমেষ মনে মনেই সিদ্ধান্ত নিলাম, ব্লগ সচল থাকুক, অন্তত আমার একটা পোস্টের মাধ্যমে হলেও।
সাপোর্ট করার জন্য ধন্যবাদ আপু।
৩| ২৩ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন।
ঈদ মোবারক।
৪| ২৩ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: আয়নায় নিজেকে দেখার বয়স যবে হল শুরু
বুকের মধ্য সারাক্ষণ ভাবনায় দুরু দুরু
এই বুঝি ভালোবাসার হল শুরু
….......….
২৩ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
হাহাহাহাহাহা। সুন্দর বলেছেন মাইদুল সরকার ভাই। বেশ রোমান্টিক আমেজে আছেন, বোঝা যাচ্ছে।
ইদ মোবারক।
৫| ২৩ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:০৩
শেরজা তপন বলেছেন: দুর্দান্ত কবিতা।
(বয়স বাড়লে মানুষ বুড়ো হবেই। সবাই আশা করে সারজীবন চেহারাটা একই রকম থাকবে)
অন্য কেউ আমাকে চিনুক না চিনুক অন্তত আমি নিজে
আমার আমিকে চিনতে পারছি কি না- প্রানপবে হলেও
সে-চেষ্টা করতে হবে।
- একদম ঠিক
২৩ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বয়স বাড়লে মানুষ বুড়ো হবেই। সবাই আশা করে সারজীবন চেহারাটা একই রকম থাকবে চিরন্তন সত্য কথা।
কবিতার প্রশংসায় আপ্লুত হয়েছি।
ধন্যবাদ শেরজা তপন ভাই।
৬| ২৩ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: নিজেকে চেনা দরকার সর্বাগ্রে।
২৩ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সক্রেটিস বলে গেছেন - Know thyself
নিজেকে চেনার জন্য আমাদের নিজের মুখোমুখী হওয়া খুবই প্রয়োজন। একজন ব্যক্তি নিজেই ভালো করে জানেন, তার পরিবর্তন হয়েছে কতখানি, কোন পয়েন্ট থেকে।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই।
৭| ২৩ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:০৬
কামাল১৮ বলেছেন: অনেক কে অনেক রূপে দেখেছি।আমি ৬৬ থেকে নিজেকে একই রূপে দেখছি।পার্থক্য আগে চিরনি লাগতো এখন লাগে না।
২৩ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা পাঠ ও কমেন্টের জন্য অনেক ধন্যবাদ কামাল ভাই।
৮| ২৪ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:০৪
রাজীব নুর বলেছেন: ৩ নং মন্তব্যকারীকে ধন্যবাদ না দিয়ে ভালো করছেন।
©somewhere in net ltd.
১| ২৩ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩৭
অপ্সরা বলেছেন: হা হা ভাইয়া বুড়ো হয়ে যাবার কবিতা!!!
কিচ্ছু করার নেই। হতেই হবে হতেই হবে!
আমি কিন্তু হবো না!! বয়স বাড়াবোই না শুধুই কমাবো! কার কি??