নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

আমরা ভাগ হয়ে যাচ্ছি; ভেঙে যাচ্ছি

১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:০৮

ব্লু নাইলের পশ্চিম তীর ধরে হাঁটতে হাঁটতে বুড়িগঙ্গার কথা মনে
পড়বার কারণ দেখি না। সূর্য ডুববার চার ঘণ্টা পরও
বাতাসের ভাঁপ বুকে এসে বিঁধলে নদীতে নাববার দুর্মর ইচ্ছেরা
পামর সংশয়ে ক্রমশ দমিত হতে থাকে। পদ্মা অথবা
মেঘনায় সাঁতার কেটেছি, আটলান্টিকের দুস্তর গহিনে ঢুকে গিয়ে
কোনোরকমে প্রাণ নিয়ে তীরে পৌঁছেছি। ইতিহাসের নীলনদ
টলটল পানির চাকচিক্যে যখন বুকের মহিমা দেখায়, আমার
বাড়তে থাকে লালসা, আর জীবনের কোন মুক্তো কোন সিন্ধুকে
লুকানো, সাধ হয় খুঁজে দেখি।

নদীর ইতিহাস তুমি কেন পড়ো আমি জানি না
দেশ বা জাতিতত্ত্বে গভীর আগ্রহ কেন জানা নেই
আমার ওষ্ঠে ওসবে স্বাদ নেই, কোনোকালে ছিল না
তোমার ঝলমলে হাসি ঝরে পড়ে বসুন্ধরার প্রত্যেক ফ্লোরে,
ইলেকট্রিক সিঁড়িতে
আফ্রা’র রঙিন বিতানে আমার তখন ভিজে ওঠে চোখ-
কতকাল দেখি না স্বদেশ

জন্ম থেকেই আবেয়ী জ্বলছে; এখন ছারখার।
সুরম্য খার্তুমের সুবিন্যস্ত পথঘাট ও নির্মল আলোকসজ্জা দেখে
কে বলবে- ৫৬ থেকে দেশটিতে দাবদাহ? অমায়িক
এবং শৃঙ্খলাপরায়ন, সৎ মানুষের উত্তর জনপদ আফসোসে
চাপড়ায় বুক- হায়, আমরা ভাগ হয়ে যাচ্ছি, ভেঙে যাচ্ছি আমরা।
হায় পাপেট জাতিসংঘ; জাতিসংঘবাহিনী!!

মানুষ ভুলে যায় নদী ও পাখিকে। ফুলের গন্ধ বাতাসে উঁবে যায়।
সম্পর্ক ভেঙে যাবার সঠিক উপমা পৃথিবীতে
হয়ত-বা নেই। কত সহজেই অতিশয় ভালো আছো নির্বিঘ্ন
গেরস্থালি আর নিরুদ্বিগ্ন সময়কে কবজ করে।

সাঁঝতারা খুব অবাক হয়েছে। তোমার উৎফুল্লতা, স্বতঃস্ফূর্ত
উচ্ছ্বাস, আর বারংবার ‘ঝেড়ে ফেলেছি ইতিহাস ও অতীত’
যেভাবে বলেছো, এবং ‘ভালো আছি খুব, এই হয়েছে ভালো’-
আমাকে এটুকু শান্তি দিয়েছে- আমার কখনো দায় ও দোষ ছিল না।
দক্ষিণে ভাগ হয়ে যাচ্ছে যুবা; ভাগ হয়ে যাচ্ছি আমরাও,
আমরাও ভেঙে যাচ্ছি।

এভাবেই মানুষ ও জনপদ ক্রমশ ভাগ হতে থাকে, টুকরো টুকরো করে
ভেঙে যেতে থাকে পৃথিবী, ভেঙে ভেঙে নিরন্তর
সরে যেতে থাকে; অনন্তর একদিন ভুলে যায় নদী ও পাখিকে;
এমনকি সত্তাকেও।

২৫ জুলাই ২০১০

মন্তব্য ৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:২৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অনেক দিন পর আপনার কবিতা পড়লাম ।

কোন মন্তব্য নেই । আপনি এই ব্লগের সবচেয়ে ঋদ্ধ একজন কবি । আপনার কবিতা নিয়ে অনেক প্রবন্ধ এই ব্লগেই আছে । মুগ্ধতা সব সময় আপনার কবিতায় নিবদ্ধ থাকে অবিরত !

ভালো থাকবেন অগ্রজ !!

২১ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পারিবারিক কারণে বেশ ব্যস্ততার মধ্যে আছি। খেলাধুলার ফলাফলেও মন খুব বিক্ষিপ্ত। চিত্তে মম শান্তি নেই, তাই ব্লগিঙেও মম মন বসে না :(

প্রথম কমেন্ট ও প্রথম লাইক-এ অনেক অনেক ধন্যবাদ। তবে, ঐ কথাটায় কিন্তু বিরাট লজ্জা পেয়েছি। ব্লগের ঋদ্ধ কবিরা আসলে এখন ব্লগে আর আসেন না। তাদের কাছে শেখার অনেক ছিল।

কবিতা নিয়ে আমার মনোভাব ও ভাবনাপ্রসূত বেশ কিছু পোস্ট আছে। সেগুলো অবশ্য ইউটিউব-যুগের আগেই বেশি লেখা হয়েছিল। গানে ডুবে যাওয়ার পর সাহিত্যে অনেক বিরতি পড়ে গেছে। তবে, মনের সুখই বড়ো সুখ, মন যা চায়, তাই করেই আনন্দ পাই।

কমেন্টে অনেক অনুপ্রাণিত হয়েছি, আপনার মতো প্রাণবন্ত ও উদ্দীপ্ত কবিরা আরো আসুক। কবিতার সুদিন আসবে ব্লগে।

শুভেচ্ছা।

২| ১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১:২৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

৩| ১৮ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:১৯

ক্লোন রাফা বলেছেন: এক কথায় অনবদ্য আপনার কবিতার বানী। হাডসন কিংবা টেমস নয় । আমাকে টানে বুড়িগঙ্গা , পদ্মা , মেঘনা যমুনা। আহা আমার স্বদেশ জন্মভুমি।কতদিন দেখা নেই তোমার সাথে আমার।
এস্কেলেটর কিংবা নিয়ন সাইনের উজ্জলতাও ম্রিয়মান মনে হয় কখনও কখনও স্বদেশের ঐ খোলা মার্কেটের কাছে। ঠিক বলেছেন জাতিসংঘ এখন শুধুই প্রহসনের সংঘ হয়ে গেছে।
ধন্যবাদ, সো.অ.ধু.বা.ছাই চিরাচরিত চমতকার কবিতার জন্য॥

২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মানুষ যে তার নিজ দেশকে কতখানি ভালোবাসে এবং স্বদেশের জন্য মনটা যে কীরকম হুহু করে সর্বদা কাঁদে, তা শুধু বিদেশে গেলেই বুঝতে পারে (কিছু কঠিন-হৃদয় মানুষ ছাড়া)। আমি অল্প কয়েকবার বিদেশে গেছি, খুব দীর্ঘ সময়ের জন্য থাকি নি, কিন্তু আমার মন ছটফট করতো সবসময়, কতদিনে দেশে ফিরে আসবো, এদেশের আকাশ, মাটি, পাহাড়, মানুষ দেখবো। যেদিন বিমানবন্দরে বিমান নামতো, ধৈর্য ধরে রাখা কষ্ট হতো, ইচ্ছে হতো, এক লাফে অতিজলদি মাটিতে নেমে পড়ি।

আপনার কমেন্টটা ভালো লেগেছে, আমাকে আবেগে আপ্লুত করেছে এবং মন ছুঁয়ে গেছে আমার। অনেক ধন্যবাদ এ সুন্দর কমেন্টটির জন্য।

৪| ১৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

১৯ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই।

৫| ২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক দিন পর আপনার কবিতা পাঠ করলাম। “এভাবেই মানুষ ও জনপদ ক্রমশ ভাগ হতে থাকে, টুকরো টুকরো করে”-----অসাধারণ একটি লাইন।
শুভকামনা রইলো কবি।

২৮ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপু, কমেন্ট আগেই দেখেছিলাম, কিন্তু তখন রিপ্লাই দেয়ার মতো অবস্থায় ছিলাম না। দুঃখিত।

অনেক অনেক ধন্যবাদ একটা লাইন উদ্ধৃতিসহ কমেন্ট করার জন্য। শুভেচ্ছা নিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.