নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

রক্তের রাগ

১৬ ই জুন, ২০২৩ রাত ৯:১৩

যে থাকবার, মাটির ডুয়ায় শ্যাওলা লেপ্টে থাকবার মতোই সে থেকে যায়; চলে যাবার জন্য যারা আসে, বৃষ্টির পানিতে যেভাবে ভেসে যায় উচ্ছিষ্ট পঙ্ক ও আবর্জনা, তারাও তেমনি বেহদিশ হারিয়ে যায়।

যে তোমাকে অকাতর ভক্তি এবং ভালোবাসা দিল, না চাইতেই – তার মান রাখতে শেখো। যে-পথ ভুলে যেতে হলো তোমাদের ভুলে, সে-পথে পুনর্বার পা ফেলি, এতটা হাস্যকর হতে নেই; ভুলের মাশুল নাকখতে শোধ দাও কড়ায়গণ্ডায়, বোশেখের তুমুল হর্ষে আবারও দেখা হবে নাগরদোলায়;

এবং
গোধূলির বালু ও অন্ধকারেরা শোনো, আগে নিজেকে চিনতে শেখো, তবেই
চিনতে পারবে আঁধারের গহনে অনাবিল সোনামুখি ভোর।
এ-কথা মনীষীরা বলেছেন অনেক অনেক কাল আগে।

নিজস্ব এমন একটা বৈশিষ্ট্য থাকা চাই যা তোমাকে আজীবন তোমার কাছে বড়ো করে রাখবে। আমার অভিমান... আমি তাকে সযত্নে লালন করি...
রাগ নয়, অনুরাগ নয়। সময় শ্যেন পাখি। গর্তে ঢুকে যাচ্ছি, কিংবা গহ্বরে। কেউ দেখে না, জানে না, বোঝে না। অভিমান... আমার সম্পদ। আমি তাকে সযত্নে লালন করি।

আমার রক্ত আমাকে শিখিয়েছে – স্বভাবজাত ঋজুরৈখিক, সত্যনিষ্ঠ একরোখা হতে;
কাউকে ধার ধারবার প্রয়োজন পড়ে না।

একদা কে যেন তাকিয়েছিল উঁচু করে ঘাড়, আর তীক্ষ্ণ করে দূষিত চোখ; আমি তাকে অক্রূর বৃদ্ধাঙুল দেখিয়েছিলাম। ওসব ঠুনকো কাঁচ, হালকা হাওয়ায় বেশুমার চুরমার।
আমার কাউকে ধার ধারবার প্রয়োজন পড়ে না; আমি ওভাবেই আকৈশোর তৈরি করেছি নিজেকে।

অতঃপর, চোখের মণিতে দৃষ্টি করো থির; দেখো, কোনো কলঙ্ক নেই;
দেখো, জ্বলজ্বল চোখ তার জ্বলে; নিরুদ্বেগ, পূর্বাপর অ-নতশির-
রক্তবীজ বীর্য বোনে অসীম সাহসীর।

২৯ এপ্রিল ২০১১ রাত ৩:১০

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২৩ রাত ৯:৩০

রাজীব নুর বলেছেন: এগুলো হচ্ছে আবেগের কথা। বাস্তব অবশ্যই অন্যরকম।

২| ১৬ ই জুন, ২০২৩ রাত ৯:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- শক্ত শব্দের চমৎকার গাথুনি।

১৬ ই জুন, ২০২৩ রাত ১০:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জলদস্যু ভাই।

৩| ১৬ ই জুন, ২০২৩ রাত ১০:২৪

কামাল১৮ বলেছেন: ভাবের কথা বলতে কোন তথ্য প্রমান লাগে না।

১৭ ই জুন, ২০২৩ বিকাল ৩:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

:)

কমেন্টের জন্য ধন্যবাদ কামাল ভাই।

৪| ১৬ ই জুন, ২০২৩ রাত ১০:৪৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: দারুণ হয়েছে অগ্রজ ! হৃদয়টা ভরে উঠল একদম এই কবিতা পড়ে !!

আজ থেকে প্রায় ৪ বছর আগে আমার এক সিনিয়রের সাথে বেশ সখ্যতা ছিল । তিনি ছিলেন মাওবাদী , এবং একজন ব্যর্থ প্রেমিক । ওনাকে আমি প্রায়ই বলতাম , " কমরেড , দ্রোহ আর প্রেম কী একসাথে যায় ? " উনি উত্তর দিতেন , " যায় , এবং দুটো একটির অপরটির সমার্থক । "

পরে এর প্রমাণ পেয়েছিলাম । আসলে দ্রোহের সাথে অহমিকার একটা সম্পর্ক থাকে , অহমিকা ছাড়া দ্রোহ অসম্ভব । আপনার কবিতায় অহমিকা ও দ্রোহের পূর্ণ প্রতিফলন দেখলাম । খুব পছন্দ হয়েছে এই কবিতাটা , প্রিয়তে থাকলো !!

১৭ ই জুন, ২০২৩ বিকাল ৫:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ৪ বছর আগে আপনার সিনিয়র বেশ জ্ঞানের কথাই বলেছিলেন আর আজ আপনি নিজে আরো বেশি জ্ঞানের কথা বললেন। এগুলো ভালো লক্ষণ। ভবিষ্যতে প্রেমিক ও বিপ্লবী কবি হবেন। রাশিফল বলে দিলুম।

৫| ১৭ ই জুন, ২০২৩ বিকাল ৫:৪৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ভবিষ্যতে প্রেমিক ও বিপ্লবী কবি হবেন। রাশিফল বলে দিলুম।

প্রেমিক হলেই যন্ত্রণা । এই যন্ত্রণা কেবল প্রেমিকই পায় প্রেমিকা পায় না !!

১৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


পৃথিবীর সকল প্রেমিক এক হইলে প্রেমিকরা আর একা এই যন্ত্রণা পাইত না।


তবে সিরিয়াসলি, ছোডোবেলা থেকেই দেখে আসছি, ছ্যাঁকা খায় শুধু ছেলেরা। সিনিয়রা ছ্যাঁকা খাইয়া দাঁড়ি রাখা শুরু করতো। কোনো আপাকে ছ্যাঁকা খাইয়া চুল ছেঁটে ফেলতে দেখি নাই :)

৬| ১৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৩০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: তবে সিরিয়াসলি, ছোডোবেলা থেকেই দেখে আসছি, ছ্যাঁকা খায় শুধু ছেলেরা। সিনিয়রা ছ্যাঁকা খাইয়া দাঁড়ি রাখা শুরু করতো। কোনো আপাকে ছ্যাঁকা খাইয়া চুল ছেঁটে ফেলতে দেখি নাই :)

এই থেকে আমার এক অনুজ সিদ্ধান্ত নিয়েছিল যে নারীদের মধ্যে কোন প্রেম নেই । আর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আসলে পুরুষ যদি প্রেমকে কবিতা দিয়ে ধরে না রাখতো তবে প্রেম বিলুপ্ত হত । প্রেম টিকেই আছে একমাত্র পুরুষের জন্য !!

পৃথিবীর সমস্ত প্রেমিক এক হবে না কোনদিন । কারণ পৃথিবীর সমস্ত প্রেমিক কারও না কারও স্বামী সুতরাং এক হলে তো স্ত্রীও যাবে ফায়দা কিছু হবে কী ? এদিকে স্বামী যখন , ঘাড়ের মাথার ওপর তো স্ত্রীর খড়গ ঝুলছে তাই না হাহাহাহাহা !!!

১৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পৃথিবীর সকল মজদুর এক হইয়া কত বিপ্লব সংঘটিত করলো, আর হালার ছ্যাঁকাগ্রস্ত প্রেমিকরা এক হইতে পারলো না, ব্যাপারটা খুবই লজ্জার জনক, এবং দুঃখের জনকও। একজন সাবেক প্রেমিক হিসাবে এ ব্যর্থতার দায়ভার আমার কাঁধেও বর্তায়।

কিছু পোস্টের লিংক আপনার কমেন্টের সূত্র ধরে রেফারেন্স হিসাবে এখানে রেখে দিলাম।

প্রেমিকাদের এই নিষ্ঠুরতা নিয়ে কবি বহু আগেই গাহিয়া গিয়াছেন - প্রিয় বান্ধবীদের বিয়ে হয়ে গেলে

কবি আরো গাহিয়াছেন - আমরা মেয়েদের কথা মনে রাখি, মেয়েরা ভুলে গেছে

শুধুই মেয়েদের কথা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.