নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
তুই জানিস, তুই কী চাস তা আমি জানি
এও তুই জানিস, আমিও তা চাই
তাহলে ভণিতা রেখে চল্, সেই সুরম্য দুর্গের ধারে সুন্দর বনে যাই
বয়সের আগুন বেশিদিন থাকে না। আগুন নিভে গেলে
এসব কবিতা ছাই হয়ে যাবে
আর পানদানিতে খুঁড়োবে আমাদের পানসে বয়স
তখন বিপন্ন চোখেমুখে সরস দিনের গালভরা আফসোস
এমন মহার্ঘ সময় পায়ে ঠেলে ফেলে দিয়ে কী লাভ?
আমরা ভিন্ন মাত্রা দেবো প্রেমে
একঘেঁয়ে প্রেমের কবিতায় দেব কিছু অনন্য স্বাদ
আমাদের অবসাদ নেই, আছে দীর্ঘ চাঁদতরঙ্গে অমরাবতীর রাত
তাহলে এসব ভণিতা এবার রাখ্। সোজাসুজি বল্ :
চল্, প্রেম করি, আর আটলান্টিকে থোকা থোকা ঢেউপোনা ধরি।
২৩ সেপ্টেম্বর ২০০৯
২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জলদস্যু ভাই।
২| ২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৫৩
অপ্সরা বলেছেন: সুন্দরবন থেকে আটলান্টিক!
বাহ বাহ ভাইয়া এত ভ্রমনময় প্রেমকাব্য।
অনেক সুন্দর!
২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
হ্যাঁ, ভ্রমণময় প্রেমকাব্যই তো হইয়া গেছে দেখি
ধন্যবাদ আপু পড়ার জন্য।
৩| ২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৫৫
আমি সাজিদ বলেছেন: বয়সের আগুন জ্বালিয়ে রাখার কোন টেকনিক নাই?
ঢেউপোনা কি কোন মাছ?
কবিতায় ভালো লাগা।
২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
বয়সের আগুন জ্বালিয়ে রাখার কোন টেকনিক নাই? আপনি ডাক্তার মানুষ, এ তথ্য আপনার কাছেই তো থাকার কথা
ঢেউপোনা কি কোন মাছ? না। এ নামে কোনো মাছ বা মাছের পোনা আছে বলে আমার জানা নেই তবে, কবিতায় এটা স্রেফ ঢেউকেই বোঝানো হয়েছে, ছোটো ছোটো ঢেউ, প্রেমিকার সাথে সামান্য রসিকতা আর কী
ধন্যবাদ সাজিদ ভাই।
৪| ২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:১৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বেশি রোমান্টিক হয়ে গেছে !
আর কিছু বলবো না !
২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
বেশি রোমান্টিক হয়ে গেছে !
আর কিছু বলবো না ! কত কিছু যে বলে গেলেন আর কিছুই না বলে
ধন্যবাদ নিবর্হণ।
৫| ২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:১৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই।
৬| ২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৫৪
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আগুন নিভে গেলে
এসব কবিতা ছাই হয়ে যাবে..
সরস দিনের গালভারা আফসোস....
মন ছুঁয়ে গেলো।
২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: উপরে সাজিদ ভাই আর আপনাকে বিশেষ ধন্যবাদ, এ কবিতায় আমার সবচাইতে ভালো লাগা জায়গাটাকে ইন্ডিকেট করার জন্য।
শুভেচ্ছা রইল মোস্তফা কামাল ভাই।
৭| ২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:৪৮
শেরজা তপন বলেছেন: ... আটলান্টিকে থোকা থোকা ঢেউপোনা ধরি।
ব্যাখ্যা করেন কবি- মাথায় ধরছে না
২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এত কষ্ট কইরা কবিতা লিখিনু, আবার কষ্ট কইরা ব্যাখ্যাও যদি করিতে হয়, তাইলে কি আমি বাঁচিব? সাজিদ ভাইয়ের কমেন্টের রিপ্লাইয়ে কিছুটা লিখেছিলাম, পরে আর পোস্ট করি নাই। একটা কবিতার ব্যাখ্যা করে ফেললে পাঠক শুধু সে ব্যাখ্যাটুকুতেই কনসেন্ট্রেট করেন। কিন্তু কবিতা, শুধু কবিতা না, যে-কোনো বিষয়েরই নানাবিধ অর্থ বা মাত্রা থাকতে পারে, যা ডিপেন্ড করে আপনি কখন, কোথায় বসে লেখাটা পড়ছেন, আপনার মানসিক অবস্থা কেমন।
একটা দিক বলি। এখানে দুটো চরিত্র - কবি নিজে ও কথিত প্রেমিকা। একজন এ দেশে, আরেকজন অন্য দেশে (ধরুন আটলান্টক মহাসাগরের দেশে ) উভয়েই বুঝতে পারছে একে অপরকে তারা ভালোবাসে, কিন্তু মুখ ফুটে প্রকাশ করছে না। সমস্ত ছলাকলায়ই মেয়েটিকে মনে হয় সে গভীর প্রেমে মগ্ন। প্রেমিক তখন কঠিন স্বরেই বকাবকি করছে কথিত প্রেমিকাকে, এসব ছলাকলা রেখে কাম-আউট হও তারপর চলো, আমরা কোথাও বসে বাদাম খাই, রোমান্স করি, আটলান্টিকের ঢেউ গুনি, ইত্যাদি
পড়ার জন্য ধন্যবাদ শেরজা তপন ভাই।
৮| ২৬ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:২৫
শেরজা তপন বলেছেন:
এত চমৎকার পরিবেশে লখেন বলেই আপনার মনে এত রঙ ধরে।
২৬ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ও মোর শেরজা তপন ভাই, এ আপনি কোথা থেকে পেলেন? আমার তো মাথা ঘুরাইয়া পইড়া যাইবার দশা
৯| ২৬ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৫৪
রাজীব নুর বলেছেন: সুন্দর।
১০| ২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:১৬
রূপক বিধৌত সাধু বলেছেন: আসলেই বয়সের আগুন বেশিদিন থাকে না। আগুন নিভে গেলে এসব কবিতা ছাই হয়ে যাবে। সময়ের কাজ সময়ে করাই ভালো, পরে যেন পস্থাতে না হয়। দারুণ হয়েছে কবিতা।
২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: উদ্ধৃতিটাসহ কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ সাধু।
১১| ২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৫০
মিরোরডডল বলেছেন:
তুই জানিস, তুই কী চাস তা আমি জানি
এও তুই জানিস, আমিও তা চাই
ঝামেলাতো মিটেই গেলো, দুজনের চাওয়াই যখন এক।
বয়সের আগুন বেশিদিন থাকে না। আগুন নিভে গেলে
এসব কবিতা ছাই হয়ে যাবে
তাতো যাবেই।
বয়সের সাথে শরীরের আগুনকে বোঝানো হয়, প্রেমজ্বর সেটা সময়ের সাথে নিভতে পারে।
কিন্তু মনের যে আগুন সেটা কখনও নেভেনা।
আমৃত্যু এ আগুন প্রজ্বলিত শিখা হয়ে জ্বলে এবং জ্বালায়।
২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আমৃত্যু এ আগুন প্রজ্বলিত শিখা হয়ে জ্বলে এবং জ্বালায়।
তা তো জ্বলবেই এবং জ্বালাবেই
১২| ২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:০৮
মিরোরডডল বলেছেন:
আমাকে কপি করেছে ধুলো
২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আমাকে কপি করেছে ধুলো
তা তো করবেই।
১৩| ২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:২১
মিরোরডডল বলেছেন:
হা হা হা হা..................
২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
১৪| ২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৪৩
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আবার পড়লাম । মন্তব্যও পড়লাম । চোখ বন্ধ করে ভাবলাম , এবং আবারও ঘুরেফিরে একজনের প্রেমে পড়লাম !
সবাই ঢেউপোনা নিয়ে আছে , আহা এটা তো কবির নিজস্ব কল্পনার কাব্যিক রূপ । প্রেমিক প্রেমিকারা অর্থহীন কাজকেও খুব সুন্দর করে করতে পারে । স্রষ্টা এই ক্ষমতা তাদের দিয়েছেন । ঢেউপোনা ধরা মানে হলো আমার কাছে প্রেমিকাকে নিয়ে সমুদ্রের ঢেউয়ে প্রেমবিলাস করা !
আচ্ছা একটা প্রশ্ন মিরোরডডল আপা মনে হয় না প্রেম বিষয়ে ধরা দিয়েও দিচ্ছে না । কেন যেন মনে হচ্ছে না উনি প্রেমকে দমন করে চলেন ! অনেকটা চঞ্চল কিশোরীর মত যে কিনা প্রেমকে অস্বীকার করে অথচ ভেতরে প্রেম তাকে তাড়না দিয়ে মারে !
যাকগে , দোয়া করবেন আয়না'পা আবার আমাকে আবার প্যাঁদানি না দেন !
২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৫:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
চোখ বন্ধ করে ভাবলাম , এবং আবারও ঘুরেফিরে একজনের প্রেমে পড়লাম ! প্রেমে পড়া ভালো। চিত্রা, নাকি ইরিত্রার প্রেমে পড়লেন
সবাই ঢেউপোনা নিয়ে আছে , আহা এটা তো কবির নিজস্ব কল্পনার কাব্যিক রূপ । প্রেমিক প্রেমিকারা অর্থহীন কাজকেও খুব সুন্দর করে করতে পারে । স্রষ্টা এই ক্ষমতা তাদের দিয়েছেন । ঢেউপোনা ধরা মানে হলো আমার কাছে প্রেমিকাকে নিয়ে সমুদ্রের ঢেউয়ে প্রেমবিলাস করা ! বিশ্বের তাবত প্রেমিক-প্রেমিকারা মহান শ্রষ্টার কাছে জন্যই কৃতজ্ঞ যে তিনি তাদেরকে অর্থহীন কাজ-সকলকেও সুন্দর করে করার ক্ষমতা দিয়েছেন। ইয়ে, ব্যাখ্যায় আমি মুগ্ধ, অভিভূত ও বিবাহিত হইয়া গেছি।
আচ্ছা একটা প্রশ্ন মিরোরডডল আপা মনে হয় না প্রেম বিষয়ে ধরা দিয়েও দিচ্ছে না । কেন যেন মনে হচ্ছে না উনি প্রেমকে দমন করে চলেন ! অনেকটা চঞ্চল কিশোরীর মত যে কিনা প্রেমকে অস্বীকার করে অথচ ভেতরে প্রেম তাকে তাড়না দিয়ে মারে ! আমার মনে হয় তিনি এ ব্যাপারে বিশেষ বক্তব্য রাখবেন।
১৫| ২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৫:১৬
মিরোরডডল বলেছেন:
লজ্জা পেয়েছি
প্রেম ভালোবাসা এগুলোতো শরমের কথা!
সবাইতো জানেই আমি অনেক লাজুক স্বভাবের, তাই নো কমেন্ট
২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৫:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক আছে। সমস্যা নাই। তবে এগুলোরও দরকার আছে।
১৬| ২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৩৮
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: প্রেমে পড়া ভালো। চিত্রা, নাকি ইরিত্রার প্রেমে পড়লেন
ইয়ে মানে , হ্যাঁ ! ঐ প্রথমজন !
বিশ্বের তাবত প্রেমিক-প্রেমিকারা মহান শ্রষ্টার কাছে জন্যই কৃতজ্ঞ যে তিনি তাদেরকে অর্থহীন কাজ-সকলকেও সুন্দর করে করার ক্ষমতা দিয়েছেন। ইয়ে, ব্যাখ্যায় আমি মুগ্ধ, অভিভূত ও বিবাহিত হইয়া গেছি।
দেখলেন তো আপনার কদর কেবল আমিই বুঝি !! হেহেহেহে
আমার মনে হয় তিনি এ ব্যাপারে বিশেষ বক্তব্য রাখবেন।
মনে হয় না রাখবেন ! তবে হ্যাঁ মাথায় ওনাকে নিয়ে একটা গান অথবা কবিতা ঘুরছে এখন !!
২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ইয়ে মানে , হ্যাঁ ! ঐ প্রথমজন ! হ্যাঁ, তা তো অবশ্যই
দেখলেন তো আপনার কদর কেবল আমিই বুঝি !! হেহেহেহে এজন্যই তো আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা
মনে হয় না রাখবেন ! তবে হ্যাঁ মাথায় ওনাকে নিয়ে একটা গান অথবা কবিতা ঘুরছে এখন !! তিনি অলরেডি বক্তব্য প্রকাশ করেছেন। তবে, ওনাকে নিয়ে গান বা কবিতাটা শীঘ্র করে ফেলুন। তা বিশেষ কিছু একটা হবে, নিঃসন্দেহে
১৭| ২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৩৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: লজ্জা পেয়েছি
প্রেম ভালোবাসা এগুলোতো শরমের কথা!
সবাইতো জানেই আমি অনেক লাজুক স্বভাবের, তাই নো কমেন্ট
হুম , মৌনতা সম্মতির লক্ষণ তার মানে যা সন্দেহ করেছি তাই !!
২৬ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মনে কোনো সন্দেহ রাখবেন না, প্রকাশ করে ফেলবেন। মানুষের পেটে গ্যাস হওয়া বা পেট ফেঁপে যাওয়ার প্রধানতম কারণ হলো মনের ভেতর সব সন্দেহ আটকে রাখা। ওগুলো প্রকাশ করে দেয়াই রেওয়াজ।
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৫১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- প্রেমে কবিতা ভালো হয়েছে।