নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়েজ আহমদ তৈয়্যব,ইইই প্রকৌশলী। মতিঝিল আইডিয়াল, ঢাকা কলেজ, বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র।টেলিকমিউনিকেশন এক্সপার্ট। Sustainable development activist, writer of technology and infrastructural aspects of socio economy.

এক নিরুদ্দেশ পথিক

সমাজের প্রতিটি ছোট বড় সমস্যার প্রকৃতি নির্ধারণ করা, আমাদের আচার ব্যবহার, সমাজের প্রচলিত কৃষ্টি কালচার, সৃষ্টিশীলতা, চারিত্রিক উদারতা এবং বক্রতা, অপরাধ প্রবৃত্তি, অপরাধ সঙ্ঘঠনের ধাঁচ ইত্যাদির স্থানীয় জ্ঞানের আলোকে সমাজের সমস্যার সমাধান বাতলে দেয়াই অগ্রসর নাগরিকের দায়িত্ব। বাংলাদেশে দুর্নীতি রোধ, প্রাতিষ্ঠানিক শুদ্ধিকরন এবং টেকনোলজির কার্যকরীতার সাথে স্থানীয় অপরাধের জ্ঞান কে সমন্বয় ঘটিয়ে দেশের ছোট বড় সমস্যা সমাধান এর জন্য লিখা লিখি করি। আমার নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি আছে কিন্তু দলীয় সীমাবদ্ধতা নেই বলেই মনে করি, চোর কে চোর বলার সৎ সাহস আমার আছে বলেই বিশ্বাস করি। রাষ্ট্রের অনৈতিক কাঠামোকে এবং দুর্নীতিবাজদের সবাইকে তীক্ষ্ণ ভাবে চ্যালেঞ্জ করার চেষ্টা করি। রাষ্ট্র কে চ্যালেঞ্জ করতে চাই প্রতিটি অক্ষমতার আর অজ্ঞতার জন্য, তবে আঘাত নয়। ব্যক্তিগত ভাবে নাগরিকের জীবনমান উন্নয়ন কে দেশের ঐক্যের ভিত্তিমূল মনে করি। ডাটাবেইজ এবং টেকনোলজি বেইজড পলিসি দিয়ে সমস্যা সমাধানের প্রোপজাল দেবার চেষ্টা করি। আমি মূলত সাস্টেইন এবল ডেভেলপমেন্ট (টেকসই উন্নয়ন) এর নিরিখে- অবকাঠামো উন্নয়ন এবং ডিজাইন ত্রুটি, কৃষি শিক্ষা খাতে কারিগরি ব্যবস্থাপনা ভিত্তিক সংস্কার, জলবায়ু পরিবর্তন, মাইক্রো ইকনমিক ব্যাপার গুলো, ফিনান্সিয়াল মাইগ্রেশন এইসব ক্রিটিক্যাল ব্যাপার নিয়ে লিখার চেষ্টা করি। মাঝে মাঝে চোরকে চোর বলার জন্য দুর্নিতি নিয়ে লিখি। পেশাঃ প্রকৌশলী, টেকনিক্যাল আর্কিটেক্ট, ভোডাফোন।

এক নিরুদ্দেশ পথিক › বিস্তারিত পোস্টঃ

আগুন!

০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৮

আগুন!

শুনেছি-
কাওরান বাজারে,
কল্যাণপুর বস্তিতে,
কড়াইল বস্তিতে,
কিংবা সদরঘাটের অথবা সাত তলা বস্তিতে,
যেখানে নোংরা, নেংটা কিংবা বর্বরের বাস,
সেখানেই গজিয়ে উঠে তোমার শ্বাস!

কিন্তু আজ অভিজাত পাড়া গুলশানে!
আচ্ছা সুউচ্চ কমার্শিয়াল ভবন পরিকল্পনার সাথে,
তোমার খুব ভাব জমে! তাই না!

বুঝেছি!
বস্তির চুলার লাইনে অপেক্ষমাণ মহিলাদের বিরক্তিকর কথা কাটাকাটি!
তোমার আর ভালো লাগে না বুঝি!
তাদের চুল ও কাপড়ের আচলের ময়লা গন্ধে তোমার নাক ধরে আসে!
তুমি চাও শুধু রমণীয় সুগন্ধ!
তুমি অভিজাতের সাজানো কিচেনের বার্নারে জ্বলতে চাও!

আগুন!
আভিজাত্যের নেশায় তুমি কখন এমন বুঁদ হলে!
পুরানো পৃথিবীর ঘিঞ্জি জঞ্জাল আর ভালো লাগে না বুঝি!

আগুন, তুমি খুব অদ্ভুত! তুমি খালি পরিকল্পনা অনুযায়ী ই কি কাজ কর?
আচ্ছা আগুন!
তুমি কি! খেলার ছলে তোমার ক্রীড়াননকেও কখনও কখনও পুড়িয়ে দাও!

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৯

পুলহ বলেছেন: অগ্নিকান্ড, ভূমিকম্প- সব মিলে খারাপ কিছু সময়...
কবিতা ভালো লেগেছে। আপনি কবিতাও লিখেন জেনে অবাক হয়েছি, ভালোলাগাও কাজ করেছে।
"তাদের চুল ও কাপড়ের আচলের ময়লা গন্ধে তোমার না ধরে আসে!" না-< নাক লিখতে চেয়েছিলেন বোধহয়।
শুভকামনা এক নিরুদ্দেশ পথিক ভাই !

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩২

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: নাহ! আমি এই লাইনের লোক না। কিছু লিখতে চেয়েছিলাম, হচ্চিল না!
অনেক ধন্যবাদ, বানান ঠিক করে নিয়েছি!



"সব পুড়ে যাক।
পুড়ুক বস্তি,সুউচ্চ দালানকোঠা,মহল,এপার্টমেন্ট ব্লক।
সবার আগে পুড়ুক বিলবোর্ড গুলো।
দেখো না কেমন অশ্লীল ভাবে মুখ ভেংচায়!
পুড়ুক দোকানপাট,জেলখানা, পুলিশবক্স,ক্যান্টনমেন্ট, অস্ত্রাগার,ফাসির দড়ি আর প্রধানমন্ত্রী ভবন।
দেশটাও পুড়ুক। মানুষখেকো রাজনীতি পুড়ে যাক আর সব রাজনীতিজ্ঞ।
ইচ্ছে হয়ত নিজেই পুড়ে মরো।
তবুও আগলে রেখো মলিন মুখ,ছেড়া আচল,শ্রমিকের ঘাম আর কিষানীর হাসি।"


এক কবি বন্ধু ম্যাসেজ করেছেন কিছুক্ষণ আগে, এই গদ্য কবিতার জবাবে!

২| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: খেলার ছলে তোমার ক্রীড়াননকেও কখনও কখনও পুড়িয়ে দাও!

সুন্দর বলেছেন

০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৪

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: বদ দোয়া কিংবা অভিশাপ!

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৯

একজন ভালো ছেলে বলেছেন: অসাধারন লিখেছেন ভাই.।.।.।।তবে আপনার বন্ধুর ম্যাসেজটাও কিন্তু জোশ হইছে এটা অনস্বীকার্য।

০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৩

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: বন্ধুর ম্যাসেজটা জোশ! বলার অপেক্ষা রাখে না।

"তবুও আগলে রেখো মলিন মুখ,ছেড়া আচল,শ্রমিকের ঘাম আর কিষানীর হাসি।"

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৮

বিজন রয় বলেছেন: গবেষণা রেখে কবিতা লিখলেন!!
ভাল হয়েছে, বিশেষ করে বিষয়বস্তু।

এখন চারিদিকে শুধু আগুন।
+++

০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৬

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: সেদিন কিছু লিখতে চাইছিলাম, ভূমিকম্প আর আগুনের খুবর গুলোতে একটু অস্থিরতা লাগছিল।

মনের শক্ত ইচ্ছা শক্তির আগুন জ্বালিয়ে দিক সমাজের বক্র অসামঞ্জাস্যতা গুলো!

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: খেলার ছলে তোমার ক্রীড়ানককেও কখনও কখনও পুড়িয়ে দিও!

কবি বন্ধুর ম্যাসেজ অসাধারন!!!

০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১১

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: পুড়ুক দোকানপাট,জেলখানা, পুলিশবক্স,ক্যান্টনমেন্ট, অস্ত্রাগার,ফাসির দড়ি আর প্রধানমন্ত্রী ভবন।
দেশটাও পুড়ুক। মানুষখেকো রাজনীতি পুড়ে যাক আর সব রাজনীতিজ্ঞ।
ইচ্ছে হয়ত নিজেই পুড়ে মরো।
তবুও আগলে রেখো মলিন মুখ,ছেড়া আচল,শ্রমিকের ঘাম আর কিষানীর হাসি।


কি শক্তিমান কথা মালা!

আমাদের সমস্যা একটাই, আমাদের সম্মিলিত মুক্তির ইচ্ছা আমাদেরই ভিতরে ঘুমাচ্ছে।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫০

ধ্রুবক আলো বলেছেন: আগুন খুবই অদ্ভুত!!
কবিতায়+++
খুব মাত্রাপূর্ন লেখা...

০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১২

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: খুব মাত্রাপূর্ন লেখা...
একটু নয়, অনেকটুকুই বেশি হয়ে গেল!

শুভেচ্ছা জানবেন।

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৮

অগ্নি সারথি বলেছেন: যেখানে নোংরা, নেংটা কিংবা বর্বরের বাস,
সেখানেই গজিয়ে উঠে তোমার শ্বাস!
- :( :( :( :(

০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২০

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: নোংরা, নেংটা কিংবা বর্বরের আবাস্থল বস্তির ভূমির শেষ পরিণতি বহুতল ভবন পরিকল্পনার আগুনে!

নগর মহানগরের চিরায়ত চিত্র,
এই উত্তরাধুনিক বিশ্বের এক কোনে!
এই সময়ে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.