নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমাজের প্রতিটি ছোট বড় সমস্যার প্রকৃতি নির্ধারণ করা, আমাদের আচার ব্যবহার, সমাজের প্রচলিত কৃষ্টি কালচার, সৃষ্টিশীলতা, চারিত্রিক উদারতা এবং বক্রতা, অপরাধ প্রবৃত্তি, অপরাধ সঙ্ঘঠনের ধাঁচ ইত্যাদির স্থানীয় জ্ঞানের আলোকে সমাজের সমস্যার সমাধান বাতলে দেয়াই অগ্রসর নাগরিকের দায়িত্ব। বাংলাদেশে দুর্নীতি রোধ, প্রাতিষ্ঠানিক শুদ্ধিকরন এবং টেকনোলজির কার্যকরীতার সাথে স্থানীয় অপরাধের জ্ঞান কে সমন্বয় ঘটিয়ে দেশের ছোট বড় সমস্যা সমাধান এর জন্য লিখা লিখি করি। আমার নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি আছে কিন্তু দলীয় সীমাবদ্ধতা নেই বলেই মনে করি, চোর কে চোর বলার সৎ সাহস আমার আছে বলেই বিশ্বাস করি। রাষ্ট্রের অনৈতিক কাঠামোকে এবং দুর্নীতিবাজদের সবাইকে তীক্ষ্ণ ভাবে চ্যালেঞ্জ করার চেষ্টা করি। রাষ্ট্র কে চ্যালেঞ্জ করতে চাই প্রতিটি অক্ষমতার আর অজ্ঞতার জন্য, তবে আঘাত নয়। ব্যক্তিগত ভাবে নাগরিকের জীবনমান উন্নয়ন কে দেশের ঐক্যের ভিত্তিমূল মনে করি। ডাটাবেইজ এবং টেকনোলজি বেইজড পলিসি দিয়ে সমস্যা সমাধানের প্রোপজাল দেবার চেষ্টা করি। আমি মূলত সাস্টেইন এবল ডেভেলপমেন্ট (টেকসই উন্নয়ন) এর নিরিখে- অবকাঠামো উন্নয়ন এবং ডিজাইন ত্রুটি, কৃষি শিক্ষা খাতে কারিগরি ব্যবস্থাপনা ভিত্তিক সংস্কার, জলবায়ু পরিবর্তন, মাইক্রো ইকনমিক ব্যাপার গুলো, ফিনান্সিয়াল মাইগ্রেশন এইসব ক্রিটিক্যাল ব্যাপার নিয়ে লিখার চেষ্টা করি। মাঝে মাঝে চোরকে চোর বলার জন্য দুর্নিতি নিয়ে লিখি। পেশাঃ প্রকৌশলী, টেকনিক্যাল আর্কিটেক্ট, ভোডাফোন।
নতুন জাতীয় সম্প্রচার "কালো" নীতিমালা এবং আইসিটি "কালো" আইন কে কিভাবে চ্যালেঞ্জ করবে ব্লগাররা, সোশাল এক্টিভিস্টরা, কিভাবে করা উচিত?
এভাবে চলতে থাকলে, সকল সমালোচনা বন্ধ হলে দুর্নীতি গ্রস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাঁচবে কি করে, দুর্নীতি থেকে বেরিয়ে আসবে কিভাবে? নাগরিক আর নাগরিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাপ আসবে কি করে?????
সরকার বা সরকারগুলোর দুঃশাসনের বিপরীতে সুশাসন প্রতিষ্ঠার সকল পথ বন্ধ এবং সমালোচনার পথও বন্ধ!!!!!
ঘুষ দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি তদবির দলীয়করণ প্রভু তোষণ সব উর্বরতা পাবে কিন্তু কথা বলা যাবে না??????
""ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা
রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা!
যার পিছনে জানটা দিলাম যার পিছনে রক্ত
সেই রক্তের বদল দেখো বাঁচাই কেমন শক্ত,
ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা,
রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা!
বাঁচতে চেয়ে খুন হয়েছি বুলেট শুধু খেলাম
উঠতে এবং বসতে ঠুকি দাদার পায়ে সেলাম,
ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা
রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা!""
রাজনৈতিক সরকার টাইম ডিফাইন্ড ক্ষণস্থায়ী, রাষ্ট্র স্থায়ী, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাষ্ট্রের কাঠামো , ,নাগরিক রাষ্ট্রের মৌলিকতা। লূটপাটকারী, অবৈধ সরকারের বা সরকারগুলোর সমালোচনা করা যাবে না কেন? কেউ আদালতে যাচ্ছে না কেন? নাগরিক কে সুরক্ষা আদালত নাগরিক অধিকার টুটে ধরাকে পর্যবেক্ষণ করছে না কেন?
দুরবিত্তায়িত ক্ষমতা কাঠমোতে হাজার হাজার চোরকে ঠেলে উপরে উঠা একদল শক্তিমান চোরকে কেন চোর বলা যাবে না????
ঘুষ তদবিরনির্ভর জনপ্রশাসনের দুর্নীতি বাজ আমলা কর্মকর্তা কে চোর বলা যাবে না কেন????
০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৮
এক নিরুদ্দেশ পথিক বলেছেন: লাথি মার, ভাঙরে তালা...
২| ০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:০৫
লেখোয়াড় বলেছেন:
আপনার ক্ষোভটা বুঝি।
এ যন্ত্রণা আমাদের সবার।
কিন্তু সমগ্র রাষ্ট্রযন্ত্রই বিকল।
তৈরী হোন কোন এক বিপ্লবের।
০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৮
এক নিরুদ্দেশ পথিক বলেছেন: আসুন সবাই কে নিয়েই তৈরি হই।
সামনে বাঁধার পাহাড় বাসানো হচ্ছে। এই সব ডিঙাতে হবে।
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:০৩
ঢাকাবাসী বলেছেন: না যাবেনা, কিছুতেই কিছু বলা যাবেনা। প্রতিদিন দুর্ণীতি বাড়ছেই তো, কিছু করার আছে, দেখে যাওয়া ছাড়া?