নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

ছড়া

২৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪

যেদিকে তাকাই শব্দরা ওড়ে
ছড়ার কণারা ঝাঁকে ঝাঁকে
পাহাড়ের খাঁজে আকাশে ভূ-তলে
মেঘ ও নদীর বাঁকে বাঁকে

আমাদের গাঁয়ে তোমার শহরে
বাগানে, বাড়ির ছাদটাতে
ছড়ারা বিষম কুসুম ফোটায়
চাঁদ ঝলমল রাতটাতে

ফসলের মাঠে ঢেউয়ের বাতাসে
পাখিদের গানে গাছে গাছে
লাঙল জোয়ালে কৃষকের মুখে
ছড়াদের ফুল ফুটে আছে

ছড়া হয় রোজ ছাত্র মজুর
ঘাতক যানের সংঘাতে
কাঁটাতারে কত ছড়া ঝুলে থাকে
মাখিয়ে লোহিত রঙ তাতে

ঘাটে বন্দরে রাস্তার ধারে
ইস্টিশানের বস্তিতে
কত না করুণ ছড়ার ধ্বনিরা
ঘুমায় কপট স্বস্তিতে

কঙ্কালসার মাঝির দু হাতে
ছড়া জেগে ওঠে কেঁপে কেঁপে
রিকশাঅলাও রোজ ছড়া বোনে
প্যাডেলেতে পা চেপে চেপে

আরো কত ছড়া ছোটাছুটি করে
লাখো শ্রমিকের ঘাম বেয়ে
বাবার ওষ্ঠে ছড়া হেসে ওঠে
মৃত কন্যার দাম পেয়ে

বিধবা মায়ের কাফনে ছড়ারা
গুমরে গুমরে শ্বাস ফেলে
জঠরে যাদের ধরেছিল, তারা
গিয়েছে মায়ের লাশ ফেলে

আমার ছড়ার মানে নেই কোনো
কেন মানে খোঁজো সবখানে?
তাদের জন্য আমি ছড়া লিখি
যারা খুঁজে নেবে এর মানে।

তারা খুঁজে নেবে ছত্রে ছত্রে
গাঁথা ইতিহাস-কথকতা
তারা বিপ্লবী, তারা পৃথিবীতে
গড়বে মহান মানবতা।

১৪ সেপ্টেম্বর ২০১৮

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮

সৈয়দ কুতুব বলেছেন: আপনি এবং ব্লগার জটিল অনেক বুঝদার মানুষ; লিখেন ও ভালো আপনারা।

২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

:)

ছড়া পাঠ ও কমেন্টের জন্য অনেক ধন্যবাদ সৈয়দ কুতুব ভাই। শুভেচ্ছা।

২| ২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:২২

সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর ভালো লাগলো

২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ সাইফুলসাইফসাই ভাই ছড়াটি পড়ার জন্য। শুভেচ্ছা।

৩| ২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:২৪

এসো চিন্তা করি বলেছেন: ভালো লিখেছেন ভাই

২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে ধন্যবাদ ছড়াটি পড়ার জন্য। শুভেচ্ছা।

৪| ২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৫৭

মেহবুবা বলেছেন: ছয় বছর আগের ছড়া? সমসাময়িক শব্দের খেলা।

৩০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা দেখে খুবই ভালো লাগলো আপু যে, আপনি এ ছড়ার রচনাকালটা লক্ষ করেছেন। আমার প্রতিটা লেখার নীচে রচনার তারিখ উল্লেখ করি। রচনাকাল একটা রচনাকে বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ ছড়ায় সমসাময়িক অনেক ঘটনা লুকিয়ে আছে।

অনেক ধন্যবাদ পাঠ ও কমেন্টের জন্য।

৫| ৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৭

রাজীব নুর বলেছেন: ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.