![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমস্যাটা আসলে গোড়াতেই, যখন সে বুঝতে শিখে তখন থেকেই, সমস্যাটা তার নিজের না। আমাদের পরিবারগুলোতে মেয়েকে একটু বয়স হওয়ার পর পর্দা করতে আদেশ করা হয় কিন্তু কোনদিন কোন ছেলেকে বলা হয়না রাস্তায় মেয়েদের দিকে বাজেভাবে না তাকাতে অথবা তাকে টিজ না করতে।
বরাবরই মেয়েটাকেই সব মেনে নিতে হয়, তাহলে প্রশ্ন শিশুরা কেন এসবের স্বীকার হয়, সেতো আর তোমার পুরুষত্বের চিহ্নে টনক নড়িয়ে দেয় নি???
যখনই কোন অঘটন ঘটে যায় তখনও মেয়েটাকেই দোষ দেয়া হয়, প্রতিটা অন্যায়ের পিছনে মেয়েটাকেই দায়ী করা হয়, কখনো কারো পুরুষত্ব নিয়ে কিছু বলা হয় না। আর যদি কখনো তসলিমা নাসরিনদের মত কেউ তা করতে যায় তখন তাকে সমাজ বিতারিত করে দেয় কিন্তু রুদ্র মুহম্মদদের কেউ কিছু বলেনা।
আমার মনে হয় দুনিয়ার সবচেয়ে বোকা ছেলেরাই রাস্তায় মেয়েদের সাথে এমন করে শুধু একটু মাথা খাটিয়ে মেয়ে পটায়ে ফেল্লেই তাকে লিটনের ফ্ল্যাট পর্যন্ত অনায়াসেই নিয়ে যাওয়া যায়। সমাজ কিন্তু তাদের গালি দেয়না, খারাপও বলেনা।
একটু মনে হয় বদলানোর সময় এসেছে আমাদের, এভাবে আর হয় না...
২| ১৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৮
অন্য এক আমি বলেছেন: ++
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:২০
অব্যক্ত স্লোগান বলেছেন: আর যদি কখনো তসলিমা নাসরিনদের মত কেউ তা করতে যায় তখন তাকে সমাজ বিতারিত করে দেয় কিন্তু রুদ্র মুহম্মদদের কেউ কিছু বলেনা। - খাঁটি কথা বলেছেন। গোড়াতেই সমস্যা রয়েছে আমাদের এখন শাখা-প্রশাখা তে ও সমস্যা হতে বাধ্য।
ভালো লাগল।
লিঙ্ক টা পড়ে মতামত জানাতে অনুরোধ করছি।