![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে আমার যত ভালোলাগা, আবেগ, দুঃখ-কষ্ট গুলোর সমন্বয় সাধনের অভিপ্রায়ে . . .
লেখনি হিসেবে নিজের জীবনের হাসি-কান্না, ভালোলাগা-মন্দলাগা বিষয়গুলোই আমি সবসময় প্রাধান্য দিয়ে আসছি। তবে আমার দেশের রাজনীতির বিষয়গুলোতে যে আমার কোন আগ্রহ নেই তা নয়। আদার বেপারী হয়ে জাহাজের খবর নেয়ার চেষ্টা করিনা এই আরকি।
’’ খবর: লাটভিয়ায় সুপারমার্কেট ধস কে নিজেদের ব্যর্থতার দায়ভার নিয়ে প্রধানমন্ত্রী ভালদিস ডোওমব্রোওসকিস মন্ত্রীপরিষদসহ পদত্যাগ করেছেন। ’’
তবে গতকালের ঘটে যাওয়া এই খবরটি যদি আমি আমার দেশের রাজনীতিবিদদের দেখাতে পারতাম। বিশেষ করে রানাপ্লাজা নিয়ে সাবেক মন্ত্রী সাহেব ও তার প্রধানকে।
অথবা আমাদের দেশের ঐতিহাসিক ঝাঁকুনি তত্বটা যদি লাটভিয়ার প্রধানমন্ত্রীকে দেখাতে পারতাম।
শুধু লাটভিয়া নয় এরকম হাজারো দেশের রাজনীতিককে যখন দেখি নিজেদের সম্পর্কততা না থাকা সত্বেও দায়ভার নিয়ে পদত্যাগ করতে ঠিক তখনি আমার বাংলার প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে জড়িত রাজনীতিবিদদের চেহারা চোখের সামনে ভেসে উঠলে নিজেদের এই সকল রাজনীতিবিদদের জন্য করুণা হয়। শুধু করুণা বললে যথার্থ হয় না তাদের জন্য মুখ ভরে .... আসে, .....।
২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪
ফিরোজ-জা.বি বলেছেন: ধন্যবাদ জনাব আশমএরশাদ, আপনার সুচিন্তিত মতামতের জন্য।
আমিও আপনার সাথে একমত যে ‘পদত্যাগ সব সময় সমাধান নয় বরং দায় এড়িয়ে যাওয়া হয়ে যায়।’
কিন্তু আমাদের দেশে যে হারে বিচ্ছিন্নভাবে ঘটা ঘটনাগুলোকে দূর্ঘটনা বলা হয় তাতে আমাদের রাজনীতিবিদরা প্রতক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত। পদত্যাগ না হোক, তাদের বিবেকবান হিসেবে সড়ে দাঁড়ানো উচিত।
২| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৮
ইউরো-বাংলা বলেছেন: একটি ভবন ধ্বস কে রাজনৈতিক ব্যর্থতা বলেছেন ! যার মধ্যে তার বিন্দুমাত্র হাত ছিল না। কত সুন্দর পরিচ্ছন্ন রাজনীতি।
হাসিনা সরকার হাজার রকমের অপকর্ম করল, বিশ্বজিৎ কে লীগের পুলাপানরা কুপিয়ে কুপিয়ে হত্যা করল। শুধুমাত্র একটা উদাহরন দিলাম। এইরকম হাজার উদাহরন দেওয়া সম্ভব।
হাসিনা বু আপনে কবে গদি ছাড়বেন ? কবে এই দেশের মানুষদেরকে শান্তি দিবেন ? প্লিজ বলুন।
২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭
ফিরোজ-জা.বি বলেছেন: ইউরো-বাংলা, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
হাসিনা বা থালেদা বা এরশাদ সবাই কম বেশি একই ঘরানার।
এ জনমে মনে হয়না তাদের পরিবর্তন সম্ভব। আশু তাদের বিদায় কামনা করা ছাড়া বাঙ্গালীর মনে হয় না পরিবর্তন হবে . . .
৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫২
চলতি নিয়ম বলেছেন: @ইউরো-বাংলা, সরকারের হাজার অপকর্মে বিরক্ত হয়ে, বিএনপি কে ভোট দেবেন ভালো কথা,
এক বিশ্বজিত নিয়ে বিএনপি ২ বছর পলিটিক্স কৈরা তার চাইতে জঘন্যতম কাজ কর্তেছে, অলরেডি ১৮+ মানুষ পুরানো শেষ এখনো শেষ হয় নাই।
এইবার বলেন কে ভালো ??
৪| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪০
এম আর ইকবাল বলেছেন:
আমাদের দুই নেত্রী, কেউকি ন্যায়ের পথে আছেন ?
কেউ কি জনগণের কথা ভাবেন ?
কাণ্ড কারখানা দেখে মনে হচ্ছে,
ভাবখানা এই
তুমি কত বড় জানোয়ার,
আমি তার চেয়ে বড় জানোয়ার ।
২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৫
ফিরোজ-জা.বি বলেছেন: ঠিক বলেছেন জনাব এম আর ইকবাল। তারা কেউ জনগণের কথা ভাবেন না।
৫| ২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯
ইউরো-বাংলা বলেছেন: @চলতি নিয়ম, আমি আপনাকে বলিছি নাকি বিএনপি'কে ভোট দিব ?
আমার শ্লোগান কি জানেন ?
নৌকা - পাল্লা - লাঙ্গল - শীষ = সব সাপেরই একই বিষ।
এইবার বুইঝা লন, আমি কাকে ভোট দিব।
২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৬
ফিরোজ-জা.বি বলেছেন: সহমত ইউরো-বাংলা : নৌকা - পাল্লা - লাঙ্গল - শীষ = সব সাপেরই একই বিষ।
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২
আশমএরশাদ বলেছেন: বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন। এখানে পদত্যাগকে স্বাগত জানানো হয় না বা এটা নিয়ে উৎসাহও দেয়া হয়না।
রানা প্লাজা ধবসের পর যদি প্রধানমন্ত্রী পদত্যাগ করতো তখন সবাই ছুটতাম বিজয় মিছিল নিয়ে বঙ্গভবনের দিকে। আর কেউ চলে যেতো বিউটি পার্লারে শপথ নেয়ার আগে ভ্রুটা যেন আরেকটু পালিশ করা যায় সেটার দিকে।
সুতরাং বাংলাদেশের প্রশাসনিক কাঠামো এবং ক্ষমতায়নের কেন্দ্রবিন্দু এবং গণতন্ত্র চর্চা এক জিনিস নয়।
রানা প্লাজায় এখন প্রধানমন্ত্রীর তদারকিতে এবং আর্মির সহযোগীতায় যে টুকু হয়েছে পদত্যাগ নাটক করেলে ততটুকুও হতো না।
তাই পদত্যাগ সব সময় সমস্যার সমাধান করে না অনেক সময় সমস্যাকে অন্যদিকেও নিয়ে যায়। ঘটনা ঘটবেই কিন্তু পদত্যাগ সব সময় সমাধান নয় বরং দায় এড়িয়ে যাওয়া হয়ে যায়।