![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে যে নিয়ন আলো জ্বলছে
তা হয়ত আমার অপেক্ষায়।
বৃষ্টির গর্জন প্রহর গুনে
শুধু আমার প্রতিক্ষায়।
ভাবনার রাজ্যরা ডানা মেলে যে আকাশে
তা শুধু আমার আকাশ।
যেখানে পাখিরা চিৎকার করতে চায়
তা শুধুই আমার প্রকাশ।
সৃতিরা জড়ো হয় যে মনে
তাও একান্ত আমার।
প্রথম প্রহরে দূরে যে কান্না ভেসে আসে
তা আমি আমার বলে মেনে নিতে চাইনা।
যে অনাশ্রিতের দল ঘুরে দ্বারে দ্বারে
তা আমি আমার বলে স্বীকার করতে চাইনা।
একসময় বুভুক্ষার চিৎকারে,
আমার আলোকিত,প্রতিক্ষারত পৃথিবী
থমকে যায়।
মেনে নিতে হয় নিয়তিকে
ছেড়ে যেতে হয় আবেগকে।
২| ২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৯
ফারজানা ইয়াসমিন তিথি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৩| ২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫২
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতায় ভালো লাগা রেখে গেলাম।
৪| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০২
ফারজানা ইয়াসমিন তিথি বলেছেন: অসংখ্য ধন্যবাদ দিশেহারা রাজপুত্র ভাইয়া
৫| ০৪ ঠা মে, ২০১৫ রাত ১০:০১
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা লেখায়। অনেক।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
প্রথম প্রহরে দূরে যে কান্না ভেসে আসে
তা আমি আমার বলে মেনে নিতে চাইনা।
৬| ০৮ ই মে, ২০১৫ রাত ৯:২৯
ফারজানা ইয়াসমিন তিথি বলেছেন: অনেক ধন্যবাদ। আপনিও ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৫
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা ।