নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাততঃ ঢাকা থেকে

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

ফেরদাউস আল আমিন

সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট

ফেরদাউস আল আমিন › বিস্তারিত পোস্টঃ

''আন্তরিকতার'' ইংরেজী কি হতে পারে?

১৯ শে মে, ২০০৮ রাত ৯:১৬

''আন্তরিকতা'' এটার ভাল ইংরেজী প্রতিশব্দ কি হতে পারে। আমি বাংলা এই সুন্দর, মনের তেষ্টা মেটানোর ইংরেজী প্রতিশব্দ ঠিক একই ভাবাবেগ উদয় করে তা মেলাতে পারিনি।



খুব কাছাকাছি হতে পারে "Earnestness"।



এটা এই উত্তর আমেরিকাতে পাচ্ছি না তার আরেকটা কারনও হতে পারে, সেটা হল এখানে ''আন্তরিকতা'' বিষয়টি পুঁজিবাদ তত্বের অর্থের সংগে ওতপ্রোত ভাবে জড়িত। আার যদি অর্থই ''আন্তরিকতা'' র মুল উদ্দেশ্য হয়ে থাকে, তা হলে সেটা অন্ততঃ কাছে ''আন্তরিক'' মনে হয় না। এখানে অর্থ ছাড়া কোন প্রতিষ্ঠান আপনাকে সাহায্য করবে না।



দূরে কোথাও ফ্রী ওয়ে(হাই ওয়ে) তে বিপদে পড়ে অচেনা কারও বাসায় যদি পানি চাইতে যান, সম্ভবত আমার অনুমানে পানি তো পাবেনই না, বন্দুকের গুলি থেকে বাচতে পারেন কি না, সেটাই চিন্তার বিষয়। কারন দোকানে পানি আছে, বাসায় কেন?



মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০০৮ রাত ৯:২২

আরিফুর রহমান বলেছেন: কথা তো সত্যি: দোকানে পানি আছে, বাসায় কেন?

২| ১৯ শে মে, ২০০৮ রাত ৯:৪২

অনর্গল বলেছেন: amiable, cordial, amicable, sincere এইগুলো আন্তরিক শব্দটির সুন্দর কতগুলো ইংরেজি প্রতিশব্দ। এছাড়া আরও আছে। পশ্চিমা দেশগুলোতে আন্তরিক মানুষ হয়তো নাই। কিন্তু অসাধারণ কিছু কবি সাহিত্যিক আছে যারা তাদের লেখায় আন্তরিকতা কে আনতে কার্পণ্য বা সমস্যা কোনটাই বোধ করেননি।

২০ শে মে, ২০০৮ ভোর ৪:৫৬

ফেরদাউস আল আমিন বলেছেন: ধন্যবাদ আপনাকে
sincere টা মনে হয় সবচেয়ো কাছাকাছি অনুবাদ।
তবে আমার কাছে sincere টা চিঠি লেখার sincerely মত মনে হয়।
Sincerity এর অর্থ ৯০% শতাংশ 'আন্তরিকতা' র পর্যায়ে আমার ধারনা।
amiable=সুহ্রদয়, অমায়িক
cordial= আন্তরিক, হ্রদ্য
amicable=বন্ধু ভাবাপন্ন
sincere=অকৃত্রিম
সিসটেক ডিজিটাল থেকে নেয়া

৩| ১৯ শে মে, ২০০৮ রাত ৯:৪৬

রাগিব বলেছেন: আমার মনে হয় জায়গা বিশেষে এটারও তারতম্য হয়। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের মিডওয়েস্টের মানুষেরা অনেক আন্তরিক, পূর্ব ও পশ্চিমাঞ্চলের চাইতে।

২০ শে মে, ২০০৮ ভোর ৫:০২

ফেরদাউস আল আমিন বলেছেন: আন্তরিকতা নিশ্চয়ই বহু জায়গাতে আছে, প্রশ্ন হল ওটা কি কৃত্রিম না প্রানবন্ত স্বাভাবিক। কারন ছোটবেলা থেকেই পশ্চিমা দেশে অমায়িক ও কৃতজ্ঞতা প্রকাশের শিক্ষা দেয়া হয়। ব্যবসা ক্ষেত্রে একই ব্যবহার ব্যবসার প্রগতির সংগে সম্পর্কিত, তখন আমার ধারনা ওটা আার আন্তরিকতার পর্যায়ে পড়ে না।

৪| ১৯ শে মে, ২০০৮ রাত ৯:৫০

বিষাক্ত মানুষ বলেছেন: হুমম...

৫| ১৯ শে মে, ২০০৮ রাত ১০:৩০

েক আিম বলেছেন: খুব ভুল কথা। আমি আনেক দেশে রাস্তার পাশের অনেক অচেনা মানুষের কাছ থেকে ভালবাসা আর আন্তরিকতা ভরা হাতের পানি, স্যান্ডুইচ আর আপেল খেয়েছি। আর দুনিয়ার সব দেশেই কিছু মানুষ আছে যারা আপ্যায়ন করতে জানে না।

৬| ২০ শে মে, ২০০৮ ভোর ৫:০৫

ফেরদাউস আল আমিন বলেছেন: আমি সাত বছর পার হতে চলল ওরকম নিঃস্বার্থ আতিথেয়তা পাবার অপেক্ষায়। আপনি ভাগ্যবান (‌--বতি)

৭| ০১ লা জুন, ২০০৮ রাত ৩:৫৫

মৈথুনানন্দ বলেছেন: HEARTIEST

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.