নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফারজানা ইয়াসমিন তিথি

সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর\nও মন রে ঘুণে করলো জড়ো জড়\nআমি কি করে বাস করিব এই ঘরে রে\nতুই সে আমার মন\nমন তোরে পারলাম না বুঝাইতে রে\nতুই সে আমার মন

ফারজানা ইয়াসমিন তিথি › বিস্তারিত পোস্টঃ

সমাজের কিছু আপত্তিকর নিয়মকানুন এখনও আঁকড়ে ধরে বেঁচে আছি

১৭ ই জুন, ২০১৫ রাত ৯:৩০

সমাজ চায় না আমার নাবালিকত্ব ঘুচুক
চায় না আমার মুখে খই ফুটুক
চায় না আমার চোখে বাহিরের আলো এসে পড়ুক।
সমাজ চায়,
আমি তার আঁচলের কোণে ধরে,
নাক থেকে পানি ঝরা অসহায় শিশুর মত মা মা করি।
সমাজ চায়,
সারাদিন প্রতিবাদের পরও আর পাঁচটা বাচ্চার মত
তার কোলেই ঝাপিয়ে পড়ি
সে চায় তার কোলে শুয়ে স্বপ্ন দেখি
তাইতো সারাদিন ঘুম পারিয়ে রাখার কি অক্লান্ত চেষ্টা
একদিন সমাজের গায়ে ঠেলা দিয়ে বলি
“আর কতকাল নাড়িছেঁড়া ধন বলে, কোলে কোলে আগলে রাখবি?
এখন ত বেলা হল
তোর একি আবেগ,
একি ইনিয়ে বিনিয়ে সুর করে তোলা আকুতি আর ভাল লাগে না ।
তোর গায়ের একি ময়লা শাড়ি আর কতদিন জড়িয়ে রাখবি?
এর চেয়ে বরং নতুন শাড়ি এনেছি,জড়িয়ে নে।
নতুন সুরে গান ধর
নতুবা তোকে ছেড়ে বিবাগী হওয়া ছাড়া কোন উপায় থাকবে না।”
# # #

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৫ রাত ১০:০১

দীপংকর চন্দ বলেছেন: অবশ্যই আমরা চাই একটা সুন্দর সমাজ।

অনিঃশেষ শুভকামনা।

অনেক ভালো থাকবেন। সবসময়।

২| ১৭ ই জুন, ২০১৫ রাত ১০:০৪

নিয়েল হিমু বলেছেন: সমাজ ব্যবস্থার উপর কোন কারনে বিরক্ত নাকি ? আপনার সব কটা লেখায় এমন আভাস পেলাম মনে হয় !!

৩| ১৭ ই জুন, ২০১৫ রাত ১১:৩৯

রিপন বড়ুয়া বলেছেন: এগুলু ঝেড়ে ফেলে দিন।নিজের মতো করে বাছুন

৪| ২৩ শে জুন, ২০১৫ রাত ৯:২০

ফারজানা ইয়াসমিন তিথি বলেছেন: আপনার শুভকামনায় কৃতার্থ।আপনিও ভালো থাকবেন দীপঙ্কর চন্দ ভাইয়া ।

৫| ২৩ শে জুন, ২০১৫ রাত ৯:২৩

ফারজানা ইয়াসমিন তিথি বলেছেন: (নিয়েল হিমু )ভাইয়া,আমি খুব আশাবাদী, কিন্তু কিছু অসঙ্গতি পরিবর্তনের প্রত্যাশী

৬| ২৩ শে জুন, ২০১৫ রাত ৯:২৪

ফারজানা ইয়াসমিন তিথি বলেছেন: সেটাই চেষ্টা করছি :#) রিপন বড়ুয়া ভাইয়া

৭| ২৩ শে জুন, ২০১৫ রাত ৯:৪৩

আহমেদ জী এস বলেছেন: ফারজানা ইয়াসমিন তিথি ,




একটি নষ্ট সময়ে, ময়লা শাড়ী জড়ানো এই সমাজেই আমাদের বসবাস । আদ্যিকাল থেকে পুরুষ শাসিত সমাজে নারীর এই-ই নিয়তি ।
ভালো লাগলো সেই সমাজের গায়ে ঠেলা দেয়ার এই আওয়াজটুকু ।

৮| ২৩ শে জুন, ২০১৫ রাত ৯:৫৮

মায়াবী রূপকথা বলেছেন: ভালো লিখেছেন

৯| ৩০ শে জুন, ২০১৫ রাত ১০:১৬

ফারজানা ইয়াসমিন তিথি বলেছেন: ধন্যবাদ মায়াবি রুপকথা

১০| ৩০ শে জুন, ২০১৫ রাত ১০:২০

ফারজানা ইয়াসমিন তিথি বলেছেন: উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ আহমেদ জী এস

১১| ৩১ শে জুলাই, ২০১৫ সকাল ১১:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার লিখার হাত ভাল । চালিয়ে যান । শুভ কামনা রইল ।

১২| ৩১ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৩৫

লেখোয়াড়. বলেছেন:
সুন্দরভাবে সমাজের অসামাজিকতা তুলে ধরেছেন।

এটাতেই দেখবেন কতজন আপনাকে কতকিছুই বলবে।
তাদের কথায় কান দেয়ার কিছু নেই।

ধন্যবাদ।

১৩| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৮

ফারজানা ইয়াসমিন তিথি বলেছেন: ধন্যবাদ ।কৃতজ্ঞতা জানবেন গিয়াস ভাইয়া

১৪| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪২

ফারজানা ইয়াসমিন তিথি বলেছেন: কারো কথায় কান দেই না ,নিজের মনের কথা শুনেই চলতে ভালোবাসি।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য লেখোয়ার ভাই

১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৮

রাইসুল নয়ন বলেছেন: কবি;
এখন কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.