নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগ

ভিটামিন এ

আশেপাশে অন্যায় কিছু দেখলে অনেক খারাপ লাগে। যদি সম্ভব হয় তবে প্রতিবাদ করি, যদি না পারি তখন ব্লগ লিখি।

ভিটামিন এ › বিস্তারিত পোস্টঃ

একটি প্রস্তাবনা

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

আজে বাজে লিখার ভিড়ে সামুতে আর ভাল পোস্ট চোখেই পড়েনা।

এজন্য কয়েকটা বিভাগ খুলা উচিত যেখানে শুধু ওই ধরনের পোস্ট গুলুই থাকবে। যেমনঃ



১। ভন্দপীর বিভাগ (এখানে রাজারবগি, দেওয়াবগি আরও ভণ্ড পীরের মুরিদরা ইচ্ছামত পোস্ট এবং তাদের পীরের উপর দুরুদ ও সালাম পাঠাতে পারবে)



২। দালাল বিভাগ (যারা ভারত এবং পাকিস্তানের দালাল তারা এখানে লিখবেন এবং কাদা ছুড়াছুড়ি করে পাঠকদের মজা দেবেন )



৩। নাস্তিক বিভাগ (যা মন চায় তারা তা এখানে লিখতে পারবে।)



৪। ধর্ম বিভাগ (শুধু ধর্ম ভিত্তিক আলোচনা হবে। গালাগালিবিহীন যুক্তি তর্ক উপস্থাপনার সুযোগ থাকবে।)



এই বিভাগ গুলু ডান বা বাম পাশে সবসময় লিঙ্ক হিসেবে দেয়া থাকবে।

আর প্রথম পাতায় নির্বাচিত পোস্টের নিচে বাকি অন্যান্য ধরনের লিখা থাকবে, যেমন সাহিত্য, বিজ্ঞান, কুইজ, সমকালীন বিষয়সমুহ।



এখন যে অবস্থা চলছে তাতে এরকম ব্যবস্থা না নিলে ভাল পোস্ট পাঠকের চোখে পড়বেনা আর সামু খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা হারাবে।





মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

রাফছানজানি বলেছেন: ভাই ১৮ পিলাস টা বাদ দিলেন কেন?

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

ভিটামিন এ বলেছেন: ১৮ প্লাস আলাদা করে দিলে বেশিরভাগ ওইখানেই পড়ে থাকবে :`>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.