নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফারজানা ইয়াসমিন তিথি

সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর\nও মন রে ঘুণে করলো জড়ো জড়\nআমি কি করে বাস করিব এই ঘরে রে\nতুই সে আমার মন\nমন তোরে পারলাম না বুঝাইতে রে\nতুই সে আমার মন

ফারজানা ইয়াসমিন তিথি › বিস্তারিত পোস্টঃ

রাতের রাণী

২০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:০১


তোমাদের মিথ্যা সমাজের মিথ্যা স্বপ্ন
তোমাদের সাজানো নগর সমাজের
গোঙানো কান্না।
লাল নীল হাজার কষ্টের
সাক্ষী আমি।
তোমাদের বাহির থেকে টলমলে
পানির নিচে জমে থাকা
কাল শেওলা
আমার চোখ তোমাদেরপ্রতিচ্ছবি ছাড়া কিছুই না।
প্রতিচ্ছবি তোমাদের লোভ লালসা ,
বন্যতা ও ক্রুরতা
সুট,কোট,টাই মুখোশের আড়ালে
সভ্য মানুষের ভনিতা।
এই সব কিছুর সাক্ষী বহন করছে এই দেহ।
তোমাদের সীমাহীন চাহিদা
আমায় দ্রবে পরিণত করেছে।
খেলতে খেলতে ভেঙ্গে গেলে,ফাটল ধরলে
ফেলে দিতে পার নিদ্বিধায় ।
কিন্তু তবুও দাঁড়িয়ে আছি দুপায়
কারণ আমি যে রাণী
হোক না রাতের?
হাসলে?
পুতুলের রাণী হওয়া শুনে?
আমিও হাসি
যখন তোমাদের ছায়া পড়ে
আমার দেহের উপর আছড়ায়।

আমি রাণী
কারন আমার ছোট তারকাটা
দেওয়া পৃথিবীতে আমিই রাণী।
আমি রাণী ততক্ষণ
যতক্ষণ তোমাদের খেলার প্রহর
গড়িয়ে চলে।
আমি রাণী ততক্ষণ
যখন আমার গঙ্গায়
তোমাদের গলা ভেজে জলে ।
আমি রাণী
কারন তোমরা প্রজারা এ রাজ্যে
যে লুটতরাজ চালাও
তার আয়না আমি মেলে ধরিনা
সভ্য সমাজে।
###

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৬

স্টিভেন রিয়াদ বলেছেন: অসাধারণ লিখেছেন,মুগধ না হয়ে কি পারা যায়?
সবসময় লিখবেন আশা করি!

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫২

ফারজানা ইয়াসমিন তিথি বলেছেন: ধন্যবাদ। পাঠকের মুগ্ধতাই লেখকের শক্তি।

৩| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:০৬

সুমন কর বলেছেন: শুভ ব্লগিং.... !:#P

৪| ২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

ফারজানা ইয়াসমিন তিথি বলেছেন: :-B ধন্যবাদ সুমন কর ভাইয়া

৫| ১৯ শে মে, ২০১৫ রাত ১০:০৬

তাসমিয়া জাহান বলেছেন: অসাধারণ একটি কবিতা

৬| ১৭ ই জুন, ২০১৫ রাত ৯:০২

ফারজানা ইয়াসমিন তিথি বলেছেন: ধন্যবাদ তাসমিয়া জাহান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.