নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: এই নিকটি অবশ্যই (১৮+) দের জন্য এবং দুর্বল ও সংবেদনশীলদের বিশেষ ভাবে অনুরোধ রইলো এই নিকের পোস্ট সমূহ এড়িয়ে যাওয়ার। এর পরও যাদের ভিতরে খুব বেশি কুড়কুড়ি আছে তারা অবশ্যই নিজ দায়িত্বে ঢুকবেন। আর পোলাপাইন!!! এই গুলান বহুত শয়তান ।

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: এই নিকটি অবশ্যই (১৮+) দের জন্য এবং দুর্বল ও সংবেদনশীলদের বিশেষ ভাবে অনুরোধ রইলো এই নিকের পোস্ট সমূহ এড়িয়ে যাওয়ার। এর পরও যাদের ভিতরে খুব বেশি কুড়কুড়ি আছে তারা অবশ্যই নিজ দায়িত্বে ঢুকবেন। আর পোলাপাইন!!! এই গুলান বহুত শয়তান ।

িফল্ড মার্শাল

অবসর সময় টুকু এখানেই কাটাই । ব্লগে এসে প্রচুর আনন্দ পাই । খারাপ লাগে যখন আমাকে ব্যান করে দেয় বা ব্লক করে দেয় । অনেকবার ব্যান খেয়েছি । জানাপার হাতে পায়ে ধরে আবার ব্লগে আসি । ব্লগের সবাইকে আমার অভিন্ন্দন । [email protected]

িফল্ড মার্শাল › বিস্তারিত পোস্টঃ

যে ৭টি কথা সন্তানকে কখনোই বলা যাবে না

০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩

















বাচ্চারা স্বভাবতই বড়দের চেয়ে অনেক বেশি সংবেদনশীল। আপনি হয়তো সারাদিন বাচ্চার দুষ্টুমিতে অতি বিরক্ত হয়ে যাচ্ছেন এবং একটা সময়ে যাচ্ছেতাই বলে বকা দিচ্ছেন তাকে। ভাবছেন সে তো বাচ্চাই, একটু বকাঝকা করলে ক্ষতি কি?অথচ কী ভয়ঙ্কর ক্ষতি যে হয়ে যাচ্ছে বাচ্চার মনস্তত্ত্বে তা আপনি ধারণাও করতে পারবেন না। তার ব্যক্তিত্বে নেতিবাচক প্রভাব পড়ার সাথে সাথে আপনার সম্পর্কেও তার মনে ভয়, ঘৃণা বা রাগের শেকড় ছড়াচ্ছে যা থেকে ভবিষ্যতে আরও খারাপ পরিস্থিতির অবতারণা হতে পারে।



এমন কিছু কথা আছে যেগুলো বাচ্চার সামনে কোনভাবেই বলা যাবে না অথচ একটু রাগ বা বিরক্তি হলেই আমরা চিন্তা না করেই সেগুলো বলে ফেলি। পরে আক্ষেপ হলেও কিছু করার থাকে না, যা ক্ষতি হবার তা হয়ে গেছে ততক্ষণে। দেখে নিন এই কথাগুলো কি হতে পারে।



১) তোমাকে রেখে চলে যাবো কিন্তু!



বাচ্চা খুব দুষ্টামি করছে। হাত পা ছুড়ছে। অকারণে জেদ করছে। বিরক্ত হয়ে বলেই ফেললেন এ কথাটা। সত্যি সত্যি তো আর নিজের বাচ্চাকে ফেলে রেখে যান না কেউ। কিন্তু বাচ্চার মনে অকারণেই একটা ভয় সৃষ্টি হয়ে যাবে এবং আপনার ওপর থেকে তার আস্থা কমে যেতে শুরু করবে একদম কচি বয়স থেকেই।



২) তোমার ভাইয়া/আপুর মতো লক্ষ্মী হতে পারো না?



প্রত্যেকটি শিশুই স্বতন্ত্র। আপনি অবহেলা করে তাকে এবং তার ভাইবোন/কাজিন বা অন্য কোনও বাচ্চার সাথে তুলনা করতে পারেন। এতে তার স্বতন্ত্র ব্যক্তিত্ব গঠনে ছেদ পড়বে। আর নিজেকে অন্যের চাইতে ছোট মনে করা শুরু করবে সে।



৩) তোমার লজ্জা হওয়া উচিত!



একটা ছোট বাচ্চা জানে না কোনটা ঠিক আর কোনটা ভুল। সে সব কাজই করে নিষ্পাপ উদ্দেশ্য নিয়ে। ভুল করে ফেললে তাকে বোঝাতে হবে যে কাজটা ঠিক নয়। কিন্তু সে যখন বুঝতে পারছে না ভুলটা কি করেছে, তখন এসব কথা বলে তাকে বিভ্রান্ত করার কোনও মানে হয় না।



৪) আমি যা বলবো সেটাই করতে হবে!



আবারো বলছি, বাচ্চা জানে না কোনটা ঠিক আর কোনটা ভুল। সে একটা কাজ করতে চাচ্ছে না। যেমন সবজি বা দুধ খেতে আপত্তি করছে। এমন সময়ে একটু ধৈর্য ধরে তাকে বোঝান কেন সেটা খেতে হবে, প্রয়োজনে গল্পের মতো করে উপকারিতা বর্ণনা করতে পারেন। কিন্তু জোর করে, বকা দিয়ে কাজ করাতে গেলে তার মাঝেও জেদ তৈরি হবে।



৫) দাও, আমি করে দিচ্ছি



বাচ্চা ছোটোখাটো কোনও কাজ করতে গিয়ে হয়ত বেশ ঝামেলা তৈরি করে ফেলছে। যেমন খাবার নিজ হাতে খেতে গিয়ে ছড়িয়ে ফেলছে, গোসল করতে গিয়ে পানি ছিটিয়ে একাকার করছে, জুতো পরতে অনেক সময় নিচ্ছে। এ অবস্থায় ধৈর্য ধরে তাকে কাজটা শিখতে না দিয়ে অনেকেই বাচ্চার কাজটা নিজেই করে দেন। বাচ্চার উপকার করার বদলে এতে ক্ষতিই হয় কারণ এর ফলে বাচ্চার মাঝে পরনির্ভরশীলতা তৈরি হয়। আর আগ্রহ নিয়ে কোনও কাজ করতে গিয়ে বাচ্চা যখন দেখে মা অথবা বাবা সেটা করতে দিচ্ছে না তখন তার মাঝে বিরক্তি তৈরি হয়।



৬) তোমার জন্যই আমাদের ডিভোর্স হয়ে গেছে!



এ ধরনের কথা বলাটি খুব বড় ভুল। বাবা মায়ের মাঝে ছাড়াছাড়ি হয়ে গেলে বাচ্চা নিজে থেকেই বিভ্রান্ত হয়ে পড়ে, নিজেকে অবহেলিত এবং বোঝা বলে মনে করতে থাকে। এর মাঝে যদি তাকে এমন একটা কথা বলা হয় তবে প্রচণ্ড কষ্ট পাবে সে। বাবা মায়ের দোষের বোঝা তাকে কখনোই বহন করতে দেবেন না।



৭) তুমি না জন্মালেই ভালো হত!



নিজের সন্তানকে ভালবাসলে এমন হৃদয়হীনের মতো কথা বলা সম্ভবই না। বাচ্চার মনে কেমন কষ্ট লাগবে সেটা বলে দেবার প্রয়োজন নেই। আপনি নিজেই ভাবুন তো, আপনার বাবা মায়ের কাছ থেকে এমন কথা শুনলে কী রকমের আঘাত পাবেন আপনি?









মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮

মোঃ আনারুল ইসলাম বলেছেন: সহমত ।

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩

িফল্ড মার্শাল বলেছেন: ধন্যবাদ, আনারুল ভাই ।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫০

নৌশীন বলেছেন: :)

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩

িফল্ড মার্শাল বলেছেন: ধন্যবাদ, নৌশীন আপু ।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০০

মামুন রশিদ বলেছেন: পুরোপুরি সহমত । সুন্দর পোস্ট!

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০২

িফল্ড মার্শাল বলেছেন: ধন্যবাদ , মামুন ভাই ।

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫

বেকার সব ০০৭ বলেছেন: মা-বাবার মাথা গরম হয়ে গেলে এই কথা গুলো বলা ছাড়া আর কোনো ওপায় থাকেনা

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯

িফল্ড মার্শাল বলেছেন: আপনার কথাটা ও সত্যি । সবকিছুই মানিয়ে নিতে হবে ।

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২২

একজন আরমান বলেছেন:
সহমত।

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
লেখার সূত্র দেন না কেন?

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮

িফল্ড মার্শাল বলেছেন: ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য ।

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪

জুন বলেছেন: আপনি যেই যেই পয়েন্টগুলো বলেছেন তার সাথে একমত ।
কিন্ত তাই বলে বাচ্চাদের কোন ভাবেই শাসন করা যাবে না এটা ভুল। আমার মা তো কত সময়ে আমাদের উপর বিরক্ত হয়ে পাখার ডাটি দিয়ে পিঠের উপর ধুমধাম বসিয়ে দিয়েছে। কই আমরা তো বিগড়ে যাই নি। আমার বুড়া ছেলেকে এখনো আমি চড় থাপ্পর লাগাই, কই সেতো মাশাল্লাহ এখন পর্যন্ত লাইনে আছে।
একবার কক্সবাজার থেকে কলাবাগান পর্যন্ত বাসে ১১ ঘন্টা এক ৮/১০ বছরের বাচ্চা নন স্টপ জোরে জোরে কথা বলেই চলেছে। প্রত্যেকটা যাত্রী চরম বিরক্ত। পিছন ফিরে তাকিয়ে বাবা মার চেহারা দেখলাম ছেলের জ্ঞ্যান গরিমায় তারা গর্বিতভাবে বসে আছে স্মিত হাসি মুখে। আমার ছেলে তো জীবনে এমন করার চিন্তাও করে নি আর যদি করতো তবে একটা থাপ্পড় লাগিয়ে দিতাম এই ব্যাপারে কোন সন্দেহ নেই বিন্দু মাত্র।
আপনার পোষ্টে প্লাস।
+

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫

িফল্ড মার্শাল বলেছেন: অনেক সময় পরিবেশ পরিস্থিতির কারণে অনেক কিছুই মানিয়ে নিতে হয় বা করতে হয় । সবার ধৈর্য্য আর মানবিক গুনাবলী এক নয় ।

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এই লেখাটা কি আপনার? View this link আপনার হলে ভাল, আর না হলে সূত্র দেয়া উচিত ছিল। সকালেও একজনকে পোষ্ট করতে দেখলাম। যাই হোক, পোষ্ট নির্বাচিত পাতায়।

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২

িফল্ড মার্শাল বলেছেন: না , আমার না । আমি আগের পোস্টটা দেখিনি ।
সূত্র http://sorejominbarta.com/68537#.UprbbtIW11Y

৯| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬

সোজা কথা বলেছেন: সাংঘাতিক শিক্ষণীয়।এরকম লেখার জন্য ধন্যবাদ।

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১

িফল্ড মার্শাল বলেছেন: ধন্যবাদ । লেখাটা কপি করেছি দেনিক সরেজমিন থেকে ।

১০| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৯

িফল্ড মার্শাল বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা >>> আজকাল চটি পত্রিকাওয়ালারাও কপি /পেস্ট করা শুরি করছে । আপনি যে লিংকটা দিলেন সেটা প্রিয় ডট কম এর , আর আমি যেটা দিলাম নেটা দৈনিক সরেজমিন । কে কাকে কপি পেস্ট করলো জানিনা । ধন্যবাদ আপনাকে ।

১১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৩

পারভেজ রানা বলেছেন: ভালো লাগলো।

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪০

িফল্ড মার্শাল বলেছেন: ধন্যবাদ ।

১২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৭

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: সহমত।

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৯

িফল্ড মার্শাল বলেছেন: ধন্যবাদ ।

১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

এ কে এম রেজাউল করিম বলেছেন: কপি-পেস্ট করলে দোষ কি!!
জ্ঞান ছরিয়ে দেয়া ভালো,
কিন্তু সোর্স-এর উল্যখ হলে ভালো হয়।

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৯

িফল্ড মার্শাল বলেছেন: আপনাকে ধন্যবাদ নৈতিক সহযোগিতার জন্য ।

১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩২

মঈনউদ্দিন বলেছেন:

১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৩

জুন বলেছেন: হু ঠিক বলেছেন ফিল্ড মার্শাল। কিন্ত গ্রীন লাইনের ৩৬ সিটের এসি বাস ভর্তি মানুষ সেদিন ১১ ঘন্টা তার সেই অজস্র এবং অবিরত প্রশ্ন সহ্য করে গিয়েছিল । তাদের ধৈর্য্যের প্রশংসা করতেই হয়।

১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৯

সাহিদা আশরাফি বলেছেন: পুরোপুরি সহমত । সুন্দর পোস্ট!

১৭| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৭

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: এমন আরও পোস্ট চাই । আমরা অনেক ভুল করি। বাচ্চাদের জন্য অনেক ভেবে চলা উচিত । পোস্টে হলুদ তারা ।

১৮| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৫

অনন্ত জীবন বলেছেন: সন্তানকে মানুষ করতে বাবা-মা কত নিষ্ঠুরই না হতে পারেন

১৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩২

সায়েদা সোহেলী বলেছেন: আমাদের জীবনে বা সমাজ জীবনের সবচাইতে মুল্যবান সেনসিটিভ এসেট হচ্ছে আমাদের সন্তান বা শিশুরা , কিন্তু আমরা কেন যেনএখানে এসেই অনেক বেশী উদাসীন , অনেক বিচক্ষণ লোকেরাও বাচ্চাদের কে শুধুমাত্র বাচ্চা ই মনে করেন , অদের সাথেই যে আমাদের সবচাইতে ভেবে চিন্তে আচরণ করা উচিত তা ভুলে যান! !!

আপনাকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.