নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহু পথ পারি দেবার পর বুঝেছি, বহু জীবনের সাথে পথচলে বুঝেছি,\"হৃদয় থাকা একটা পাপ।\"

ফেরেশতা বলছি

সাধারন

ফেরেশতা বলছি › বিস্তারিত পোস্টঃ

পরিমিতিবোধ

০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১০

সব ঠিক অাছে। মানলাম, অাপনারা দুই পক্ষ (অাস্তিক, নাস্তিক) অাপনাদের মতবাদ প্রচার করবেন।। এটা অাপনাদের বাক স্বাধীনতা,ব্যাক্তি স্বাধীনতা। ব্যাক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতার মানে এই না যে, স্বেচ্ছাচারি হতে হবে।



অামাদের বাংলা ভাষায় "পরিমিতিবোধ " নামে একটা সুন্দর শব্দ অাছে। যার মানে কোথায়, কখন,কিভাবে, কাকে কি বলতে হবে তা বুঝে বলা।

ওয়াজ মাহফিলে কাওকে কাফের/মালাওন বলা যেমনঃ পরিমিতিবোধ বহির্ভূত তেমনি কোনো লেখায় "যিশু "কে জারজ/কুলাঙ্গার বা মুহাম্মদকে "ধর্ষক /ব্যাভিচারি " বা স্রষ্টায় অবিশ্বাসী করাকে কুলাঙ্গার বলাও পরিমিতিবোধ বহির্ভূত।

অাশা করি সকলে, ব্যাপারটা নিয়ে ভাববেন। অাপনারা বিজ্ঞ, জ্ঞানি, অভিজ্ঞ মানুষ। অাপনারা নিশ্চই কোনো রাস্তা বা ভাষার ব্যাবহারের নতুন কোনো পন্থা বের করবেন, যেটা কারো সাথে কারো বিবাদে জড়াতে ইন্ধন জোগাবে না।

শুভেচ্ছা সবাইকে :)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৫ সকাল ১০:১১

অপ্রতীয়মান বলেছেন: সব কিছুর পূর্বে বোধ করি 'বোধ' থাকাই সবচেয়ে বেশি জরুরী। অন্তত বোধ টুকু না থাকিলে পরে 'পরিমিতি' কিংবা 'অপরিমিত' কোনটাই বুঝে আসবে না কারও।

২| ০২ রা এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৭

ফেরেশতা বলছি বলেছেন: অপ্রতীয়মান
সহমত । যারা যুক্তি তর্কে অবতির্ন হয় তারা সকলেই বোধ সর্বস্ব ।কিন্তু,এপ্লিকেশনটায় মনে হয় তাদের নজর দেয়া উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.