![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারীদের প্রস্থান কাম্য নয়,
তাইতো গুটিপোকা থেকে প্রজাপতি হবার
ঠিক আগমুহূর্তে মৃত্যু নির্ধারিত হয়
নারীজন্মের মতই জন্ম হয় আভিজাত্তে মোরা রেশমের।
উড়ে বেড়ানোর সাধকে হত্যা করা হয় গলাটিপে।
আর সেই রেশমি পোশাক নারীদের গায়ে চাপে
আভিজাত্য পাশে নিয়ে পুরুষহৃদয়
ভরে ওঠে প্রতাপে।
সৌন্দর্যের প্রশংসায় নারী ভুলে যায়
সুপ্ত সাধ সেই প্রস্থানের
গ্লানি বেয়ে চলে গুটিতে বন্দি জীবনের।
নারীদের প্রস্থান কাম্য নয়
ভালবেসে পুরুষেরা চায়,
নারীমন বুনতে, মনের ঘাঁটে খুঁটি গাঁড়তে।
একটু বিশ্রাম নিয়েই শুরু করে নৌকা বাইতে
ইচ্ছে হলে ফিরবে ঘাতে,না ও পারে ফিরতে
নারী তুমি অপেক্ষা কর দীর্ঘরজনী
সিঁথির সিঁদুর আরও রাঙিয়ে ,
হাতে কাকন বালা জরিয়ে
যদি মাঝির মন নিতে পার ফিরিয়ে !
নিজ মনকে থিতু কর,তবু প্রস্থান করো না
নারীদের প্রস্তান কাম্য নয়
পুরুষের জন্মই যেন প্রস্থানের
আর নারী মমতা তিলে তিলে জমিয়ে
গড়ে তোলে ভালবাসার মৌচাক।
হঠাৎ সেই থিতু হয়ে থাকা নারী যখন
মৌচাক ভেঙ্গে অথবা
গুটি থেকে প্রজাপতি হয়ে প্রস্থান করতে চায়
প্রস্থান করতে চায় মিথ্যা সঞ্চিত ভালবাসা থেকে
যখন প্রস্থান করতে চায় পুরুষের নির্লিপ্ততা থেকে
প্রস্থান করতে চায় কাকন বালার বেড়ী থেকে
তখন মমতাময়ী নারী হয়ে ওঠে বিশ্বাসঘাতিনী
অথবা অভিশপ্ত জননী।
নারীদের প্রস্থান কাম্য নয়
তাইত সমাজ তাকে লটকে দেয় বিবেকের বেষ্টনীতে।
তাই প্রস্থানের আশা ঝেড়ে
সবলা নারীকেও নিঃশব্দে লাফিয়ে পড়তে হয় চোরাবালিতে।
***
২| ০৮ ই মে, ২০১৫ রাত ১০:৪৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ একটি কবিতা ---- সত্যি অসাধারণ, শান্তি পেলাম
৩| ০৮ ই মে, ২০১৫ রাত ১০:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: নারীদের প্রস্থান কাম্য নয় ।সুন্দর ।+ হে নারী ব্লক বন্ধ কর ।
৪| ১২ ই মে, ২০১৫ রাত ৮:৩৪
ফারজানা ইয়াসমিন তিথি বলেছেন: অনেক ধন্যবাদ শায়মা আপু
৫| ১২ ই মে, ২০১৫ রাত ৮:৩৫
ফারজানা ইয়াসমিন তিথি বলেছেন: আপু ,শান্তি পেয়েছেন শুনে কৃতজ্ঞ হলাম
৬| ১২ ই মে, ২০১৫ রাত ৮:৩৭
ফারজানা ইয়াসমিন তিথি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাইয়া।মাত্র তো যাত্রা শুরু
৭| ২২ শে মে, ২০১৫ সকাল ৭:৫৫
রাইসুল নয়ন বলেছেন: কবি,
আরও লেখা পোস্ট করেন,
নারী মনের ধরণ চর্চা করি
৮| ১৭ ই জুন, ২০১৫ রাত ৮:৫৯
ফারজানা ইয়াসমিন তিথি বলেছেন: যদিও ধরন ক্ষণে ক্ষণে বদলায় ,তবুও চেষ্টা চালিয়ে যাবেন আশা করি রাইসুল নয়ন।
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৫ রাত ১০:৪৫
শায়মা বলেছেন: সুন্দর! অনেক অনেক আপুনি!