![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধকার পথে আলোর হাতছানি একমাত্র পতঙ্গ কেই লোভী করতে পারে !!! আমি মানুষ । সুতরাং লোভী হওয়া আমার কাজ নয় ।
ভালোবাসি !!! ভালোবাসা শুধু জীবে হয়না । মাঝে মাঝে নিজের কাজকেও মানুষ অসম্ভব ভালোবাসে । আমি ভালোবাসি বলে যে স্বীকারোক্তি দিলাম ? সেই ভালোবাসা আমার একটা নেশার প্রতি । নেশার নাম ভালোবাসা । ভালোবাসার নাম মেহেদী ।
মেহেদী । উপমহাদেশের বিয়েতে মেয়েদের সাজের অন্যতম একটা উপকরণ । এখন তো শুধু বিয়ে না সব ধরণের পর্বণে মেয়েদের হাতে মেহেদী ছাড়া থাকবে ভাবা যায় না !!!!!!!!!!
বরাবর আমার স্মৃতিশক্তি অনেক কম । তথাপি ছোটবেলার কথা যতটা মনে পড়ে ঈদের আগের দিন মানে যাকে এখনো চান রাত বলি ♥ সেদিন বিকালে পাড়ায় পাড়ায় ছোট ছেলেমেয়েদের মেহেদী পাতা ছেঁড়ার ধুম লেগে যেতো । আমি মনে হয় মেহেদী না বলতাম মেন্দি । মেন্দি শবটাই বেশি ভালো লাগে । যে বাড়িতে মেহেদী গাছ থাকতো তাদের দামটাই আলাদা । সবাই সেই বাড়ির ছেলে মেয়েদের সাথে সখ্যতা রাখতো অন্তত ঈদের কয় একটা দিন !
আমাদের বাসায় মেহেদী গাছ ছিল না ! এমন না যে জায়গার অভাব ! আসলে গাছ টিকতো না । লাগালেই মরে যেত ।
সেই মেহেদী বাটা নিয়েও ঝামেলা !!! হাত লাল হয়ে যাবার ভয়ে বাটতে চাইতাম না । কোন ঈদে যদি এই দায়িত্ব পড়তো তাহলে আগে কেঁদে চোখ লাল করতাম ।
তারপর হাতের উপর পলিথিন মুড়িয়ে দিতাম বাটা । তারপরেও কিভাবে যেন ডান হাত লাল হয়েই যাইতো । এই দুঃখ রাখার জায়গা আর পাইতাম না ।
তারপর আসতো সেই কাঙ্ক্ষিত সন্ধ্যা বেলা । বাটা মেহেদী কাঠির আগায় নিয়ে নিয়ে নকশা বানায় দিত আপু । কিন্তু আমার সব সময় মনে হইতো আপু আমার থেকে আমার বোন আর পাশের বাড়ির ডিনা নামের মেয়েটাকে বেশি সুন্দর করে মেহেদী দিয়ে দিতো !!!
সেই নকশা গুলো এখন কেন জানি বেশি ভালো লাগে । মাঝে মাঝে সময় পেলে দেই কিন্তু মনে হয় আপু বেশি সুন্দর করে দিয়ে দিত ।
তারপর বাজারে এলো টিউব মেহেদী । সত্যি কথা বলতে কি বিনা পয়সায় পাশের বাড়ি থেকে যা এনে হাত রাঙ্গানো যায় তা টাকা খরচ করে কিনে আনবো ভেবে প্রথম দিকে ওইসব মেহেদীর দিকে ফিরেও তাকাতাম না । কারো হাতে টিউব মেহেদীর করা নকশা দেখলে বলতাম, ''তোমার টা মেহেদী না রং । আমার টা মেহেদী । রং দিয়ে সুন্দর করে আঁকা যায়। মেহেদী দিয়ে একে দেখাও । ''
তারপরেও না এক ঈদে লোভ সামলাতে পারলাম না কিনে ফেললাম একটা টিউব । পাশের বাসার এক আপু আমাদের সবাইকে মেহেদী লাগায় দিলো । এইখানেও আমার সেই চিরাচরিত সন্দেহ 'অন্যদের হাতের টা বেশি সুন্দর !
'' এরকম এক ঈদে দিয়ে দেওয়ার পর পরের ঈদে আপুর কাছে গেলাম । কিন্তু আসলে ঈদের আগের দিন বাড়ির মেয়েদের অনেক কাজ থাকে । তো আপু বললো একটু পরে এসো ।
এরকম ৩বার গেলাম কিন্তু আপুর কাজ তো শেষ হয়না । আমি ভাব্লাম আপু পারে বলে ভাব নিচ্ছেন
রাগে দুঃখে নিজের হাতে নিজে নকশা করলাম !!! নকশা ছিলো কি জানেন ??? বাংলা বর্ণমালা ।
পারি না কিছু তার মাঝে বাংলা বর্ণমালা আমার পারা সবচেয়ে সুন্দর নকশা ছিলো ।
তখন আমাদের ক্যামেরা ছিলো না ! থাকলে এখন ছবিটা আপলোড দিতাম ! আফসোস !!!
সেই শুরু । মেহেদীর জন্য কেমন জানি নেশা এসে গেলো ।
মেহেদী হয়ে গেলো আমার তুলি আর হাত হয়ে গেলো ক্যানভাস । ♥♥♥ একদিন মনে কষ্ট আর রাগ নিয়ে একা একা যা করা শুরু করেছিলাম তার জন্য সেই পিচ্চি শিরিনের কাছে আমি কৃতজ্ঞ । অমনভাবে রাগ না হলে এখনো ঈদে বা অন্য কোন অনুষ্ঠানে হাতে মেহেদী দিতে হয়তো কারো না কারো পিছে ছুটতে হতো ।
:-& কিন্তু ওই একদিনের রাগের জন্য এখন অনেকে আমার কাছে আসে মেহেদী দিতে ।
মেহেদী আমার কাছে একটা নেশার নাম । খুব মন খারাপ হলে মেহেদী দিয়ে নকশা করা শুরু করি কখন যে মন ভালো হয়ে যায় ।
মেহেদীর নকশা নিয়ে গবেষণা করতে আমার অসাধারণ ভালো লাগে । কখনো মেহেদী দিয়ে তৈরি করি নকশি কাঁথা-
কখনো মেহেদী দিয়ে হয়ে যায় ফুলের বাগান -
মেহেদী কখনো জল্পদ্মের ছায়া -
কখনো না মুয়ুরের কায়া- ইশ !!! মেহেদী যে কি আমার কাছে আমি জানি । যেন কল্পনাকে এক নিমেষে কারো হাতে একে দেয়া ।
মেহেদী অনেকে পছন্দ করে না । বিশেষ করে ছেলেরা । আমার তাতে আফসোস নাই বরং খুশি লাগে। ছেলেরা পছন্দ করলে তারাও হাতে দেয়া শুরু করতো ।
তখন হয়তো ভাগেই পেতাম না। তারপর মেহেদী নিয়েও অধিকার আন্দোলন করা লাগ্লে ???
কখনো ভেবে দেখেছেন ? হাত ভর্তি মেহেদীর নকশার মাঝে নতুন বৌয়ের স্বপ্নের কতটা রেখা আঁকা থাকে ? নতুন বৌয়ের হাতের মেহেদী উফ !!! অসম্ভব সুন্দর একটা জিনিস । আচ্ছা হাতে মেহেদী ছাড়া বৌ ভাবা যায় ??? আমি হাত ভর্তি করে মেহেদী পরিয়ে দিয়েছিলাম কয়েক জন বৌকে ।
কিন্তু হায় আমার বিয়েতে কে আমার হাতে মেহেদী পরায় দিবে ???
:-&
মেহেদী নিয়ে বলতে থাকলে আমার কথা কখনো ফুরায় না । এমন হইছে যে নিজের হাতে মেহেদী আছে । কাউকে পাচ্ছি না কিন্তু খুব নকশা করতে ইচ্ছা করতাছে তখন কি করি বলি শুনেন । পুরাতন সিডির ডিস্ক কাজে লাগায় দেই ।
হাতের বদলে ডিস্কেই নকশা করি ।
থাক থাক আর লেখা বাড়াবো না । শেষের আগে আমার আরও কিছু আঁকা ।
*** আমি ছবি ব্লগ বানাতে পারতাম না । একসাথে একাধিক ছবি দিয়ে ব্লগ লেখার এই ক্ষমতা শিখিয়েছেন নীল দর্পণ আপু, আশিক মাসুম ভাইয়া আর অচিন আলো ভাইয়া । কৃতজ্ঞ
আর ছবি ব্লগ হেল্প পোস্টে যারা হেল্প করছেন কিন্তু আমার বোকামির জন্য বুঝি নাই এই পোস্টটা তাদের জন্য ।
-banglar_hasan
-বোকামন
-আমি বাঁধনহারা
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:৫০
ফারজানা শিরিন বলেছেন: আমি আজ পর্যন্ত পয়সা নেই নাই ভাইয়া । অনেক সময় মেহেদী নিজের টাকায় কিনে দেই । আল্লাহ্র দেয়া গুণ । অভাব না হলে ইনশাহআল্লাহ্ এইভাবেই দিতে চাই । আপুর দেয়া নকশা আমাকে দেখাবেন প্লীজ ???
২| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:৫১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ছবি আপলোড হয়েছে। অসাধারণ!!!!!!!!!!!!!!!!
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:০১
ফারজানা শিরিন বলেছেন: হু । আমি অসাধারণ ছাত্রি ।
ধন্যবাদ আপু
৩| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:৫১
শিরনামহিনা বলেছেন: ভালো লাগলো দেখে, চালিয়ে যান।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:০৩
ফারজানা শিরিন বলেছেন: জি । ছবিগুলো দেখার জন্য ধন্যবাদ ।
৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৪১
তুষার বর্ষন বলেছেন: হাতের কাজগুলো চমত্কার .. হেব্বি সুন্দর
০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:৫৯
ফারজানা শিরিন বলেছেন:
৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১০:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
:!> :!> :!> :#> :#> :#>
০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:০০
ফারজানা শিরিন বলেছেন:
:`> :`> :`>
৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:৫০
সাধারণ মুসলমান বলেছেন: আমার বউ বলল আপনারগুলো অনেক বেশি সুন্দর।
০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:০১
ফারজানা শিরিন বলেছেন: আপুকে ধন্যবাদ যে সেও সময় করে দেখছে !!!
৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:২০
অদ্বিতীয়া আমি বলেছেন: আপু আপনার সাথে আমার মিল আছে । আমিও অনেক মেহেদী দিতে ভালবাসি , আমার হাতে প্রায় সব সময় ই মেহেদী থাকে ।
রং মিলিয়ে যাবার আগেই আবার দেই , যখন মন ভাল থাকেনা তখন ও দেই......দিয়ে দিয়ে আপনার মত ছবি ও তুলি ......
কিন্তু আপনার গুলো বেশি সুন্দর । মুগ্ধ করা ।আপনাকে কাছে পেলে আব্দার করে বসতাম , দিয়ে দেয়ার জন্য
।
প্রিয়তে নিলাম ।আপনার মত করে দিব ।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:১০
ফারজানা শিরিন বলেছেন: ♥♥♥ আপনার গুলো কেমন হয় তার বিচার করবো আমরা । আপনি না !!! এখনো ব্লগে ছবি আপলোড না দিয়ে থাকলে আপলোড দেন । আর আপলোড দিলে তো আমি এখনি গিয়ে দেখবো
ধন্যবাদ । দোয়া করি আমার চেয়ে ভালো দেন । মানে আমার বিয়েতে বুঝেন তো ?
৮| ০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৪৫
মিষ্টি মেয়ে বলেছেন: মেহেদী পরতে আমার অনেক ভালো লাগে। ছোটবেলায় মেহেদী না পরলে তো ঈদের মজাই হতো না।
০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১২
ফারজানা শিরিন বলেছেন: এখন তো আমার কাছে ঈদ মানে মেহেদী দেয়া আর খানা পিনা করা । আর কোন আনন্দ নাই !!!
৯| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৬
গজ-কচ্ছপ বলেছেন: আপু ৫/৭ বছর পর আমার বৌ-এর হাতে কিছু ডিজাইন করে দিয়েন।
০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫০
ফারজানা শিরিন বলেছেন: ওরে !!! নিমন্ত্রণ পেয়ে গেলাম !!! রাজি ।
১০| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৬
অদ্বিতীয়া আমি বলেছেন: আপু আমি তো বেশি সুন্দর দিতে পারিনা , তারপর আপনার বিয়ের মেহেদী যদি পচা হয়ে যায়? প্র্যাকটিস করতে হবে , বুঝতে পাড়ছি , বিয়ের দাওয়াত ও ফ্রি পাব
আর ঠিক আছে কোন একদিন মেহেদী ছবি ব্লগ দিব , কিন্তু এখন এখানেই দেখাচ্ছি আমার দেয়া মেহেদি .....
কিন্তু আপু একটা প্রশ্ন , ছবিতে আপনি কোন ব্র্যান্ড এর টিউব মেহেদী দিচ্ছেন ?আমি আলমাস ছাড়া অন্য গুলো দিতে পারি না , এখন যেগুলো কয়েক মিনিটে রং হয় , দিতে গেলে কেমন জানি রং ছড়িয়ে যায় ।
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৮
ফারজানা শিরিন বলেছেন: আমি যখন যেটা পাই । আলমাস আমার হাতে একদম রং হয়না ।
তাই মমতাজ দিয়ে কাজ চালাই আপাতত ।
১১| ০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
অদ্বিতীয়া আমি বলেছেন: ১
২
৩
৪
আপু এই যে মেহেদি , ছবির মেমরি কার্ড টা পাচ্ছি না , তাই আপাতত এই কয়েকটা দিলাম ,ভাল দিতে পারিনা সেত আগেই বলেছি .....
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪১
ফারজানা শিরিন বলেছেন: ১ নং দিবো ।
অনেক বেশি পছন্দ হইছে ওইটা । মাশআল্লাহ্ ।
আরও দেখার অপেক্ষায় থাকলাম ।
১২| ০৬ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৫১
আশিক মাসুম বলেছেন: আপনার পোষ্ট আমার ছোট বোনটা দেখলে বলতো ভাইয়া প্লীজ প্রিয়তে রাখ
০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
ফারজানা শিরিন বলেছেন:
১৩| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৮
গজ-কচ্ছপ বলেছেন: গিফট আনতে ভুলে যাবেন না যেনো।
০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
ফারজানা শিরিন বলেছেন: ওই যে হাত ভর্তি মেন্দি থাকবো !!! গিফটু ধরবে কে ???
১৪| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৩
শুকনোপাতা০০৭ বলেছেন: খুব সুন্দর.. আপনি তো খুব সুন্দর ডিজাইন করেন
০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
ফারজানা শিরিন বলেছেন: ভালো লাগছে দেখে ভালো লাগলো ।
১৫| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:২০
একজন আরমান বলেছেন:
ভালো লাগলো।
তবে আগ্রহ নেই।
যদিও ২/১ বার হাতে লাগিয়েছিলাম, তাও পিচ্চি কাজিনদের রিকোয়েস্টে। মেহেদির গন্ধই খুব উৎকট লাগে আমার কাছে।
০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
ফারজানা শিরিন বলেছেন: মেহেদী অনেকে পছন্দ করে না । বিশেষ করে ছেলেরা । আমার তাতে আফসোস নাই বরং খুশি লাগে। ছেলেরা পছন্দ করলে তারাও হাতে দেয়া শুরু করতো । :-* তখন হয়তো ভাগেই পেতাম না। তারপর মেহেদী নিয়েও অধিকার আন্দোলন করা লাগ্লে ??? /
> ভাইয়া এই কথাগুলা আপনার জন্যই !!!!!!!!!!!
১৬| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: sundor post khuv valo legechhey ........mehedi meyeder hatey onek nice ...cheleder raf and taf chachachhulai valo
০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
ফারজানা শিরিন বলেছেন: হ্যাঁ । মেহেদী আসলেই মেয়েদের ভালো লাগে ।
..cheleder raf and taf chachachhulai valo । একমত ।
১৭| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই প্রথম কোন পোস্টে না পড়েই কমেন্ট করলাম । সব পোস্ট পড়ে তবেই কমেন্ট করবো ইনশাআল্লাহ্ ।
১৮| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ২:০৮
কালো যাদু বলেছেন: অসাধারন সুন্দর দু’খান মেহেদি রাঙ্গা হাতের দেখা পেলাম।
০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
ফারজানা শিরিন বলেছেন: মেহেদী দিবেন নাকি ?
১৯| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমিও ছিলাম অগা বগা টাইফের একজন আল্পনা শিল্পী । শুধু মেহদী এঁকে দেয়ার জন্য কতযে বিয়ের দাওয়াত পেতাম ! আহ !
নস্টালজিক হলাম ।
তবে আপনার তুলনায় আমি ছিলাম নস্যি । মেহদীর আল্পনাচ্চলে আপনার অসাধারণ শিল্প কর্ম দেখে আমি মুগ্ধ ।
একবার এক ভাবী মেহদী লাগিয়ে দেয়ার আবদার করল ।তখন ছিল বাটা মেহদীর দিন । টিউব তখনো আসেনি । দুষ্টুমি করে কলা পাতায় গোবর নিয়ে নারিকেল পাতার শলা দিয়ে ভাবীর হাতে আল্পনা এঁকে দিয়েছিলাম । রাত্রিকাল । রঙ হওয়ার অপেক্ষায় থেকে থেকে বেচারনি ঘুমিয়ে পড়েছে ।তাতে সব গোবর বিছানায় মাখামাখি । প্রতারিত হয়ে সকালে ভাবীর সেকি কান্না । এখনো মনে পড়লে অনুতপ্ত হই ।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:০১
ফারজানা শিরিন বলেছেন: আপনি মেহেদী দিতে পারেন পড়ে চিন্তা করতেছিলাম আমার দান হাতে লাগায় দিতে বলবো !!!
কিন্তু পরে চিন্তা বাদ দিলাম। আপনাকে কষ্ট দেয়া ঠিক হবে না ভাইয়া !!! B:-) B:-)
২০| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৬
একজন আরমান বলেছেন:
ভাইয়া এই কথাগুলা আপনার জন্যই !!
মানে কি?
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৯
ফারজানা শিরিন বলেছেন: যারা বলে মেহেদী বেশি লাইক করে না । মেহেদির গন্ধই খুব উৎকট লাগে আপনার কাছে !!!!!!!!!!!!!
আমার তো ভালা লাগে !!!!!!!! এর জন্য বলছি ।
আপনার মত যারা মেহেদীর একটু দোষ ধরবে তাদের সবার জন্য ।
২১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৯
একজন আরমান বলেছেন:
হুম। বুঝলাম।
আমার বাসায় এই জিনিসটার আগমন দেখি নি কোনকালেই।
ছোটবেলা কালে ভদ্রে আম্মা তার হাতে লাগাতো। তখন টিউবও ছিল না এখনকার মতো। তাই কেমিক্যালের গন্ধও ছিল না।
আর এখন সবই ক্যামিকেল !
তাই এইটার গন্ধও অনেক উৎকট।
দেখা যাক বিয়ে করলে আমার বউ আবার মেহেদির পাগল হয় কিনা !তখন তো বাধ্য হয়েই সহ্য করতে হবে !
তবে লাগলে তখন সত্যি মেহেদি পাতা নিয়ে আসবো।
১০ ই মার্চ, ২০১৩ সকাল ৭:২১
ফারজানা শিরিন বলেছেন: হু !!! কেমিক্যাল গুলাই দিতে হয় আমার !!! তা না হলে নকশা করা যায় না যে !!!?
দুয়া দিলাম । ভাবির পছন্দের হলে আপনি গন্ধ সহ্য করা শিখে যাবেন । অবশ্য তার হাতের রং দেখলে মন এমনি ভালা হয়ে যাবে ।
২২| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৪
শায়মা বলেছেন: অনেক সুন্দর!!!
১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৭
ফারজানা শিরিন বলেছেন: আমার মাঝে বিখ্যাত হবার গুনাবলি থাকা সত্ত্বেও ... সিরিজ ২টা অনেক ভালো লাগছে । আর লিখেন নাই কেন ???
২৩| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:১০
টানিম বলেছেন: সুন্দর হাত তার উপর সুন্দর মেহেদী । ভালো ।
১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৫
ফারজানা শিরিন বলেছেন: ধন্যবাদ ।
২৪| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৮
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ছবির ফাঁকে ফাঁকে কথাগুলো চমৎকার লেগেছে!!! পোস্টে ভালো লাগা+++++
১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৬
ফারজানা শিরিন বলেছেন: কেউ একজন পেলাম লেখা পড়ছে !!! ধন্যবাদ ।
২৫| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৭
অদ্বিতীয়া আমি বলেছেন:
আমিতো ভেবেছি , আমার মেহেদী দেখলে দিতেই চাইবেন না । এমন সুন্দর পোস্ট আরও শেয়ার করবেন , সুন্দর সুন্দর মেহেদী আরও দেখতে পাব ।
১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৯
ফারজানা শিরিন বলেছেন: সব প্রতিভাবানরা এত লাজুক হয় কেন ???
আমি ছাড়া । :প
২৬| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৮
এরিস বলেছেন: বাহ। আলপনার নাম ও দিয়েছেন..!! চমৎকার..!! আপনার উপস্থাপনা এবং নকশা দুটোই।
আমিও মেহেদী পরিয়ে দেই। তবে নিজে পছন্দ করিনা, কারণ মানুষ পছন্দ করলেও নিজের নকশাগুলোকে কেঁচো ছাড়া আর ভালো কিছু মনে হয়না। পাবলিক বোকা হইতে পারে, কিন্ত আমি তো চালাক, তাই হাতে কেঁচো পরি না। আপনি রাজি হইলে আপনার সামনে হাত দুটো দিয়ে বসে থাকতে রাজি আছি আপু :#>
১১ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫০
ফারজানা শিরিন বলেছেন: শেষ লাইন পড়ে দাঁতগুলো সব বিকশিত হয়ে গেছে আমার । তারমানে আমি রাজি ।
কিন্তু প্রথম দিকে পইড়া তো চোখ গুল্লা গুল্লা হয়ে গিয়েছিলো !!! মেহেদী পছন্দ করেনা যারা তাদের সাথে আমার আবার বিরাট ক্যাচাল হয় । বেঁচে গালাম ।
২৭| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫
এরিস বলেছেন: মেহেন্দি আমিও পছন্দ করিনারে বইন। গন্ধ লাগে। খালি মাইনশেরে লাগাই।
আপনি অতো সুন্দর করে পরিয়ে দিলে tatoo'র মতো করে কেটে কেটে বসিয়ে দেবো। যেন আর বাকি জীবনেও না উঠে। আরও বেশি বেশি পপুলার হয়ে গেলে যদি লাগায়ে দিতে না চান, তাই।
১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
ফারজানা শিরিন বলেছেন: কয় কি ??? মেহেদী শুকানোর পড় উঠিয়ে হাত পানিতে ধোয়ার পর যে ঘ্রাণ আসে তার কাছে পারফিউম পরাজিত !!! (রাগ করুম কিনা বুঝে উঠতে পারছি না)
যারা পপুলার বানাইলো তাদের ভুলে যাবো ??? ক্যামনে কি !!!!!!!!!!!!!!!!!!!!!
২৮| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২০
নীল-দর্পণ বলেছেন: মানুষ কিভাবে এত সুন্দর করে মেহেদী দিতে পারে !!
এক ঈদে সামান্য তিক্ত একটা অভিজ্ঞতার পরে আর কারো কাছে যাইনা। নিজেও ভাল দিতে পারিনা। তাই মেহেদী দেয়া এখন আর ভাল লাগেনা
১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৭
ফারজানা শিরিন বলেছেন: কে বলছে পারেন না ? আমাকে দেখান । আমি ডান হাতে লাগানোর মানুষ খুঁজি । একজন পাইছি । লিস্টে কয় একজন থাকা ভালো ।
২৯| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৮
গোলাপ বলেছেন: বাহ! এত সুন্দর
এর পরের বার মেহেদী দিতে চাইলে পোষ্ট টা নিয়ে বসতে হবে। চেষ্টা করে দেখবো পারি কিনা
১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৮
ফারজানা শিরিন বলেছেন: অবশ্যই পারবেন এবং এর চেয়ে ভালো পারবেন । তয় ফিশ দিবেন কইলাম । ফিস হইলো আপনার হাতের ছবিখানা মেন্দি সহ আমাকে দেখাইবেন । প্লিইইইইইইইইইইইইইইজ ।
৩০| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪২
সায়েম মুন বলেছেন: হেনাময় পোস্ট সুন্দর লাগলো।
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৬
ফারজানা শিরিন বলেছেন: ঃ )
৩১| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৭
শান্তা273 বলেছেন: আপু আমার হাতে একটা নকশা করে দিতে হবে কিন্তু!
পোস্টে ভালোলাগা।
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৪
ফারজানা শিরিন বলেছেন: রাজি । চলে আসুন আমার ঠিকানায় ।
৩২| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পোষ্ট স্বীয় ভগ্নিদের উৎসর্গ করলাম। আশা করি ভালো আছেন।
০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৬
ফারজানা শিরিন বলেছেন: জী । আলহামদুলিল্লাহ্ ।
৩৩| ১৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
সপ্নাতুর আহসান বলেছেন: ভাল লাগল কয়েকটা দেখে রীতিমত মুগ্ধ। মেহেদির প্রতি এম্নিতেই আমার সফট কর্নার আছে।।
০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৬
ফারজানা শিরিন বলেছেন:
৩৪| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:২১
বাংলাদেশী দালাল বলেছেন: ব্লগ থেকে হারিয়ে গেলেন?
ভালো থাকুন।
০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৫
ফারজানা শিরিন বলেছেন: উঁহু । কিছুদিন সংসার গুছানোর কাজে আছি । ভালো থাকবেন ।
৩৫| ১৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫২
বটের ফল বলেছেন: আমার বউরে শেখানোর লাইগা ডিজাইন গুলারে বাক্সের মদ্ধে পুইরা রাখলাম
০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৪
ফারজানা শিরিন বলেছেন: খুব ভালো করেছেন ।
৩৬| ২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯
খায়রুল আহসান বলেছেন: অসাধারণ আপনার মেহেদির কারুকাজ। লেখা ও ছবি, সবই ভালো লেগেছে।
মেহেদী হয়ে গেলো আমার তুলি আর হাত হয়ে গেলো ক্যানভাস
কখনো ভেবে দেখেছেন ? হাত ভর্তি মেহেদীর নকশার মাঝে নতুন বৌয়ের স্বপ্নের কতটা রেখা আঁকা থাকে ?
- এ কথাগুলোও ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:৪০
সাধারণ মুসলমান বলেছেন: আমার বউ মেহেদি লাগাতে পারঙ্গম (বিনে পয়সায়)। তার জন্য প্রিয়তে রাখলাম।