নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
আমার অনেক প্রিয় একটা গান। আসলে ভূপেন হাজারিকার কোন গানটা কার কাছে প্রিয় নয়, সেটা গবেষণা করে বের করার বিষয়। আমি গাওয়ার চেষ্টা করেছি। আমার আগের একটা পোস্টে জাদিদ ভাই আমার কণ্ঠে ভূপেন হাজারিকার ফ্লেভার পান বলে যে লজ্জা দিয়েছিলেন আর গেঁয়ো ভূত ওরফে মল্লিক ভাই তাতে সায় দিয়ে সেই লজ্জা আরো বাড়িয়ে দিয়েছিলেন, তা থেকেই মনে হলো - তা হলে হয়েই যাক ভূপেন হাজারিকার একটা গান ভূপেন হাজারিকার 'তোমরা গেইলে কি আসিবেন আমার মাহুত বন্ধু রে' গানটার আমি একটা বাংলাদেশীয় ভার্সন করেছিলাম ২০১৫ সালের দিকে। সেই আদি ভিডিওটি আর নাই, পরের দিকে আবার গেয়ে আপলোড করেছিলাম - গরুরে চরাও, গরুরে খাওয়াও। খালি গলায় গাওয়া গানটির লিংক দিয়ে দিলাম এখানে।
এবার কভার করলাম ভূপেন হাজারিকার 'কেঁদো না কেঁদো না তুমি আমার নতুন কন্যা' গানটি। গানটি কে লিখেছেন, কে সুর করেছেন তা আমি খুঁজে পাই নি। তবে, ইউটিউবে আপলোড করার পর একজন জানালেন, এটি রচনা ও সুর করেছেন স্বয়ং ভূপেন হাজারিকাই।
এটি একটি মানবিক গান। এক সৎ কিন্তু অসচ্ছল বাবা তার নবজাতক কন্যার উদ্দেশে কথাগুলো বলছেন। বাবাটি কোনো ধনীর দুলাল নন। বৈশ্বিক চাকচিক্য ও বিলাসিতা দেয়ার মতো সাধ্য তার নেই। তার সাধ্যের মধ্যে যা আছে, তাই তিনি কন্যাকে দিতে চান। গানের কথায়ই সেগুলো উল্লেখ আছে।
কেঁদো না কেঁদো না তুমি
আমার নতুন কন্যা
পাহাড় খুঁজে এনে দেব
কথা কওয়া ময়না ময়না
কেঁদো না কন্যা
পরের সোনা লুকিয়ে রাখার
শিক্ষা বাবা দেয় নি
পরের টাকায় ঝুলি ভরার
দীক্ষা আমি পাই নি
ধনীর দুলাল নই তো আমি
গড়িয়ে দেব গয়না
পাহাড় খুঁজে এনে দেব
কথা কওয়া ময়না ময়না
কেঁদো না কন্যা
বড়ো লোকের ঘরে তোমার
বিয়ে হলে কন্যা
বাক্স ভরা নকশা কাটা
পেতে অনেক গয়না
শুধু ভুলতে যদি চাও গো মেয়ে
পেটের ক্ষুধার যাতনা
শুনে আমি দিতে পারি পাংশ বধের
গাওনা গাওনা
কেঁদো না কন্যা
ধান চালের কালো বাজার
শিক্ষা গুরু দেয় নি
সরষে তেলে ভেজাল দিতে
আমায় কেউ শেখায় নি
শুনতে যদি চাও গো মেয়ে
শোনো গো ও ললনা
আগাল বাঁশের বাঁশির সুর
এই তো তোমার পাওনা পাওনা
কেঁদো না কন্যা
কথা ও সুর : জানা যায় নি। কেউ জানালে খুশি হবো।
মূল শিল্পী : ভূপেন হাজারিকা
মিউজিক ও কভার : খলিল মাহ্মুদ
গানের লিংক : কেঁদো না কেঁদো না তুমি আমার নতুন কন্যা
কেঁদো না কেঁদো না তুমি আমার নতুন কন্যা - কোরাস
কেঁদো না কেঁদো না তুমি আমার নতুন কন্যা - ভূপেন হাজারিকা
হস্তীরে চরান, হস্তীরে নড়ান - ভূপেন হাজারিকা। এ গানের একটা বাংলাদেশী ভার্সন করেছি আমি, যার লিংক উপরে দেয়া হয়েছে।
এ গানটি আগের পোস্টে শেয়ার করা হয়েছিল। But Alas!!! ঐ পোস্টটিতে আফগানদের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের জয়গাথা ছিল বলে ফোকাস চলে যায় ক্রিকেটে, গানটা থেকে যায় অবহেলিত। এবারও যে অ্যাটেনশন পাবে গানটা, সে কথা কিন্তু বলছি না
০৯ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো প্রশ্ন এবং ভালো পর্যবেক্ষণ।
আমার চ্যানেলটি পুরোনো গানের জন্য জনপ্রিয়। পুরোনো দিনের গান, নজরুল, রবীন্দ্র, লালন, পল্লী ইত্যাদি প্রায় সব ক্যাটাগরির সেরা গানগুলোর ১ম লাইন লিখে সার্চ দিলে যা উঠে আসবে, তাতে দেখবেন, আমার চ্যানেলের গানই বেশি। আমার চ্যানেল থেকে বুঝতে পেরেছি, মানুষ এখনো পুরোনো দিনের গানের খুবই ভক্ত।
তবে, এটা ঠিক, আমার সাবস্ক্রাইবারের সংখ্যানুযায়ী ভিউসংখ্যা অত বেশি না। সবচাইতে বেশি ভিউ পাওয়ান গানটির ভিউ হলো ৫.২১ মিলিয়ন - কতদিন দেখি নি তোমায়। ২য়টির ভিউ ৪.৫৬ মিলিয়ন - জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো। এই লিংকে ক্লিক করে দেখতে পারেন - বাকিগুলোর ভিউস।
এই পোস্টটা লিখেছিলাম ২৭ নভেম্বর ২০২০-এ, যখন আমার কোনো এক ভিডিওর হাইয়েস্ট ভিউ ছিল দেড় মিলিয়ন, যা এখন ৫ মিলিয়নের উপরে। প্রায় দেড় মিলিয়ন ভিউসংখ্যার ভিডিওটিসহ আমার ইউটিউব চ্যানেলের শীর্ষ ১৫টি মিউজিক ভিডিও
আচ্ছা, এবার মূল কথায় আসি। আমার সাবস্ক্রাইবারের সংখ্যা এত হওয়ার পরেও বর্তমানে ভিউসংখ্যা এত কম কেন? কারণ, এগুলো আমার নিজের লেখা ও সুর করা এবং নিজের গলায় গাওয়া গান। আমি কোনো পরিচিত ও জনপ্রিয় ফিগার না, কণ্ঠশিল্পীও না। এ অবস্থায় এর চাইতে বেশি ভিউ পাওয়া ভাগ্যের ব্যাপার এবং কাকতালীয় ব্যাপারও বটে
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। শুভেচ্ছা।
২| ০৯ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:৩৪
রাজীব নুর বলেছেন: মান্না দে আর ভূপেন এই দুজনের মধ্যে আপনি কাকে আগে রাখবেন?
৩| ০৯ ই অক্টোবর, ২০২৩ ভোর ৫:২৮
জগতারন বলেছেন:
এক সময়ে হাজারিকার গান অনেক ভালো লাগতো শুনতামও অনেক,
কিন্তু ভূপেন হাজারিকার-এর বিতর্কিত কিছু কর্মকান্ডের কারনে তাহার করা গান আর শুনি না।
০৯ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভূপেন হাজারিকার বিতর্কিত কর্মকাণ্ডের খবর অবশ্য আমার জানা নেই। তবে, নানা কারণে আমার বিরক্তির কারণ হয়েছেন, এমন দু-একজন শিল্পীর গান আমিও শোনা বন্ধ করে দিয়েছি। ভবিষ্যতে তাদের গান শুনবো কিনা জানি না।
কমেন্টের জন্য ধন্যবাদ জগতারন ভাই।
৪| ১০ ই অক্টোবর, ২০২৩ রাত ১:২৮
রাজীব নুর বলেছেন: ইদানিং আপনার পোষ্টে মন্তব্য অনেক কম হচ্ছে।
৫| ১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ৮:২১
জগতারন বলেছেন:
ভূপেন হাজারিকার বিতর্কিত কর্মকাণ্ডের খবর অবশ্য আমার জানা নেই। তবে, নানা কারণে আমার বিরক্তির কারণ হয়েছেন,
১) ভূপেন হাজারিকা অভিশপ্ত মৌল মোদী'র BJP -এর সমর্থন নিয়ে এম, এল এ, নাকি জানি কচু আর ঘেচু হয়ে
সে আসাম-এর নাগরিক মুসলমানদের সেখান থেকে বিতারনের সমর্থন দিয়েছিল।
২) আর বিবাহ বহির্ভুত ভাবে সারা জীবন এক মহিলার সাথে জীবন কাটীয়েছে।
আমি ঠিক জানিনা সেই ঘরে জা*রজ দুই একটা জন্ম দিয়েছিল কিনা,
নাকি সারা চার'কুরা না আটকুরা হয়েই কাটিয়েছ।
(স্বামী-স্ত্রী ছাড়া সিঙ্গেল জীবন; হাত, পা; চারখানা = চারকুরা
আর স্বামী স্ত্রী থাকিলে বা সঙ্গী বা সঙ্গীনী থাকিলে এক একজনের চার হাত-পা X ২ = আটকুরা।)
©somewhere in net ltd.
১| ০৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:৪২
ঋণাত্মক শূণ্য বলেছেন: বহুদিন ধরে আপনাকে একটা প্রশ্ন করবো ভাবি, করা হয় না।
আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার ১৩৭হাজার, মানে ১লক্ষ ৩৭ হাজার! কিন্তু ভিডিও গুলি প্রায়সই ১০০০ ভিউও পেতে চায় না, দু-একটা যা পায়, তা ২০০০ পার হয় না।
এমনটা কেন?