নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কানকাটা রমজান

কানকাটা রমজান › বিস্তারিত পোস্টঃ

আবুল বারাকাতের কন্যা ঢাবি শিক্ষিকা অরণীর ইসলামবিদ্বেষী ভূমিকা : জুমা’র নামাজের সময় পরীক্ষা নেয়ার চেষ্টা

২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৬

এবার খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ইসলামবিদ্বেষের অভিযোগ পাওয়া গেছে। মুসলমানদের অন্যতম ইবাদতের দিন শুক্রবার জুমা’র নামাজের সময় উক্ত শিক্ষকা পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেন। অভিযুক্ত ঐ শিক্ষক অর্থনীতি বিভাগের সদ্য নিয়োগপ্রাপ্ত লেকচারার অরণী বারকাত। জুমা’র নামজের সময় পরীক্ষা গ্রহণের বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠার খবর পেয়ে পরিস্থিতি অবনতির পূর্বেই এবিষয়ে হস্তক্ষেপ করেন বিভাগীয় চেয়ারম্যান। তিনি দ্রুত পরীক্ষা কেন্দ্রে হাজির হয়ে শিক্ষার্থীদের শান্ত থাকতে বলেন এবং জানান, জুমা’র নামাজের সময় কোনো পরীক্ষা নেয়া হবে না। তিনি শিক্ষার্থীদের এ বলে শান্ত করার চেষ্টা করেন, যেহেতু উক্ত শিক্ষক মহিলা। তাই তিনি জুমা’র নামাজের বিষয়টি মাথায় আনেননি।

তবে একাধিক শিক্ষার্থী জানান, বিভাগীয় চেয়ারম্যান পরিস্থিতি শান্ত করার জন্য একটি কথা বলেছেন। কিন্তু উক্ত শিক্ষিকা ব্যক্তিগতভাবে ইসলামবিদ্বেষী পরিবারের হওয়ায় এঘটনা ঘটিয়েছেন। তাকে পরীক্ষার সময় নির্ধারণের পূর্বেই জুমা’র নামাজের কথা জানানো হয়েছিল। কিন্তু তিনি জানান, তার হাতে সময় নেই। তাই নামাজের সময়ই পরীক্ষা নিতে হবে। এক শিক্ষার্থী জানান, শিক্ষক অরণী বারকাত অর্থনীতিবিদ আবুল বারকাতের কন্যা। এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এধরনের ঘটনা নজিরবিহীন বলে জানান একাধিক জ্যেষ্ঠ শিক্ষক। ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে নিন্দার ঝড় ওঠে।

সূত্র জানায়, অর্থনীতি বিভাগের ৫ম সেমিস্টারের ‘ইন্টারন্যাশনাল ট্রেড’ কোর্সটি পড়ান বিভাগের সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষক অরণী বারকাত। গতাল (শুক্রবার) ছিল কোর্সটির মিডটার্ম পরীক্ষা। সম্প্রতি হরতালসহ রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুক্রবারেও ক্লাস পরীক্ষা চালু রাখার ঘোষণা দেন। ফলে অধিকাংশ বিভাগেই হরতালের ক্ষতি পুষিয়ে নিতে এদিন সকল কার্যক্রম চালু রাখা হয়। জুমা’র নামাজ চলাকালে থাকে বিরতি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সকল রেকর্ড ভাঙিয়ে গতকাল জুমা’র নামাজের সময়ই পরীক্ষা নেয়ার জন্য সিদ্ধান্ত নেন অরণী বারকাত। পরীক্ষার সময় নির্ধারণ করা হয় ১২টা থেকে ২টা পর্যন্ত। সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের ৩০২ নং কক্ষে ছিল পরীক্ষার স্থান। অথচ অধিকাংশ মসজিদে জুমা’র নামাজ চলে বেলা ১টা থেকে দেড়টার মধ্যে। পবিত্র জুমা’র নামাজের কথা বার বার স্মরণ করিয়ে দিয়ে শিক্ষার্থীরা এসময় পরীক্ষা না নেয়ার অনুরোধ করলেও তিনি তা গ্রাহ্য করেননি বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে শিক্ষার্থীদের মাঝে বিরাজ করে তীব্র ক্ষোভ আর অসন্তোষ। সব মহলে ওঠে নিন্দার ঝড়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশে এধরনের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেয়া যায় না বলে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষক শিক্ষার্থীরা। তারা এধরনের শিক্ষকদের সামাজিকভাবে বয়কটের দাবি জানান।

ক্যাম্পাসব্যাপী এধরনের প্রতিক্রিয়ার ফলে বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আলী তসলিমের মধ্যস্থতায় পরীক্ষার সময় পিছিয়ে জুমা’র পরে দেয়া হয়। এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি বিষয়টি দেখছি। এটি বিভাগের কোনো সিদ্ধান্ত নয়, কারণ মিডটার্ম পরীক্ষার সময় সংশ্লিষ্ট কোর্সের শিক্ষক এককভাবেই নির্ধারণ করে থাকেন। তিনি বলেন, এধরনের সিদ্ধান্ত সাধারণত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেই নেয়া হয়।

বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের ইচ্ছার বিরুদ্ধে ‘সময় কমে’র অজুহাত তুলে অরণী এ সিদ্ধান্ত নেন। পরে চেয়ারম্যান ১২টায় পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে পরীক্ষা হলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করার চেষ্টা করেন। উক্ত শিক্ষক পুরুষ না হওয়ায় নামাজের বিষয়ে অবগত ছিলেন না বলে তিনি শিক্ষার্থীদের শান্ত করেন। এছাড়া পরীক্ষার সময় পিছিয়ে ২টায় করার সিদ্ধান্ত জানানো হয় এসময়। এব্যাপারে কথা বলতে অরণী বারকাতকে বার বার ফোন দিয়েও পাওয়া যায়নি।



ইনকিলাব

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৭

কালবৈশাখীর ঝড় বলেছেন:
জুম্মার নামাজের দিন ক্রিকেট খেলাও চলে মাঝে নামাজ/লাঞ্চ বিরতি সহ।
পরিক্ষা নিশ্চই নামাজের টাইমে ছিলনা?

২| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২২

আশক বলেছেন: আইছে এক বলদা। পোষ্ট না পইড়াই কমেন্ট মাইরা দেয়। "পরীক্ষার সময় নির্ধারণ করা হয় ১২টা থেকে ২টা পর্যন্ত। সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের ৩০২ নং কক্ষে ছিল পরীক্ষার স্থান। অথচ অধিকাংশ মসজিদে জুমা’র নামাজ চলে বেলা ১টা থেকে দেড়টার মধ্যে।"

৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৫

পিয়ার আহসান বলেছেন: frogotishilera ki moddhojugiyo dhommo coccha kore? Dhommoke tenara CTN dey. Aroni madam hoyto vabsen, Exam time e toilet paile jemon pulapain baire giya toilet saira ase, temni dhommo kommo o toilet sara moto... Baire jabe, abar 2 minute por firra aisa...

৪| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৬

ক্ষুধিত পাষাণ বলেছেন: কালবৈশাখীর ঝড় বলেছেন:
জুম্মার নামাজের দিন ক্রিকেট খেলাও চলে মাঝে নামাজ/লাঞ্চ বিরতি সহ "পরিক্ষা" নিশ্চই নামাজের টাইমে ছিলনা?

দাঁগী হাম্বাটা পরীক্ষা বানানও ভুল করে!

৫| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৯

উদাসী স্বপ্ন বলেছেন: এই সেই আবুল বারাকাত যে কিনা জামাতের জন্য যুদ্ধাপরাধী বিচারের ট্রাইব্যুনাল যে অবৈধ সেটাও প্রমান করার চেষ্টা করেছেন

৬| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৩

ক্ষুধিত পাষাণ বলেছেন: বারাকাতকে অনেকেই "বোতলকাত" নামে ডাকে B-)) B-)) B-))

৭| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৮

এই আমি সেই আমি বলেছেন: ভাইজান কি মহাভুদুর রহমানের দায়িত্ব প্রাপ্ত ? হেফাজতের কানে তুলেন , ব্যস আর কিছু দেখা লাগবে না । বাকিটা ওরাই দেখবে । খোলা তলোয়ার নিয়ে ছুটে আসবে অরণী রে ধরতে ।

হরতালের কারনে যে পরীক্ষা পিছায় ,তার বেলা ।

হরতালের কারনে অনেক ইস্কুল কলেজ এখন শুক্রবারে খোলা । এরশাদ শুক্রবারে ছুটি দিছে ইবাদত বন্দেগির জন্য । এই হরতালের জন্য শুক্রবারে ইস্কুল খোলা থাকায় ছাত্রদের ইবাদতের ক্ষতি হচ্ছে , আর এই ইবাদতে বাধা দান কারীরা কাফের নালায়েক । দিলাম ফতোয়া কারণ ফতোয়া ইজ নাউ ভেরি ইজি এন্ড এভেলেবেল ।

৮| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৭

জাতির চাচা বলেছেন: তার বাপ হচ্ছে বারাকাত ,শাহবাগীদের অন্যতম গডফাদার। ইসলাম শব্দেই যার চুলকানী।ইসলামপ্রিয় জনতা যতই সংঘাত এড়িয়ে যেতে চাক নয়া কেনো তারা চায় ।
আসিতেছে শুভ দিন।দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ।

৯| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৬

যোগী বলেছেন:
জুমা’র নামাজের সময় পরীক্ষা আমরাও দিয়েছি। মানে দিতে বাধ্য হয়েছি, কারন উপায় ছিলনা, হরতালে হরতালে দেশ জর্জরিত ছিল সেই সময়।
আর কোন পরীক্ষ ডিপার্টমেন্টের একজন লেকচারারের সিদ্ধান্তে হয় না। প্লেনিং কমিটি বা পরীক্ষা কমিটি সেই সিদ্ধান্ত নেয়।

১০| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৬

অদ্বিতীয়া আমি বলেছেন: শুক্রবার পরীক্ষা খুবই কমন , আমরা ও অনেক পরীক্ষা দিয়েছি , কিন্তু ঠিক নামাজের টাইমে দেয়া ঠিক হয়নি । আগে পরে দিতে পারত ।
বেচারা অরণী !!! বুঝতে পারেনি মনে হয় ।

১১| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৫

এস এইচ খান বলেছেন: হা হা হা .... বোতলকাতের কইণ্যা বলে কথা :-B =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.