নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

আমার বলার কিছু ছিল না

০৭ ই আগস্ট, ২০২৩ রাত ১১:২৮

হৈমন্তী শুক্লার কণ্ঠে এ গানটা শোনেন নি, গানপ্রিয় বাঙালিদের মধ্যে এমন মানুষ খুব কমই আছেন। এটা অনেক জনপ্রিয় একটা গান। সুর করেছিলেন মহান মান্না দে, লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। মাইকের যুগে এ গানটা তন্ময় হয়ে শুনতাম। ক্যাসেটের যুগে তো আরো বেশি করে যখন ইচ্ছে তখনই শুনেছি। এটা শুনতে যতটা সহজ মনে হয়, গাইতে গেলে ঠিক ততটাই কঠিন। সুরের ওঠা-নামা, কারুকার্য খুব বেশি। আমার ভালো লাগে গানটা। গাইতেও ভালো লাগে। গেয়েছি আমার মতো করে। আজীবন মেয়ে-কণ্ঠে শুনে আসা এ গানটা কোনো পুরুষ-কণ্ঠে না শুনে থাকলে এবার শুনে দেখতে পারেন, কেমন লাগে।

গত নভেম্বরে গাওয়া ও ইউটিউবে আপলোড করা হয়েছিল।

লিংক : আমার বলার কিছু ছিল না

অথবা নীচের লিংকে ক্লিক করুন।

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০২৩ রাত ১২:৩০

জ্যাক স্মিথ বলেছেন: বাহ!! আপনি তো ভালোই গান গান। :)

০৮ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আরে, আপনি এ গানটা শুনে ফেলেছেন!!! :) ধন্যবাদ মিস্টার জ্যাককে এ কাজটি করার জন্য :)

২| ০৮ ই আগস্ট, ২০২৩ রাত ১২:৩০

শায়মা বলেছেন: ভাইয়া এই গান আসলেই অনেক কঠিন একটা গান।

তারপরেও তুমি তো ভালোই গেয়েছো!!!!!!!!! আমি সত্যিই অবাক! তবে ছিলো না উচ্চারণ ঠিক করতে হবে। ছ আরও সুন্দর করে গাইতে হবে কিন্তু। ছিলো, কিছু, স্মৃতি প্রথম এই ওয়ার্ডগুলো ঠিক করতেই হবে। :)

০৮ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু গানটি শোনার জন্য এবং চুলচেরা সঠিক বিশ্লেষণের জন্য।

৩| ০৮ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৩৪

খায়রুল আহসান বলেছেন: খুবই সুন্দর গেয়েছেন, দরদ মাখা কণ্ঠ দিয়ে। তবে শায়মা'র উল্লেখ করা ত্রুটিগুলো আমারও কানে লেগেছে।

০৮ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্যার, আপনাকে এবং শায়মা আপুকে অনেক ধন্যবাদ এত মনোযোগ দিয়ে গানটি শোনার জন্য; নইলে এ উচ্চারণত্রুটি ধরা সম্ভব হতো না। শুভেচ্ছা রইল সব সময়ের জন্য।

৪| ০৮ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:১১

রাজীব নুর বলেছেন: আমি সপ্তাহে একদন গান শুনি সারাদিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.