নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
প্রায় ৫০০০ বছর আগে মিশরীয়গণ ‘প্যাপিরাস’ গাছ থেকে মসৃণ ও সমতল পৃষ্ঠ বিশিষ্ট বস্তু আবিষ্কার করেন, যার উপর লেখাজোখা করা যেতো। দ্বিতীয় শতকের গোড়ার দিকে চীনে কাগজ প্রস্তুতপ্রণালি শুরু হয়; এবং চীন থেকেই মুসলমানদের দ্বারা কাগজের ব্যবহার ছড়িয়ে পড়ে; ইউরোপে কাগজ প্রস্তুত শুরু হয় দ্বাদশ শতকের শুরুতে। ১৮৪৪ সালে কানাডা ও জার্মানে যুগপৎভাবে কাগজের মেশিন আবিষ্কৃত হবার ফলে ব্যাপক হারে কাগজ প্রস্তুত হতে থাকে এবং গোটা বিশ্বে একটা সাংস্কৃতিক পরিবর্তন সাধিত হয়।
১৮১৪ সালে প্রথম ক্যামেরাবন্দি সাদাকালো ছবি তোলা হয়; পৃথিবীর প্রথম রঙিন ছবি তোলা হয়েছিল ১৮৬১ সালে। ১৯০২ সালের আগে কোনো রঙিন চলচ্চিত্র ছিল না।
৩২০০০ বছর আগেও মানুষ গুহার দেয়ালে চিত্রাঙ্কন করতো।
লিওনার্দো দ্য ভিঞ্চি ১৫০৩ সালে মোনালিসা আঁকতে শুরু করেন, এবং ১৫১৯ সালে মৃত্যুর কিছুদিন আগে তাঁর মোনালিসা-অঙ্কন শেষ হয় বলে ধারণা করা হয়। প্রথম সর্বাধুনিক শিল্পকর্মটি পাবলো পিকাশোর বুরুশ থেকেই সৃষ্টি হয় ১৯০৭ সালে।
কাগজ, আর্টওয়ার্ক আর ক্যামেরা আবিষ্কৃত হবার আগে ভূমিষ্ঠ হওয়া সৌন্দর্যদেবীগণ কেবল লেখকের বর্ণনার গুণেই শ্রেষ্ঠত্ব পেয়েছেন।
আমরা যাঁদেরকে সাম্প্রতিককালে সামনাসামনি বা চলচ্চিত্রে কিংবা স্থিরচিত্রে দেখেছি, অথবা সৌন্দর্যের বর্ণনা পড়ে প্রেমে পড়েছি- এঁদের চেয়ে এনসাইক্লোপিডিয়ার ক্লিওপেট্রা আর মোনালিসাগণ অধিক সুন্দরী ও আবেদনময়ী ছিলেন– তা প্রমাণিত নয়।
ঐশ্বরিয়া রাই অথবা এলিজাবেথ টেইলরের প্রগাঢ় চোখের দিকে দৃষ্টি নিক্ষেপ করুন। অড্রে হেপবার্নের হাড়বেরুনো ঘাড়ের দিকে তাকান। আর এই যে কিছুকাল আগে বাঙালি মেয়ে কবরী’র একজোড়া ধ্যানমগ্ন চোখ ও অবয়ব দেখলেন– চোখে-না-দেখা কোনো দেবীই এর চেয়ে অধিক মাদকতাময়ী নয়।
মোনালিসার সৌন্দর্যের শাশ্বত্ব এখন শুধু কবিতায়ই পাবেন, তেমনি বনলতা সেনের কথাও বলা যায়। সুচিত্রা সেনের কতটুকু শিল্পই বা ভিঞ্চি’র আর্টিফিশিয়াল মোনালিসায় খুঁজে পাবেন? নার্গিস– এই কিছুদিন আগেও তাঁকে বলা হতো এ উপমহাদেশের সুন্দরীতমা নায়িকা; ঐশ্বরিয়া রাইয়ের ঔজ্জ্বল্যের কাছে প্রিন্সেস ডায়ানা এবং সমগ্র বিশ্ব ক্রমশ বিমর্ষ ও ম্লান হয়ে গেল। হয়তবা প্রতিবাদের ঝড় তুলে বলবেন – মানি না, মানি না, এ কথা ভয়ংকর মিথ্যা! বরঞ্চ, প্রিন্সেস ডায়ানার কাছে বিগতা-অনাগতা উর্বশীগণের বিপুল ঔজ্জ্বল্য আঁধারে হারিয়ে গেল নিদারুণ অবলীলায়!
এই যে কম্পিউটার আর এনিমেশনের যুগ চলে এসেছে, সত্যিকারের সুন্দরীদের অনন্ত মহাকাল অবধি অনায়াসে ধরে রাখা যাবে একচিলতে মেমোরি কার্ড বা ডিভিডি–লেন্সের ভেতর।
কাগজ, আর্টওয়ার্ক আর ক্যামেরা আবিষ্কৃত হবার পর ভূমিষ্ঠ হওয়া সৌন্দর্যদেবীগণই প্রমাণিতভাবে পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ সুন্দরী।
৫ এপ্রিল ২০১০ ভোর ৪:৩২
দেখতে পারেন :
পুরোনো পোস্টের লিংক-১
পুরোনো পোস্টের লিংক-২
০৯ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার সেই জ্ঞানগর্ভ অমূল্য সন্দর্ভখানা পড়ার জন্য অপেক্ষায় থাকলাম প্রিয় আলী ভাই। শুভেচ্ছা রইল।
২| ০৯ ই জুন, ২০২৩ রাত ১২:০৩
কাছের-মানুষ বলেছেন: পোষ্টটি যথার্থ এবং তথ্য সমৃদ্ধ হয়েছে।
আমার ভাল লাগা রইল পোষ্টে।
০৯ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ কাছের-মানুষ। শুভেচ্ছা রইল।
৩| ০৯ ই জুন, ২০২৩ রাত ১২:২৭
আমি সাজিদ বলেছেন: আপনার যুক্তি ফেলে দেওয়ার মতো নয়।
০৯ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যাক, কিছুটা স্বস্তি ও সান্ত্বনা পেলাম। ধন্যবাদ সাজিদ ভাই। শুভেচ্ছা।
৪| ০৯ ই জুন, ২০২৩ রাত ১:৪৬
নাজনীন১ বলেছেন: ডায়ানার জন্য আমারো মন পুড়ে!
০৯ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
প্রিন্সেস ডায়ানার চোখ
আজও আমি কবিতাকে খুঁজি -
সেই কবিতাকে
অতলান্ত বুক ভরে যে আমাকে
থরে থরে সুখ দেবে
যেমন ঘুমিয়ে আছি অদেখা অচেনা কোনো সারণির বাঁকে
অনাবিল অজস্র কাল ধরে।
সব শেষে পর্দা ছিঁড়ে অলীক অম্বরে
আপনায় ফিরে আসি
আমি সেই ভাগ্যবান, আমি তো দেখেছি এক
ভুবন-সম্মোহনী, নিরুপম হাসি
তুমি কি পেয়েছ কবিতাকে? মহৎ সুন্দর? খুঁজে দেখো
ভূ-মর্ত্য-অমর্ত্যলোক
সবচাইতে রোমান্টিক কবিতাটির নাম
প্রিন্সেস ডায়ানার চোখ।
১৪ সেপ্টেম্বর ২০২২
৫| ০৯ ই জুন, ২০২৩ রাত ২:৩১
চারাগাছ বলেছেন:
তথ্য যুক্তিপূর্ণ এবং যথার্থ।
শুধু ছবির অভাব বোধ করেছি সোনাবীজ।
ধন্যবাদ।
০৯ ই জুন, ২০২৩ রাত ৮:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পুরোনো পোস্টে ছবি ছিল। এবার পোস্ট করার সময় নতুন কিছু ছবি অ্যাড করার প্ল্যান ছিল। কিন্তু সময়ের অভাবে নতুন ছবি অ্যাড করা যায় নি বলে আগের ছবিগুলোও দেয়া হয় নি।
এবার দেখুন, ছবিগুলো কেমন হলো?
ধন্যবাদ চারাগাছ।
৬| ০৯ ই জুন, ২০২৩ ভোর ৪:৫০
কামাল১৮ বলেছেন: বতর্মানে কালো মেয়েদের সবথেকে সুন্দরী বলে মনে হয়।যেমন তাদের স্বাস্থ্য,তেমন তাদের ব্যক্তিত্ব।
০৯ ই জুন, ২০২৩ রাত ৮:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ প্রিয় কামাল ভাই। শুভেচ্ছা রইল।
৭| ০৯ ই জুন, ২০২৩ সকাল ১০:২৩
শায়মা বলেছেন: বর্তমানের সুন্দরীরাই আপডেটেড সুন্দরী।
গায়ত্রী দেবী আমার চোখে সর্বকালের সেরা বিদুষী।
আর হ্যাঁ সৌন্দর্য্য শুধু চেহারাতেই সৌন্দর্য্য না বুদ্ধিদীপ্ত চেহারাই আসল সৌন্দর্য্য। ইনোসেন্ট বিউটি তার কাছে ফেইল।
০৯ ই জুন, ২০২৩ রাত ৯:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গায়ত্রী দেবীর নাম এর আগে শুনেছি কিনা মনে পড়ে না। তবে, ছবিতে তাকে খুবই সুন্দর দেখাচ্ছে, গম্ভীর সৌন্দর্য, সেই সাথে চেহারায় তার ব্যক্তিত্বের ছাপও ফুটে উঠেছে। এ নামটি দেখে সার্চ দিয়ে তার সম্পর্কে প্রাথমিক ধারণা পেলাম। মহারানি ছিলেন। পরে পলিটিশিয়ান, সাংসদ। মারা গেছেন।
৮| ০৯ ই জুন, ২০২৩ সকাল ১১:১৬
জ্যাক স্মিথ বলেছেন: ঐশ্বরিয়া রাই এর চোখের দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম দেখি কি হয়!!
০৯ ই জুন, ২০২৩ রাত ১০:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি নিশ্চিত, আপনি হারিয়ে গেছেন
৯| ০৯ ই জুন, ২০২৩ সকাল ১১:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: ববিতার ছবি দিয়ে ভরে ফেলেছেন বিউটি কুইন শাবানার ছবি নেই একটিও বিষয় কী? মধুবালা নেই। নেই কেট উইন্সলেট। তাদের চোখে ই পড়ল না আপনার। আফসোস। যাইহোক সুন্দরীদের নিয়ে পোস্ট তাই অবশ্যই সুন্দর পোষ্ট।
০৯ ই জুন, ২০২৩ রাত ১০:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শাবানার ইয়াং এইজের ছবিগুলো খুবই সুইট। আমার অনেক ভালো লাগা এক অভিনেত্রীর নাম শাবানা। কিন্তু তার কোনো সুইট পিকচার না পাওয়ায় দিতে পারি নাই কিন্তু আপনি তো পারতেন কিছু পোস্টাইতে
কিন্তু, শ্রীদেবীকে কি আপনার মনে ধরে না?
১০| ০৯ ই জুন, ২০২৩ দুপুর ১:৩১
রাজীব নুর বলেছেন: দেখলাম। মুগ্ধ হলাম।
১১| ০৯ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:২৩
নতুন বলেছেন: “ প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। ”
১২ বছর আগে এই চোখ দেইখাই আমার সর্বনাশ হইছিলো...
০৯ ই জুন, ২০২৩ রাত ১০:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও! মাশা'ল্লাহ! পেলব কমনীয়তায় মাখানো নির্মল স্নিগ্ধতা। অনেক অনেক শুভ কামনা ঐ চোখের জন্য, শুভ কামনা ঘায়েল হওয়া প্রেমিকের জন্যও।
১২| ০৯ ই জুন, ২০২৩ রাত ১০:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: শ্রীদেবী হেমামালিনি শর্মিলী ঠাকুর আর আঁখি ও সে গুলি মারে মানে শহর কি লাড়কি
০৯ ই জুন, ২০২৩ রাত ১০:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আঁখি ছাড়া বাকিগুলো আমারও প্রিয়। এর সাথে যোগ করতে পারেন ব্লগার রেখা আপাকেও
১৩| ১০ ই জুন, ২০২৩ রাত ১২:৪০
আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই,
সুন্দরতার কোনও সীমারেখা নেই। যে নারী চোখে সুন্দর বলে ধরা দেয় , সে-ই সুন্দর।
আমিও কয়েকটি সুন্দরীর ছবি দিলুম ..............
স্নিগ্ধ চোখ। সুস্মিতা সেন।
মধুর মতো মিষ্টি। মধুবালা।
ভালোলাগা সুন্দরমুখের শ্রুতি হাসান।
১০ ই জুন, ২০২৩ সকাল ১১:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মূল কথা এটাই - সুন্দরতার কোনও সীমারেখা নেই। এর সাথে আরো যোগ করা যায় - যার নয়নে যারে লাগে ভালো। আর যৌবনে পুরুষ মানুষের চোখে সব নারীই সুন্দর
দারুণ সব চোখের ছবির জন্য অনেক ধন্যবাদ প্রিয় আহমেদ জী এস ভাই। শুভেচ্ছা।
১৪| ১৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১৭
এইযেদুনিয়া বলেছেন: আমার চোখে সকলি শোভন
১৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আপনার চোখ দেখি আমারই চোখের মতোন।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুন, ২০২৩ রাত ১১:৩৯
ডঃ এম এ আলী বলেছেন:
এবার এই লেখার নীচে মন্তব্যে কিছু লিখবনা।
লেখাটি হতে মনে জমা ভাব নিয়ে আস্ত একটি
পোষ্ট দেয়ার প্রবল ইচ্ছে জাগছে । লেখা হলে
জানাব ,তখন এসে দেখে যাওয়ার দাওয়াত
রইল। দোয়া করবেন দেহ মনে যেন বল পাই।
শুভেচ্ছা রইল