নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি?

০৩ রা অক্টোবর, ২০২৩ রাত ৯:৫৩

আপনারা যারা এ পোস্টটি পড়ছেন, তাদের মধ্যে এমন কেউ কি আছেন, যারা কোনোদিন এ গানটি শোনেন নি? দৈবাৎ এমন কেউ থেকে থাকলে আমি অবশ্যই বলবো, আপনারা স্বর্ণ যুগের একটা অমর সঙ্গীতের সুর ও রস-আস্বাদন থেকে বঞ্চিত হয়েছেন। এ গানটি লিখেছেন এ বাংলার ২০ হাজার গানের রচয়িতা, সম্ভবত তিনিই সবচাইতে বেশি গানের লেখক - গাজী মাজহারুল আনোয়ার। গানটি সুর করেছেন আরেক মেধাবী ব্যক্তিত্ব, যার সুর মানেই হিট গান - সত্য সাহা। আর গানের শিল্পী? ব্যাখ্যা করা নিস্প্রয়োজন, যারা নিজেরাই একেকটা পূর্ণাঙ্গ অধ্যায় - মাহমুদুন্নবী ও আবিদা সুলতানা। এদের গাওয়া গানগুলো এ পোস্টে জুড়ে দেয়া হয়েছে।

এটি একটি ছায়াছবির গান - আলো তুমি আলেয়া (১৯৭৫)। শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক, নায়িকাসম্রাজ্ঞী ববিতা, সুলতানা, আনোয়ার হোসেন, প্রমুখ। ছবিটা পরিচালনা করেছিলেন দিলীপ সোম।

এটা রেডিও যুগের গান, যখন রেডিওই ছিল এসব গান শোনার মূল মাধ্যম - আর ছিল মাইকের রেকর্ড। গানটা আমিও অনেক গেয়েছি। এবার গেয়ে রেকর্ড করলাম, ইউটিউবে আপলোড করলাম। আমার গাওয়া গানের দুটো ভার্সন আছে, একটাতে খালি গলা, অর্থাৎ কোনো মিউজিক নেই। অন্যটিতে অল্প ভলিয়্যুমে বিট দেয়া আছে, আর ওটাকে 'কোরাস' করা হয়েছে। কোরাস মানে অনেকে গেয়েছি, তা না :) রেকর্ড করার জন্য আমি একটা গান একনাগাড়ে অনেকবার গাই। তার মধ্যে থেকে প্রতি সেগমেন্টের সেরা পার্টটুকু নেয়া হয় (আসলে গান কমপ্লিট করার পদ্ধতিই এটা)। আমি এ গানটার সেগমেন্টগুলো বাছাই করতে যেয়ে দেখি সবগুলোই ভালো লাগে, কোনোটাই ফেলে দিতে ইচ্ছে করে না, আবার সবগুলো সেগমেন্ট একসাথে বাজালে ওটা আবার নতুন একটা মেলোডি সৃষ্টি করে। পেয়ে গেলাম 'দ্য আইডিয়া' - কোনো ফেলাফেলি নেই, সব রেখে 'কোরাস' বানিয়ে ফেলো :) এভাবেই কোরাস ভার্সনটা তৈরি করলাম।

আমি সাত সাগর পাড়ি দিয়ে
কেন সৈকতে পড়ে আছি
কোন অশ্রুভেজা স্বপনে
মনে তাজমহল গড়েছি

আজ নেই যে গানে কোনো ছন্দ
হল রাগিণীর দ্বার চিরবন্ধ
স্মরণের আলেয়ারে আলো ভেবে
অন্ধকারে খুঁজে মরেছি,
সৈকতে পড়ে আছি

আজ নেই যে আগের সেই দৃষ্টি
এলো দুচোখে ব্যাথার ঝড় বৃষ্টি
জীবনের চাওয়াটাকে মুছে ফেলে
শূন্যটাকে আমি ধরেছি
সৈকতে পড়ে আছি

গানের লিংক :
আমি সাত সাগর পাড়ি দিয়ে - বিটসহ



আমি সাত সাগর পাড়ি দিয়ে - খালি গলায়




এবার শুনুন মাহমুদুন্নবীর কণ্ঠে : আমি সাত সাগর পাড়ি দিয়ে - মাহমুদুন্নবী




আবিদা সুলতানা




বাবার গানে বাবার মেয়ে।





মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০২৩ রাত ১০:১৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমারো একই প্রশ্ন।

০৩ রা অক্টোবর, ২০২৩ রাত ১১:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
:)

প্রিয় সনেট কবি, শুভেচ্ছা, আশা করি ভালো আছেন। হ্যাঁ, আমারও একই প্রশ্ন বটে :)

পোস্ট কি পড়েছেন, নাকি হেডিং পড়েই প্রশ্ন, জান্তেমুঞ্চাইতেছে :)

২| ০৪ ঠা অক্টোবর, ২০২৩ রাত ২:১২

জগতারন বলেছেন:
শুনলাম গানটি অনেকটা দিন পরে।
খুব ভাল লাগলো আমার।
১৯৭৫ সাল এই গানের শুটিং হয়েছিল ধানমন্ডি গভঃ বয়েজ হাই স্কুলের অডিটোরিয়ামে।
আমি তখন লালমাটিয়া হাউজিং সোসাইটি বয়েজ হাই স্কুলে ৯ম শ্রেণীতে পড়ি।
বন্ধু বাবলা ঐ স্কুলে ১০ম শ্রেণির ছাত্র, তারই আমন্ত্রনে এই গানের শুটিং দেখতে গিয়েছিলাম ঐ স্কুলে।
নায়ক রাজ্জাক এই গানটি টেপরেকর্ডার-এ বেজে উঠার সাথে সাথেই ঠোঁট মিলাতে অভিনয় করার সময়ে
অডিটোরিয়াম-এর দর্শকসকল পিছনের দিকে ক্যামেরার দিকে তাকাচ্ছিল।
এ রকম না করার জন্য পরিচালক-এর অনুরোধ করার পরও দর্শকস্রোতা ঐরকমভাবে তাকাচ্ছিল।
রাজ্জাক সাহেব বহুবার এই গানটির সাথে নিজের ঠোঁট মিলায়ে অভিনয় করেছিল।
সে-ই আমার জীবনে প্রথম কোন সিনেমার শুটিং দেখা।
পরে সিনেমাহলে এ ছায়াছবি দেখেছি কিন্তু দর্শদর্শক স্রোতার মাঝে আর আমার হদ্দিস খুঁজে পাইনি।

০৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ গানের শ্যুটিঙের সাথে আপনার জড়িত থাকার ইতিহাস জেনে খুবই ভালো লাগলো জগতারন ভাই। আপনার কমেন্টের এ লাইনটা পড়ে খুব মজা ও আনন্দ পেয়েছি :) পরে সিনেমাহলে এ ছায়াছবি দেখেছি কিন্তু দর্শদর্শক স্রোতার মাঝে আর আমার হদ্দিস খুঁজে পাইনি।

অভিজ্ঞতা শেয়ারিংসহ কমেন্টটির জন্য অনেক অনেক ধন্যবাদ।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩৬

শেরজা তপন বলেছেন: উনি আমার পছন্দের শিল্পী ছিলেন। এই গানটা বহু শুনেছি। কিন্তু ফাহমিদা নবীকে নিয়ে এত ত্যাক্তবিরক্ত হয়ে গিয়েছিলাম যে একসময় ওনার গান আর শুনতাম না।

০৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইন ফ্যাক্ট মাহমুদুন্নবী সবারই পছন্দের একজন শিল্পী। তবে, ফাহমিদা নবীকে নিয়ে আপনি এত ত্যক্ত বিরক্ত হয়ে গিয়েছিলেন কেন, তা জানার জন্য মনটা খুবই ব্যাকুল হইয়া উঠিল :)

৪| ০৪ ঠা অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭

বাকপ্রবাস বলেছেন: গানগুলো লেদাকালে নিয়ে যায়

০৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, আমিও গেদাকাল থেকেই গানগুলো শুনছি। ধন্যবাদ কমেন্টের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.