নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাততঃ ঢাকা থেকে

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

ফেরদাউস আল আমিন

সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট

ফেরদাউস আল আমিন › বিস্তারিত পোস্টঃ

বেকিং সোডার উপকারিতা

০৩ রা অক্টোবর, ২০১০ সকাল ৯:০১

বেকিং সোডা, যেটা সম্ভবত খাবার সোডা হিসেবে ব্যবহৃত হয়, সেটির অজানা অনেক উপকারিতা বিদ্যমান। বেকিং সোডার রাসায়নিক নাম sodium bicarbonate অথবা অনেক সময় bicarbonate of soda ও বলা হয়ে থাকে। বাংলাদেশে সম্ভবত এটি বিপনন হয় খাবার সোডা হিসেবে। তবে এটি আরও সুন্দর করে প্যকেজিং করত বিপনন করলে আপামর জনতা এর উপকারিতা সঠিক ভাবে প্রয়োগ করতে পারবেন বলে আমি মনে করি।

জানেন কি, বেকিং সোডা ----

তেল ও ইলেকটৃক ছোট আগুন নেভাতে পারে?

ফৃজ থেকে গন্ধ নিবারন করতে পারে?

ময়লার বালটি বেকিং সোডা দিয়ে পরিষ্কার করলে ঐ ময়লার গন্ধ চলে যেতে পারে?

আলমারি, ফৃজ থেকে আদ্রতা নিবারন করতে পারে?

তৈলাক্ত মেঝে, চুলা তেলমুক্ত করা যেতে পারে?

এক কাপ বেকিং সোডা ব্লক কিচেন সিংক এর পাইপে ঢেলে এর পর এক কাপ গরম ভিনেগার ঐ পাইপে ঢেলে দিলে ব্লক চলে যেতে পারে?

নান রুটি বা কেক ফোলাতে এটা ব্যবহৃত হয়?

মাংস তাড়াতাড়ি সিদ্ধ করতেও এক চিমটে বেকিং সোডাই যথেষ্ট?

বাথরুম পরিষ্কার করতে বেকিং সোডা ব্যবহার করতে পারেন?

থালা বাসন, কাপ পিরিচের দাগ দুরিকরনেও বেকিং সোডা ব্যবহার করা যায়?

গলা খুসখুস দুরিকরন, পেটে অম্লনাশক (এক গ্লাস পানিতে এক চিমটি বেকিং সোডা, দিনে একবার, আমি ডাক্তার নই) ও শ্যম্পু হিসেবেও ব্যবহার করা যেতে পারে।

উপকারিতা আরও অনেকে শরীরকে অম্ল স্তর থেকে ক্ষার স্তরে নেবার জন্য এটি পানিতে গুলিয়ে পান করেন।

তবে গুলিয়ে পান করনের জন্য অবশ্যই ডাক্তার বা অভিজ্ঞজনের পরামর্শ নেবেন। আমি এক চিমটি এক গ্লাসে ১/৪ চা চামচের বেশি ব্যবহার করি না, তাও দিনে দুবার। গেটে বাঁতের জন্যও এটি আমি ব্যবহার করেছি (পান করেছি)

মন্তব্য ৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১০ সকাল ৯:২৫

রেজাউল করিম বলেছেন: অনেকেই বেকিং সোডা দিয়ে দাঁত মাজেন। ডেন্টিস্টরাও নাকি এতে বাধা দেননা। জানেন কি?

০৩ রা অক্টোবর, ২০১০ রাত ৮:০০

ফেরদাউস আল আমিন বলেছেন: সেটা আমিও মাঝে সাঝে করেছি।

২| ০৩ রা অক্টোবর, ২০১০ সকাল ৯:২৯

অর্ফিয়াস বলেছেন: আমি ভাবতাম এটি মনে হয় শরীরের জন্য ক্ষতিকর। ভালো লাগলো আপনার লেখাটি পড়ে।

৩| ০৩ রা অক্টোবর, ২০১০ সকাল ৯:৪০

এস বাসার বলেছেন: এত উপকারী জিনিস! জানতাম না।

৪| ০৩ রা অক্টোবর, ২০১০ সকাল ১০:৫৫

সাঈফ শেরিফ বলেছেন: সব চেয়ে খারাপ জিনিস হল, এটি খাদ্যের পুষ্টিগুণ, বিশেষত খাদ্যপ্রাণ পুরোপুরি নষ্ট করে ফেলে।

০৩ রা অক্টোবর, ২০১০ রাত ৮:০১

ফেরদাউস আল আমিন বলেছেন: সে রকম কিছু পাইনি।

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১০ দুপুর ১২:৪৪

মোহাম্মদ আনোয়ার বলেছেন: উৎস কি ?

৬| ১৬ ই অক্টোবর, ২০১০ রাত ৯:৪০

আবু বকর িসিদ্দক বলেছেন: কই পাইলেন এই কথা,এটা শরীরের জন্য ক্ষতিকর,সব চেয়ে খারাপ জিনিস হল, এটি খাদ্যের পুষ্টিগুণ, বিশেষত খাদ্যপ্রাণ পুরোপুরি নষ্ট করে ফেলে

৭| ০৬ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৩৯

শায়েরী বলেছেন: দারুন তো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.