![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কষ্টে নিয়ে উক্তি, দুঃখের বাণীঃ
০১। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোন একজন। -রেদোয়ান মাসুদ
০২। পৃথিবিতে সব চেয়ে অসহায় সে, যে নিজের রাগ,অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারেনা একটু চিৎকার করে কাঁদতে পারেনা শুধু চোখের জল লুকিয়ে হাসে। -রবীন্দ্রনাথ ঠাকুর
০৩। নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট বোধহয় পৃথিবীতে দ্বিতীয়টি আরা নেই। -রেদোয়ান মাসুদ
০৪। সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজন কে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। -হুমায়ূন আহমেদ
০৫। কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে, কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে, কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে , তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে, তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে"। -রেদোয়ান মাসুদ
০৬। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনও মিলেনা, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায়না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায়না।-|হুমায়ূন আহমেদ]
০৭। একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না।__জর্জ লিললো
০৮। সব কিছুকেই একটি নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়, কিন্তু কষ্টকে কোন নির্দিষ্ট সঙ্গায় ফেলা যায় না। কারন কষ্ট এমন এক জিনিস যা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়। -রেদোয়ান মাসুদ
০৯। মানুষের কষ্ট দেখাও কষ্টের কাজ। -হুমায়ূন আহমেদ
১০। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনও অন্যের দুঃখ কষ্টকে উপলদ্ধি করতে পারেনা। -রেদোয়ান মাসুদ
১১। যতদিন ভবে, না হবে না হবে, তোমার অবস্থা আমার সম। ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে বুঝে না বুঝিবে, যাতনা মম। -কৃষ্ণচন্দ্র মজুমদার
১২। আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও আঘাত না লাগে। আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয়। -সুনীল গঙ্গোপাধ্যায়
কষ্টের উক্তি
২| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:২৮
নজসু বলেছেন:
কষ্ট বিনা কেষ্ট মেলেনা।
৩| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কষ্টকেও উপভোগ করতে হয়। ইচ্ছা করে না হলেও, সময়ের প্রয়োজনে
৪| ১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩১
টারজান০০০০৭ বলেছেন: "দুঃখ হল কর্মহীন অবসর। যে অবসর বা বিশ্রামকালে মানুষ চিন্তা করার সময় পায় যে সে সুখী না অসুখী !"
------ মনীষীর নাম জানা নাই ! (টারজান বসাইয়া দেওন যাইতে পারে !! )
দুঃখবিলাস একরকম মানসিক রোগ বিশেষ। ইহার চিকিৎসা হইলো দৌড়ের উফরে রাখা !! সাইকেল চালানো বা সাঁতার কাটা বা কাবিখা প্রজেক্টে কাজ করিলে সুস্থ হইয়া যাইবেক আশা করা যায় !
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০০
রাজীব নুর বলেছেন: ১২ নম্বরটা সবচেয়ে ভালো লাগলো।