নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

দ্বিধার ‘রাখি’

২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৩১

কীভাবে পরিচয় হয়েছিল নিরন্তর রোমন্থনে উদ্ধার হলো না কিছুই। ইথারে বেতারে অনতিকাল যোগাযোগ ঘটিত হলে আচানক আবিষ্কার করি কোনো এক মেয়ের সাথে পরিচয় ঘটে গেছে। একটা সম্পর্কও গড়ে উঠলো খুব দ্রুত। অতীব অহিনেউলে এবং তীব্র আবেগের সে সম্পর্কের কোনো সংজ্ঞা জানি না আমরা।

এরপর একদিন তার ভাঙন দেখলাম। সেদিনই সে ‘রাখি’ পরালো।

ভালোবাসারা দুর্বার হয়ে ওঠে, প্রমত্ত ঢেউয়ের তোড়ে ভেঙে যেতে থাকে বাঁধ। এ ভালোবাসার আমরা কোনো সংজ্ঞা জানি না।

তারপর গভীর অরণ্যে নিরুদ্দেশ হেঁটেছি কত, পাশাপাশি, হাত ধরে, হাত না ধরে; তার বাহুর বৃন্ত আলতো ছুঁয়ে গেছে আমার বাহু, তার ইচ্ছাতে কিংবা অনিচ্ছায়- জানি না।

মুখের পানে না তাকিয়ে গভীর ঔদাসীন্যে সে আমায় শোনাতো ‘কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও...’

চাইলেই সবটুকু পেতে পারি; পনিরের মতো স্বচ্ছ ও ধবল, দুধের সরের মতো অকৃত্রিম রোদবিছানো নাভিতটে আকুতির মধু মেখে অস্পষ্ট ইশারায় আমাকে প্রেম সেধেছিল নামজাদা কবিতার মেয়ে

হাত বাড়ালেই মুঠি যাবে খুলে। হাতের ‘রাখিতে’ দ্বিধা ও সংকোচ, কিংবা বাধা, অথবা সংযম।

তার চিকন দেহের ভাঁজে ফুলকির মতো ফুটতো প্রেম। চাইলেই সবটুকু পেতে পারি- হাত বাড়ালেই; চাওয়ার অসুখে পাওয়া হলো না বিষের অমৃত

ঝড় ও বৃষ্টির বিবর্ণ স্মৃতি পণ করে প্রতিদিন তিনবেলা কবিতা লেখার ব্রত ভুলে যেতে থাকি; স্মৃতিরা সময়হন্তারক বিষ।

১৯ মার্চ ২০১০ রাত ১২:৪৯

মন্তব্য ১৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৫৮

শায়মা বলেছেন: কঠিন হয়ে গেলো কিন্তু আজকের কবিতা শেষের কবিতার মত ভাইয়া।

৩০ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'শেষের কবিতা'র একটা লাইন আছে এখানে :)

যাই হোক, প্রথম লাইক ও প্রথম কমেন্টের জন্য অনেক ধন্যবাদ আপু।

২| ৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:১৯

ডার্ক ম্যান বলেছেন: গবিতা অসাধারণ হয় নি।

৩০ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি হতাশ, আপনি অনির্দিষ্টকালের জন্য আমার পোস্টে আসবেন না বলে ঘোষণা দিয়েও অত্র গবিতাখানি পড়ে ফেললেন!!

৩| ৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ১:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনার এই পোস্টে কোন গানের লিংক নেই।

লেখাটা তাই গানের মতো হয়েছে।

৩০ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

গানের পোস্ট সামনে আসছে, সেখানে গানের লিংক থাকবে :) এটা পড়ার জন্য ধন্যবাদ শাইয়্যান ভাই।

৪| ৩০ শে এপ্রিল, ২০২৩ ভোর ৬:৩৫

কামাল১৮ বলেছেন: ভালোবাসার আবার সংজ্ঞা কি।সুখে দুঃখে একসাথে থাকাই ভালো বাসা।কবি সাহিত্যিকরা কতো রকম ইনিয়ে বিনিয়ে বলে,হাজারো কথার খৈ ফুটান।আমি সহজ ভাবে বুঝি,একে অন্যের সুখে সুখি হওয়া,দুঃখে দুঃখি হওয়াই ভালোবাসা।একেক জন একেক ভাবে অনুভব করে।

৩০ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

কামাল ভাই, কবিদের কাজই হলো তালকে বেল আর তিলকে তিলোত্তমা বানানো :) তারা বাস্তবের চাইতে কল্পনায় উড়তে বেশি ভালোবাসেন :)

যাই হোক, আপনার পাঠ ও বস্তুনিষ্ঠ মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৫| ৩০ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:১৪

শেরজা তপন বলেছেন: চাইলেই সবটুকু পেতে পার; এই লাইনটুকু জব্বর হয়েছে :)

৩০ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
:)

কথাটা একাধিকবার এসেছে কবিতায়। এটার কিছু বিশেষত্ব আছে, আর আপনার চোখে সেই বিশেষ লাইনটা ধরা পড়েছে দেখে ভালো লেগেছে শেরজা তপন ভাই। বিশেষ যত্ন নিয়ে কম্পোজ করা আরো কয়েকটা ফ্রেজ বা লাইন আছে এ কবিতায় :)

ভালো থাকবেন।

৬| ৩০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৪৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আহা !

প্রেমের অপনোদন থেকে কী দারুণ কবিতা ।

আচ্ছা পুরুষের একটা বড় ক্ষমতা আছে জানেন ? যখন সে প্রেম পায় না তখন হয় সে দ্রোহী হয় নয়তো কবি অথবা দুটোই ! কিন্তু নারী প্রেম না পেলে এমন হয় না !

"দুধের সরের মত অকৃত্রিম রোদবিছানো নাভিতটে " এই উপমাটা এখন মাথায় গেঁথে গেছে । এবং আপনার কবিতা আমাকে আবার চিত্রার কথা মনে করিয়ে দিল !!

এই কবিতাটা অনন্য !!

৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কমেন্টের 'অপনোদন' দেখেই আমি ভ্যাবাচ্যাকা খেয়ে গেছি। যাই হোক, সামলে নিয়েছি সময়মতোই :)


আচ্ছা পুরুষের একটা বড় ক্ষমতা আছে জানেন ? যখন সে প্রেম পায় না তখন হয় সে দ্রোহী হয় নয়তো কবি অথবা দুটোই ! কিন্তু নারী প্রেম না পেলে এমন হয় না ! হ্যাঁ, এটা তো সত্য বলেছেন। নারীদের ব্যাপারে, বিশেষ করে সুন্দরীদের নিয়ে কবিতা আছে, আসছে শীঘ্রই :)


শেরজা তপন ভাইয়ের কমেন্টের রিপ্লাইয়ে বলেছিলাম, এ কবিতায় আরো কিছু যত্ন করে লেখা উপমা আছে। এটা হলো তারই আরেকটা - "দুধের সরের মত অকৃত্রিম রোদবিছানো নাভিতটে "।

চিত্রা তো আপনার সর্বাঙ্গ-মননে গেঁথে আছে, তাকে আর মনে পড়ার কী আছে? :) সে মনের ভেতরেই পড়ে আছে :)

লাস্ট কথাটায় আপ্লুত ও অনুপ্রাণিত।

অনেক ধন্যবাদ কবি।


৭| ৩০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৫২

শাওন আহমাদ বলেছেন: ভালোবাসারা ভেঙ্গেচুরে আসে, কখনো লেপ্টে থেকে যায় আবার কখনো ভেঙ্গেচুরেই বিদায়।
চাইলেই সবকিছু হতো এরকম বলা মানুষের সংখ্যা পৃথিবীতে নেহায়েত কম নয়। কিন্তু সবসময় সবকিছু ছুঁতে বা চাইতে নেই বলেই হয়তো মানুষ গুলো এই আফসোস নিয়েই জীবন কাটিয়ে দেয়।

৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কিন্তু সবসময় সবকিছু ছুঁতে বা চাইতে নেই বলেই হয়তো মানুষ গুলো এই আফসোস নিয়েই জীবন কাটিয়ে দেয়।
আসল কথা এটাই।

সুন্দর কমেন্ট করেছেন। ধন্যবাদ শাওন ভাই।

৮| ৩০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৫৩

রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।

৯| ৩০ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:১২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কবিতা কবিতা গন্ধ আছে। B:-/

৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জলদস্যু ভাই। শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.